Murshidabad Viral Group.

Murshidabad Viral Group. মুর্শিদাবাদ জেলার সব ধরনের খবরা খবর পেতে পেজটি Follow ও Like করে Murshidabad Viral Group এর সঙ্গে যুক্ত থাকবেন।✅

❇️ নিখোঁজ সংবাদ ❇️নাম:  #আনারুল_ইসলাম (বয়স: ৩৯ বছর)পিতা: নজরুল ইসলাম🧍‍♂️ নিখোঁজ ব্যক্তির বিবরণ:-উচ্চতা: প্রায় ৫ ফুট ৩ ...
25/10/2025

❇️ নিখোঁজ সংবাদ ❇️

নাম: #আনারুল_ইসলাম (বয়স: ৩৯ বছর)
পিতা: নজরুল ইসলাম
🧍‍♂️ নিখোঁজ ব্যক্তির বিবরণ:

-উচ্চতা: প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি
-গায়ের রং: শ্যামলা
-ওজন: আনুমানিক ৭০ কেজি
-পোশাক: কালো রঙের হাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন

- যোগাযোগ: গ্রাম - পোস্ট: নয়াবাহাদুরপুর * থানা: সুতি * জেলা: মুর্শিদাবাদ
📱 মোবাইল: 62963 77619 বাবু শেখ
/ 83899 43506

আনারুল ইসলাম (বয়স – ৩৯ বছর) মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত নয়াবাহাদুরপুর থেকে পেটের তাগিদে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন হুগলি জেলার, চন্ডীতলা থানার সাধপুরে, হঠাৎ গত ২২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল প্রায় ১০ টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় আমিরুল, ঠিকাদার সংস্থার দাবি আমিরুল সেদিন কাজে যায়নি বাঁসাতেই ছিল, কিন্তু বিকালে এসে দেখি আমিরুল বাসায় নেই, অনেক খোঁজাখুঁজি করার পর ওই ঠিকাদার চন্ডীতলা থানার দ্বারস্থ হয় এবং নিখোঁজ ডায়েরি করেন ঠিকাদার!যদিও এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেননি আমিরুল। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের উপার্জনের একমাত্র সম্বল বাড়িতে রয়েছে দুটি মেয়ে এবং তার স্ত্রী!

যদি কেউ তাঁর খোঁজ পান বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের দেওয়া ঠিকানা বা নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে —

🙏 দয়া করে শেয়ার করুন, আপনার একটি শেয়ার কন্যা সন্তানের পিতা এবং স্ত্রী তার স্বামী কে ফিরে পেতে সাহায্য করতে পারে

সুমন লিন্ডা _বাড়ি নাগরাকাটার খেরকাটা। পেশায় একজন আশাকর্মী। তা আমাদের রাজ্যে তো হাজার হাজার আশাকর্মী আছেন। তাহলে সুমনের...
23/10/2025

