C M বাংলা

C M বাংলা news update

24/07/2025

নদীর স্রোতে ভেসে যাচ্ছিলেন এক বৃদ্ধা। নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই ভাগীরথীর জলে ঝাঁপিয়ে পড়লেন তাঁরা। ছুটে এলেন কর্তব্যরত পুলিশকর্মীরাও। উদ্ধার পেলেন সেই বৃদ্ধা।

শ্রীধাম নবদ্বীপে বৃহস্পতিবার সকালে এমনই ঘটনার সাক্ষী থাকলেন অনেকেই। পুলিশের বক্তব্য, কোতোয়ালি থানার ছিটকেপোতার বাসিন্দা ওই বৃদ্ধার নাম ভারতী দাস। তাঁর বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। জানা গিয়েছে, এদিন ওই বৃদ্ধা নাকি একাই নবদ্বীপের ভাগীরথীতে স্নান করতে এসেছিলেন। তারপর তিনি পা পিছলে ভেসে যান স্রোতের টানে। যদিও তিনি সাঁতার জানতেন বলে জানা গিয়েছে। অবশ্য অন্য একটি সূত্রের দাবি, পারিবারিক অশান্তির জনই ওই বৃদ্ধা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এমনকী উদ্ধারের পর ওই বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানাও ভুল বলে বিভ্রান্ত করেন বলে জানান অনেকেই। যদিও প্রাণে বেঁচে ফেরায় অনেকেই সেই প্রবাদটি স্মরণ করেছেন, রাখে হরি মারে কে!

-- নিজস্ব সংবাদদাতা, C M বাংলা।

24/07/2025

আজ সকালে বেলাইন কলকাতা থেকে সম্বলপুরগ্রামী এক্সপ্রেস, গতি কম থাকায় বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা

24/07/2025

আজ সকালে নিউজ কভার করতে যাবার সময় আমার কাছ থেকে মোবাইলটি পড়ে যায়, সঙ্গে সঙ্গে এক ব্যক্তির চোখে পড়ে এবং সেই মোবাইলটি নিয়ে গিয়ে থানায় আমাদের সাংবাদিকদের হাতে তুলে দেয়। ধন্যবাদ সেই ব্যক্তিকে। কারণ এই মোবাইলটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই মোবাইলের মাধ্যমে আপনাদের কাছে খবর পৌঁছায়। CM বাংলার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন।

23/07/2025

বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বেঙ্গালুরু বিমানবন্দর থেকে সি আই ডির হাতে গ্রেফতার মায়াপুরের এক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাক্তন সন্ন্যাসী।আদালতের নির্দেশে আট দিনের সি আই ডি হেফাজত অভিযুক্তের।

23/07/2025

মায়াপুরে ঘি ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত মায়াপুরের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাক্তন আধিকারিক অলয় গোবিন্দ দাস(ওরফে অলোক প্রভু)সিআইডির হাতে গ্রেফতার হলেন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে।

22/07/2025

নবদ্বীপে ভাগীরথী নদীর জল বেড়ে জলমগ্ন বেশ কিছু বাড়ি।

নদীয়ার নবদ্বীপে বেড়েছে ভাগীরথী নদীর জল। আর নদীর জলস্তর বেড়ে নবদ্বীপ ব্লকের মহিশুরা পঞ্চায়েত এলাকার উত্তর ঘোষপাড়ার কার্গিল বাস্তব নগর কলোনী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পনেরো দিন ধরে এই অবস্থায় রয়েছেন এখানকার বাসিন্দারা। আরও জানা গিয়েছে, প্রতিবছর বর্ষার সময় এই একই অবস্থা সৃষ্টি হয়। এবিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানতে পারা গিয়েছে, এখনও পর্যন্ত কোন রকম সরকারি অনুদান বা সাহায্য তাঁরা পাননি। কারণ হিসাবে জানা যায়, এখানে যারা বসবাস করেন, তাঁদের বেশিরভাগ বাসিন্দার বাড়ী নবদ্বীপ পৌর এলাকায়। পেশায় তাঁরা প্রত্যেকে দিন মজুর। পয়সার অভাবে নবদ্বীপ পৌর এলাকায় বাড়ী করতে না পেরে পঞ্চায়েত এলাকায় এসে কম পয়সায় বাড়ী করে এখানে বসবাস করছেন। এখনও পর্যন্ত তাদের অনেকের ভোটার কার্ড এই পঞ্চায়েতে পরিবর্তন না হওয়ার কারণে তাঅঁরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকী পানীয় জলের নিদারুণ সমস্যায় প্রতিনিয়ত ভুগতে হচ্ছে তাঁদের।

-- দেবাশীষ সিংহের রিপোর্ট, নবদ্বীপ।

20/07/2025

কেবলই দৃশ্যের জন্ম হয়।। মন্ত্রীর শট আটকালেন পৌরপতি। এমনই এক দৃশ্য দেখা গেল কালনার আঘোরনাথ পার্কে।

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে পুলিশ মৈত্রী ফুটবল কাপ। রবিবার পুলিশ মৈত্রী ফুটবল কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে। এদিন বিকেলে কালনা মহকুমার চারটি থানার পুলিশদের খেলা হয়। ফাইনাল খেলা হয় মন্তেশ্বর থানার পুলিশ ও কালনা থানার পুলিশের মধ্যে। এই খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে কালনা থানা পুলিশ জয়লাভ করে। পরবর্তী সময় নাদন ঘাট থানা পাবলিক ও কালনা থানা পাবলিক এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে ১- ০ গোলে নাদনঘাট থানা পাবলিককে পরাজিত করে কালনা থানা পাবলিক জয়লাভ করে। এদিনের এই খেলায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, এসডিপিও রাকেশ চৌধুরী, ভারতের প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় তরুণ দে, মৃন্ময় ব্যানার্জি সহ কালনা, মন্তেশ্বর, নাদনঘাট, পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিকরা।

-- সৈয়দ আবু জাফরের রিপোর্ট, কালনা।

সিএম বাংলার নতুন ইউটিউব চ্যানেল।চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারাই পারেন আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা ক...
20/07/2025

সিএম বাংলার নতুন ইউটিউব চ্যানেল।

চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

আপনারাই পারেন আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা কী ধরণের অনুষ্ঠান দেখতে চান জানাবেন।

Welcome to CM Bangla – Your Trusted Source for News in Bengali! Stay informed with CM Bangla, your go-to destination for the latest news, breaking headlines, and in-depth analysis. We bring you real-time coverage on politics, current affairs, entertainment, sports, business, technology, and more ....

20/07/2025

এবার পাহাড়েও টোটো
ছবি সংগৃহীত

19/07/2025

সমুদ্রগড় স্টেশনে বসে ফোন দেখার সময় কর্তব্যরত জিআরপির সিভিক ভলেন্টিয়ারদের সাথে বচসা এক যুবকের। যুবকের ফোন কেড়ে নিয়ে যুবকের হাতে মার, ঘটনায় বাদ হয়ে গেল যুবকের আঙ্গুলের উপরের অংশ।

19/07/2025

মুখ্যমন্ত্রীর পোস্টার উপড়ে ফেলল রেল পুলিশ!

পশ্চিম মেদিনীপুরে রেলপুলিশের সাথে তর্ক বিতর্ক।

Address

Nabadwip

Telephone

+919093880440

Website

Alerts

Be the first to know and let us send you an email when C M বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to C M বাংলা:

Share

Category