Murshidabad Viral Group.

Murshidabad Viral Group. মুর্শিদাবাদ জেলার সব ধরনের খবরা খবর পেতে পেজটি Follow ও Like করে Murshidabad Viral Group এর সঙ্গে যুক্ত থাকবেন।✅

আজ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী "বুদ্ধদেব ভট্টাচার্য" মহাশয় তথা বাংলার বেকারদের স্বপ্ন দেখানোর কারিগরের চলে যাওয়ার...
08/08/2025

আজ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী "বুদ্ধদেব ভট্টাচার্য" মহাশয় তথা বাংলার বেকারদের স্বপ্ন দেখানোর কারিগরের চলে যাওয়ার দিন...
শ্রদ্ধা ❤️🌹🙏

জানেন কি, এমন একটি হাসপাতাল আছে যেখানে কোনো ক্যাশ কাউন্টারই নেই?হ্যাঁ, সত্যিই আছে! ভারতের প্রখ্যাত শ্রী সত্য সাই হাসপাতা...
05/08/2025

জানেন কি, এমন একটি হাসপাতাল আছে যেখানে কোনো ক্যাশ কাউন্টারই নেই?

হ্যাঁ, সত্যিই আছে! ভারতের প্রখ্যাত শ্রী সত্য সাই হাসপাতাল (Sri Sathya Sai Hospital)—একটি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

এই হাসপাতালে হার্টের বাইপাস সার্জা/রি থেকে শুরু করে ক্যা/ন্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনা/মূল্যে করা হয়। রোগীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না, না ওষুধের জন্য, না অপা;রেশনের জন্য, না চিকিৎসকের ফি হিসেবে।

এক ব্যাক্তি ওখানে চিকিৎসা করার পর তার অভিজ্ঞতা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে বলেন ---

আজ থেকে প্রায় সাত মাস আগে কলকাতার নামকরা ডাক্তার বাবু আমাকে হসপিটাল এ ভর্তি রেখে শুধু পরীক্ষা নিরীক্ষার জন্য এক লক্ষ ৬৭ হাজার টা/কা বি/ল করেন এবং তড়িঘড়ি করে ওপেন হার্ট সার্জারি করার জন্য দিন ঠিক করে ফেলেন | আমি সেই সময় ডাক্তারবাবু, আমার পরিবার এবং আমার শুভাকাঙ্ক্ষী ও নিকট আত্মীয়-স্বজনের বিরুদ্ধে গিয়ে হসপিটাল থেকে ছুটি করিয়ে বাড়ি চলে আসি | তারপরে আমি ফোন করে যোগাযোগ করি ব্যাঙ্গালোরের সাই বাবা হসপিটালে, তারা আমার সমস্ত রিপোর্ট দেখে আমাকে ওখানে দেখাবার এপয়েন্টমেন্ট দেন। আমি এবং আমার স্ত্রী ব্যাঙ্গালোরে গিয়ে আনুমানিক ১২ দিন ছিলাম। সাই বাবা হসপিটাল আমার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা আবার নতুন করে করে আমাকে ভর্তি নিয়ে এনজিওগ্রাম করে এবং সেই টেবিলেই ইনজেকশনের মাধ্যমে আমার আর্টারির যত ছোট ছোট ব্লক এসছিল তা পরিষ্কার করে দেয়।পরেরদিন সিনিয়র ডাক্তারবাবু এসে আমাকে দেখে বলেন আমার সমস্ত ব্লকেজ পরিষ্কার হয়ে গেছে এবং তিনি সেদিনই আমাকে ছুটি দিয়ে দেন আর বলেন ঠিক এক বছর পরে এসে একবার রুটিন চেকআপ করিয়ে যাওয়ার জন্য | আমি সেই ডাক্তার বাবুকে প্রশ্ন করি, ডাক্তারবাবু আমাকে যে কলকাতার এত বড় ডাক্তার বাবু বলেছিলেন যে, ওপেন হার্ট সা/র্জারি করতে হবে সেটা এত সহজেই পরিষ্কার হয়ে গেল, তার উত্তরে তিনি আমাকে বলেন ওখানকার ডাক্তারের যত রিপোর্ট আছে সেটাকে ছিড়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিন। আপনি এখন সম্পূর্ণ সুস্থ | এটিই হলো আমার জীবনকে নতুন করে ফিরিয়ে দেওয়া সেই হসপিটাল। যেখানে আমি একটা পয়/সাও খর/চা না করে সম্পূর্ণভাবে নতুন জীবন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরি।

📍 হাসপাতালের অবস্থান: ব্যাঙ্গালোর, ভারত।
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন: 080-47104600

কল করলে সঙ্গে সঙ্গে রিসিভ নাও হতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই, পরবর্তীতে হাসপাতাল থেকে নিজেই কল করে যোগাযোগ করবে। আপনি যে ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে চান, সেই ভাষাতেই কথা বলবেন তারা।

দয়া করে এই তথ্যটি যত বেশি সম্ভব মানুষের সাথে শে/য়ার করুন, হয়তো আপনার এক শেয়ারে কারো জীবন রক্ষা পেতে পারে।

সংগৃহীত


03/08/2025

মুর্শিদাবাদের এই সেইগ্রাম যেখানে ১০০ বছরের পুরনো মাটির বাড়ি রয়েছে। 🏯

NET JRF এ অল ইন্ডিয়া র‍্যাংক "1" প্রথম  নিলুফা ইয়াসমিন। 🎉নিলুফা জানান  -২ বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু জানতাম ...
23/07/2025