সুমন লিন্ডা _বাড়ি নাগরাকাটার খেরকাটা। পেশায় একজন আশাকর্মী। তা আমাদের রাজ্যে তো হাজার হাজার আশাকর্মী আছেন। তাহলে সুমনের নাম করছি কেন? তার কারণ, এই মহিলা যা করেছেন, আপনি যদি তা জানেন, চমকে উঠবেন। স্যালুট করবেন।
আসল কথায় আসা যাক। কী করেছেন সুমন। নতুন করে বলার কিছু নেই যে ৪ অক্টোবর রাতে এবং ৫ অক্টোবর সকালে ভয়াবহ বন্যায় তছনছ হয়ে হয়ে যায় নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। বন্যায় সুমনের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিপর্যয়ের ঠিক পরের রাতের ঘটনা। রাত তখন দেড়টা। সুমনের মোবাইল বেজে ওঠে। ফোনে জানতে পারেন সুমন, খেরকাটার এক অন্তঃসত্ত্বা প্রসব যন্ত্রণায় ছটফট করছেন। তাঁকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে।
বলে রাখা দরকার, সুমনের স্বামী ভিনরাজ্যে কাজে গিয়েছেন। ঘরে অসুস্থ বৃদ্ধ বাবা। কিন্তু ওই ফোন পেয়েই চঞ্চল হয়ে ওঠে সুমনের মন। তিনি জানেন, এইসময় বাইরে বেরোনো মানে প্রাণ হাতে করে বেরোনো। জঙ্গলে ঘেরা চারদিক। চিতাবাঘ, হাতির ভয়। তার উপর বন্যায় সব জায়গায় বিদ্যুৎ নেই তখন। কিন্তু কোনও বাধাকেই তোয়াক্কা না করে সুমন ওই রাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। কয়েক কিমি হেঁটে পৌঁছে যান ওই অন্তঃসত্ত্বার বাড়িতে। তারপর ফোনাফুনি করে অনেক কষ্টে একটা গাড়ি জোগাড় করেন। তাতে করে ওই অন্তঃসত্ত্বাকে নিয়ে আসেন টন্ডু গ্রামে। এরপর তো আর গাড়ি যাওয়ার উপায় নেই। কেন নেই, সেটা আপনারা এতদিনে জেনে গিয়েছেন। কারণ, ডায়না ও গাঠিয়া নদীর উপর টানাটানি সেতু বন্যায় ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে ওই অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কীভাবে। নদীর ধারে এসে সুমন এন ডি আর এফ কর্মীদের দেখতে পান। সবটা জানান তাঁদের। শোনামাত্র তাঁরা ওই রাতে ঝুঁকি নিয়ে স্পিড বোটে নদী পার করে দেন সুমনদের। সুমনের ফোন পেয়ে ততক্ষণে নদীর এপাড়ে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়েছেন নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ইরফান মোল্লা। অতঃপর বোটে নদী পেরিয়ে অ্যাম্বুলেন্সে করে ওই অন্তঃসত্ত্বাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে নিয়ে আসা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। গোটা রাস্তা ওই অন্তঃসত্ত্বার সঙ্গে ছিলেন সুমন। অবশেষে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ওই অন্তঃসত্বা ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। সেই সন্তানের নাম রাখা হয় বন্যা। মায়ের হাসিমুখ দেখে হাসপাতাল ছাড়েন সুমন। বন্যায় বিপর্যস্ত দীর্ঘ পথ পেরিয়ে ফেরেন বাড়ি। তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সুমনকে পুরস্কৃত করা হয়েছে। সুমন লিন্ডা আমাদের গর্ব। ওনাকে কুর্নিশ।🌹🌹🌹

সত্যিই তারা মানুষ!!! 😡😡  আসল মানসিক প্রতিবন্ধিত তারা, যারা প্রশান্তকে কলেজে ভর্তি নেয়নি।
06/10/2025

সত্যিই তারা মানুষ!!! 😡😡 আসল মানসিক প্রতিবন্ধিত তারা, যারা প্রশান্তকে কলেজে ভর্তি নেয়নি।

ওসমানের দে*হ মিললো নদীর ধারে!বো*মা বা*ধার সময় নিজেদের মধ্যে ঝা*মেলায় খু*নগ্রে*ফতার-২ #রেজিনগর  #বোমাবিস্ফোরণ    #মুর্শ...
04/10/2025

ওসমানের দে*হ মিললো নদীর ধারে!
বো*মা বা*ধার সময় নিজেদের মধ্যে ঝা*মেলায় খু*ন
গ্রে*ফতার-২
#রেজিনগর #বোমাবিস্ফোরণ #মুর্শিদাবাদ #ব্রেকিংনিউজ #তাজাবোমা_উদ্ধার #বিস্ফোরণকাণ্ড #আতঙ্কে_এলাকা #পুলিশতদন্ত #চাঞ্চল্য #রাতেরবিস্ফোরণ #চাঞ্চল্যকরঘটনা

