গল্প কথা

গল্প কথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গল্প কথা, Digital creator, Murshidabad.

আমার গল্পকথা পেজে গল্প লিখি কলাম লিখি এবং আমার কন্ঠে পাঠ করি। আমার পেজে আপনাদের স্বাগত জানাই। আমার পেজ ফলো করতে অনুরোধ জানাই।
গল্প লেখক , গল্প কথক story writer, story teller.
@গল্পকথা

03/08/2025

সরলাবালা সরকার এর লেখা গল্প - সন্ন্যাসীর স্ত্রী দ্বিতীয় পর্ব পাঠ করলাম 🌹

প্রয়োজনীয় যা কিছু তার বাইরেও অনেক কিছু আছে।আর সেই আবেগ অনুভূতি আছে বলেই জগতে সৌন্দর্য অনুভূতি সৃষ্টি আছে।কলমে -মৌমিতা ...
02/08/2025

প্রয়োজনীয় যা কিছু তার বাইরেও অনেক কিছু আছে।আর সেই আবেগ অনুভূতি আছে বলেই জগতে সৌন্দর্য অনুভূতি সৃষ্টি আছে।

কলমে -মৌমিতা পাল

পজিটিভ দৃষ্টিভঙ্গী।মানে সদর্থক চিন্তা ভাবনা।কথাটা শুনতে খুব সুন্দর।কিন্তু কথাটার ওজন বড্ড বেশি। বর্তমান যুগ আধুনিকতার।ব্...
31/07/2025

পজিটিভ দৃষ্টিভঙ্গী।মানে সদর্থক চিন্তা ভাবনা।কথাটা শুনতে খুব সুন্দর।কিন্তু কথাটার ওজন বড্ড বেশি। বর্তমান যুগ আধুনিকতার।ব্যস্ততার।সভ্যতার।শিক্ষার।সামাজিকতার। কিন্তু এই যে এতগুলো কথা সেগুলো কতটা সঠিক অর্থে সফল!
কতটা সঠিক ভাবে প্রয়োগ হয়! পজিটিভ থাকতে পারে কজন! আমরা নিজেকে কতটা খুশি করতে পারি! রাখতে পারি! অন্য কে দোষারোপ করি।কিন্তু কতটা অধিকার থাকে সে ব্যাপারে !? কতটা দায়িত্ব থাকে !? কাউকে কতটা বলা যায়! কতটা সীমা থাকে সে ব্যাপারে !
এগুলো কেউ ভাবে না। আসলে যা খুশি বললেই হলো।যা খুশি করলেই হলো। নিজের মতামত সবথেকে আগে।কিন্তু এইভাবে পজিটিভ থাকা সত্যি কি যায়! হতাশা এসে বাসা বাঁধতে চায় এই পথেই। তাইতো চারদিকে এত মানসিকতার দূর্বলতা। পজিটিভ দৃষ্টি থেকে অকারণে সবাই দূরে সরে যায়। অথচ একমাত্র পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকলেই জীবন সুন্দর হয়ে ওঠে।যাপন সুন্দর হয়।

কলমে - মৌমিতা পাল

30/07/2025

সরলাবালা সরকার এর লেখা গল্প সন্ন্যাসীর স্ত্রী প্রথম পর্ব পাঠ করলাম 🌹

শুভ রাত্রি বন্ধুরা 🌹 good night friends 🌌
29/07/2025

শুভ রাত্রি বন্ধুরা 🌹 good night friends 🌌

অনেকেই নিজের মানসিকতার আলোকে অন্য কে বিচার করে। আসলে যার যেরকম শিক্ষা,যার যেরকম রুচি সেই ভাবেই ভাবনা চিন্তা করতে পারে। শ...
29/07/2025

