Nirbhik Bangla - নির্ভীক বাংলা

Nirbhik Bangla - নির্ভীক বাংলা সঠিক ও নিরপেক্ষ খবর, সাধারণ মানুষের কন্ঠস্বর, একদম টু দ্যা পয়েন্ট খবর পেতে 'নির্ভীক বাংলা'কে ফলো করে পাশে থাকুন।
M-9732543365

28/10/2025

বহরমপুরে বাসের মধ্যে ঘটে গেল রোমহষর্ক ঘটনা! পুলিশ কর্তার কান্ডে প্রশংসার জোয়ার!

অসমে দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের জেল, ঘোষণা মুখ্যমন্ত্রীর...
28/10/2025

অসমে দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের জেল, ঘোষণা মুখ্যমন্ত্রীর...

28/10/2025

অবৈধভাবে কোনো কাগজ তৈরি করে ভারতে থাকলে তাকে নোটিশ ধরানো হবে- SIR নিয়ে প্রেস কনফারেন্সে জানাল নির্বাচন কমিশন!

28/10/2025

পশ্চিমবঙ্গে তৃণমূল SIR হতে দেবে না! সাংবাদিকদের প্রশ্নে সাফ সাফ যা জানালেন নির্বাচন কমিশনার!

27/10/2025

SIR নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না বার্তা নওশাদ সিদ্দিকীর!

27/10/2025

২৩ বছর পর পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে SIR, এই নিয়ে আমাদের বিস্তারিত বিশেষ প্রতিবেদন!

27/10/2025

সাগরদিঘী ব্লকের নতুন বিডিও হলেন শাতাংশুনাথ চক্রবর্তী। সরিয়ে দেওয়া হল সঞ্জয় সিকদারকে।

27/10/2025

বাংলা-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে SIR ! ঘোষণা নির্বাচন কমিশনের।

27/10/2025

১০ জেলাশাসক-সহ রাজ্যের ৬৪ আমলার পদে রদবদল নবান্নের! এসআইআর চালু হলেই বদলির জন্য লাগবে কমিশনের অনুমতি

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য প্রশাসনে বড়সড় ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্যায়ে কলকাতা পুরসভার কমিশনার-সহ রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক বদল করা হল। এমনকি কয়েকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মিবিনিয়োগ দফতরের তরফে মোট চারটি বিজ্ঞপ্তি জারি করে ৬৪ জন আমলার বদলির কথা জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই বদলি নির্ধারিতই ছিল, শুধুমাত্র উৎসবের কারণে তা কার্যকর করা হয়নি। কিন্তু শারদোৎসব এবং দীপাবলির মতো বড় উৎসব কেটে যেতেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক পদে রদবদল ঘটানো হল। যদিও কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে প্রশাসনে ১৯ অক্টোবর থেকে যে ছুটির পর্ব শুরু হয়েছে, তা এখনও শেষ হয়নি। সোম এবং মঙ্গলবার ছটপুজোর জন্য ছুটি দিয়েছে রাজ্য। কিন্তু এমন ছুটির আবহেই শীর্ষ আধিকারিকদের নতুন দায়িত্বে পাঠানোর ফরমান জারি করা হয়েছে। এই বদলি প্রসঙ্গে প্রশাসনের একাংশের ব্যাখ্যা, সোমবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গেলে রাজ্য প্রশাসনে যে কোনও ধরনের বদলিতে জাতীয় নির্বাচন কমিশনের মতামত থাকবে। বা কোনও বদলি করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনেরও ভূমিকা থাকবে। তাই প্রশাসনের ওই অংশের মত, এসআইআর শুরু হওয়ার আগেই রাজ্য প্রশাসনে এক বড়সড় ধাক্কা দিল রাজ্য সরকার।

কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে পাঠানো হল বীরভূম জেলার জেলাশাসকের দায়িত্বে। বদলে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তকে আনা হয় কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বে। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে পাঠানো হয়েছে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনাকে। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে শশাঙ্ক শেট্টিকে। আর হিডকোর নতুন ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র। মুর্শিদাবাদের জেলাশাসক হয়েছেন নিতিন সিংঘানিয়া। যিনি মালদহের জেলাশাসক ছিলেন। দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গয়ালকে আনা হয়েছে মালদহের জেলাশাসকের দায়িত্বে। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক মণীশ মিশ্রকে কোচবিহারের জেলাশাসক করা হয়েছে। বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের জেলাশাসক পদে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিশেষ সচিব পদে। বীরভূমের জেলাশাসকের পদ থেকে খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব করা হয়েছে বিধানচন্দ্র রায়কে। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব করা হয়েছে। শিল্প ও বাণিজ্য দফতরের বিশেষ সচিব রাজু মিশ্রকে করা হয়েছে কোচবিহারের জেলাশাসক। ইউ আর ইসমাইলকে স্বাস্থ্য দফতরের বিশেষ সচিবের পদ থেকে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের পদে। রজত নন্দাকে পুরুলিয়ার জেলাশাসকের পদ থেকে পর্যটন দফতরের নির্দেশক করা হয়েছে।

এ ছাড়াও ১০জন আইএএস পদমর্যাদার আধিকারিককে অফিসার অন স্পেশ্যাল ডিউটির পদ থেকে মহকুমাশাসক পদে বদলি করা হয়েছে। আবার ১৫ জন আইএসএস আধিকারিককে বদলি করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং যুগ্ম সচিব পদে। আরও ২২ জন আইএসএ আধিকারিককে জেলাভিত্তিক অতিরিক্ত জেলাশাসকের পদে বদলি করা হয়েছে। এঁদের মধ্যে কয়েক জন শীর্ষ আধিকারিক আবার বিভিন্ন দফতরেও বদলি হয়েছেন। আনন্দবাজার।

মুর্শিদাবাদের নতুন জেলা শাসক হলেন নীতিন সিংহানিয়া।তিনি মালদার জেলাশাসক ছিলেন।
27/10/2025

মুর্শিদাবাদের নতুন জেলা শাসক হলেন নীতিন সিংহানিয়া।
তিনি মালদার জেলাশাসক ছিলেন।

27/10/2025

ব্রেকিং: রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। বদলি করা হল মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্রকে। মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হলেন নিতিন সিনঘানিয়া।

✨ গ্রামের ঘ্রাণে ভরা এক অনন্য স্বাদ — কালাইয়ের রুটি! ✨🌾শহরের ফাস্টফুডের ভিড়ে হারিয়ে গেছে আমাদের সেই সহজ, পুষ্টিকর খাবার ...
27/10/2025

✨ গ্রামের ঘ্রাণে ভরা এক অনন্য স্বাদ — কালাইয়ের রুটি! ✨🌾

শহরের ফাস্টফুডের ভিড়ে হারিয়ে গেছে আমাদের সেই সহজ, পুষ্টিকর খাবার — কালাইয়ের রুটি!
কালাই ডাল ভিজিয়ে, শুকিয়ে, পিষে তৈরি হয় কালাইয়ের আটা। সেই আটায় পেঁয়াজ, কাঁচালঙ্কা, রসুন ও নুন মিশিয়ে গরম তাওয়ায় সেঁকা হয় গ্রামীণ এই রুটি।

🍽️ স্বাদে খানিকটা ঝাঁঝালো,
💪 পুষ্টিতে ভরপুর,
❤️ গন্ধে মাটির টান!

ঘি বা সর্ষের তেলের সঙ্গে গরম গরম কালাইয়ের রুটি খেলে মনে পড়ে যায় গ্রামের সকাল — ধোঁয়া ওঠা চুলা, তাওয়ায় সেঁকা রুটি, আর পাশে মা’য়ের হাসিমুখ... 🌤️

#বাংলারস্বাদ #কালাইয়েররুটি #গ্রামীণখাবার

---

Address

Murshidabad
742237

Telephone

+917001323624

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirbhik Bangla - নির্ভীক বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirbhik Bangla - নির্ভীক বাংলা:

Share

Category