Ulamaye Deoband

Ulamaye Deoband I am Hamid sk

সতর্ক বার্তা 🚩এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর ।মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছ...
26/06/2025

সতর্ক বার্তা 🚩
এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর ।

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে। ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।

বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে। আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা। কিন্তু এটা তো কেবল শুরু। তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো। কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে। এটাই প্রথম ফাঁদ।

তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া—সব কিছু একাই করে ফেলছে AI, তুমি কেবল বসে দেখছো। তুমি কাজের থেকেও, চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছো। মানুষের “ইচ্ছাশক্তি” আর “চিন্তা” কেড়ে নিতে শুরু করেছে এটা। এটাই দ্বিতীয় ফাঁদ—নিয়ন্ত্রণের এক সফট শেকল।

এটা সেই পর্যায়, যেখানে AI আর মানুষের মধ্যে তফাত থাকবে না। বরং AI আরও বুদ্ধিমান হবে—তুমি কী চাও, সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
তাকে শেখাতে হবে না—সে নিজেই শিখে যাবে।
এটাই সেই সময়, যেটা বহু হাদীসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে। দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে—AGI ও তেমনই এক বিভ্রম। মানুষ মনে করবে, এটি তার বন্ধু, তার সঙ্গী। কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি—যা নিজেই নিজের দর্শন তৈরি করবে।

সুপার ইন্টেলিজেন্স – এক ‘নতুন প্রজাতি’ যার কাছে আমরা শুধু একটি টার্গেট, Superintelligence এমন এক সত্তা হবে, যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে। সে যদি চায়, একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্রব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে। আর তুমি—এক মানবমাত্র—তোমার কিছুই করার থাকবে না। এটাই সেই সময়, যেটা বলা হয়েছিল— যে দিন মানুষ নিজেই বুঝবে না, সে কি আল্লাহর সৃষ্টি, না তার হাতে তৈরি ফিতনার দাস।

তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য ৮০% মানুষ বাদ দেয়া দরকার? তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন? এটাই হবে সেই ফিতনা, যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে।

মুদ্দা কথা, এই AI আর কেবল একটি টুল নয়। এটা এক নতুন সভ্যতার জন্ম। এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন “প্রভুর” মতোই দাঁড়িয়ে যাবে—ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে দাজ্জাল কিন্তু মানুষ হাদিসে এসেছে।যার কাছে অনেক প্রযুক্তি/নতুন শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো। তুমি যদি আজও ভাবো, এটা অনেক দূরের কথা—তাহলে ভুল করছো। AI ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে—চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই; মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই। আমরা এখনো খেলছি ChatGPT আর Midjourney নিয়ে। কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে। এটা আর টেকনোলজি নয়, এটা—একটি নতুন ফিতনার আগমনী বার্তা।

সাবাই সাবধানে সতর্ক হোন

07/06/2025
শায়খূল হিন্দ মাহমূদ হাসান দেওবন্দী রহ.-এর লাশ যখন গোসলের জন্যে চৌকিতে রেখে কোমর থেকে  কাপড় সরানো হয়, তখন দেখা গেল তাঁর ক...
03/05/2025

শায়খূল হিন্দ মাহমূদ হাসান দেওবন্দী রহ.-এর লাশ যখন গোসলের জন্যে চৌকিতে রেখে কোমর থেকে কাপড় সরানো হয়, তখন দেখা গেল তাঁর কোমর এমন ভাবে পোড়া যে হাড় দেখা যায়। তা দেখে উপস্থিত সকলের মন কেঁদে উঠল।

এ ব্যাপারে মাওলানা হুসাঈন আহমদ মাদানীকে জিজ্ঞেস করলে তিনিও কেঁদে উঠেন এবং বলেন,‘‘শায়খুল হিন্দ সত্য তথ্য প্রকাশ করতে আমাকে নিষেধ করেছিলেন। মাল্টা’র জেলে ইংরেজরা আমার উস্তাতজীকে একটা পাতাল কক্ষে নিয়ে যেত। ওখানে লোহার উত্তপ্ত শলাকা দ্বারা কোমরে ছেঁকা দিত আর বলত, ইংরেজদের পক্ষে ফতোয়া দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে।

এই যুলমের পর তিনি জ্ঞান হারাতেন।পরে জ্ঞান ফিরে এলে তিনি বলতেন, তোমরা আমার দেহটাকে গলিয়ে ফেলতে পারো, কিন্তু আমি হযরত বিলালের উত্তরসূরী। তোমরা আমার গায়ের চামড়া তুলে ফেলতে পারো, তবুও আমি তোমাদের পক্ষে ফতোয়া দেব না।
“আল্লাহু আকবার” আল্লাহপাক মহান মনিষীকে জান্নাতের উচ্চ মকাম দান করুক ,আমীন

11/04/2025

ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে দয়ানগর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে তীব্র প্রতিবাদ জমিয়তে উলামায়ে হিন্দের।

11/04/2025

ওয়াকফ বিল সম্পর্কে অগ্নিঝরা বক্তব্য মাওলানা শহিদুল ইসলাম।

10/04/2025

ওয়াকব বোর্ডের সম্পত্তি বাঁচানোর জন্য ভারতবর্ষের মুসলমান হিন্দু শিক জেগে উঠুন।

09/04/2025

ওয়াকফ বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ভগবানগোলা বাসীদের বহরমপুর স্টেশনে

07/04/2025

স্যালুট কুকুর প্রজাতি// মানবের মহা বিপদে অকৃত্রিম ভালোবাসা কত যে মহতি তাতে মানব পরিচয় লজ্জিত

05/04/2025

ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তরপ্রদেশের সাহারানপুর উত্তাল। চিন্তায় যোগী আদিত্য নাথ।

04/04/2025

মাওলানা মুফতি নাজমুল হক সাহেব জেলা বাসীর উদ্দেশ্যে ওয়াকফ বিল সম্পর্কে যে বার্তা দিলেন।

Address

Bhagwangola
Murshidabad
742135

Telephone

+917668347916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulamaye Deoband posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulamaye Deoband:

Share