অনেকেই নিজের মানসিকতার আলোকে অন্য কে বিচার করে। আসলে যার যেরকম শিক্ষা,যার যেরকম রুচি সেই ভাবেই ভাবনা চিন্তা করতে পারে। শিক্ষিত হলেই যে সে শিক্ষার প্রকৃত অর্থ বুঝতে পারবে তা তো নয়। আশেপাশে অনেক মানুষ কে দেখতে পাই তারা অন্য কে নিয়ে , অন্য মানুষের অনুভূতি নিয়ে খিল্লি করে খুব মজা পাচ্ছে। কিন্তু এরকম মানসিকতা মানসিক অসুস্থতার লক্ষণ।যারা মানসিক দিক থেকে পূর্ণ তারা কখনো অন্য কে নিয়ে মজা করবে না। মুখে বড়ো বড়ো কথা বললেই কি আর বড়ো মানুষ হওয়া যায়! তার জন্য যোগ্যতা লাগে। স্বঘোষিত যোগ্যতা আত্মম্ভরিতা। মানুষ কে চেনা যায় তার ব্যবহার এর মাধ্যমে। যদিও এরকম মানুষ আমাদের সমাজে খুব কম । কিন্তু নেই তা নয় । অনেক ভালো মানুষ আছেন তারা প্রকৃত অর্থেই বড়ো মানুষ। কিন্তু বেশীরভাগ মানুষই কৃত্রিমতায় পরিপূর্ণ। তাদের অহংকারী মনোভাব তাদের শিক্ষাহীনতার পরিচায়ক।

কলমে -মৌমিতা পাল

সকাল মানেই এক নতুন আশ্বাস। এক নির্মল শান্তি। রাতের আঁধার চিরে প্রথম আলোর রেখা যখন দিগন্তে দেখা দেয়, তখন পৃথিবী যেন গভীর...
28/07/2025

সকাল মানেই এক নতুন আশ্বাস। এক নির্মল শান্তি। রাতের আঁধার চিরে প্রথম আলোর রেখা যখন দিগন্তে দেখা দেয়, তখন পৃথিবী যেন গভীর ঘুম থেকে জেগে ওঠে ধীরে ধীরে। কুয়াশার চাদর সরে গিয়ে সবুজ প্রকৃতি তার আসল রূপে ধরা দেয়। মন্দিরের শঙ্খ ধ্বনি আজানের সুমধুর সুর কিংবা পাখির কিচিরমিচির এইসব মিলিয়ে সকালের আগমনী বার্তা ঘোষণা করে।এই পবিত্র সময়ে মন ভরে ওঠে এক অনাবিল প্রশান্তিতে, যা সারা দিনের জন্য শক্তি যোগায়।

মাঝে মাঝে কিছু ঘটনা মন নাড়িয়ে দেয়। ভালো খারাপ এই নিয়ে জগৎ। এই নিয়ে জীবন। তবুও আমাদের যাপিত জীবনে আমরা সবসময় ভালো চ...
25/07/2025

মাঝে মাঝে কিছু ঘটনা মন নাড়িয়ে দেয়। ভালো খারাপ এই নিয়ে জগৎ। এই নিয়ে জীবন। তবুও আমাদের যাপিত জীবনে আমরা সবসময় ভালো চাই। কিন্তু সবসময় তা হয় না।আর তাই আমাদের মন অবিন্যস্ত হয়ে পড়ে।

রাতের আকাশ নিস্তব্ধতার কথা বলে।রাতের বাতাস মধুরতার কথা শোনে।কলমে -মৌমিতা পাল
24/07/2025

রাতের আকাশ নিস্তব্ধতার কথা বলে।
রাতের বাতাস মধুরতার কথা শোনে।

কলমে -মৌমিতা পাল

স্বপ্নের ঘরপ্রতিমা রায়এই স্বপ্নের কথা কথায়-কথায় কড়ি বলেছিল পাসোয়ানদিদিকে।‌ “মা গঙ্গা তো কিছুই নেয় না, সব ফিরিয়ে দ...
24/07/2025

স্বপ্নের ঘর
প্রতিমা রায়

এই স্বপ্নের কথা কথায়-কথায় কড়ি বলেছিল পাসোয়ানদিদিকে।‌ “মা গঙ্গা তো কিছুই নেয় না, সব ফিরিয়ে দেয়, তাই না পাসোয়ানদিদি?”
“হ্যাঁ দেয় তো। জোয়ারের জলে যা ভাসিয়ে নিয়ে যায়, ভাটার সময় সব ফিরে আসে। কত মানুষ পুজো করে গঙ্গার জলে পয়সা ছুড়ে দেয়, ভাটিতে তাও ফিরে আসে, কতজন তা কাদামাখা জলে নেমে কুড়োয়।”
“আমিও কত বার ভাটির কাদায় পারে নেমেছি গো পাসোয়ানদিদি, তবে পয়সা কুড়োতে নয়, আমার স্বপ্নের বাড়িটা খুঁজতে—যে-বাড়িটাতে একটা দরজা আর তিন দেওয়ালে তিনটে জানালা থাকবে। একটা জানালা দিয়ে হাসি, আর-একটা দিয়ে কান্না, আর দরজার ঠিক উল্টোদিকের দেওয়ালের বড় জানালাটায় আনন্দ যাতায়াত করবে।”
সে-দিন পাসোয়ানদিদি কড়ির মাথায় হাত বুলিয়ে দিয়েছিল।

