17/06/2025
আমার অদেখা সঙ্গিনী,
আজকের এই পথচলায় আমার মন কেবলই তোমাকেই খুঁজে ফেরে। তুমি এখনো আমার চোখে ধরা দাওনি, কিন্তু আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে তোমারই প্রতিধ্বনি। অনাগত দিনে তোমার হাসিই হবে আমার দিনের আলো, আর তোমার স্পর্শে আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমি স্বপ্ন দেখি, আমাদের সেই সংসারের, যেখানে ভালোবাসা হবে প্রতিটি ইটের গাঁথুনি, আর বিশ্বাস হবে তার ভিত্তি।
তুমি যখন আসবে, আমার এই অগোছালো জীবনটা পূর্ণতা পাবে। তোমার চোখে আমি দেখবো নতুন দিগন্ত, তোমার হাতে হাত রেখে পাড়ি দেবো জীবনের সব বাধা। আমাদের অনাগত সন্তানের কোলাহলে ভরে উঠবে আমাদের ভালোবাসার নীড়, আর প্রতিটি দিন হবে এক নতুন উৎসব। এই অপেক্ষার প্রতিটি মুহূর্ত আমার কাছে প্রিয়, কারণ জানি, তুমিই আমার নিয়তির সবচেয়ে সুন্দর উপহার।
তোমার আগমনের আশায় এই হৃদয় প্রতীক্ষায় আছে, আমার সবটুকু ভালোবাসা নিয়ে! ❤️
Collected
Quran_And_Sunnah