14/09/2025
🔥💪 পরিশ্রম কখনো ব্যর্থ হয় না 💪🔥
লাঠি খেলায় অংশগ্রহণকারী ৮টি টিমের ভিড়ের মধ্যে আমাদের টিম সবার হৃদয় জয় করে সম্মানের সঙ্গে 🥉 তৃতীয় স্থান অর্জন করেছে।
👉 মোট ১৪১ পয়েন্ট সংগ্রহ করে আমরা প্রমাণ করেছি—
স্বপ্ন, চেষ্টা আর দলগত ঐক্য থাকলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। 🌟
প্রতিটি খেলোয়াড়ের চোখে ছিলো আগুন, হাতে ছিলো শক্তি আর মনে ছিলো জয়ের বিশ্বাস। সেই বিশ্বাসই আমাদের এই গৌরব এনে দিয়েছে। 🏆
আজকের সাফল্য শুধু একটি স্থান বা পয়েন্ট নয়—
এটা আমাদের পরিশ্রম, আত্মবিশ্বাস আর দলের প্রতি ভালোবাসার প্রতীক। ❤️
আমরা বিশ্বাস করি, আগামী দিনে আরও উঁচুতে উঠব, আরও সাফল্য লিখব ইতিহাসে। ✨