Sagardighi Town ,Murshidabad

Sagardighi Town ,Murshidabad Follow us for More Promoting Sagardighi

সাগরদিঘী তে উদ্বোধন  ঝাঁ চকচকে আলিশান ডায়াগনস্টিক সেন্টার -Medicor Diagnocare:- সাগরদিঘী রেল গেটের পাশে। M- 9382622797
25/08/2025

সাগরদিঘী তে উদ্বোধন ঝাঁ চকচকে আলিশান ডায়াগনস্টিক সেন্টার -Medicor Diagnocare:- সাগরদিঘী রেল গেটের পাশে। M- 9382622797

24/08/2025
সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের উঁচু চিমনির কাছ থেকে তাকালে চোখে পড়ে আলো-আঁধারির এক মনোমুগ্ধকর টাউনশিপ। চারিদিকে ঝলমলে আল...
24/08/2025

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের উঁচু চিমনির কাছ থেকে তাকালে চোখে পড়ে আলো-আঁধারির এক মনোমুগ্ধকর টাউনশিপ। চারিদিকে ঝলমলে আলো, আকাশ ভরা নীলিমা আর শান্ত পরিবেশ মিলে তৈরি করে এক অনন্য সৌন্দর্য।

Credit: Sagardighi Town ,Murshidabad

বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা BGB ক্যাম্প থেকে  #সাগরদিঘী_তাপবিদ্যুৎ_কেন্দ্র( মুর্শিদাবাদ). Photo Credit : T...
23/08/2025

বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা BGB ক্যাম্প থেকে #সাগরদিঘী_তাপবিদ্যুৎ_কেন্দ্র( মুর্শিদাবাদ).
Photo Credit : Toufik Alahi Badol thanks for this wonder picture sent from Bangladesh

 #ভিপিন_অজয়_ঢাকা জন্মগ্রহণ করেন 04-09-1996 পশ্চিমবঙ্গের  #বীরভূম জেলায়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তাঁর গভীর আগ্রহ ...
23/08/2025

#ভিপিন_অজয়_ঢাকা জন্মগ্রহণ করেন 04-09-1996 পশ্চিমবঙ্গের #বীরভূম জেলায়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল এবং পরবর্তী সময়ে তিনি কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের জায়গা তৈরি করেন।

🌟 ক্রিকেট ক্যারিয়ার
• তিনি অরুণাচল প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন।
• লিস্ট-এ ক্রিকেটে অভিষেক: ২৭ ফেব্রুয়ারি ২০২১, Vijay Hazare Trophy-তে।
• টি-২০ অভিষেক: ৪ নভেম্বর ২০২১, Syed Mushtaq Ali Trophy-তে।
• প্রথম-শ্রেণির ক্রিকেট (রঞ্জি ট্রফি) অভিষেক: ২৭ ডিসেম্বর ২০২২।

⚡ খেলার ধরন
• ব্যাটিং স্টাইল: ডান-হাতি ব্যাটার।
• বলিং স্টাইল: ডান-হাতি মিডিয়াম।

📊 পরিসংখ্যান (ESPNcricinfo অনুযায়ী)
• লিস্ট এ: ২ ম্যাচে ৯৩ রান (সর্বোচ্চ ৫৬, গড় ৪৬.৫০)।
• টি-২০: ৩ ম্যাচে ৩৮ রান (সর্বোচ্চ ২১)।
• ফার্স্ট ক্লাস: ১ ম্যাচে ৪৬ রান (সর্বোচ্চ ৩৩, গড় ২৩.০০)।

Post Credit: Sagardighi Town ,Murshidabad

সুমিত্রা দেবী  #বীরভূম জেলার  #শিউড়ি শহরে জন্মগ্রহণ করেছিলেন ১৯২৩ সালের ২২শে জুলাই ( আসল নাম নীলিমা চট্টোপাধ্যায়) , তা...
23/08/2025

সুমিত্রা দেবী #বীরভূম জেলার #শিউড়ি শহরে জন্মগ্রহণ করেছিলেন ১৯২৩ সালের ২২শে জুলাই ( আসল নাম নীলিমা চট্টোপাধ্যায়) , তাঁর পিতা ছিলেন মুরলী চট্টোপাধ্যায়, একজন বিখ্যাত আইনজীবী। পরবর্তী সময়ে ভূমিকম্পের কারণে তাঁদের পরিবার মুজফ্‌ফরপুরে চলে যায় এবং সেখান থেকে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।

