M TV News

M TV News আপনার এলাকায় ঘটে যাওয়া
ঘটনার ভিডিও তুলে পাঠান আমাদের
WhatsApp - 8927823218
https://youtube.com/?si=KHV7qtqG6vfpayXN News
(3)

06/08/2025

পানিহাটি পৌরসভা,৩১ নম্বর ওয়ার্ড,ঘোলা

06/08/2025

রানাঘাট থেকে লালগোলা EMU ট্রেনে একজন যাত্রী সিটে বাধ্য হয়ে পায়খানা করে দিয়েছেন... এটা কোন যাত্রীর লজ্জা নয় এটা সমস্ত রেল মন্ত্রকের লজ্জা হ্যাঁ রেলের লজ্জা...
কেননা তিনারা সবকিছু জানা সত্ত্বেও দুরপাল্লায় টয়লেট বিহীন ট্রেন চালান!আর ভোগান্তির শিকার হয় আমার আপনার মত সাধারণ মানুষকে...
Eastern Railway Headquarter

06/08/2025

রক্ষা কালী মন্দিরের পূজা উপলক্ষে ।
নিমতিতার দফাহাটের মেলায় উপচে পড়া ভিড়

 #হড়কা বানে যাত্রী সমেত গাড়ি ভেসে যাচ্ছে | উত্তরকাশী উত্তরাখণ্ড |
06/08/2025

#হড়কা বানে যাত্রী সমেত গাড়ি ভেসে যাচ্ছে | উত্তরকাশী উত্তরাখণ্ড |

পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট রাস্তা পলসন্ডা মোড়ে উল্টে গেল স্কুল টোটো গাড়ি।রাস্তার বেহাল অবস্থার জন্য এই অবস্থা ।
06/08/2025

পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট রাস্তা
পলসন্ডা মোড়ে উল্টে গেল স্কুল টোটো গাড়ি।
রাস্তার বেহাল অবস্থার জন্য এই অবস্থা ।

06/08/2025

জেলা শাসক কে সারকলিপি সাংবাদিকদের

সামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের কর্মকারপাড়ায় নিজ বাড়ি থেকে বাসন্তী সাহার পচাগলা মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় ...
06/08/2025

সামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের কর্মকারপাড়ায় নিজ বাড়ি থেকে বাসন্তী সাহার পচাগলা মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য

06/08/2025

সাংবাদিক সুরক্ষা ও অধিকা রক্ষা মঞ্চের ডাকে মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন।

06/08/2025

সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ ।
জমায়েত ডেপুটেশন বহরমপুর জেলাশাসক

ভিন্‌জাতের ছেলেকে বিয়ে, মেয়ের চোখের সামনেই ‘নতুন’ জামাইকে গুলি করে খুন করলেন শ্বশুরমশাই!      প্রেমিক-প্রেমিকা দু’জনেই ন...
06/08/2025

ভিন্‌জাতের ছেলেকে বিয়ে, মেয়ের চোখের সামনেই ‘নতুন’ জামাইকে গুলি করে খুন করলেন শ্বশুরমশাই!

প্রেমিক-প্রেমিকা দু’জনেই নার্সিং পড়ুয়া। ছেলেটির বয়স ২৫ বছর। মেয়ে ২০ বছরের। পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেবে না, এই ভেবে বিয়ে করে নেন যুগলে। কিন্তু বিয়ের পরেই মেডিক্যাল কলেজে হাজির হলেন মেয়ের বাবা। মেয়ের চোখের সামনেই জামাইকে গুলি করে খুন করলেন তিনি। ঘটনাস্থল বিহারের দ্বারভাঙা মেডিক্যাল কলেজ চত্বর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাহুল কুমার। বিহারের সরকারি মেডিক্যাল কলেজের বিএসসি নার্সিং পড়ুয়া ছিলেন। বেশ কিছু দিন আগে তন্নু প্রিয়া ঝা নামে কলেজেরই প্রথম বর্ষের নার্সিং পড়ুয়াকে বিয়ে করেছিলেন যুবক। মেয়ে প্রেম করে বিয়ে করেছে এবং ছেলে ভিন্‌জাতের— এই খবর পেয়ে ক্ষিপ্ত ছিলেন প্রেমশঙ্কর ঝা এবং তাঁর পরিবার। মঙ্গলবার তিনি পৌঁছে যান দ্বারভাঙা মেডিক্যাল কলেজে। মেয়েকে ডেকে পাঠান। জামাইকে ডেকে পাঠান প্রেমশঙ্কর। অভিযোগ, এক-দু’কথার পর রাহুলের উপর গুলি চালান শ্বশুর।

