M TV News

M TV News আপনার এলাকায় ঘটে যাওয়া
ঘটনার ভিডিও তুলে পাঠান আমাদের
WhatsApp - 8927823218
https://youtube.com/?si=KHV7qtqG6vfpayXN News
(2)

একমাত্র মেয়েকে আছাড় মেরে খু*ন, কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ধাক্কায় মৃ*ত্যু বাবারও! সামশেরগঞ্জের দেবীদাসপুরের ঘটনায় ব্য...
29/09/2025

একমাত্র মেয়েকে আছাড় মেরে খু*ন,
কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ধাক্কায় মৃ*ত্যু বাবারও! সামশেরগঞ্জের দেবীদাসপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

 #পুজোর মরশুমে বৃষ্টির ভ্রুকুটি, বাড়ি থেকে গোটা রাজ্যে নজরদারি মুখ্যমন্ত্রীর।দুর্গোৎসবের আনন্দের মাঝেও রাজ্যে বিপর্যয়ের...
29/09/2025

#পুজোর মরশুমে বৃষ্টির ভ্রুকুটি, বাড়ি থেকে গোটা রাজ্যে নজরদারি মুখ্যমন্ত্রীর।
দুর্গোৎসবের আনন্দের মাঝেও রাজ্যে বিপর্যয়ের সম্ভাবনা। আর সেই দিকে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ষষ্ঠী থেকে শুরু করে প্রতিদিনই মুখ্যসচিব ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি। সূত্রের খবর, নবান্নে উপস্থিত না থেকেও নিজের বাসভবন থেকেই পুরো পরিস্থিতি মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত সপ্তাহে নিম্নচাপের বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়েছিল। গত ৩৯ বছরে এরকম জল নাকি দেখেনি কলকাতা। সম্প্রতি আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে, নবমীর রাত থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে। পুজোর মধ্যেই নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আর এই নিম্নচাপের দশমী ও একাদশীতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ১ অক্টোবর পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 #ঠাকুর দেখতে বেরিয়ে ভয়ঙ্কর ঘটনা, বালিতে দুর্ঘটনার কবলে চারচাকা।সপ্তমীর জনজোয়ার মণ্ডপে মণ্ডপে। কলকাতা হোক বা জেলা, সর্বত...
29/09/2025

#ঠাকুর দেখতে বেরিয়ে ভয়ঙ্কর ঘটনা, বালিতে দুর্ঘটনার কবলে চারচাকা।
সপ্তমীর জনজোয়ার মণ্ডপে মণ্ডপে। কলকাতা হোক বা জেলা, সর্বত্রই শুধু ভিড়ে ছবি। কিন্তু হাসিমুখে ঠাকুর দেখতে বেরিয়ে যে এই কাণ্ড ঘটে যাবে তা কে ভেবেছিল! কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার। নিবেদিতা সেতু টোল প্লাজার কাছে বালি বামনডাঙ্গায় একটি ৪০৭ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। গাড়ির ভিতরে তিনজন মহিলা ছিলেন। ড্রাইভার-সহ ছিলেন দু’জন পুরুষও। ৪০৭ গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেট গাড়িটি।

 #শিশুকন্যাকে আছাড় মেরে খুন, কয়েকঘণ্টার মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু অভিযুক্ত বাবার সমসেরগঞ্জের ঘটনা।স্বামী-স্ত্রীর ঝাম...
29/09/2025

#শিশুকন্যাকে আছাড় মেরে খুন, কয়েকঘণ্টার মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু অভিযুক্ত বাবার সমসেরগঞ্জের ঘটনা।