01/10/2025

"জঙ্গীপুর" পৌরসভায় "মফিজুল ইসলামের" উদ্যোগে প্রতিমা বিসর্জনের জন্য রেলট্রাকের ব্যবস্থা করা হল রঘুনাথগঞ্জ সদরঘাটে।

25/09/2025

ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা!!!! 😰 মুর্শিদাবাদের শেখ দীঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
#সেখদিঘী

আমাদের জেলায় কি চালু হয়েছে?????  সব ব্লকে কি চালু রয়েছে  ❓❓❓❓
23/09/2025

আমাদের জেলায় কি চালু হয়েছে????? সব ব্লকে কি চালু রয়েছে ❓❓❓❓

পিয়াসা মহলদার (শান্তিপুর) — উচ্চতা মাত্র ৩ ফুট, জন্ম থেকেই বহু শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন; হাঁটতে বা ঠিকমতো বসতেও পারে...
16/09/2025

পিয়াসা মহলদার (শান্তিপুর) — উচ্চতা মাত্র ৩ ফুট, জন্ম থেকেই বহু শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন; হাঁটতে বা ঠিকমতো বসতেও পারেন না, হাতও সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। তবুও অধ্যবসায় আর মনোবলের জোরে তিনি NET পরীক্ষায় ৯৯.৩১% পেয়েছেন। শিক্ষা শুরু করেছিলেন স্থানীয় প্রাথমিক থেকে, পরে শান্তিপুর কলেজে স্নাতক এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে বাংলায় এমএ করেছেন। প্রথমবারেই এত বড় ফল পেয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ পাবেন বলে খুশি; ভবিষ্যতে রবীন্দ্রসাহিত্য নিয়ে PhD করতে চান। পরিবারও গর্বিত — বাবা উত্তম মহলদার (কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা) এবং মা সুপ্রিয়াদেবী আবেগে ভাসছেন। অনেক অভিনন্দন ও শুভকামনা।

আহ আহঃ বড্ড পাছায় লেগেছে 🤣 👇শিক্ষক নিয়োগ দূর্নীতির মামলায় ইডি'র হাত থেকে পালাতে গিয়ে বেচারা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা রাস্...
25/08/2025

আহ আহঃ বড্ড পাছায় লেগেছে 🤣 👇
শিক্ষক নিয়োগ দূর্নীতির মামলায় ইডি'র হাত থেকে পালাতে গিয়ে বেচারা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা রাস্তায় পড়ে আছাড় পাছাড় খাচ্ছে...... আহা বড্ড লেগেছে

18/08/2025

সাগরদিঘীর রতনপুর দোহাইল মোড়ে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড!🔥🔥🔥

সাগরদীঘির রতনপুর দোহাইল মোড়ে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বহরমপুর থেকে ফারাক্কার পথে চলন্ত একটি স্টেট বাসে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চালক আগুন লাগার সংকেত বুঝতে পেরে দ্রুত সকল যাত্রীকে বাস থেকে নামার নির্দেশ দেন এবং নিজেও বাস থেকে নেমে সকলের জীবন রক্ষা করেন। চালকের তৎপরতার জন্যই বড় বিপদ থেকে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পান। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে সাগরদিঘী থানার পুলিশ পৌঁছেছে। ঘটনাটি গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

#রতনপুর

জানেন কি, এমন একটি হাসপাতাল আছে যেখানে কোনো ক্যাশ কাউন্টারই নেই?হ্যাঁ, সত্যিই আছে! ভারতের প্রখ্যাত শ্রী সত্য সাই হাসপাতা...
05/08/2025

জানেন কি, এমন একটি হাসপাতাল আছে যেখানে কোনো ক্যাশ কাউন্টারই নেই?

