মুক্ত জমি - Mukta Jami

মুক্ত জমি - Mukta Jami

এটাই বাস্তব।
09/07/2025

এটাই বাস্তব।

আগামী কাল 9 ই জুলাই সর্ব ভারতীয় ধর্মঘট দাবিতে কান্দি বাসী।
08/07/2025

আগামী কাল 9 ই জুলাই সর্ব ভারতীয় ধর্মঘট দাবিতে কান্দি বাসী।

২০২৫ সালের ৯ জুলাই (বুধবার) ভারতে অনুষ্ঠিত হচ্ছে একটি জাতীয় সার্বজনীন ধর্মঘট। এর মূল কারণ হলো কেন্দ্রীয় সরকারের শ্রম-কর...
07/07/2025

২০২৫ সালের ৯ জুলাই (বুধবার) ভারতে অনুষ্ঠিত হচ্ছে একটি জাতীয় সার্বজনীন ধর্মঘট। এর মূল কারণ হলো কেন্দ্রীয় সরকারের শ্রম-কর্মসংক্রান্ত নতুন আইন (Labour Codes), পিয়র কর্পোরেটীকরণের নীতি, ব্যাংক ও বিমা খাতের বেসরকারীকরণ ইত্যাদি – যেগুলো বিপুল সংখ্যক শ্রমিক, কৃষক ও কর্মচারীর অসন্তোষের কারণ ।

🗓️ ধর্মঘটের মূল আকর্ষণসমূহ:

ব্যাংক ও বিমা খাত: AIBEA, AIBOA, BEFI, AIIEA, INTUC‑সহ বহু কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ১৫ কোটি (১৫০ মিলিয়ন) কর্মীর অংশগ্রহণ আশা করা যাচ্ছে۔

বিদ্যুৎ খাত: প্রায় ২৭ লাখ (২.৭ মিলিয়ন) বিদ্যুৎ কর্মচারী (বিদ্যুৎ প্রকৌশলী একাডেমি ইত্যাদি) উত্তরপ্রদেশের দুটি ডিসকমের বেসরকারীকরণের প্রতিবাদে ধর্মঘটে থাকবে ।

পরিবহন খাত: আসামে মোটর ট্রান্সপোর্ট কর্মীরা ৯ জুলাই সকাল ৫টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে ।

শিক্ষা ও ছাত্র সংগঠন: SFI‑সহ লেফট ছাত্র সংগঠনগুলোও ধর্মঘটে তীব্র সমর্থন জানিয়েছে ।

বামে রাজনৈতিক দলগুলো: CPI(M), CPI, RSP, AIFB‑সহ বড় বাবার্টিভাদীরা ঐক্যবদ্ধভাবে ধর্মঘটে সমর্থন জানিয়েছে ।

✋ কারা ধর্মঘটে থাকবে?

ব্যাংক ও বিমাখাতে কর্মরত লোকজন

সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কর্মচারী

পরিবহন কর্মীবৃন্দ (যেমন: বাস ও ট্রাক চালক)

কৃষক, শিক্ষার্থী, শিক্ষক, সরকারী ও বেসরকারি কর্মচারীগণ

⚠️ ধর্মঘটের সম্ভাব্য প্রভাব:

ব্যাংক ও বিমা কেন্দ্র বন্ধ: জরুরী পরিষেবায় কিছুটা ব্যাঘাত হতে পারে।

বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন: কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ বা লোডশেডিং হতে পারে।

সড়ক ও আন্তঃরাজ্য পরিবহন ব্যাহত: ট্রান্সপোর্ট ধর্মঘট সারা দিনের জন্য চালু থাকবে।

অফিস, শিক্ষা প্রতিষ্ঠান শাটডাউন: শ্রমিকদের সমর্থনে এই ব্যবস্থা অনুসরণ করা হবে।

সংক্ষেপে, ৯ জুলাই ২০২৫ ভারতে অনুষ্ঠিতব্য এই সাধারণ ধর্মঘট একটি বৃহৎ শ্রম ও কৃষক আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ, ব্যাংক, বিমা, পরিবহন এবং শিক্ষা খাতের ওপর কেন্দ্রীভূত। সবার দাবি – শ্রমিক ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদ এবং পাবলিক সেক্টরের সততা রক্ষা।

বিক্ষোভ সভা AIYF গত ২৩/০৫/২০২৫ কালীগঞ্জে তৃণমূলের জল্লাদ বাহিনীর হাতে পরিকল্পিত ভাবে ৮ বছরের শিশু তামান্নার নৃশংস খুন ও ...
28/06/2025

বিক্ষোভ সভা AIYF
গত ২৩/০৫/২০২৫ কালীগঞ্জে তৃণমূলের জল্লাদ বাহিনীর হাতে পরিকল্পিত ভাবে ৮ বছরের শিশু তামান্নার নৃশংস খুন ও দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্রীকে গণ-ধর্ষণের বিরুদ্ধে,
আজ বিকাল ৫ টায় কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা।

বহরমপুরে DYFI এর রাজ্য সম্মেলন অনুষ্ঠান হলো।
22/06/2025

বহরমপুরে DYFI এর রাজ্য সম্মেলন অনুষ্ঠান হলো।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করেছেন কান্দি ব্লকের AIYF নেতা নুর আলম শেখ
05/06/2025

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করেছেন কান্দি ব্লকের AIYF নেতা নুর আলম শেখ

02/06/2025
নিখিল ভারত যুব ফেডারেশন ১৪তম রাজ্য সম্মেলন থেকে নবনির্বাচিত রাজ্য সম্পাদক কমরেড মীর আব্দুল হাই, নবনির্বাচিত রাজ্য সভাপতি...
02/06/2025

নিখিল ভারত যুব ফেডারেশন ১৪তম রাজ্য সম্মেলন থেকে নবনির্বাচিত রাজ্য সম্পাদক কমরেড মীর আব্দুল হাই, নবনির্বাচিত রাজ্য সভাপতি কমরেড রাজু রাম, নব নির্বাচিত রাজ্য সহ-সভাপতি কমরেড নয়ন সেখ।

AIYF এর রাজ্য সম্মেলনে উপস্থিত কমরেড সৈয়দ ওহেদ রেজা।
31/05/2025

AIYF এর রাজ্য সম্মেলনে উপস্থিত কমরেড সৈয়দ ওহেদ রেজা।

AIYF-এর রাজ্য সম্মেলনের প্রস্তুতি কাজ চলমান রয়েছে
28/05/2025

AIYF-এর রাজ্য সম্মেলনের প্রস্তুতি কাজ চলমান রয়েছে

বর্ষার আগমন ঘটেছে।
27/05/2025

বর্ষার আগমন ঘটেছে।

Address

Kandi
Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্ত জমি - Mukta Jami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share