Murshidabad News

Murshidabad News জেলা� থেকে রাজ্য�, দেশ �থেকে বিদেশ� সমস্ত খবর সবার আগে�।

11/09/2025

MLA শওকত মোল্লা ও বাংলাদেশী বক্তা মিজানুর রহমান আজহারী কে জাহান্নামের কুকুর বললেন, আব্বাস সিদ্দিকী?

10/09/2025

নেপালে কেনো তীব্র আন্দোলন, কেনো দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী!
#নেপাল

09/09/2025

“রাম রহিম আর পারিজাত বেল পায়, উমর খালিদ আর ধুলিয়ানবাসীরা নয়—বিচার কি সবার জন্য সমান?”

06/09/2025

মুসলিম বলেই কি শিশুদের বোমার ভয় দেখানো? অভিষেক যাদবের গ্রেফতার চাই!
West Bengal Police Kolkata Police

ভারত সফরের প্ল্যান আপাতত বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প—নভেম্বরে কোয়াড শীর্ষ সম্মেলনে না-আসার ইঙ্গিত মিলেছে; দ্বিপাক্ষিক ...
31/08/2025

ভারত সফরের প্ল্যান আপাতত বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প—নভেম্বরে কোয়াড শীর্ষ সম্মেলনে না-আসার ইঙ্গিত মিলেছে; দ্বিপাক্ষিক টানাপোড়েন ও শুল্ক–বিবাদের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে রিপোর্টে দাবি। একই সময়ে ক্রেমলিন জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের ভারতের সফর পরিকল্পনা এগোচ্ছে—তাই জল্পনা, পুতিন-ফ্যাক্টরও কি ট্রাম্পের সিদ্ধান্তে ভূমিকা রাখল?

তিয়ানজিনে প্রায় ৫০ মিনিটের মোদী–জিনপিং বৈঠকে বার্তা—পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেও...
31/08/2025

তিয়ানজিনে প্রায় ৫০ মিনিটের মোদী–জিনপিং বৈঠকে বার্তা—পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি; সীমান্ত ব্যবস্থাপনা, কৈলাস-মানস সরযাত্রা ও সরাসরি ফ্লাইট পুনরারম্ভ নিয়েও ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন মোদী।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হুগলির এক প্রভাবশালী নেত্রীর নাম উঠে এসেছে—অভিযোগ, তিনি নিয়োগপত্র পেলেও ‘স্কুলে তো পা-ই রাখেনন...
31/08/2025

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হুগলির এক প্রভাবশালী নেত্রীর নাম উঠে এসেছে—অভিযোগ, তিনি নিয়োগপত্র পেলেও ‘স্কুলে তো পা-ই রাখেননি’; সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রকাশিত ২০১৬-র নিয়োগ–কেলেঙ্কারির ‘দাগি’ তালিকায় এমন একাধিক ঘটনার উল্লেখ মিলছে।

প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার পর চাপে পড়ে রাকেশ সিংয়ের থেকে দূরত্ব রাখছে বঙ্গ বিজেপি; রাজ্য সভাপতি স্পষ্ট করেছেন, এটি দল...
31/08/2025

প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার পর চাপে পড়ে রাকেশ সিংয়ের থেকে দূরত্ব রাখছে বঙ্গ বিজেপি; রাজ্য সভাপতি স্পষ্ট করেছেন, এটি দলের অনুমোদিত কর্মসূচি নয় ও কোনও দলের পতাকা পোড়ানোকে সমর্থন করে না। এদিকে রাকেশের সাফ কথা—“যা করেছি, বুঝে করেছি, ঠিকই করেছি,” দলেরই নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

Bihar Assembly Election: নতুন জরিপে এনডিএ জোট স্পষ্ট এগিয়ে, ফলে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রীর কুর্সি আপাতত নিরাপদ থাকতেই প...
31/08/2025

Bihar Assembly Election: নতুন জরিপে এনডিএ জোট স্পষ্ট এগিয়ে, ফলে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রীর কুর্সি আপাতত নিরাপদ থাকতেই পারে—আসন গাণিতিকে বিজেপির লাভ ও জেডিইউর সামান্য ক্ষয়ের ইঙ্গিত মিলেছে।

এসএসসি-র ‘দাগি’ তালিকায় নাম উঠতেই মুখ খুললেন রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ—“আগেই মামলা করেছি, সিবিআই-কে ...
31/08/2025

এসএসসি-র ‘দাগি’ তালিকায় নাম উঠতেই মুখ খুললেন রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ—“আগেই মামলা করেছি, সিবিআই-কে চ্যালেঞ্জ করেছিলাম; তালিকায় আমার নাম কেন আছে, সেটা আমার কাছে একদম ক্লিয়ার নয়,” জানিয়ে সোমবার হাই কোর্টে নতুন করে মামলা করার কথা বললেন তিনি।

SSC ‘দাগি’ লিস্টে মোট ১৮০৪ জনের নাম প্রকাশ; এর মধ্যে তৃণমূল ঘনিষ্ঠদের একাধিক নাম আছে—সূত্রে দু’জন কাউন্সিলর ও পশ্চিম মেদ...
31/08/2025

SSC ‘দাগি’ লিস্টে মোট ১৮০৪ জনের নাম প্রকাশ; এর মধ্যে তৃণমূল ঘনিষ্ঠদের একাধিক নাম আছে—সূত্রে দু’জন কাউন্সিলর ও পশ্চিম মেদিনীপুরের এক সংগঠক-স্তরের নেতার নামও ধরা পড়েছে, কারও ক্ষেত্রে সপরিবারে চাকরি নেওয়ার অভিযোগও উঠে এসেছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এই লিস্ট প্রকাশ করেছে SSC; ২০১৬ সালের নিয়োগ অনিয়মে ‘দাগি’দের নিয়োগ বাতিল বলেও জানানো হয়েছে।

চিনে SCO সম্মেলনে যোগ দিতে পৌঁছাতেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা ...
31/08/2025

চিনে SCO সম্মেলনে যোগ দিতে পৌঁছাতেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন; সংঘাতের হালচাল ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং মোদি বলেন, ভারতের অবস্থান সংঘাতের দ্রুত, শান্তিপূর্ণ সমাধানের পক্ষে—এই প্রচেষ্টায় ভারত পূর্ণ সমর্থন দেবে।

Address

Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share