🌟 অভিনয় জীবন

কলকাতায় এসে তিনি সিনেমার জগতে প্রবেশ করেন। ১৯৪৪ সালে “সন্ধি” নামের বাংলা ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়, এবং প্রথম ছবিতেই তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (BFJA) সেরা অভিনেত্রীর পুরস্কার পান। একই বছর তিনি হিন্দি সিনেমা “মেরি বহেন”-এ অভিনয় করেন, যা ছিল তাঁর হিন্দি ছবিতে আত্মপ্রকাশ।

পরবর্তী সময়ে তিনি একের পর এক হিন্দি ও বাংলা সিনেমায় অসাধারণ অভিনয় উপহার দেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে – “মমতা” (১৯৫২), “সাহেব বিবি গোলাম”, “আন্ধারে আলো”, “যৌতুক”, “কিনু গওয়ালার গলি”, “পথের দাবি”, “দেবী চৌধুরানী”, “অভিযোগ”, “স্বামী”, “জাগতে রহো” প্রভৃতি।

🏆 স্বীকৃতি
• তাঁর অভিনয় এবং সৌন্দর্যের জন্য তাঁকে সেই সময়ের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়।
• দুইবার BFJA Award for Best Actress অর্জন করেন।
• সমসাময়িক শিল্পী এবং সমালোচকদের চোখে তিনি ছিলেন “সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের একজন”।

👪 ব্যক্তিগত জীবন

১৯৪৬ সালে তিনি অভিনেতা দেবী মুখার্জীকে বিবাহ করেন। তাঁদের পুত্রসন্তান জন্মের কিছুদিন পরেই দেবী মুখার্জী মারা যান, ফলে সুমিত্রা দেবীকে খুব অল্প বয়সেই একক মাতৃত্ব গ্রহণ করতে হয়।

🕊️ পরিশেষ

সুমিত্রা দেবী ১৯৯০ সালের ২৮শে আগস্ট প্রয়াত হন। বাংলা ও হিন্দি দুই জগতেই তিনি তাঁর শক্তিশালী অভিনয় এবং নান্দনিক সৌন্দর্যের জন্য আজও স্মরণীয়।

Post Credit: Sagardighi Town ,Murshidabad

 #সাগরদিঘীকে শহরে রূপান্তরিত করার প্রথম পদক্ষেপ হওয়া উচিত—🌃 পুরো সাগরদিঘী বাজার ও আশেপাশের এলাকায় স্ট্রিট লাইট বসানো।যে ...
23/08/2025

#সাগরদিঘীকে শহরে রূপান্তরিত করার প্রথম পদক্ষেপ হওয়া উচিত—

🌃 পুরো সাগরদিঘী বাজার ও আশেপাশের এলাকায় স্ট্রিট লাইট বসানো।

যে জায়গা অন্ধকারে ঢাকা থাকে, সেখানে ব্যবসা-বাণিজ্য, মানুষের চলাফেরা, নিরাপত্তা—কোনোটাই শহরের মতো হয় না।
শহর মানে শুধু বড় রাস্তা নয়, বরং রাতে আলোয় ভরা নিরাপদ পরিবেশ।

👉 তাই অন্ধকার সাগরদিঘী কখনোই শহরে রূপান্তরিত হতে পারবে না।
আলোই শহরের প্রাণ, আলোই উন্নয়নের প্রথম সিঁড়ি।

Post Credit Sagardighi Town ,Murshidabad

বহরমপুর এক ধরনের পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছে।১. ডাক্তারকেন্দ্রিক শহর থেকে পরিবর্তনআগে বহরমপুরকে “ডাক্তারের শহর” বলা হতো।...
23/08/2025

বহরমপুর এক ধরনের পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছে।

১. ডাক্তারকেন্দ্রিক শহর থেকে পরিবর্তন

আগে বহরমপুরকে “ডাক্তারের শহর” বলা হতো। প্রায় সব বড় ডাক্তার এখানেই বসতেন।
কিন্তু এখন অনেক ডাক্তার ছোট শহরে (সাগরদিঘি, লালবাগ, জঙ্গিপুর, কান্দি) চেম্বার খুলে বসছেন। ফলে রোগীদের চাপ ভাগ হয়ে যাচ্ছে।

