25/10/2025
❇️ নিখোঁজ সংবাদ ❇️
নাম: #আনারুল_ইসলাম (বয়স: ৩৯ বছর)
পিতা: নজরুল ইসলাম
🧍♂️ নিখোঁজ ব্যক্তির বিবরণ:
-উচ্চতা: প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি
-গায়ের রং: শ্যামলা
-ওজন: আনুমানিক ৭০ কেজি
-পোশাক: কালো রঙের হাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন
- যোগাযোগ: গ্রাম - পোস্ট: নয়াবাহাদুরপুর * থানা: সুতি * জেলা: মুর্শিদাবাদ
📱 মোবাইল: 62963 77619 বাবু শেখ
/ 83899 43506
আনারুল ইসলাম (বয়স – ৩৯ বছর) মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত নয়াবাহাদুরপুর থেকে পেটের তাগিদে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন হুগলি জেলার, চন্ডীতলা থানার সাধপুরে, হঠাৎ গত ২২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল প্রায় ১০ টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় আমিরুল, ঠিকাদার সংস্থার দাবি আমিরুল সেদিন কাজে যায়নি বাঁসাতেই ছিল, কিন্তু বিকালে এসে দেখি আমিরুল বাসায় নেই, অনেক খোঁজাখুঁজি করার পর ওই ঠিকাদার চন্ডীতলা থানার দ্বারস্থ হয় এবং নিখোঁজ ডায়েরি করেন ঠিকাদার!যদিও এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেননি আমিরুল। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের উপার্জনের একমাত্র সম্বল বাড়িতে রয়েছে দুটি মেয়ে এবং তার স্ত্রী!
যদি কেউ তাঁর খোঁজ পান বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের দেওয়া ঠিকানা বা নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে —
🙏 দয়া করে শেয়ার করুন, আপনার একটি শেয়ার কন্যা সন্তানের পিতা এবং স্ত্রী তার স্বামী কে ফিরে পেতে সাহায্য করতে পারে