Sadi Creation

Sadi Creation My long time dream is to be a content creator but I can't become a content creator so that my dream

14/09/2025

🔥💪 পরিশ্রম কখনো ব্যর্থ হয় না 💪🔥

লাঠি খেলায় অংশগ্রহণকারী ৮টি টিমের ভিড়ের মধ্যে আমাদের টিম সবার হৃদয় জয় করে সম্মানের সঙ্গে 🥉 তৃতীয় স্থান অর্জন করেছে।

👉 মোট ১৪১ পয়েন্ট সংগ্রহ করে আমরা প্রমাণ করেছি—
স্বপ্ন, চেষ্টা আর দলগত ঐক্য থাকলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। 🌟

প্রতিটি খেলোয়াড়ের চোখে ছিলো আগুন, হাতে ছিলো শক্তি আর মনে ছিলো জয়ের বিশ্বাস। সেই বিশ্বাসই আমাদের এই গৌরব এনে দিয়েছে। 🏆

আজকের সাফল্য শুধু একটি স্থান বা পয়েন্ট নয়—
এটা আমাদের পরিশ্রম, আত্মবিশ্বাস আর দলের প্রতি ভালোবাসার প্রতীক। ❤️

আমরা বিশ্বাস করি, আগামী দিনে আরও উঁচুতে উঠব, আরও সাফল্য লিখব ইতিহাসে। ✨

🔥💪 পরিশ্রম কখনো ব্যর্থ হয় না 💪🔥লাঠি খেলায় অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে আমাদের টিম দারুণ লড়াই করে সম্মানের সঙ্গে তৃতীয়...
14/09/2025

🔥💪 পরিশ্রম কখনো ব্যর্থ হয় না 💪🔥

লাঠি খেলায় অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে আমাদের টিম দারুণ লড়াই করে সম্মানের সঙ্গে তৃতীয় স্থান অর্জন করেছে। 🔥

মাঠে প্রতিটি খেলোয়াড়ের ঘাম, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফলেই আমরা অর্জন করেছি বিশাল সাফল্য—
👉 মোট ১৪১ পয়েন্ট সংগ্রহ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি। 💪💯

এই সাফল্য আমাদের প্রেরণা জোগাবে আগামী দিনে আরও ভালো খেলার জন্য। 🙌
সকলকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। ❤️

09/09/2025

"পিঁপড়া পুড়ি গ্রামের ঘাটপাড়ায় সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই শুরু হলো এক অন্যরকম উত্তেজনা। 🌅
ঢোলের তালে, মানুষের হর্ষধ্বনি আর শিসের শব্দে মুখরিত হলো চারদিক। সবাই তাকিয়ে আছে মাঠের দিকে— শুরু হবে আমাদের বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।

খেলার মাঠে নামলেন দু’জন লাঠিয়াল। হাতে মজবুত লাঠি, চোখে আত্মবিশ্বাস, আর ভেতরে অদম্য সাহস। 💥
প্রথমে ধীর গতিতে শুরু হলেও মুহূর্তের মধ্যেই খেলা জমে উঠলো। লাঠির শব্দ যেন বজ্রপাতের মতো আঘাত হানছে চারপাশে। প্রতিটি আঘাত, প্রতিটি প্রতিরোধ—শুধু শক্তির নয়, বুদ্ধি আর কৌশলেরও পরীক্ষা।

দর্শকদের উত্তেজনা তখন চরমে। কারো মুখে বিস্ময়, কারো মুখে গর্ব। কারণ এ শুধু খেলা নয়—
👉 এ আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য।
👉 এ আমাদের গ্রামীণ সংস্কৃতির রঙিন প্রতিচ্ছবি।
👉 এ শক্তি, সাহস আর ভ্রাতৃত্বের এক অমূল্য শিক্ষা।

আজকের আধুনিক যুগেও যখন এমন খেলা দেখা যায়, মনে হয়—
যতদিন এই বাংলার মাটির গন্ধ থাকবে, ততদিন লাঠি খেলা বেঁচে থাকবে আমাদের হৃদয়ে ❤️🇮🇳