NET JRF এ অল ইন্ডিয়া র‍্যাংক "1" প্রথম নিলুফা ইয়াসমিন। 🎉

নিলুফা জানান -২ বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু জানতাম আমি পারব। এবারের লক্ষ্য ছিল শুধু পাশ নয়, শীর্ষে পৌঁছনো।' তাঁর এই জেদ ও অধ্যবসায়ই এনে দেয় সেরা স্থান। ফল প্রকাশের দিন নিজেও প্রথমে বিশ্বাস করতে পারেননি নিজের সাফল্য। পরিবারের সদস্যদের চোখে আনন্দের অশ্রু- এ যেন এক স্বপ্নপূরণ। সংখ্যালঘু পরিবারের মেয়ে হিসেবে সমাজের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নিলুফা দেখিয়েছেন, প্রতিভা ও পরিশ্রম থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। তাঁর বাবা শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন, মা এখনও কর্মরত। দুই বোনের মধ্যে বড় বোন গান নিয়ে পড়াশোনা করেছেন।

21/07/2025

নলহাটি স্টেশন চত্বরে শর্ট সার্কিট হয়ে পুড়ে গেল R15 বাইক ও বড়োসড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল!!!
#নিউজ

হোক প্রতিবাদ! ✊😡 মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের বেহাল রাস্তা পুনর্নির্মাণ না হওয়ায় পাড়ায় পাড়ায় পড়েছে...
16/07/2025

হোক প্রতিবাদ! ✊😡 মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের বেহাল রাস্তা পুনর্নির্মাণ না হওয়ায় পাড়ায় পাড়ায় পড়েছে ভোট বয়কটের পোস্টার! ✊✊✊✊
#নিউজ #মুর্শিদাবাদ

12/07/2025

***** নিখোঁজ সংবাদ *******
বোবা মেয়েটি রঘুনাথগঞ্জ থানায় রয়েছে কথা বলতে পারছে না কালা ববা ,বাড়ি কোথায় নাম ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না তোমাদের নিজের এলাকাতে কারো যদি হয় খোঁজ খবর লাগাও থানায় যোগাযোগ ।

এরকম বার্তা সত্যি প্রশংসার যোগ্য ❤️❤️❤️  চিন্তা বদলায় চলুন আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই নারকীয়, পিশাচ ও মুখোশধারী দে...
01/07/2025

এরকম বার্তা সত্যি প্রশংসার যোগ্য ❤️❤️❤️
চিন্তা বদলায় চলুন আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই নারকীয়, পিশাচ ও মুখোশধারী দেশের জারজ রাজনৈতিক নেতাদের কবল থেকে রক্ষা করুন। ✊ যারা শিশুমনে ধর্মের বিষভরে নিজেদের "ভোটব্যংক" কে প্রভাবিত করছে।

24/06/2025

৩০ বছর পর মৃত্যুর পর বিচার পেলেন মতিউর রহমান ! 😰
বিধবা স্ত্রী ছাড়েনি লড়াই। ৩০ বছর আগে জবরদখল নেওয়া ভিটেমাটি ফিরে পেলেন কোর্টের নির্দেশে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ।

লালগোলা ও মুর্শিদাবাদের রত্ন ❤️আমাদের ছাইতনীর গর্ব সাজিদ আহম্মেদ। সাজিদ আহম্মেদ একদম সাধারণ পরিবারের ছেলে, তার বাবা মো: ...
19/06/2025

লালগোলা ও মুর্শিদাবাদের রত্ন ❤️
আমাদের ছাইতনীর গর্ব সাজিদ আহম্মেদ। সাজিদ আহম্মেদ একদম সাধারণ পরিবারের ছেলে, তার বাবা মো: মুহিউদ্দিন, পেশায় একজন গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার। সাজিদ আহম্মেদ এখন মহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র ডিভিশনে নিজের জায়গা পাকা করে নিয়েছে।

আমরা আনন্দিত, আমরা গর্বিত। এগিয়ে যাও। অনেক বড় হও। ❤️

অবশেষে রানাঘাটের ছোট্ট অস্মিকা পেল ১৬ কোটি টাকার সেই বহুপ্রতীক্ষিত জীবনদায়ী ইঞ্জেকশন। ❤️❤️❤️
18/06/2025

অবশেষে রানাঘাটের ছোট্ট অস্মিকা পেল ১৬ কোটি টাকার সেই বহুপ্রতীক্ষিত জীবনদায়ী ইঞ্জেকশন। ❤️❤️❤️

***মিটার রিডিং না নিয়েই পাঠানো হচ্ছে ৮ হাজার কারো ১০ হাজার অনলাইন অটোমেটিক বিল!!! চিন্তায় কপালে হাত সাধারণ মানুষের। ইউ...
18/06/2025

***মিটার রিডিং না নিয়েই পাঠানো হচ্ছে ৮ হাজার কারো ১০ হাজার অনলাইন অটোমেটিক বিল!!! চিন্তায় কপালে হাত সাধারণ মানুষের। ইউনিট খরচের চেয়েও আসছে বেশি পরিমাণে বিল। সকলকে প্রতিবাদের জন্য নামতে হবে পথে।✊ 🔥🔥🔥

Address

Murshidabad
Murshidabad

Opening Hours

9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Viral Group. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murshidabad Viral Group.:

Share