Local News

Local News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Local News, Digital creator, jhunka, Murshidabad.

29/05/2025

জোড়গাছী পঞ্চায়েত অফিসের সামনে আজ টোটো এবং মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ|
সময় আনুমানিক বিকাল ৩:২৮ নাগাদ।
টোটো যাত্রীগণ পাবনাপাড়ার|
মটর সাইকেল যাত্রী সুলতানপুরের|

22/04/2025

21/04/2025

SSC Case : হাজার হাজার শিক্ষকের বিক্ষোভ সামলাতে হিমশিম খেল পুলিশ ।

19/04/2025

হিন্দু হিন্দু ভাই ভাই ,
দিল্লিতে দুর্গামূর্তি ভাঙা হল তাই?

15/04/2025

*BREAKING NEWS:*

মুর্শিদাবাদ দাঙ্গায় নিহত হরগোবিন্দ দাস ও তার ছেলের খুনে অভিযুক্ত কালু নবাব ও দিলদার নবাব কে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q

09/04/2025

প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের সামনে এক গম্ভীর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হলো:
“ওয়াক্‌ফ সম্পত্তি ও সাম্প্রতিক ওয়াক্‌ফ বিল”
এটা শুধু একটা আইন নয়, বরং আমাদের ঈমান, ইসলাম, ও ভবিষ্যত প্রজন্মের উপর এক গভীর আঘাত।

---

*ওয়াক্‌ফ কী? কেন এটি এত গুরুত্বপূর্ণ?*

ওয়াক্‌ফ মানে — আল্লাহর নামে কোনো কিছু দান করে দেওয়া, যা শুধুমাত্র দ্বীনের কাজে ব্যবহার হবে।

উদাহরণ: মসজিদ, মাদরাসা, কবরস্থান, পানির হাউস, দারুল উলুম, দরগাহ, গরীবের জন্য হসপিটাল ইত্যাদি।

*ওয়াক্‌ফের মূল বৈশিষ্ট্য:*

একবার ওয়াক্‌ফ হলে সেটা আর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।

সেটা শুধু আল্লাহর রাস্তায় ব্যবহার হবে — চিরকাল।

*এই ব্যবস্থার ফজিলত:*

মুসলিম সমাজে শত শত বছর ধরে দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা টিকে আছে এই ওয়াক্‌ফের মাধ্যমে।

হাজার হাজার আলেম, হাফেজ, মুয়াল্লিম তৈরি হচ্ছে ।

---

*নতুন ‘ওয়াক্‌ফ বিল’ কী আনছে?*

সম্প্রতি ভারতে একটি নতুন ওয়াক্‌ফ সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে কিছু ভয়ংকর পরিবর্তন আনা হয়েছে, যা আমাদের জন্য মারাত্মক হুমকি:

১. *অমুসলিমদের ওয়াক্‌ফ বোর্ডে নিয়োগ:*

মুসলমানদের ওয়াক্‌ফ সম্পত্তি পরিচালনায় অমুসলিম থাকবে!

তারা সিদ্ধান্ত নেবে কোন মসজিদ থাকবে, কোনটা ভাঙা হবে!

২. *সরকারের ওয়াক্‌ফ দখলের অধিকার:*

সরকার চাইলে যেকোন ওয়াক্‌ফ সম্পত্তি নিজের কাজে ব্যবহার করতে পারবে।

মাদরাসা বা কবরস্থানের জায়গায় অফিস, মার্কেট বা অন্য কিছু তৈরি করে ফেলতে পারবে।

৩. *মুসলমানদের অধিকার কমে যাবে:*

ওয়াক্‌ফ বোর্ড সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে।

মুসলমানদের মতামতের কোন মূল্য থাকবে না।

৪. *ওয়াক্‌ফ আয়ের হিসাব গোপন:*

মুসলমানরা জানবেও না তাদের দানকৃত সম্পত্তি থেকে আয় কোথায় যাচ্ছে!

---

*এর ভয়াবহ পরিণতি কী হতে পারে?*

মসজিদ-মাদরাসা ধ্বংস হয়ে যাবে।

হাফেজ-আলেম তৈরি বন্ধ হয়ে যাবে।

গরীবদের সাহায্য থেমে যাবে।

মুসলমানদের দানকৃত সম্পদ অন্যদের হাতে চলে যাবে।

ধীরে ধীরে ইসলামিক চিহ্ন মুছে ফেলবার পথ তৈরি হবে।

---

*মুসলিম ভাইয়েরা এটা কেবল একটি আইন না, এটা ঈমান বাঁচানোর লড়াই!*

আল্লাহ রাব্বুল আলামীন জিজ্ঞেস করবেন:

*> "তোমাদের মসজিদ, মাদরাসা, কবরস্থান চলে যাচ্ছিল – তখন তোমরা কী করেছিলে?"*

---

*কুরআনের স্পষ্ট সতর্কতা:*

*وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا*
“তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু (ধর্ম) শক্ত করে ধরো এবং বিভক্ত হয়ো না।”
(সূরা আলে ইমরান – আয়াত: ১০৩)

*وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ*
“তোমরা যালিমদের প্রতি ঝুঁকিও না, নইলে আগুন তোমাদের ছুঁয়ে ফেলবে।”
(সূরা হুদ – আয়াত: ১১৩)

---

*আমরা কী করবো?*

১. *সচেতনতা ছড়ান:*

নিজে জানুন, অন্যকেও জানান।

২. *মুসলিমদের ঐক্য গড়ে তুলুন:*

আলেম, ছাত্র, শিক্ষক, সংগঠন — সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলুন।

৩. *দোয়া ও আমল করুন:*

কেঁদে কেঁদে দোয়া করুন, যেন আল্লাহ আমাদের হেফাযত করেন।

৪. *আইনি প্রতিবাদ গড়ে তুলুন:*

মুসলিম আইনজীবীদের নিয়ে আইনি লড়াই শুরু করুন।

---

*দোয়া:*

হে আল্লাহ! আমাদের ওয়াক্‌ফ সম্পত্তিকে হেফাযত করো।
হে আল্লাহ! আমাদের ঈমান ও দ্বীনকে রক্ষা করো।
হে আল্লাহ! যারা ইসলাম ধ্বংস করতে চায়, তাদের তুমি হেদায়েত দাও – অথবা ধ্বংস করো।
আমিন।

---

*শেষ কথা:*

মুসলিম ভাইয়েরা, সময় এসেছে জেগে ওঠার।
চুপ থাকলে চলবে না।
কথা বলুন, ঐক্য গড়ুন,
দ্বীন ও ঈমানকে রক্ষা করুন।

জাযাকুমুল্লাহু খইরান।

08/04/2025

08/04/2025

দেবগ্রাম গোল্ডেন স্কুল এর সামনে
Beldanga

07/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে- পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, 'উম্মাহ'র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা- কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই ইরাক, সিরিয়া, বসনিয়া, চেচেনিয়া, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

07/04/2025

বুঝতে তো আর কারোর বাকি থাকলো না 😢
Uttarpradesh 🥺

07/04/2025

Address

Jhunka
Murshidabad
742134

Telephone

+917864811370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Local News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Local News:

Share