#লাঠি_খেলা #বাংলার_ঐতিহ্য #লোকজ_সংস্কৃতি #গ্রামীণ_বাংলা

"অনেকদিন ধরে ভাবছি ফেসবুকে কনটেন্ট বানাবো। দিনের পর দিন রাত জেগে ভিডিও বানাই, এডিট করি, আপলোড করি। ভিউ আসছে, কমেন্ট আসছে...
08/09/2025

"অনেকদিন ধরে ভাবছি ফেসবুকে কনটেন্ট বানাবো। দিনের পর দিন রাত জেগে ভিডিও বানাই, এডিট করি, আপলোড করি। ভিউ আসছে, কমেন্ট আসছে, মানুষ ভালোবাসছে—কিন্তু মনিটাইজেশন এখনো নেই। মাঝে মাঝে মনে হয় সব কষ্ট বৃথা গেলো। আবার নিজেকেই বুঝাই—হয়তো সময় এখনো আসেনি। স্বপ্ন যদি এত সহজে পূর্ণ হতো, তাহলে এর নাম স্বপ্ন হতো না। তাই লড়াই চালিয়ে যাচ্ছি… একদিন মনিটাইজেশনও আসবে, স্বপ্নও পূর্ণ হবে।" ✨💙

05/09/2025
🖤"আজ, ৪ সেপ্টেম্বর ২০২৫, ডোমকলবাসীর জন্য এক গভীর শোকের দিন। ডোমকলের প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলাম আমাদের মাঝে আর নেই। ত...
04/09/2025

🖤
"আজ, ৪ সেপ্টেম্বর ২০২৫, ডোমকলবাসীর জন্য এক গভীর শোকের দিন। ডোমকলের প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলাম আমাদের মাঝে আর নেই। তিনি সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন এবং এলাকাবাসীর প্রিয় নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর কর্ম, অবদান ও স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।"

🌟 ফুলবাড়ি যুব কমিটির পরিচালনায় 🌟৮ দলীয় লাঠি খেলার মহা আয়োজন📍 স্থান: ফুলবাড়ি মাঠপাড়া⏰ সময়: দুপুর ৩ ঘটিকা থেকে📅 তারিখ: 06/...
01/09/2025

🌟 ফুলবাড়ি যুব কমিটির পরিচালনায় 🌟

৮ দলীয় লাঠি খেলার মহা আয়োজন

📍 স্থান: ফুলবাড়ি মাঠপাড়া
⏰ সময়: দুপুর ৩ ঘটিকা থেকে
📅 তারিখ: 06/09/2025, শনিবার

🏆 পুরস্কার

🥇 প্রথম পুরস্কার – ৮০০০ টাকা
🥈 দ্বিতীয় পুরস্কার – ৬০০০ টাকা
🥉 তৃতীয় পুরস্কার – ৪০০০ টাকা

📜 খেলার নিয়মাবলী

খেলার এন্ট্রি ফি: ৭০১ টাকা

এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ: 05/09/2025

প্রতিটি দলের খেলোয়াড় খেলার জন্য সময় পাবে: ৫০ মিনিট

খেলার রেফারী ও কমিটির সিদ্ধান্তই হবে চূড়ান্ত

খেলার সময়সূচি নির্ধারিত হবে লটারির মাধ্যমে

লটারির দিন (05/09/2025) প্রত্যেক দলের অধিনায়কদের উপস্থিত থাকতে হবে

ছোট লাঠি খেলার পর বড়ো লাঠি খেলতে হবে, বড়ো লাঠির পরে আর ছোট লাঠি খেলা যাবে না

অস্ত্র ব্যবহার করে খেলায় রক্তপাত হলে কোনো পয়েন্ট দেওয়া হবে না

খেলার সময় হাতে থেকে লাঠি পড়ে গেলে পয়েন্ট দেওয়া হবে না

প্রতিটি খেলোয়াড়কে জার্সি ও জুতো পরিধান করে খেলতে হবে

খেলোয়াড়সূলভ পোশাক ছাড়া কোনো দলকে খেলতে দেওয়া হবে না

📞 যোগাযোগ

👤 সভাপতি – কালাম শেখ (7718303020)
👤 সম্পাদক – নান্টু মন্ডল (6282313247)
👤 ক্যাশিয়ার – ইন্তাজুল মন্ডল (6294749853)

