জুগিন্দা মাদ্রাসা কাশিমুল উলুম হাফিজ খানা

  • Home
  • India
  • Murshidabad
  • জুগিন্দা মাদ্রাসা কাশিমুল উলুম হাফিজ খানা

জুগিন্দা মাদ্রাসা কাশিমুল উলুম হাফিজ খানা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জুগিন্দা মাদ্রাসা কাশিমুল উলুম হাফিজ খানা, Digital creator, Murshidabad.

📢 নোটিসসাধারণ মানুষসহ এলাকাবাসী সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে একটি ধর...
11/12/2025

📢 নোটিস

সাধারণ মানুষসহ এলাকাবাসী সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে একটি ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে।

এই মহতী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক দাওয়াত জানানো হচ্ছে।
আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📍 স্থান: আমাদের মাদ্রাসা প্রাঙ্গণ। জুগিন্দা মালোপাড়া কাশিমূল উলুম মাদ্রাসা
🕰️ তারিখ: ১৪/১২/২০২৫ (রবিবার)

সকলকে নির্ধারিত তারিখে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জুগীন্দা মালোপাড়া কাশিমুল উলুম মাদ্রাসা।  #উস্তাদদের_মূল্যায়নের_অভাব  #মালোপাড়া
22/11/2025

জুগীন্দা মালোপাড়া কাশিমুল উলুম মাদ্রাসা। #উস্তাদদের_মূল্যায়নের_অভাব #মালোপাড়া

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সাদর সম্ভাষণ নিবেন। আপনাকে জানাতে পেরে আল্লাহর রহমতে আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের ম...
21/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সাদর সম্ভাষণ নিবেন। আপনাকে জানাতে পেরে আল্লাহর রহমতে আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের মাদ্রাসা সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসলামী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারকে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

29/10/2025

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

📚 গর্বের মুহূর্ত 🌟আমাদের মাদ্রাসার ছাত্ররা এ বছর পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে।আলহামদুলিল্লাহ!🥇 প্রথম স্থান অধিকার...
26/10/2025

📚 গর্বের মুহূর্ত 🌟
আমাদের মাদ্রাসার ছাত্ররা এ বছর পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে।
আলহামদুলিল্লাহ!

🥇 প্রথম স্থান অধিকার করেছে — [ফিরদাউস আনসারী]
🥈 দ্বিতীয় স্থান অধিকার করেছে — [আব্দুর রহমান]
🥉 তৃতীয় স্থান অধিকার করেছে — [মুহাম্মদ জুনাইদ আনসারী]

তাদের এই সাফল্যে আমরা সবাই আনন্দিত ও গর্বিত।
মহান আল্লাহ যেন তাদেরকে আরও জ্ঞান ও হিকমতের বরকত দান করেন, আমিন 🤲

📖 “رَّبِّ زِدْنِي عِلْمًا”
(হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে বৃদ্ধি দান করো) — সূরা ত্বাহা: ১১৪

 #ইদানিং_মাদ্রাসার_চাকরি_ছেড়ে_তরুণ_শিক্ষকরা_কেন_ব্যবসায়_নামছে  #মালোপাড়া   কিছুদিন ধরে লক্ষ্য করছি একের পর এক তরুণ, শ...
08/10/2025

#ইদানিং_মাদ্রাসার_চাকরি_ছেড়ে_তরুণ_শিক্ষকরা_কেন_ব্যবসায়_নামছে #মালোপাড়া

কিছুদিন ধরে লক্ষ্য করছি একের পর এক তরুণ, শিক্ষিত, পরিশ্রমী মাদ্রাসা শিক্ষকরা তাদের চাকরি ছেড়ে দিচ্ছেন। কেউ অনলাইন ব্যবসায় নামছেন, কেউ আবার ভিন্ন কিছু করছেন। অনেকে ভাবেন, হয়তো তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। কিন্তু বাস্তবে বিষয়টা একদমই তা নয়।
অনেকের সাথে কথা বলে যা বোঝা যায় এই সিদ্ধান্তটা অনেকটা বাধ্য হয়েই সবাই নেয়।

বেতনের বাস্তবতা।
আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসায় একজন উস্তাদের মাসিক বেতন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা হয় । এখন প্রশ্ন হচ্ছে এই টাকায় একজন শিক্ষক পরিবার চালাবেন কীভাবে?
চাল-ডাল, গ্যাস, বিদ্যুৎ,ওষুধ ,সবকিছুর দাম এখন আকাশছোঁয়া। এরকম সময়ে ১৫ হাজার টাকা দিয়ে সংসার চালানো মানেই প্রতিদিন নতুন করে চিন্তার বোঝা কাঁধে তোলা।
তার উপর অনেক মাদ্রাসায় আবার মাস শেষে বেতন সময়মতো দেয় না। দুই-তিন মাস বকেয়া থাকে। অথচ মাদ্রাসার মুহতামিম সাহেবরা ঠিকই দামী গাড়িতে উঠানামা করেন, প্রভাবশালী মহলে উপস্থিত থাকেন। কিন্তু উস্তাদের প্রাপ্য টাকাটা তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না।

#ছুটির_সীমাবদ্ধতা
আরেকটি বড় কষ্টের জায়গা হলো ছুটি।
আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি। কারও আহলিয়া হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার জন্য ছুটি চায়, কিন্তু মুহতামিম ছুটি দেইনা। ভাবুন তো, একজন স্বামী হিসেবে এটা কতটা অসহ্য কষ্টের!
অনেক মাদ্রাসায় প্রতি দুই সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ছোট্ট একটা ছুটি থাকে। কেউ অসুস্থ হলেও, পারিবারিক সমস্যা হলেও সহজে ছুটি পাওয়া যায় না। যেন শিক্ষক মানুষ নয়, যন্ত্র। আবার অনেক মাদ্রাসায় এরকম আছে যে শিক্ষকরা মাদ্রাসার আশেপাশে বাসাও নিতে পারবে না,অলটাইম মাদ্রাসাতেই থাকতে হবে।

#উস্তাদদের_মূল্যায়নের_অভাব।
সবচেয়ে বেদনাদায়ক বিষয়টা এখানে।
একজন ছাত্রকে মাদ্রাসা কর্তৃপক্ষ যতটা সম্মান, যতটা গুরুত্ব দেয়, একজন উস্তাদকে তার অর্ধেকটাও দেয় না।
অনেক সময় ছাত্র বা গার্ডিয়ানের সামনে উস্তাদকে অপমান করা হয়, হেয় করা হয়। যাদের হাত ধরে একটি প্রজন্ম ইসলাম শেখে, সেই মানুষগুলোকেই অসম্মান করা হয় তুচ্ছ বিষয় নিয়ে।
ফলাফল হিসেবে উস্তাদরা মন ভেঙে ফেলছেন, আত্মসম্মান হারাচ্ছেন, তারপর ভাবছেন, এই জীবনে অন্তত নিজের পরিবারটা তো একটু স্বস্তিতে রাখি।
এভাবেই
সংগ্রহীত।

Address

Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when জুগিন্দা মাদ্রাসা কাশিমুল উলুম হাফিজ খানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জুগিন্দা মাদ্রাসা কাশিমুল উলুম হাফিজ খানা:

Share