Domkal Times

Domkal Times Pls Like & Share this page for instant News

12/06/2025

🚨Breaking 📢 মর্মান্তিক বিমান দুর্ঘটনা: এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত আহমেদাবাদে 😢✈️

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানে ছিলেন প্রায় ২৪২ জন যাত্রী 2 জন পাইলট ও 10 জন বিমান কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ ও ভয়াবহ আগুনে কেঁপে ওঠে গোটা এলাকা এবং একটি বহুতল বিল্ডিং পুরো আগুনে ঝলসে যায়।।

বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে। ভারতের সকল মানুষ শোকাহত।।

আজ ইং 26.05.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে  দুইজন ব্যক্তিকে আটক করে, এবং সেই ...
26/05/2025

আজ ইং 26.05.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুইজন ব্যক্তিকে আটক করে, এবং সেই ব্যক্তিদের হেফাজত থেকে 2 টি আগ্নেয়াস্ত্র , একটি ম্যাগাজিন, ও 2 রাউন্ড গুলি উদ্ধার করে। উক্ত ঘটনার ভিত্তিতে ডোমকল থানায় একটি কেস রেজিষ্টার করা হয় এবং এই ঘটনায় যুক্ত অন্যান্য অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।
West Bengal Police

25/05/2025

মুর্শিদাবাদ দৌলতাবাদ সমবায় সমিতি নির্বাচন কেন্দ্র করে জনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ লাঠিচাজ কাজ করে উত্তেজিত জনতা কে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

16/05/2025
গতকাল ইং 14.05.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার  ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে  ডোমকল থানার অন্তর্গত শেখআলি ...
15/05/2025

গতকাল ইং 14.05.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার অন্তর্গত শেখআলি পাড়া এলাকায় একজন ব্যক্তিকে আটক করে , এবং ওই ব্যক্তি কে তল্লাশি চালিয়ে 400 টি ফেনসিডিল বোতল উদ্ধার করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ডোমকল থানায় একটি কেস রেজিষ্টার করা হয়।
West Bengal Police


ডোমকলের গড়াইমারী এলাকায় একটা বাড়ি থেকে আনুমানিক ২৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করল ডোমকল থানার পুলিশ।
24/04/2025

ডোমকলের গড়াইমারী এলাকায় একটা বাড়ি থেকে আনুমানিক ২৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করল ডোমকল থানার পুলিশ।

16/04/2025

Treasure NFT গল্পঃ শেষ? নাকি বেঁচে আছে?
আজকে তো ১৬ তারিখ

নিজস্ব সংবাদ, ডোমকল : 10 এপ্রিল 2025 : আজ সকালে ভয়ানক দৃশ্য দেখলেন ডোমকলের কৃষকরা । সারা রাত নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার...
10/04/2025

নিজস্ব সংবাদ, ডোমকল : 10 এপ্রিল 2025 : আজ সকালে ভয়ানক দৃশ্য দেখলেন ডোমকলের কৃষকরা । সারা রাত নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডোমকল থানার নিশ্চিন্তপুর এলাকায়। মৃত যুবকের নাম আমিনুল মণ্ডল, বয়স আনুমানিক ৩২, যিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ, বুধবার রাতেই কেউ বা কারা আমিনুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালবেলা স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান, ঘাসের মধ্যে পড়ে রয়েছে এক যুবকের দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিসকে।

DT BREAKING: আজ সকালে ডোমকল থানার পুলিশ এক মহিলার মৃত দেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। মৃত মহিলার নাম শাকিলা বিবি ...
05/04/2025

DT BREAKING: আজ সকালে ডোমকল থানার পুলিশ এক মহিলার মৃত দেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। মৃত মহিলার নাম শাকিলা বিবি (৩৭) বাড়ি ডোমকলের দক্ষিণ নগর গ্রামে। মহিলার বাবার বাড়ির অভিযোগ রাতে তার স্বামী তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। থানায় খবর দিলে ডোমকল থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।

ম*র্মা*ন্তিক বাইক দু*র্ঘ*ট*নায় মৃ*ত্যু এক বাইক চালকের। ডোমকলের কলাবাড়িয়া মাঠ এলাকার ঘটনা।এখনও নাম পরিচয় জানা যায়নি।...
03/04/2025

ম*র্মা*ন্তিক বাইক দু*র্ঘ*ট*নায় মৃ*ত্যু এক বাইক চালকের। ডোমকলের কলাবাড়িয়া মাঠ এলাকার ঘটনা।এখনও নাম পরিচয় জানা যায়নি। বাইকে চেপে ইসলামপুরের দিক থেকে ডোমকলে আসছিল,ঘটনা স্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ।

ঈদ মোবারক! আল্লাহ আপনার ঘরকে তাঁর বরকতে, আপনার পরিবারকে তাঁর ভালোবাসায় এবং আপনার জীবনকে তাঁর শান্তিতে ভরে দিন। এই ঈদে, ...
31/03/2025

ঈদ মোবারক! আল্লাহ আপনার ঘরকে তাঁর বরকতে, আপনার পরিবারকে তাঁর ভালোবাসায় এবং আপনার জীবনকে তাঁর শান্তিতে ভরে দিন। এই ঈদে, সর্বশক্তিমানের আশীর্বাদ আপনার জীবনকে অসীম আনন্দ এবং অন্তহীন সাফল্যে ভরে দিন।

দেখা গেছে সওয়ালের চাঁদ, কাল পবিত্র ঈদ আমাদের ভারতে
30/03/2025

দেখা গেছে সওয়ালের চাঁদ, কাল পবিত্র ঈদ আমাদের ভারতে

Address

Murshidabad
742303

Alerts

Be the first to know and let us send you an email when Domkal Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Domkal Times:

Share