স্বামী-স্ত্রীর ঝামেলায় বলি দেড় বছরের ছোট্ট শিশুকন্যা। নিজের মেয়েকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। যদিও মেয়েকে মেরে শান্তি মেলেনি বাবারও। মেয়ের মৃত্যুর পর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বাবারও। মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দেবীদাসপুরে। একদিকে স্বামী, অপরদিকে শিশু কন্যা। একসঙ্গে দু’জনকে হারিয়ে দিশেহারা সুলেখা খাতুন।
মৃত ওই শিশুকন্যার নাম সুলাইমা খাতুন। মৃত ব্যক্তির নাম নাঈম আখতার। দু’জনেরই মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে সোমবার। জানা গিয়েছে, বছর তিনেক আগে সামশেরগঞ্জের ভাষাইপাইকর পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের সুলেখা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল সামশেরগঞ্জ থানারই অন্তর্গত নাঈম আখতারের। সুলেখা খাতুনের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, পরিবারে এক কন্যাসন্তান আসার পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালাতেন জামাই নাঈম এবং তাঁর পরিবারের লোকজন। এমনকী, সুলেখাকে ডিভোর্স দেওয়ার কথা জানায় নাঈম। আর তাতেই বাড়ে মনোমালিন্য।
অভিযোগ, রবিবার দুপুরে স্বামী-স্ত্রী ঝামেলা হওয়ার সময় পরিবারের অন্য লোকজনের সামনেই দেড় বছরের ছোট্ট শিশুকন্যাকে আছড়ে মারেন নাঈম। অত্যন্ত সংকটজনক অবস্থায় তড়িঘড়ি ওই শিশুকন্যাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই মৃত্যু হয় শিশুকন্যার। অন্যদিকে মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে পাগলের মতো এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন অভিযুক্ত বাবা নাঈম আখতার। কয়েকঘণ্টার মধ্যেই খবর আসে, শামশেরগঞ্জের জয়-কৃষ্ণপুর এলাকায় রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে নাঈম আখতারের। মেয়ের মৃত্যুর পর তিনি আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সোমবার দু’জনের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। স্বামী এবং তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে শিশুকন্যার মৃতদেহ নিয়ে নিজের বাবার বাড়ি চলে যান সুলেখা খাতুন। একসঙ্গে স্বামী এবং কন্যাকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় এলাকায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
সৌজন্যে টিভি নাইন অনলাইন ডট কম

প্যান্ডেল বাঁধার কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু, খুনের অভিযোগ তুলে রাস্তায় পরিবারArambag Mysterious Death: এর পরই বিষয় নি...
29/09/2025

প্যান্ডেল বাঁধার কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু, খুনের অভিযোগ তুলে রাস্তায় পরিবার
Arambag Mysterious Death: এর পরই বিষয় নিয়ে সন্দেহ হয় মৃত ওই যুবকের পরিবারের। ঘটনা চলাকালীন পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তুলে সরব হয়েছেন মৃতের পরিবার। এদিন ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে রাস্তাতেই বসে পড়েন মৃতের পরিবারের লোকজন।
প্যান্ডেল বাঁধার কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু যুবকের। পুলিশের অসহযোগিতা ও পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ মৃতের পরিবার ও এলাকাবাসীর। উত্তেজনা গোঘাটের গোবিন্দপুরে। আরামবাগ বাঁকুড়া দু’নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অর্পণ সাঁতরা (১৭)।

পশ্চিমবঙ্গের কেন্দ্র ধরে মুসলিম ভোটের হিসাব কষছে বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনায় ‘প্রতীকহীন’ মুসলিম প্রার্থীকোন...
29/09/2025

পশ্চিমবঙ্গের কেন্দ্র ধরে মুসলিম ভোটের হিসাব কষছে বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনায় ‘প্রতীকহীন’ মুসলিম প্রার্থী
কোন কোন সংখ্যালঘু অধ্যুষিত আসনে স্থানীয় স্তরে কোন কোন মুখকে ‘বঞ্চিত’ নির্দল হিসাবে প্রার্থী করা যায়, সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে। যদিও এ সবই প্রাথমিক স্তরে রয়েছে। তবে কৌশল স্পষ্ট— তৃণমূলের জনসমর্থনের পুঁজিতে কৌশলে ভাঙন ধরাতে চাইছে পদ্মশিবির।

অষ্টমীতেই তৈরি হবে ঘূর্ণাবর্ত! পুজোয় অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কবে থেকে দুর্যোগ কলকাতায়?সপ্তমীর রাতে দক্ষিণবঙ্গের বেশ...
29/09/2025

অষ্টমীতেই তৈরি হবে ঘূর্ণাবর্ত! পুজোয় অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কবে থেকে দুর্যোগ কলকাতায়?
সপ্তমীর রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে।

ইরানে লবণের নিচে সংরক্ষিত ‘লবণ মানুষ..!ইরানের চেহরাবাদ লবণ খনির গভীরে চাপা পড়ে ছিল এক ভয়াবহ আবিষ্কার—সম্পূর্ণ সংরক্ষিত...
29/09/2025

ইরানে লবণের নিচে সংরক্ষিত ‘লবণ মানুষ..!
ইরানের চেহরাবাদ লবণ খনির গভীরে চাপা পড়ে ছিল এক ভয়াবহ আবিষ্কার—সম্পূর্ণ সংরক্ষিত একটি দেহ, যা এখন পরিচিত “লবণ মানুষ” নামে। প্রায় ১,৭০০ বছর আগের এই দেহটি লবণের স্তরে ঘেরা থাকায় অবিশ্বাস্যভাবে অক্ষত রয়ে গেছে। তার চুল, দাড়ি, পোশাক, এমনকি চামড়ার জুতো আর ব্যবহৃত সরঞ্জামও সময়ের সাথে টিকে গেছে।

