30/03/2024
আজ দীর্ঘ ৩টা বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম।
বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচন্ড ঘামতেছে আর অস্থির হয়ে এটেন্ডেন্সকে বলতেছে একটু তাড়াতাড়ি করেন।
৩ বছর পর দেখে একটু থমকে গিয়েছিলাম আর এমন জায়গায় দেখা হবে কল্পনাও করতে পারিনি ।
ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম পরক্ষণে মনে পরলো সে তো চিনে ফেলবে আমায় । তাই দ্রুত পকেট থেকে মাক্স বের করে পরে নিলাম। কাছে গিয়ে বলব আসুন আমার সঙ্গে চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেলো। আর পাচ্ছিলাম না দাঁড়িয়ে থাকতে । যখন (প্রিয় মানুষ) বলতেছে কি হয়েছে আপনার? কিছু বলবেন?
ওর ভয়েস এতদিন পরে শোনার পর পাগল হয়ে যাচ্ছিলাম , মনে হচ্ছিল চিৎকার দিয়ে বলি আমি তোমাকে এখনো ভালবাসি, কিন্তু সেটা তো সম্ভব না।
এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে যখন তাকে চেম্বারে ঢুকাচ্ছি তখন তার স্বামী চলে আসলো। সত্যিই তার স্বামী খুব হ্যান্ডসাম আর টাকা ওয়ালা মানুষ মনে হচ্ছে । তারপর তখনই তাদের দুজনকে চেম্বারে ঢুকিয়ে দিলাম কারণ ডাক্তার ছিলেন আমার পরিচিত তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম। আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে তারা বের হলো , বের হয়ে (প্রিয় মানুষ) বলতেছে অনেক ধন্যবাদ আপনি না থাকলে হয়তো অনেক দেরি হয়ে যেতো । তারপর চলে গেল। এবং তারপর আমি আমার বাইক করে বাড়ি চলে আসলাম। তারপর ঘর বন্ধ করে খুব জোরে কান্না করতে লাগলাম। হঠাৎ দেখলাম একটা নোটিফিকেশন এলো ফোনে তারপরে চেক করতে গিয়ে দেখলাম তিন বছর আগে বন্ধ হওয়ার আইডিতে সবুজ বাতি জ্বলেছে ছোট্ট একটা মেসেজ “কি মনে করেছো মাস্ক পড়লে কি চিনতে পারব না?💔😅🥀