Din Raat Star News

Din Raat Star News সত্য খবর , সবার আগে
জানতে আমাদের পেজটিকে ফলো করুন ।
আমাদের ফেসবুক চ্যানেলে অল্প খরচে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 9064021020

26/07/2025

*রাজবাড়ীর কুয়ো থেকে বিশালাকার অজগর উদ্ধার*

শতাব্দী প্রাচীন দুবরাজপুরের হেতমপুর রাজবাড়ীতে বিশালাকার অজগর উদ্ধার। হেতমপুর রাজবাড়ীর পেছনের দিকে প্রায় ২০০ বছরের পুরনো কুয়ো থেকে প্রাণের ঝুঁকি নিয়ে একটি পূর্ণবয়স্ক ৯ ফুটের অজগর উদ্ধার করলেন সর্পপ্রেমী অমিত শর্মা। বনদপ্তরের সহায়তায় অজগরটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা।
অজগর দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় রাজবাড়িতে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। হেতমপুর রাজবাড়ীর রাজকন্যা বৈশাখী চক্রবর্তী জানান, রাজবাড়ীর পেছনে প্রায় ২০০ বছর পুরনো একটি কুয়ো রয়েছে। কিন্তু বর্ষার ফলে কুয়োর আশেপাশে আগাছায় ভর্তি হয়ে যায়। আমি সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য মিস্ত্রি লাগায়। তখনই দেখতে পাওয়া যায় বিশালাকার অজগরটি কুয়োর মধ্যে রয়েছে। তড়িঘড়ি ফোন করা হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে। তিনি ফোন পেয়ে এখানে আসেন। কিন্তু অজগরটি কুয়োর মধ্যে এমন অবস্থায় ছিল যে তাকে উদ্ধার করা সম্ভব ছিল না। তাই বনদপ্তরকে সাথে নিয়ে এবং নিজের সুকৌশলে কোমরে দড়ি বেঁধে কুয়োর মধ্যে নামেন এবং অজগরটিকে উদ্ধার করেন। এরকম কাজের জন্য আমি অমিত শর্মাকে অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি সর্পপ্রেমী অমিত শর্মা জানান, আমি ফোন পেয়ে তড়িঘড়ি হেতমপুর রাজবাড়িতে আসি। এসেই দেখি রাজবাড়ীর পেছনে কুয়োর মধ্যে অজগরটি রয়েছে। বনদপ্তর ও স্থানীয় মানুষজনদের সহযোগিতায় আমি কোমরে দড়ি বেঁধে কুয়োতে নামি এবং অজগরটিকে উদ্ধার করি। ৯ ফুট লম্বা বিশিষ্ট এটি একটি পূর্ণবয়স্ক অজগর।

26/07/2025

অবশেষে সামাজিক মাধ্যমের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।।

26/07/2025

শ্রাবণ মাস পড়তেই শিবের মাথায় জল ঢালার হিড়িক।
তারা কাওয়ার জল ভর্তি করেছেন দক্ষিণ দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকা থেকে তারপরে হাঁটতে শুরু করেছেন তাদের গন্তব্যস্থল হল তারকেশ্বর। পতিরাম থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় আনুমানিক 387 কিলোমিটার।
তারা জানান এই প্রথমবার এই দীর্ঘ পথ খালি পায়ে হেঁটে তারা তারকেশ্বরে গিয়ে দেবের দেব মহাদেব শিবের মাথায় জল ঢালবেন।

26/07/2025

ডিজিটাল এরেস্ট নিয়ে বিশেষ বার্তা জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের।




26/07/2025

পাঁচ নাবালিকা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর লোভ দেখিয়ে পাঁচ জন নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল চার যুবক, মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে পাঁচ নাবালিকা উদ্ধার করে পুলিশ, গ্রেফতার চার যুবক।

26/07/2025

আবারো গঙ্গা ভাঙ্গন, চোখে মুখে আতঙ্ক, চোখে ঘুম নেই এলাকাবাসীর।
সামসেরগঞ্জের চাচন্ড অঞ্চলের শিবপুর ভাঙা লাইনে আবারও শুরু হয়েছে নতুন করে গঙ্গা ভাঙন। কয়েকদিনের মধ্যেই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে গঙ্গা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে।

26/07/2025

জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি সাংসদ খলিলুর রহমানের।
মুর্শিদাবাদ জেলার মানুষের কথা মাথায় রেখে এবং সুরক্ষার স্বার্থে জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে, যাতে ফারাক্কা ব্যারাজ থেকে জল ছাড়ার আগে আগাম নির্দেশিকা অর্থাৎ নোটিশ দেওয়ার জন্য অনুরোধ করেন।

সর্বদা অসহায় দু:স্ত গরিব মানুষের পাশে ফরাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী।
26/07/2025

সর্বদা অসহায় দু:স্ত গরিব মানুষের পাশে ফরাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী।

25/07/2025

*সব সমস্যার মুশকিল আসান,আমাদের পাড়া আমাদের সমাধান*

25/07/2025
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ব্লকের নতুন শিবপুরে ফের নতুন করে গঙ্গা ভাঙ্গন। নতুন শিবপুরে গঙ্গা গর্ভে তলিয়ে গেল রাস্তা?
25/07/2025

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ব্লকের নতুন শিবপুরে ফের নতুন করে গঙ্গা ভাঙ্গন।
নতুন শিবপুরে গঙ্গা গর্ভে তলিয়ে গেল রাস্তা?

25/07/2025

জনসচেতনতা ফিরিয়ে আনতে ছোট ছোট আলো চিত্রের সহযোগিতা নিচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশ । সেই উদ্যোগকে সফল করতে আজ দেখা গেল গঙ্গা ভবনে বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের বেশ কিছু প্রখ্যাত কলাকুশলী অভিনেতা ও অভিনেত্রীদের !

Address

Dhulian

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din Raat Star News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Din Raat Star News:

Share