গুলির শব্দে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে ছিলেন রাহুলের বন্ধুরা এবং অন্যান্য ছাত্র। তাঁরা দৌড়ে গিয়ে ঘিরে ধরেন প্রেমশঙ্করকে। শুরু হয় মারধর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। রাহুলের মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় প্রেমশঙ্করকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য। প্রৌঢ়ের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে পটনার একটি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

জানা গিয়েছে, মাস চারেক আগে বিয়ে করেন রাহুল ও তন্নু। বিয়ের পরে হস্টেলেই থাকতেন যুগলে। মঙ্গলবার সেখানে হঠাৎ হাজির হন তন্নুর বাবা। তরুণীর দাবি, সন্ধ্যায় একটা হুডি পরা লোক এসে তাঁর স্বামীর সঙ্গে হাত মেলান। তখনও তিনি চিনতে পারেননি যে লোকটি তাঁর বাবা। খানিক দেখার পরে বুঝতে পেরে কাছে এগিয়ে যান। তরুণীর কথায়, ‘‘আমার বাবা বন্দুক নিয়ে কলেজে এসেছিল। হাত মেলানোর পর স্বামীর বুকে গুলি করেছে বাবা। আমার চোখের সামনেই ঘটল... আমার কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল রাহুল।’’ হাহাকার করে ওঠেন সদ্য বিধবা। তরুণীর দাবি, স্বামীকে খুনের জন্য বাবা দায়ী হলেও বাপের বাড়ির সকলে মিলে ওই ষড়যন্ত্র করেছেন। তাঁর দাবি, আগেও তাঁদের নানা ভাবে হেনস্থা করা হয়েছে। এ নিয়ে আদালতেও গিয়েছিলেন তিনি। তন্নু বলেন, ‘‘আমরা আদালতেও গিয়েছিলাম। জানিয়েছিলাম আমার ভাইয়েরা স্বামীর ক্ষতির চেষ্টা করছে।’’ হাসপাতালে গুলিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোরগোল শুরু হয়েছে নীতীশ কুমারের রাজ্যে। রাহুলের খুনের বিচার চেয়ে আন্দোলন শুরু করেছেন নার্সিং এবং ডাক্তারি পড়ুয়ারা। দ্বারভাঙার জেলা শাসক কুশল কুমার এবং পুলিশ সুপার জগন্নাথ রেড্ডি ঘটনাস্থলে যান। বিশাল পুলিশ বাহিনী গিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ সুপার জানান, গুলকাণ্ডে একটি এফআইআর দায়ের হয়েছে। যথোপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ। (আনন্দবাজার)

শাখা-পলা, সিদুঁর, লাল শাড়ি! দিল্লিতে মহুয়া-পিনাকীর জমকালো রিসেপশনে আমন্ত্রিত ছিলেন কারা?নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে ত...
06/08/2025

শাখা-পলা, সিদুঁর, লাল শাড়ি! দিল্লিতে মহুয়া-পিনাকীর জমকালো রিসেপশনে আমন্ত্রিত ছিলেন কারা?
নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে তৃণমূল সাংসদ মহুয়া এবং আইনজীবী পিনাকী মিশ্রর রিসেপশন পার্টিতে এক্কেবারে চাঁদের হাট।
অনুষ্ঠানে উপস্থিত ছিল দলীয় নেতা-নেত্রীরা। মঙ্গলবার নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে তৃণমূল সাংসদ মহুয়া এবং আইনজীবী পিনাকী মিশ্রর রিসেপশন পার্টিতে এক্কেবারে চাঁদের হাট। উপস্থিত ছিলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় নেতা-নেত্রীরা। পেশায় রাজনীতির জগতের মানুষ হলেও মহুয়ার স্টাইল স্টেটমেন্ট। রিসেপশন পার্টিতেও তার ব্যতিক্রম হল না। লাল শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন তিনি। পিনাকী মিশ্র পরেছিলেন সাদা ও লাল কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি। ৩ মে জার্মানির বার্লিনে চুপিসারেই বিয়ে সেরেছিলেন মহুয়া-পিনাকী। পরে তাঁদের পরিণয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসায় সুখবর জানা যায়। এরপর সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিয়ের এক ভিডিও।৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। মহুয়া আদ্যোপান্ত রাজনীতিবিদ। স্বামী পিনাকী মিশ্রও রাজনীতিক, তিনি পেশায় আইনজীবী।

Address

Murshidabad
742224

Alerts

Be the first to know and let us send you an email when M TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M TV News:

Share