Domkal Press Association

Domkal Press Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Domkal Press Association, Murshidabad.

11/03/2025

Condemning the Heinous Murder of a Journalist in UP's Sitapur

We strongly condemn the brutal and senseless murder of a journalist in Sitapur, Uttar Pradesh. The victim was reportedly hit by a bike and then shot three times on the highway.

This horrific incident is a stark reminder of the growing threats and violence faced by journalists and media professionals in our country. It is unacceptable that those who bring truth to power and hold the powerful accountable are being silenced in such a brutal manner.

We demand:

1. Immediate investigation: A thorough and impartial investigation into the murder, and swift action against the perpetrators.
2. Justice for the victim: Ensuring that the victim's family receives justice and support.
3. Protection for journalists: Implementing effective measures to ensure the safety and security of journalists and media professionals.

We stand in solidarity with the journalist community and demand that the government takes concrete steps to safeguard the freedom of the press and protect those who risk their lives to bring us the truth.

বর্তমান সমাজে শিক্ষাগত সাফল্যের গুরুত্ব ক্রমশই হ্রাস পাচ্ছে। আগে যেখানে আইআইটি এআইআর ১ হোল্ডার বা বোর্ড টপারদের কীর্তি  ...
12/02/2025

বর্তমান সমাজে শিক্ষাগত সাফল্যের গুরুত্ব ক্রমশই হ্রাস পাচ্ছে। আগে যেখানে আইআইটি এআইআর ১ হোল্ডার বা বোর্ড টপারদের কীর্তি উদযাপিত হত, এখন আমরা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ইনফ্লুয়েন্সার নিয়ে বেশি আলোচনা করি। ‘ডলি চাওয়ালা’, ‘Vada Pav গার্ল ’, ‘পকেট পরোটা’, ডিজে অরুণ,Beer Biceps বা সময় রায়না ’র মতো ব্যক্তিরা আজকের ভাইরাল সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছেন। এর ফলে শিক্ষার্থী ও তরুণ সমাজ প্রভাবিত হচ্ছে এবং তারা সহজেই স্বীকৃতি পাওয়ার জন্য এই ধরনের প্ল্যাটফর্মে নিজেদের মেলে ধরতে চাইছে।

আগের প্রজন্ম মদনমোহন তর্কালঙ্কারের কবিতার পঙক্তি ‘লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। লেখাপড়া যেই জানে সব লোক তারে মানে' মধ্যে সমাজের বাস্তবতা দেখতে পেত। তখন শিক্ষা ও মেধাকে সামাজিকভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হতো, কিন্তু এখন ভাইরাল হতে পারাটাই যেন সাফল্যের প্রধান মাপকাঠি। বিজ্ঞানের আবিষ্কার, মহাকাশ অভিযানের সাফল্য, চিকিৎসাবিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার এখন সংবাদ শিরোনামে খুব কমই জায়গা পায়। বরং এমন বিষয়গুলো ভাইরাল হচ্ছে, যেগুলো সামগ্রিকভাবে সমাজের কোনো গঠনমূলক পরিবর্তন আনছে না।

যে কোনো সমাজের অগ্রগতি নির্ভর করে তার শিক্ষাব্যবস্থা ও শিক্ষিত নাগরিকদের ওপর। যদি শিশু ও তরুণ প্রজন্ম দেখে যে সামাজিক স্বীকৃতি পাওয়ার একমাত্র উপায় হলো বিনোদনমূলক বা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেওয়া, তাহলে তারা শিক্ষাকে উপেক্ষা করতেই বেশি উৎসাহী হবে। বিজ্ঞানী, মহাকাশচারী, চিকিৎসক কিংবা গবেষকদের প্রচেষ্টাকে যদি গুরুত্ব দেওয়া না হয়, তাহলে তাদের মতো হতে কেউ আগ্রহী হবে না।

এর সমাধান কী?

১. মিডিয়ার ভূমিকা পরিবর্তন করা: মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানীদের সাফল্য তুলে ধরতে হবে।

২. পরিবার ও শিক্ষকের দায়িত্ব: অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের বোঝাতে পারেন যে সাফল্য শুধুমাত্র ভাইরাল হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত অর্জন সময়ের সাথে মূল্যায়িত হয়।

৩. প্রতিভাবানদের কীর্তি প্রচার করতে হবে: শিক্ষাগত ও গবেষণাধর্মী অর্জনগুলোর জন্য বড় মঞ্চ তৈরি করতে হবে, যাতে তরুণ প্রজন্ম এদের রোল মডেল হিসেবে গ্রহণ করে।

সাফল্যের সংজ্ঞা পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমাদের উচিত এটি পুনর্নির্ধারণ করা। যদি আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত শিক্ষার পথে এগিয়ে যাক, তবে আমাদের অবশ্যই ভাইরাল কালচার ও শিক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। প্রকৃত মেধা এবং অর্জনকে যথাযথ স্বীকৃতি দিতে পারলেই সমাজের উন্নতি সম্ভব।

(Credit: NSOU, Department of Journalism and Mass Communication)

Address

Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Domkal Press Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share