29/09/2025
ইরানে লবণের নিচে সংরক্ষিত ‘লবণ মানুষ..!
ইরানের চেহরাবাদ লবণ খনির গভীরে চাপা পড়ে ছিল এক ভয়াবহ আবিষ্কার—সম্পূর্ণ সংরক্ষিত একটি দেহ, যা এখন পরিচিত “লবণ মানুষ” নামে। প্রায় ১,৭০০ বছর আগের এই দেহটি লবণের স্তরে ঘেরা থাকায় অবিশ্বাস্যভাবে অক্ষত রয়ে গেছে। তার চুল, দাড়ি, পোশাক, এমনকি চামড়ার জুতো আর ব্যবহৃত সরঞ্জামও সময়ের সাথে টিকে গেছে।
গবেষকদের ধারণা, তিনি ছিলেন এক খনি শ্রমিক, যিনি হঠাৎ এক ধসের মধ্যে আটকা পড়ে লবণ শিলার নিচে চাপা পড়েছিলেন। তবে অন্য প্রাচীন মৃতদেহের মতো পচে না গিয়ে, লবণ তার দেহকে শুকিয়ে সংরক্ষণ করে ফেলেছিল, যা ইতিহাসের অন্যতম বিস্ময়কর “টাইম ক্যাপসুল” হিসেবে বিবেচিত।
কেবলমাত্র একটি কঙ্কাল নয়, এই লবণ মানুষ আসলে ইতিহাসের জমাট বাঁধা এক মুহূর্ত। তিনি ছিলেন এক বাস্তব মানুষ, যিনি জীবিত ছিলেন, কাজ করতেন, আর মৃত্যুবরণ করেছিলেন পৃথিবীর গভীরে বিপজ্জনক সেই জগতে। আজ তার উপস্থিতি হাজার বছরের ব্যবধান ভেদ করে আমাদের সামনে হাজির হয়—শুধু হাড়গোড় নয়, বরং শতাব্দী প্রাচীন এক জীবনের গল্প নিয়ে।
তিনি কেবল এক ট্র্যাজেডির প্রতীক নন, বরং সংরক্ষণ, স্থায়িত্ব আর পৃথিবীর অন্তর্গত অজানা রহস্যের এক জীব.
‘Salt Man’ Preserved Under Salt in Iran..!
Buried deep in the Chehrabad Salt Mine in Iran was a gruesome discovery—a perfectly preserved body, now known as the “Salt Man.” This body, which dates back nearly 1,700 years, has remained incredibly intact because it was surrounded by a layer of salt. His hair, beard, clothing, even leather shoes and tools have survived the passage of time.
Researchers believe he was a miner who was suddenly trapped under a rock of salt after a landslide. However, instead of rotting like other ancient bodies, the salt dried out and preserved his body, which is considered one of the m
More than just a skeleton, this Salt Man is actually a frozen moment in history. He was a real person who lived, worked, and died in that dangerous world deep beneath the earth. Today, his presence appears before us after thousands of years—not just bones, but the story of a life centuries old.
He is not just a symbol of tragedy, but a living example of preservation, sustainability, and the unknown mysteries of the earth.
🔗 Source: Archaeology Discoveries