
29/07/2025
#মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের জঙ্গলপুর গ্রামের সন্তান নিবির মণ্ডল আজ ভারতের ভূবিজ্ঞান জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অসামান্য গবেষণা ও অবদানের জন্য তিনি দেশ-বিদেশে সমাদৃত।
🇮🇳 prof.নিবির মণ্ডল (জন্ম: 6 নভেম্বর 1963 )
🎓 শিক্ষাজীবন:
• স্কুল ও উচ্চশিক্ষা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে B.Sc. ও M.Sc.
• পিএইচ.ডি ও পোস্ট-ডক্টরাল গবেষণা: ETH Zurich (Switzerland) ও Hokkaido University (Japan)
🔬 গবেষণা ক্ষেত্র:
• ভূতত্ত্ব (Geology), টেকটনিক্স (Tectonics), ও গঠনগত ভূবিজ্ঞান (Structural Geology)
🏅 সম্মান ও অর্জন:
• 🏆 INSA Young Scientist Award – 1992
• 🏆 Shanti Swarup Bhatnagar Award – 2005 (ভারতের সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মান)
• 🏆 G.D. Birla Award – 2013
• নির্বাচিত ফেলো – Indian National Science Academy (INSA) ও Indian Academy of Sciences
📚 তিনি আন্তর্জাতিক জার্নালে বহু গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেছেন এবং দেশের অসংখ্য গবেষক তাঁর দ্বারা অনুপ্রাণিত।
🌟 মুর্শিদাবাদ জেলার গর্ব – ডঃ নিবার মণ্ডল
তাঁর জীবন আমাদের শেখায় – ছোট শহর থেকেও বড় স্বপ্ন সম্ভব, যদি থাকে জেদ, মেধা ও অধ্যবসায়।