👉 সকল খেলোয়াড় ও দর্শকবৃন্দকে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে ফুলবাড়ি যুব কমিটি।

👉যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নি🤔আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Da...
01/09/2025

👉যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নি🤔
আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇

গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।
👉 ৩১ আগস্ট, ২০২৫ থেকে Facebook তার বর্তমান mon£tization program বন্ধ করে একটি নতুন Content Mon€tization Program চালু করতে যাচ্ছে।

আমার প্রিয় মানুষজন, পরিবর্তনগুলো হচ্ছে—

1. আগের মতো ১০,০০০ ফলোয়ার লাগবে না, এখন থেকে মাত্র ৫,০০০ ফলোয়ার থাকলেই মোনেটাইজ করা যাবে।

2. Fact-checker সিস্টেম থাকবে না: মানে আর কোনো কনটেন্ট ফ্যাক্ট-চেক টুল দিয়ে রিমুভ হবে না। আমি এইটার জন্য অনেক খুশি, কারণ এই ফ্যাক্ট-চেকাররা অযথা কনটেন্ট নামিয়ে দিত। বিশেষ করে নাইজেরিয়ানরা কাজ করত, এখন তারা চাকরিহীন হয়ে যাবে।

3. বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে: আগের মতো 'keel', 'tif' এর মতো শব্দ ব্যবহার করতে ভয় পেতে হবে না। আগে ভয়ে লিখতাম না, যাতে রেস্ট্রিক্ট না খাই। এখন থেকে অনেকটা স্বাধীনভাবে কথা বলা যাবে।

4. আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা যাবে: এখন রাজনীতি আর ধর্ম সম্পর্কিত বিষয় নিয়েও কথা বলা যাবে, আর মোনেটাইজেশন হারানোর ভয় থাকবে না।

5. পুরনো রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে: আগে যেসব কনটেন্টকে “not mon£tizable” বলা হয়েছিল, সেগুলোও এখন থেকে পেমেন্টের জন্য যোগ্য হবে (যদি না ডিলিট করে ফেলো)।

6. সর্বমোট কম রেস্ট্রিকশন: Facebook এখন ক্রিয়েটরদের জন্য গ্রো করা আর আয় করা সহজ করে দিচ্ছে।
👉 তাই ৩১ আগস্ট, ২০২৫ থেকে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নতুন গাইডলাইন চেক করতে পারবে।

আমিঃ এটা আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট তৈরি অনেক সহজ করে দেবে 👌
সকলকে বলছি, এই সুযোগের সঠিক ব্যবহার করো, অপব্যবহার করো না 👌

31/08/2025

গ্রামের সেই ঐতিহাসিক লাঠি খেলা ! Piprapuri Ghatpara,Aminabad, Murshidabad ,, লাঠি খেলা, lati khela, bengali lati khela, lati khela bangladesh, lati khela west bengal, lati khela fight, lati khela dance, lati khela video, lati khela sports, lati khela traditional game, lati khela folk game, lati khela competition, lati khela training, lati khela practice, lati khela culture, lati khela village game, lati khela bengal

#লাঠিখেলা

30/08/2025

👉 Part 4...!👇

গ্রামের সেই ঐতিহাসিক লাঠি খেলা ! Piprapuri Ghatpara,Aminabad, Murshidabad ,, লাঠি খেলা, lati khela, bengali lati khela, lati khela bangladesh, lati khela west bengal, lati khela fight, lati khela dance, lati khela video, lati khela sports, lati khela traditional game, lati khela folk game, lati khela competition, lati khela training, lati khela practice, lati khela culture, lati khela village game, lati khela bengal

#লাঠিখেলা

30/06/2024

Saiyaan - Slowed + Reverb {Lo-fi Mix} - Use Earphones For Better Experience |

Address

Piprapuri
Murshidabad

Alerts

Be the first to know and let us send you an email when Sadi Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share