সেই প্রাচীন কাল থেকে যে মানব সভ্যতার  ক্রম বিবর্তন ধারা বয়ে চলেছে তা আজ অনেক উন্নত ,অনেক আধুনিক। আজ বিজ্ঞানকে মানুষ করায়...
23/07/2025

সেই প্রাচীন কাল থেকে যে মানব সভ্যতার ক্রম বিবর্তন ধারা বয়ে চলেছে তা আজ অনেক উন্নত ,অনেক আধুনিক। আজ বিজ্ঞানকে মানুষ করায়ত্ত করেছে। আজ মানুষ সভ্যতা পথে অনেক এগিয়ে গিয়েছে। আজ মানুষ আকাশে যেতে পেরেছে । চাঁদে যেতে পেরেছে। মানুষের জীবন ধারার অনেক পরিবর্তন হয়েছে। অনেক আধুনিক যন্ত্র আবিষ্কার ফলে আমাদের জীবন খুব সহজ পথে এগিয়ে যেতে পারছে। কষ্ট অনেক কমে যাচ্ছে। আমরা বিলাস ব্যসনে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা সবাই সুখী হয়ে বিলাস বহুল জীবন যাপন করতে চাইছি।
কিন্তু এত আধুনিকতা এত মানব সভ্যতার উন্নতির পরেও কি মানুষের মানসিকতার সত্যিই উন্নতি ঘটেছে?মানুষ কি মন থেকে আধুনিক হতে পেরেছে?না তার উদাহরণ তো চারপাশে দেখিনা। আজকের দিনেও শুধু দেখি মানুষ কেবল অসহিষ্ণুতার বশ! কোনো কারন ঘটলেই অসহিষ্ণু হয়ে পড়ে মানুষ। মনের মিল না হলেই মানুষ কেমন করে একে অন্যের দোষ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। একদিন যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল রাগের মুহূর্তে মানুষ সেই সব বেমালুম ভুলে যায়। শুরু হয়ে যায় কাদা ছোঁড়াছুঁড়ি। সে যত শিক্ষিত আধুনিক মনোভাব সম্পন্ন হোক না কেন সহিষ্ণুতা খুব কম চোখে পড়ে। খুব কম মানুষ আছে যারা ঠান্ডা মাথায় সব সামলাতে পারে।
অন্যের বিরূপ মন্তব্য শুনেও চুপ করে থাকতে পারে, এরকম মানুষ খুব কম চোখে পড়ে।প্রতিবাদ করতে গেলে কি অসহিষ্ণুতার প্রকাশ ঘটাতেই হবে? তাহলে কি লাভ হল শিক্ষিত আধুনিক হয়ে? কোথায় হল সমাজের অগ্রগতি । মানসিকতার দিক দিয়ে তো মানুষ এখনো সেই আদিম রয়ে গেল। যদিও বলতে গেলে বলতে হয় আদিম যুগের মানুষরাই ভালো ছিল। তাদের মনে এত হিংসা পরশ্রীকাতরতা ছিল না।
তারা একসাথে দল বেঁধে বাস করত। যত মানুষ আধুনিক হচ্ছে তত সে একা হয়ে যাচ্ছে। একে অন্যের থেকে শুধু এগিয়ে যাব। কাউকে সাহায্য না করে শুধু নিজের ভালো বুঝব। তুমি যা করবে আমার থেকেও তাই পাবে। এই শুধু মনোভাব আজকের আধুনিক মানুষের। তুমি অধম হলে আমি উত্তম হবনা কেন?এই মানসিকতা আজ আর কারো নেই। এর ফল দলাদলি হিংসা শত্রুতা একাকীত্ব। এটাই বোধহয় আধুনিকতার ফলাফল।

কলমে -মৌমিতা পাল

With মৌমিতা পাল – I'm on a streak! I've been a top fan for 10 months in a row. 🎉
15/04/2025

With মৌমিতা পাল – I'm on a streak! I've been a top fan for 10 months in a row. 🎉

Address

Murshidabad
742101

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্প কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্প কথা:

Share