AITC Domkal SUB Division

AITC Domkal SUB Division (AITCSSMC) All India Trinamool Congress Social Media Community

৯ই জুলাই বামেদের ডাকা বনধ।বামেদের এখনো এই বন্ধের অপসংস্কৃতি রুখতে রাজ্য সরকারের নয়া নির্দেশ।কোনো রকম ভাবেই অফিস কামাই চ...
08/07/2025

৯ই জুলাই বামেদের ডাকা বনধ।
বামেদের এখনো এই বন্ধের অপসংস্কৃতি রুখতে রাজ্য সরকারের নয়া নির্দেশ।
কোনো রকম ভাবেই অফিস কামাই চলবে না রাজ্য সরকারি কর্মচারীদের।
যদি আচমকা কেউ ছুটি নেয় বা হাফ ডে অফিস করে তাকে শোকজ করা হবে।
এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন।

08/07/2025



ভাইজান  #জাফিকুল_ইসলাম এর হাসি, বড্ড ভালোবাসি।--------------------------------------------------------------------------...
07/07/2025

ভাইজান #জাফিকুল_ইসলাম এর হাসি,
বড্ড ভালোবাসি।
-----------------------------------------------------------
-----------------------------------------------------------

#জাফিকুল_ইসলাম
#জাফিকুল_ইসলাম
#জাফিকুল_ইসলাম জিন্দবাদ






শীত, গ্রীষ্ম, বর্ষা, ডোমকলে জাফিকুল ইসলাম ই ভরসা।। আকাশে বাতাসে খুশির গন্ধে, জাফিকুল ভাই নতুন ছন্দে।।সবার হাতে হাত মিলিয...
07/07/2025

শীত, গ্রীষ্ম, বর্ষা, ডোমকলে জাফিকুল ইসলাম ই ভরসা।।
আকাশে বাতাসে খুশির গন্ধে, জাফিকুল ভাই নতুন ছন্দে।।
সবার হাতে হাত মিলিয়ে, পথ চলছে সবাই মিলে।।
কাপছে ভয়ে বিরোধী দল, বুথ কর্মীরাই আমাদের বল।।
থামবো না আর হারবো না, জোড়াফুল কে ছাড়বো না।।
শক্ত হাতে রাখবো ধরে, তৃণমূলের ঝান্ডা বুকে।।
এগিয়ে চলো সমুক পানে, জোড়াফুলের ঝান্ডা নিয়ে।।
কাঁধে কাঁধ মিলিয়ে বলো, জয় বাংলা স্লোগান তোলো।।
পায়ে পায়ে এগিয়ে দল, উন্নয়ন হবে ডোমকল।।
সবার ঘরে জোড়া ফুল, জিতছে আবার তৃণমূল।।
জনগনের ক্ষমতায়, বাংলায় চায় মমতা।।

zindabaad
zindabaad
zindabaad
zindabaad
zindabaad







দালাল মুরদাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মা মাটি মানুষ জিন্দাবাদ   zindabad   zindabaad   zindabaad   zindabaad
04/07/2025

দালাল মুরদাবাদ
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ
মা মাটি মানুষ জিন্দাবাদ
zindabad
zindabaad
zindabaad
zindabaad





স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে এই মহান সন্ন্যাসী-দেশপ্রেমিককে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বিশ্ব ভ্রাতৃত্ব ও ...
04/07/2025

স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে এই মহান সন্ন্যাসী-দেশপ্রেমিককে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।

বিশ্ব ভ্রাতৃত্ব ও শান্তির যে বার্তা স্বামীজি দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। স্বামীজি যে হিন্দুধর্মে বিশ্বাস করতেন, তাতেই আমার বিশ্বাস - আর সেই ধর্ম বলে যে, মানবধর্মই সবচেয়ে বড়। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার মানুষ, দেশের মানুষ, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকলে সকলকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে – এটাই আমার চাওয়া।

স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে আমি জীবনভর কাজ করেছি। স্বামীজির বাড়ি ও ভগিনী নিবেদিতার বাড়ি যাতে রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ সারদা মিশনের হাতে পৌঁছায়, তার জন্য আমার বিনম্র প্রয়াসের কথা মিশনের সন্ন্যাসী–সন্ন্যাসিনীরা জানেন। বস্তুত, ভগিনী নিবেদিতার স্মৃতিজড়িত দুটি বাড়ি অধিগ্রহণে আমার বিনীত উদ্যোগ আছে – একটি বাড়ি কলকাতার বাগবাজারে, অন্যটি দার্জিলিং-এ। স্বামীজির বাড়িতে যে মিউজিয়াম আছে সেই বাবদেও রাজ্য সরকারের তরফ থেকে একটি বাৎসরিক অনুদান দেওয়া হয়।

নিউটাউনে তাঁর আদর্শ ও দর্শনের উপর ভিত্তি করে শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে 'বিবেক তীর্থ' গড়ে তোলা হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় জমি ও নির্মাণের কিছু ব্যয়ভার আমরা রামকৃষ্ণ মিশনের জন্য বহন করেছি। স্বামীজির আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরো বেশি করে পৌঁছে দিতে তাঁর জন্মদিন উপলক্ষে আমরা চালু করেছি ‘বিবেক চেতনা উৎসব’ যা সারা রাজ্যজুড়ে পালিত হয়। স্বামী বিবেকানন্দর নামে আমরা যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প (যেমন - স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ, ইত্যাদি) করেছি। সল্টলেক স্টেডিয়ামের নাম পালটে আমরা 'বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন' করেছি।

এই সকল উদ্যোগ ও প্রকল্প আসলে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন মাত্র। আমি আর একবার এই মহামানবকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।





03/07/2025

ছিলাম, আছি, থাকবো।
জিতবো তো আমরাই।
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ,
জয় বাংলা

ডোমকল পৌরসভা ৫ নম্বর এবং ১ নম্বর ওয়ার্ড মেহেদি পাড়া এলাকায় ছুটে আসলেন মাননীয় বিধায়ক জাফিকুল ইসলাম।                 ...
02/07/2025

ডোমকল পৌরসভা ৫ নম্বর এবং ১ নম্বর ওয়ার্ড মেহেদি পাড়া এলাকায় ছুটে আসলেন মাননীয় বিধায়ক জাফিকুল ইসলাম।











02/07/2025

02/07/2025
01/07/2025

ছবিতে কথা বলে বুঝলে মামু,,,,সবুরের ফল মিষ্টি হয়, ধৈর্য পৃথীবির শক্তিশালী অস্ত্র।    ডোমকলে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার,...
30/06/2025

ছবিতে কথা বলে বুঝলে মামু,,,,
সবুরের ফল মিষ্টি হয়, ধৈর্য পৃথীবির শক্তিশালী অস্ত্র।
ডোমকলে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, সত্যের জয় চিরকাল।
অপেক্ষা করলে সময় বলে দেবে,
শীত গ্রীষ্ম বর্ষা,,,,,,, তৃণমূল কংগ্রেস ই ভরসা।

zindabaad
zindabaad
zindabaad
zindabad







Address

742406, Domkal
Murshidabad
742406

Telephone

+919137091370

Website

Alerts

Be the first to know and let us send you an email when AITC Domkal SUB Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share