Din Raat Star News

Din Raat Star News সত্য খবর , সবার আগে
জানতে আমাদের পেজটিকে ফলো করুন ।
আমাদের ফেসবুক চ্যানেলে অল্প খরচে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 9064021020

রবিবার বিজয় সম্মেলনি অনুষ্ঠানে একগুচ্ছ সাংবাদিক কে সম্বর্ধনা বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী পক্ষ হতে।
13/10/2025

রবিবার বিজয় সম্মেলনি অনুষ্ঠানে একগুচ্ছ সাংবাদিক কে সম্বর্ধনা বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী পক্ষ হতে।

13/10/2025

LIVE : অপরাজিতার ন্যায় বিচারের দাবিতে দুর্গাপুর সিটি সেন্টারে বিজেপির ধর্ণা অবস্থানে উপস্থিত আছেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।

13/10/2025

আজ সকালে সামশেরগঞ্জের রতনপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকবাংলা দিক থেকে ধুলিয়ানের দিকে আসছিল এক বেপরোয়া ট্রাক্টর। সেই সময় এক মোটরবাইককে সজোরে ধাক্কা মারে ট্রাক্টরটি। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে, ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু ঘটে।

13/10/2025

দেড় ঘণ্টা অপেক্ষা, তবু এল না এম্বুলেন্স! সন্তান জন্ম দিয়েই অকালে নিভে গেল ২৫ বছর বয়সী গৃহবধূর প্রাণ! ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ - রেফার করার পর টানা দেড় ঘণ্টা ধরে মরিয়া চেষ্টা। ফোনের পর ফোন। তবুও মিলল না সরকারি এম্বুলেন্স! শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী মা। হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে !

13/10/2025

বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরীর উদ্যোগে বিজয় সম্মেলন জনজোয়ারে পরিণত।
বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরীর উদ্যোগে বিজয় সম্মেলন জনজোয়ারে পরিণত।

ফারাক্কা বিধানসভার অন্তর্গত বিশিষ্ট সমাজসেবী ও দানবীর সুনীল চৌধুরীর উদ্যোগে রবিবার বিকেল চারটের সময় অনুষ্ঠিত হলো এক অনন্য “শুভ বিজয়া সম্মেলন”। পুষ্প বৃষ্টি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি,ও প্রদীপ প্রজলনের মাধ্যমে দিয়ে এই শুভ বিজয়া সম্মেলনের শুভ সূচনা হয়। দুর্গাপূজার পরবর্ সময়ে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে আনন্দ ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

12/10/2025

মালদা, হরিশচন্দ্রপুরঃ একের পর এক সমাজসেবামূলক কর্মসূচি করে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন হরিশচন্দ্রপুরের ব্যবসায়ী মতিউর রহমান। “গরিবের বন্ধু” নামে পরিচিত এই সমাজসেবী বর্তমানে জেলা রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে মালদা রাজনৈতিক মহলে।

12/10/2025

দুর্যোগের কারণে উত্তরবঙ্গের মানুষজন প্রয়োজনীয় নথিপত্র হারিয়েছেন। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচির সময়সীমা বর্ধিত করলেন।

রাজ্যজুড়ে ইতিমধ্যেই ২৮,৩০০টি অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঐতিহাসিকভাবে ২.৫ কোটি মানুষ অংশ নিয়েছেন। এই ক্যাম্পগুলিতে ৯৪.৭ লক্ষ আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৭৭.৪ লক্ষ অর্থাৎ ৮১% কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। 'আমাদের পাড়া আমাদের সমাধান' অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার অনন্য উদাহরণ, বললেন মুখ্যমন্ত্রী।

12/10/2025

মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের জিআরপি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি চালানো হলে উদ্ধার হয় ১৪৭টি মোবাইল ফোন। মোবাইলগুলোর কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় সেগুলি চোরাই বলে জানা যায়।

" রাত্রিকালীন অভিযান ও ডাকাতির উদ্দেশ্যে জড় হওয়া ডাকাতদল গ্রেফতার 🚔"গতকাল রাত্রি আনুমানিক ১২টা নাগাদ খড়গ্রাম থানার অন...
12/10/2025

" রাত্রিকালীন অভিযান ও ডাকাতির উদ্দেশ্যে জড় হওয়া ডাকাতদল গ্রেফতার 🚔"

গতকাল রাত্রি আনুমানিক ১২টা নাগাদ খড়গ্রাম থানার অন্তর্গত শিমুলিয়াপাড়া সাঁকো মোড় এলাকায় গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, কিছু ব্যক্তি রোড ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই খড়গ্রাম থানার একটি স্পেশাল আরটি নাইট মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সূত্রের বর্ণনা অনুযায়ী দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে।

পুলিশের তৎপরতায় তিনজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। ধৃত ব্যক্তিদের নাম — 1) রফিকুল মল্লিক, 2)রাহুল মল্লিক, 3)হাসিবুল মল্লিক, সকলের বাড়ি বড়ুয়া থানার অন্তর্গত বেলডাঙা ঝিকোরহাটি গ্রামে। ধৃতদের কাছ থেকে তল্লাশি করে একটি ঝাবা, একটি সাবল ও একটি তরবারি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে তারা এই অস্ত্রসমূহ নিয়ে অবৈধভাবে রাতের বেলায় উক্ত স্থানে জমায়েত হয়েছিল পথচলতি মানুষদের কাছ থেকে ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যে। আজ ধৃত তিনজনকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

এভাবেই সবাই যেনো নিশ্চিন্তে রাত্রিতে ঘুমোতে পারে - নির্বিঘ্নে চলাফেরা করতে পারে , তাই পুলিশ রাত্রির পাহারায়। তাই রাত্রিকালীন যেকোন অসুবিধায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন মুর্শিদাবাদ জেলা পুলিশ, খড়গ্রাম থানা সর্বদা আপনাদের পাশে।

12/10/2025

জঙ্গিপুর পুলিশ জেলা সাইবার সিকিউরিটির পক্ষ থেকে সাইবার সচেতনতা নিয়ে এক বিশেষ আলোচনা :-
Jangipur Police District

12/10/2025

অনলাইন গেমে জুয়া খেলে ধারদেনায় জর্জরিত হয়ে মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে জন সাধারণের কাছে বিশেষ অনুরোধ অনলাইন গেম , ব্যাটিং অ্যাপ থেকে দূরত্ব বজায় রাখুন ।

12/10/2025

নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন !!

Address

Dhuliyan
Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din Raat Star News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Din Raat Star News:

Share