গবেষকদের ধারণা, তিনি ছিলেন এক খনি শ্রমিক, যিনি হঠাৎ এক ধসের মধ্যে আটকা পড়ে লবণ শিলার নিচে চাপা পড়েছিলেন। তবে অন্য প্রাচীন মৃতদেহের মতো পচে না গিয়ে, লবণ তার দেহকে শুকিয়ে সংরক্ষণ করে ফেলেছিল, যা ইতিহাসের অন্যতম বিস্ময়কর “টাইম ক্যাপসুল” হিসেবে বিবেচিত।

কেবলমাত্র একটি কঙ্কাল নয়, এই লবণ মানুষ আসলে ইতিহাসের জমাট বাঁধা এক মুহূর্ত। তিনি ছিলেন এক বাস্তব মানুষ, যিনি জীবিত ছিলেন, কাজ করতেন, আর মৃত্যুবরণ করেছিলেন পৃথিবীর গভীরে বিপজ্জনক সেই জগতে। আজ তার উপস্থিতি হাজার বছরের ব্যবধান ভেদ করে আমাদের সামনে হাজির হয়—শুধু হাড়গোড় নয়, বরং শতাব্দী প্রাচীন এক জীবনের গল্প নিয়ে।

তিনি কেবল এক ট্র্যাজেডির প্রতীক নন, বরং সংরক্ষণ, স্থায়িত্ব আর পৃথিবীর অন্তর্গত অজানা রহস্যের এক জীব.

‘Salt Man’ Preserved Under Salt in Iran..!
Buried deep in the Chehrabad Salt Mine in Iran was a gruesome discovery—a perfectly preserved body, now known as the “Salt Man.” This body, which dates back nearly 1,700 years, has remained incredibly intact because it was surrounded by a layer of salt. His hair, beard, clothing, even leather shoes and tools have survived the passage of time.

Researchers believe he was a miner who was suddenly trapped under a rock of salt after a landslide. However, instead of rotting like other ancient bodies, the salt dried out and preserved his body, which is considered one of the m
More than just a skeleton, this Salt Man is actually a frozen moment in history. He was a real person who lived, worked, and died in that dangerous world deep beneath the earth. Today, his presence appears before us after thousands of years—not just bones, but the story of a life centuries old.

He is not just a symbol of tragedy, but a living example of preservation, sustainability, and the unknown mysteries of the earth.

🔗 Source: Archaeology Discoveries

সাগরদিঘী বিধানসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিধায়ক বাইরন বিশ্বাস.
29/09/2025

সাগরদিঘী বিধানসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিধায়ক বাইরন বিশ্বাস.

 #ছবিটির ক্যাপশন কি ? হবে! পদ্মা  গ্রাস করেছে বাড়িঘর ! মা বাবা বাঁচাতে চাইছে তাদের কিছু সম্বল। কাকো তুই মনে ক্যামেরার ব...
29/09/2025

#ছবিটির ক্যাপশন কি ? হবে!

পদ্মা গ্রাস করেছে বাড়িঘর ! মা বাবা বাঁচাতে চাইছে তাদের কিছু সম্বল। কাকো তুই মনে ক্যামেরার বাম দিকে তাকিয়ে শিশু?
মুর্শিদাবাদের লালগোলার তারানগরের ছবি ছবিতেই যেন ক্যাপশন তৈরি হয়ে গিয়েছে।

29/09/2025

আপনার এলাকায় অসাধারণ পুজো মণ্ডপ ও প্রতিমা ও আলোকসজ্জার ছবি ও ভিডিও তুলে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9475679192। ঈশান ও জায়গার নামের পাশাপাশি আপনার নামটি লিখতে ভুলবেন না

29/09/2025

শুধু আপনি গুগলে " ভৈরব লোক " লিখে সার্চ করে দেখুন , এখন Google ও এই বছর মালদার শান্তি ভারতী পরিষদের থিম ভৈরব লোক।
মালদা শহরের বাঁশবাড়ী এলাকায় মনষ্কামনা রোডের ওপর জেলার অন্যতম বিগ বাজেটের পুজো শান্তি ভারতী। মন্দিরের আধুনিক বিশালাকার প্যান্ডেল সাথে চোখ ধাঁধানো আলোকসজ্জা।

Address

Murshidabad
742224

Alerts

Be the first to know and let us send you an email when M TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M TV News:

Share