Domkal Times

Domkal Times Pls Like & Share this page for instant News

মুর্শিদাবাদ জেলায় মোট ৫টি মহকুমা আছে:1. জঙ্গীপুর2. বহরমপুর3. কান্দি4. লালবাগ5. ডোমকলমুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্যতম বড় ...
18/09/2025

মুর্শিদাবাদ জেলায় মোট ৫টি মহকুমা আছে:
1. জঙ্গীপুর
2. বহরমপুর
3. কান্দি
4. লালবাগ
5. ডোমকল

মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্যতম বড় জেলা।
জেলার সদর শহর: বহরমপুর।

©️

05/09/2025

আগামীকাল অর্থাৎ শনিবার ইং-06.09.25 তারিখ সকাল সাড়ে'ছটা থেকে দুপুর বারো'টা পর্যন্ত ডোমকলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে।

না ফেরার দেশে পাড়ি দিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। বেশ কিছুদিন থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ...
04/09/2025

না ফেরার দেশে পাড়ি দিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। বেশ কিছুদিন থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ 04/09/2025 সন্ধ্যা 5:45 নাগাদ তিনি পরলোক গমন করেছেন


MLA
Islam

ডোমকল পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক (Municipal Administrator) ডোমকলের এসডিও Subhankar Bala (IAS) মহাশয়
01/09/2025

ডোমকল পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক (Municipal Administrator) ডোমকলের এসডিও Subhankar Bala (IAS) মহাশয়





2002 সালের ডোমকল ব্লকের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ক্লিক করুন
07/08/2025

2002 সালের ডোমকল ব্লকের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ক্লিক করুন

ডোমকলের রায়পুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। সভা...
02/07/2025

ডোমকলের রায়পুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। সভাপতি নির্বাচিত হলেন অসিত কুমার বিশ্বাস
এবং সম্পাদক নির্বাচিত হলেন রেন্টু মন্ডল।

24/06/2025

বিদ্যুৎ এর লাইন এবং সাব স্টেশন রক্ষাণাবেক্ষনের এবং মেরামতির জন্য আগামী বুধবার সকাল সাড়ে ০৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ডোমকল ও বাগডাঙগা এলাকার সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে ।

12/06/2025

🚨Breaking 📢 মর্মান্তিক বিমান দুর্ঘটনা: এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত আহমেদাবাদে 😢✈️

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানে ছিলেন প্রায় ২৪২ জন যাত্রী 2 জন পাইলট ও 10 জন বিমান কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ ও ভয়াবহ আগুনে কেঁপে ওঠে গোটা এলাকা এবং একটি বহুতল বিল্ডিং পুরো আগুনে ঝলসে যায়।।

বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে। ভারতের সকল মানুষ শোকাহত।।

আজ ইং 26.05.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে  দুইজন ব্যক্তিকে আটক করে, এবং সেই ...
26/05/2025

আজ ইং 26.05.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুইজন ব্যক্তিকে আটক করে, এবং সেই ব্যক্তিদের হেফাজত থেকে 2 টি আগ্নেয়াস্ত্র , একটি ম্যাগাজিন, ও 2 রাউন্ড গুলি উদ্ধার করে। উক্ত ঘটনার ভিত্তিতে ডোমকল থানায় একটি কেস রেজিষ্টার করা হয় এবং এই ঘটনায় যুক্ত অন্যান্য অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।
West Bengal Police

25/05/2025

মুর্শিদাবাদ দৌলতাবাদ সমবায় সমিতি নির্বাচন কেন্দ্র করে জনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ লাঠিচাজ কাজ করে উত্তেজিত জনতা কে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

16/05/2025
গতকাল ইং 14.05.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার  ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে  ডোমকল থানার অন্তর্গত শেখআলি ...
15/05/2025

গতকাল ইং 14.05.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার অন্তর্গত শেখআলি পাড়া এলাকায় একজন ব্যক্তিকে আটক করে , এবং ওই ব্যক্তি কে তল্লাশি চালিয়ে 400 টি ফেনসিডিল বোতল উদ্ধার করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ডোমকল থানায় একটি কেস রেজিষ্টার করা হয়।
West Bengal Police


Address

Murshidabad
742303

Alerts

Be the first to know and let us send you an email when Domkal Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Domkal Times:

Share