Murshidabad News

Murshidabad News জেলা� থেকে রাজ্য�, দেশ �থেকে বিদেশ� সমস্ত খবর সবার আগে�।

25/08/2025
25/08/2025

জেলা পরিষদ থেকে ২৩৭ কোটি টাকা ঘুরে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন তুলতেই মেজাজ হারিয়ে বোকার মতো উত্তর দিলেন সভাধিপতি রুবিয়া সুলতানা।

ফারাক্কার ঘটনার অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।
24/08/2025

ফারাক্কার ঘটনার অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।

আজ (২৪/০৮/২৫) সন্ধ্যা ৭ টা নাগাদ বহরমপুর বাইপাস ফতেপুরে সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গীতারাম হাসপাতালে ভর্তি আছে। স্থ...
24/08/2025

আজ (২৪/০৮/২৫) সন্ধ্যা ৭ টা নাগাদ বহরমপুর বাইপাস ফতেপুরে সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গীতারাম হাসপাতালে ভর্তি আছে। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গিয়েছে। সঙ্গে রয়েল এনফিল্ড বাইক ছিল। পরিচয় জানা যায়নি। পোস্টটি শেয়ার করুন, যাতে বাড়ির মানুষ খোঁজ পান..

24/08/2025

মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার এনটিপিসি মোড়ে এক বাস কন্টাক্টরকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মারধর ও চরম অত্যাচারের শিকার হতে হয়েছে।

আমরা ফারাক্কা থানা প্রশাসন ও পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি—

দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ধর্মের ভিত্তিতে এ ধরনের হামলা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজের জন্য লজ্জাজনক। অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে।

20/08/2025

মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের মহিষাইল হসপিটাল
আজকের বাস্তব চিত্র –

হাসপাতালে বিদ্যুৎ না থাকায় রোগী ও তাদের পরিবারের দুর্ভোগ চরমে। লাইটগুলো ইনভার্টারে জ্বললেও একটিও ফ্যান চলছে না। গরমে কষ্ট পেয়ে রোগীর আত্মীয়দের পাখা করে দিতে হচ্ছে।

হাসপাতালে জেনারেটর থাকলেও সেটি চালু করা হচ্ছে না। বিদ্যুৎ চলে গেলে রোগীদের দেখতে ডাক্তারদের মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হচ্ছে! এমার্জেন্সি কেসে পর্যন্ত মোবাইলের আলো জ্বালিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে – এটা কি একেবারেই মানবিক?

শুধু তাই নয়, হাসপাতালের টয়লেটগুলোর অবস্থা ভয়াবহ। দরজাগুলো ভাঙা, ভেতরে প্রবল দুর্গন্ধ – ব্যবহার তো দূরের কথা, পাশ দিয়ে যাওয়া পর্যন্ত কঠিন।

মানুষের চিকিৎসার জায়গা যেখানে এমন করুণ অবস্থায় চলছে, সেখানে প্রশাসনের দায়িত্ব কোথায়?
জেনারেটর থাকা সত্ত্বেও কেন চালু করা হচ্ছে না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন!

রোগী ও তাদের পরিবারের মৌলিক চাহিদা, নিরাপত্তা আর মর্যাদার কথা ভেবে অবিলম্বে এই পরিস্থিতির সমাধান করা প্রয়োজন।

#মহিষাইল_হাসপাতাল #সুতি #জনগণের_অধিকার

নিখোঁজ সংবাদনাম: তেজারুল আলমপিতা: হারুন রশিদগ্রাম: মথুরাপুরপোস্ট: কাবিলপুরথানা: সাগরদিঘীজেলা: মুর্শিদাবাদপ্রায় ৩ মাস আগে...
20/08/2025

নিখোঁজ সংবাদ

নাম: তেজারুল আলম
পিতা: হারুন রশিদ
গ্রাম: মথুরাপুর
পোস্ট: কাবিলপুর
থানা: সাগরদিঘী
জেলা: মুর্শিদাবাদ

প্রায় ৩ মাস আগে কলকাতায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তেজারুল আলম। সেই থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। দীর্ঘদিন ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। বিশেষ করে মা ছেলেকে ফিরে পেতে সকলের কাছে কাতর আর্জি জানিয়েছেন।

সকলের কাছে অনুরোধ, দয়া করে এই সংবাদটি বেশি করে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই তেজারুল আলমের খোঁজ পাওয়া যেতে পারে এবং তিনি পরিবারের কাছে ফিরে আসতে পারেন।

যোগাযোগের নম্বর: 9641623449

১২/০৮/২০২৫মুর্শিদাবাদ: ফারাক্কায় গঙ্গা প্রবল বন্যা পরিস্থিতিতেমুর্শিদাবাদের ফারাক্কায় CS 97 A গঙ্গা ফারাক্কা গেজে গঙ্গ...
12/08/2025

১২/০৮/২০২৫
মুর্শিদাবাদ: ফারাক্কায় গঙ্গা প্রবল বন্যা পরিস্থিতিতে
মুর্শিদাবাদের ফারাক্কায় CS 97 A গঙ্গা ফারাক্কা গেজে গঙ্গা নদী প্রবল বন্যা পরিস্থিতিতে রয়েছে। পানির স্তর ২৩.৮৫ মিটার, যা বিপদসীমা ২২.২৫ মিটারের চেয়ে ১.৬০ মিটার বেশি। বর্তমানে পানির স্তর স্থিতিশীল রয়েছে, অর্থাৎ এখনও জল নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নিম্নাঞ্চলগুলোতে জল ঢোকার আশঙ্কায় প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে।

অবশেষে ধানবাদ থেকে গ্রেফতার হলেন দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের মারধরের ঘটনায় মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি। দীর্ঘদিন পলাত...
11/08/2025

অবশেষে ধানবাদ থেকে গ্রেফতার হলেন দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের মারধরের ঘটনায় মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশি অভিযানে ধরা পড়েন তিনি, শীঘ্রই তাঁকে আদালতে তোলা হবে।

11/08/2025

মুর্শিদাবাদ জেলার ফারাক্কার ব্রাহ্মণ গ্রামে নদীর জল ভয়াবহ রূপ ধারণ করেছে, আশেপাশের এলাকায় বন্যার আশঙ্কা বাড়ছে।

11/08/2025

বেলডাঙ্গা (LC 112), মুর্শিদাবাদ—যেখানে আন্ডারপাসের প্রয়োজন ছিল, সেখানে তৈরি হয়েছে সুইমিং পুল! উন্নয়নের এই সৃজনশীল রূপ সত্যিই প্রশংসনীয়। — Eastern Railway Headquarter

Address

Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share