25/09/2025
সুধী নাগরিকবৃন্দ,
আসন্ন শারদ উৎসব উপলক্ষে *শুভ মহা পঞ্চমী* তিথিতে চারিচারা পাড়া বাজার সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পক্ষ থেকে আগামী শনিবার, ২৭ সেপ্টেম্বর, সকাল ১১ টা থেকে চারিচারা পাড়া বাজারস্থিত *বালকনাথ শিবমন্দির প্রাঙ্গণে* স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ।
উক্ত রক্তদান শিবিরের রক্তদাতা হিসেবে সকলকে উপস্থিত থাকার ও সাফল্যমন্ডিত করবার জন্য এ অঞ্চলের সকল নাগরিকদের কাছে অনুরোধ করা হচ্ছে।।
*ধন্যবাদান্তে -*
চারিচারা বাজার সার্বজনীন দূর্গা উৎসব কমিটি।