
05/09/2024
শিক্ষক মানে শিক্ষাগুরু🙏🏻
মোদের জ্ঞানের দাতা🤌🏻
অন্ধকারে আলোর দিশা✨
জ্ঞান জগতের ত্রাতা🌼
শিক্ষক মানে সবুজ মাঠে 🌳
মোদের খেলার সাথী🫱🏻🫲🏻
মদের হাতে দিলেন তিনি👤 বিশ্বজয়ের বাতি🕯️
শিক্ষক মানে মানুষ গড়ার🧑🏻🌾
আসল কারিগর🤞🏻
মোদের কাছে তিনি হলেন👀
খাঁটি পরশ পাথর 💎
শিক্ষক মানে মদের কাছে সুখ🤗 দুঃখের বন্ধু🫂
বিশ্ববাসীর প্রাণী তিনি 👤মনি মুক্ত সিন্ধু👛
শিক্ষক মানে নিয়ম-নীতি 📃মেরুদণ্ড সোজা🧍🏻♂️
চলার পথে উড়িয়ে দেওয়া🕊️
আদর্শেরই ধ্বজা💐