২. ব্র্যান্ড দোকানের উত্থান

এখন বড় বড় ব্র্যান্ড খাবার, জামাকাপড়, জুতো, ইলেকট্রনিক্স নিয়ে বহরমপুরে দোকান খুলছে।
কারণ— মুর্শিদাবাদের মানুষ এখন লাইফস্টাইল শপিং-এর জন্য বহরমপুরকে বেছে নিচ্ছেন।
এছাড়া বিদেশে থাকা পরিবার (NRIs) ও বাইরে কাজ করা মানুষের পাঠানো টাকা অনেকটাই এখানে খরচ হচ্ছে।

৩. ভবিষ্যতের চ্যালেঞ্জ

যদি শুধু ডাক্তার ও ব্র্যান্ড শপের উপর নির্ভরশীল থাকে, তবে বহরমপুর হয়ে যাবে একেবারে “সার্ভিস-ভিত্তিক, ইন্ডাস্ট্রি-শূন্য শহর”।
এখানে কোনো বড় শিল্প, IT হাব বা ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই—এটাই সবচেয়ে বড় দুর্বলতা।

৪. আয়ের সম্ভাব্য পথ
• শিক্ষা কেন্দ্র: আগে থেকেই অনেক স্কুল-কলেজ আছে, ভবিষ্যতে প্রাইভেট ইউনিভার্সিটি ও পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান এলে বহরমপুর একেবারে এডুকেশন হাব হয়ে উঠতে পারে।
• চিকিৎসা কেন্দ্র (২.০): আগের ডাক্তার-শহরের ইমেজকে আধুনিক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও সুপার-স্পেশালিটি পরিষেবার মাধ্যমে আবারও শক্তিশালী করা সম্ভব।
• রিটেইল ও ব্যবসা কেন্দ্র: জেলার বিভিন্ন শহরের মানুষ শপিং, ব্যাংকিং ও পরিষেবার জন্য বহরমপুরে আসতেই থাকবেন।
• পর্যটন ও সংস্কৃতি: হাজারদুয়ারি, রেশম, নদীভিত্তিক পর্যটন ও খাবার সংস্কৃতি ব্যবহার করলে শহরে বড় অর্থনীতি তৈরি হতে পারে।
• কৃষিভিত্তিক শিল্প: রেশম, আম, মাছ, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প তৈরি হলে নতুন কর্মসংস্থান হবে।

👉 তাই সত্যিই, যদি শিল্প না আসে তবে বহরমপুর কেবল “ইন্ডাস্ট্রি-লেস মহল্লা শহর” হিসেবেই থেকে যাবে।

Post Credit: Sagardighi Town ,Murshidabad

23/08/2025

Rampurhat Junction

সাগরদিঘীর জন্য সুখবর! ✨মেডিকোর ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে ২৫শে আগস্ট ২০২৫ 🎉এটি হবে সাগরদিঘীর সবচেয়ে বড় ডা...
23/08/2025

সাগরদিঘীর জন্য সুখবর! ✨

মেডিকোর ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে ২৫শে আগস্ট ২০২৫ 🎉

এটি হবে সাগরদিঘীর সবচেয়ে বড় ডায়াগনস্টিক সেন্টার, যেখানে রোগী ও পরিবারের জন্য থাকবে আধুনিক ধরনের সুবিধা 🏥💺

🔬 এখানে থাকছে নতুন আধুনিক মেশিন দ্বারা বিভিন্ন ধরণের মেডিকেল রিপোর্ট পরীক্ষা করার সুবিধা।

👨‍⚕️ খ্যাতনামা চিকিৎসকগণও এখানে পরিষেবা দেবেন।

📍 ঠিকানা: সাগরদিঘী নিউ রেলগেট
(সাগরদিঘী লাইফ লাইন ও বয় লন্ডন শপের পাশে)

22/08/2025

🐌🐌🐌🐌🐌🐌

Address

Sagardighi
Murshidabad
742226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagardighi Town ,Murshidabad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagardighi Town ,Murshidabad:

Share