
08/07/2025
৯ই জুলাই বামেদের ডাকা বনধ।
বামেদের এখনো এই বন্ধের অপসংস্কৃতি রুখতে রাজ্য সরকারের নয়া নির্দেশ।
কোনো রকম ভাবেই অফিস কামাই চলবে না রাজ্য সরকারি কর্মচারীদের।
যদি আচমকা কেউ ছুটি নেয় বা হাফ ডে অফিস করে তাকে শোকজ করা হবে।
এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন।