06/08/2023
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে এবং রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি করলো ফরাক্কা ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সরক সংলগ্ন এলাকায় এই ধর্ণা কর্মসূচি করে।
এই ধর্ণা কর্মসূচি থেকে ফরাক্কার ব্লক সভাপতি অরুনময় দাস জানান ভারতবর্ষের সমস্ত নাগরিকদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা সহ বিভিন্ন কেদ্রীয় প্রকল্পের থেকে বঞ্চিত করছে। কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না দিলে আগামীদিন আরো বৃহতম ধর্ণা কর্মসূচি করা হবে।
এদিন এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা বাংলা 24x7 #