ANSEL vlog

ANSEL vlog Hello friends
my name is Ansel baski/I am a blogger/I want to try show you new something/support me

04/08/2025
11/07/2025

I have a 4 dog

CBI এর মিথ্যা মামলা*য় ধ্বংস হয়ে যাওয়া রেলে কর্মরত দীনেশ মুর্ম্মুর পরিবার 😭 ৩২ বছর পর প্রতিশোধ নিতে লখনউ সিবিআই অফিসে,...
29/05/2025

CBI এর মিথ্যা মামলা*য় ধ্বংস হয়ে যাওয়া রেলে কর্মরত দীনেশ মুর্ম্মুর পরিবার 😭 ৩২ বছর পর প্রতিশোধ নিতে লখনউ সিবিআই অফিসে, তির ধনু*ক নিয়ে হাজির....🏹

দীনেশ মুর্মু ছিলেন রেলের একজন কর্মচারী। ১৯৯৩ সালে এক রেলওয়ে দুর্নী*তির মামলা*য় সিবিআই তাকে মিথ্যা মামলা*য় ফাঁসায়। এই অন্যায়ের ফলে তিনি শুধু চাকরি হারাননি, হারিয়েছেন জীবনের মান-সম্মান, পরিবারের আর্থিক নিরাপত্তা, আর শান্তি।

তিনি বলেন, ওরা আমার পরিবার ধ্বংস করেছে। আমার ঘর ভেঙেছে, রুটি-রুজির রাস্তা বন্ধ করেছে। ছোট ছেলেমেয়েরা না খেয়ে দিন কাটিয়েছে 🥹

দীনেশ মুর্মু এই অন্যায় ভুলতে পারেননি। বছর পেরিয়েছে, কিন্তু সেই ক্ষত মুছে যায়নি। ৩২ বছর পরও তার বুকের ভেতরে ক্ষোভ আর কষ্টের আ*গুন জ্বল*ছে। তাই তিনি ধ*নুক-তী*র তুলে অন্যায়ের বি*রুদ্ধে নিজের প্রতি*শোধ নিতে চেয়েছেন, যেমন ভগবান রাম অন্যায়ের বি*রুদ্ধে ধ*নুক তুলেছিলেন 🏹

প্রতিশোধ নিতে দীনেশ মুর্মু - লখনউ সিবিআই অফিসে পৌঁছে, ধ*নুক ও তী*র দিয়ে ASI বীরেন্দ্র সিং-কে আক্র*মণ করেন
পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে জানান যে, তিনি ৩২ বছর ধরে এই প্রতিশোধের পরিকল্পনা করছিলেন।

যেখানে ন্যায় হারায়, সেখানেই জন্ম নেয় অন্যায়ের প্রতি*শোধ

তিনি বলেন, "আমি দুঃখিত নই। সিবিআই-এর কারণে আমি আমার চাকরি, সম্মান এবং জীবিকা হারিয়েছি....

দীনেশ মুর্মু আরো বলেন,
আমি জানি আমি যা করেছি তা অন্যায়

🥲 কিন্তু এই কষ্টের পেছনে প্রশ্ন থেকে যায়:

১) এক মিথ্যা মামলায় জীবন নষ্ট হলে কি রাষ্ট্র দায়ী নয়?

২) পরিবার যখন ধ্বংস হয়, তখন অন্যায়ের বিচার কে করবে?

৩) সিবিআই যদি কোনোদিন ভুল করে, তার খেসারত কে দেবে?

৪) ন্যায়বিচার পেতে ৩২ বছর কি খুব বেশি নয়?

৫) অন্যায়ের বি*রুদ্ধে দাঁড়ানোটা কি দীনেশ মুর্মুর অপরাধ?

আজ দীনেশ মুর্মু পুলিশ হেফাজতে। তাঁর চোখে এখনো ৩২ বছরের ক*ষ্টের ছাপ স্পষ্ট। এই কান্না কবে শেষ হবে? এই কষ্টের বিচার কে করবে?

এখনও কাঁদছে দীনেশ মুর্ম্মু, অন্যায়ের বি*রুদ্ধে লড়াইয়ের জন্য - এই গল্প সবাই জানুক শেয়ার করুন 🥹🔥

Address

Jiaganj
742122

Telephone

+918391865439

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANSEL vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANSEL vlog:

Share