24/07/2025
নদীর স্রোতে ভেসে যাচ্ছিলেন এক বৃদ্ধা। নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই ভাগীরথীর জলে ঝাঁপিয়ে পড়লেন তাঁরা। ছুটে এলেন কর্তব্যরত পুলিশকর্মীরাও। উদ্ধার পেলেন সেই বৃদ্ধা।
শ্রীধাম নবদ্বীপে বৃহস্পতিবার সকালে এমনই ঘটনার সাক্ষী থাকলেন অনেকেই। পুলিশের বক্তব্য, কোতোয়ালি থানার ছিটকেপোতার বাসিন্দা ওই বৃদ্ধার নাম ভারতী দাস। তাঁর বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। জানা গিয়েছে, এদিন ওই বৃদ্ধা নাকি একাই নবদ্বীপের ভাগীরথীতে স্নান করতে এসেছিলেন। তারপর তিনি পা পিছলে ভেসে যান স্রোতের টানে। যদিও তিনি সাঁতার জানতেন বলে জানা গিয়েছে। অবশ্য অন্য একটি সূত্রের দাবি, পারিবারিক অশান্তির জনই ওই বৃদ্ধা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এমনকী উদ্ধারের পর ওই বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানাও ভুল বলে বিভ্রান্ত করেন বলে জানান অনেকেই। যদিও প্রাণে বেঁচে ফেরায় অনেকেই সেই প্রবাদটি স্মরণ করেছেন, রাখে হরি মারে কে!
-- নিজস্ব সংবাদদাতা, C M বাংলা।