Arif Ahmad Official

Arif Ahmad Official Welcome to the official page for Arif Ahmad Official

14/06/2025
জীবনটা বই না, যে মানুষকে পড়ে শিখবে।তোমার গল্পে তারা পাঠক নয়, সমালোচক।তাই “মানুষ কী বলবে” ভাবনা বাদ দাও,নিজের মনের লেখাই ...
26/05/2025

জীবনটা বই না, যে মানুষকে পড়ে শিখবে।
তোমার গল্পে তারা পাঠক নয়, সমালোচক।
তাই “মানুষ কী বলবে” ভাবনা বাদ দাও,
নিজের মনের লেখাই সত্য

দোস্ত, মানুষ ততক্ষণই আপন — যতক্ষণ তুই তার সমান বা নিচে আছিস।উঠতে গেলেই শুরু হয় টানাটানি, কথা, সমালোচনা আর পেছন থেকে ছুরি...
17/05/2025

দোস্ত, মানুষ ততক্ষণই আপন — যতক্ষণ তুই তার সমান বা নিচে আছিস।
উঠতে গেলেই শুরু হয় টানাটানি, কথা, সমালোচনা আর পেছন থেকে ছুরি।
সহযোগিতা নয়, এখন মানুষ খোঁজে তোর পতনের গল্প।

যে তোমারব'দ'না'ম করছে, করতে দাও এরকম ছোট ছোট কাজ ছোট লোকরাই করে।
13/05/2025

যে তোমার
ব'দ'না'ম করছে,
করতে দাও এরকম ছোট ছোট কাজ ছোট লোকরাই করে।

"বাস্তবতা কখনো স্বপ্নের মতো মিষ্টি হয় না, তবুও এটাই সত্য। মুখোশের পেছনের মুখ চিনে নিতে শেখায় জীবন। সময়ের সাথে মানুষ বদলা...
12/05/2025

"বাস্তবতা কখনো স্বপ্নের মতো মিষ্টি হয় না, তবুও এটাই সত্য। মুখোশের পেছনের মুখ চিনে নিতে শেখায় জীবন। সময়ের সাথে মানুষ বদলায়, আর বাস্তবতা চোখে আঙুল দিয়ে সেটা দেখায়।"

Arif Ahammed উলামায়ে কেরাম মফিজুল ইসলাম মুর্শিদাবাদী Monir উলামায়ে দেওবন্দ Arif Ahmad Official

অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানীত।.......বৈধ পথের গরীব মানুষ সমাজে অবহেলিত।Arif Ahammed             উলামায়ে কেরাম Misba...
09/05/2025

অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানীত।.......বৈধ পথের গরীব মানুষ সমাজে অবহেলিত।

Arif Ahammed
উলামায়ে কেরাম Misbah Online Tv মফিজুল ইসলাম মুর্শিদাবাদী সৈয়দ মোকাররম বারী Monir Abu Tawha Tv @

যদি আলোচিত হতে চাও, সমালোচনা কে ভয় করো না- মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা।
08/05/2025

যদি আলোচিত হতে চাও, সমালোচনা কে ভয় করো না- মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা।

■▪রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিজিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■▪...
05/11/2024

■▪রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজিক শব্দটি গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'য়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপর নেই"।

دنیا میں کسی جانور کسی مخلوق نے انسان کا اتنا شکار نہیں کیا جتنا انسان نے انسان کا کیا ہے  انسان نے انسان کو جنگوں میں م...
23/10/2024

دنیا میں کسی جانور کسی مخلوق نے انسان کا اتنا شکار نہیں کیا جتنا انسان نے انسان کا کیا ہے انسان نے انسان کو جنگوں میں مارا رشتوں میں مارا محبت سے مارا دھوکے سے مارا یہ انسان اتنے رنگ بدلتا ہے کہ کوئی مخلوق نہیں بدلتی اور یہ اپنی ہی نسل کا شکار کرنا پسند کرتا ہے کوئی دوست کے روپ میں دشمن ہے کوئی مسافر کے بھیس میں لٹیرا ہے جو سچائی کی قسم کھا رہا ہے وہ سچ سے ہی دور ہے جسے ایمانداری کا غرور ہے وہ برتری کے احساس کا غلام ہے انسان نے سب بن کر رہنا سیکھا ایک انسان ہی بن کر رہنا اس کے لیے مشکل رہا.

قبرستان اکیلے جانے میں تو  ڈر لگتا ہے کیا ہوگا جب راتیں وہی گزر ینگی
18/10/2024

قبرستان اکیلے جانے میں تو ڈر لگتا ہے
کیا ہوگا جب راتیں وہی گزر ینگی

Address

W. B
Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Ahmad Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share