12/06/2025
🚨Breaking 📢 মর্মান্তিক বিমান দুর্ঘটনা: এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত আহমেদাবাদে 😢✈️
আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানে ছিলেন প্রায় ২৪২ জন যাত্রী 2 জন পাইলট ও 10 জন বিমান কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ ও ভয়াবহ আগুনে কেঁপে ওঠে গোটা এলাকা এবং একটি বহুতল বিল্ডিং পুরো আগুনে ঝলসে যায়।।
বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে। ভারতের সকল মানুষ শোকাহত।।