হ্যাঁ, সত্যিই আছে! ভারতের প্রখ্যাত শ্রী সত্য সাই হাসপাতাল (Sri Sathya Sai Hospital)—একটি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

এই হাসপাতালে হার্টের বাইপাস সার্জা/রি থেকে শুরু করে ক্যা/ন্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনা/মূল্যে করা হয়। রোগীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না, না ওষুধের জন্য, না অপা;রেশনের জন্য, না চিকিৎসকের ফি হিসেবে।

এক ব্যাক্তি ওখানে চিকিৎসা করার পর তার অভিজ্ঞতা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে বলেন ---

আজ থেকে প্রায় সাত মাস আগে কলকাতার নামকরা ডাক্তার বাবু আমাকে হসপিটাল এ ভর্তি রেখে শুধু পরীক্ষা নিরীক্ষার জন্য এক লক্ষ ৬৭ হাজার টা/কা বি/ল করেন এবং তড়িঘড়ি করে ওপেন হার্ট সার্জারি করার জন্য দিন ঠিক করে ফেলেন | আমি সেই সময় ডাক্তারবাবু, আমার পরিবার এবং আমার শুভাকাঙ্ক্ষী ও নিকট আত্মীয়-স্বজনের বিরুদ্ধে গিয়ে হসপিটাল থেকে ছুটি করিয়ে বাড়ি চলে আসি | তারপরে আমি ফোন করে যোগাযোগ করি ব্যাঙ্গালোরের সাই বাবা হসপিটালে, তারা আমার সমস্ত রিপোর্ট দেখে আমাকে ওখানে দেখাবার এপয়েন্টমেন্ট দেন। আমি এবং আমার স্ত্রী ব্যাঙ্গালোরে গিয়ে আনুমানিক ১২ দিন ছিলাম। সাই বাবা হসপিটাল আমার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা আবার নতুন করে করে আমাকে ভর্তি নিয়ে এনজিওগ্রাম করে এবং সেই টেবিলেই ইনজেকশনের মাধ্যমে আমার আর্টারির যত ছোট ছোট ব্লক এসছিল তা পরিষ্কার করে দেয়।পরেরদিন সিনিয়র ডাক্তারবাবু এসে আমাকে দেখে বলেন আমার সমস্ত ব্লকেজ পরিষ্কার হয়ে গেছে এবং তিনি সেদিনই আমাকে ছুটি দিয়ে দেন আর বলেন ঠিক এক বছর পরে এসে একবার রুটিন চেকআপ করিয়ে যাওয়ার জন্য | আমি সেই ডাক্তার বাবুকে প্রশ্ন করি, ডাক্তারবাবু আমাকে যে কলকাতার এত বড় ডাক্তার বাবু বলেছিলেন যে, ওপেন হার্ট সা/র্জারি করতে হবে সেটা এত সহজেই পরিষ্কার হয়ে গেল, তার উত্তরে তিনি আমাকে বলেন ওখানকার ডাক্তারের যত রিপোর্ট আছে সেটাকে ছিড়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিন। আপনি এখন সম্পূর্ণ সুস্থ | এটিই হলো আমার জীবনকে নতুন করে ফিরিয়ে দেওয়া সেই হসপিটাল। যেখানে আমি একটা পয়/সাও খর/চা না করে সম্পূর্ণভাবে নতুন জীবন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরি।

📍 হাসপাতালের অবস্থান: ব্যাঙ্গালোর, ভারত।
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন: 080-47104600

কল করলে সঙ্গে সঙ্গে রিসিভ নাও হতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই, পরবর্তীতে হাসপাতাল থেকে নিজেই কল করে যোগাযোগ করবে। আপনি যে ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে চান, সেই ভাষাতেই কথা বলবেন তারা।

দয়া করে এই তথ্যটি যত বেশি সম্ভব মানুষের সাথে শে/য়ার করুন, হয়তো আপনার এক শেয়ারে কারো জীবন রক্ষা পেতে পারে।

সংগৃহীত


03/08/2025

মুর্শিদাবাদের এই সেইগ্রাম যেখানে ১০০ বছরের পুরনো মাটির বাড়ি রয়েছে। 🏯

Address

Murshidabad
Murshidabad

Opening Hours

9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Viral Group. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murshidabad Viral Group.:

Share