09/11/2024
অনেকেই নবদ্বীপে রাসের প্রতিমা দর্শন করতে আসতে চাইছিলেন ,,তাদের জন্য এই Route Guide দেওয়া হলো।।
তাই বলছি যারা আসতে চাইছিলেন অবশ্যই আ্সুন এবং এই ঐত্যিহ্যমন্ডিত রাস উৎসব উপভোগ করুন।
নবদ্বীপ রাসযাএা 2024
13/11/2024(বুধবার)=উদ্বোধন।।
14/11/2024 (বৃহস্পতিবার)=পূজোর প্রস্তূতি ও কিছু ঠাকুরের উদ্ধোধন।।
15/11/2024(শুক্রবার)=নবমী পূজো।।
16/11/2024(শনিবার)=দুপুর ও রাতে শোভাযাত্রা।।
17/11/2024 (রবিবার)= যারা কার্নিভালে অংশ নেবেনা তাদের বিসর্জন।।
18/11/2024 (সোমবার)=রাতে কার্নিভাল।।
যারা নবদ্বীপের বাইরে থেকে নবদ্বীপে রাস পূর্ণিমায় প্রতিমা দর্শন করতে আসবেন তাদের সুবিধার্থে একটি গাইড ম্যাপ দেওয়া হলো
বিখ্যাত কয়েকটি প্রতিমা দর্শনের দিক নির্দেশ এখানে দেওয়া হলো, এছাড়াও অসংখ্য প্রতিমার পূজো হয় নবদ্বীপে। আপনি নবদ্বীপে রাস পূর্ণিমায় প্রতিমা দর্শন করতে আসলে কোনো দিক নির্দেশিকার প্রয়োজন হয় না। অসংখ্য মানুষের ভিড়ই আপনাকে দিক নির্দেশ করে দেবে। 😊
★নবদ্বীপ রাসযাত্রার রোড নির্দেশিকা (গাইড)★
( কোলকাতা,হাওড়া,চন্দননগর,কালনা,কাটোয়া,বর্ধমানের দর্শনার্থী জন্য)
যারা কোলকাতা থেকে আসবেন তারা হাওড়া লাইনে কাটোয়া লোকাল ধরে বিষ্ণুপ্রিয়া স্টেশন নামুন সুবিধা হবে।।
👉 ট্রেনে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামুন..
®—1 দেখে নিন......👇👇
🎯 কুঠিরপাড়া মুক্তিসূর্য্য ক্লাব(আকর্ষনীয় প্যান্ডেল)
🎯ইয়ং ব্লাড ক্লাব(আকর্ষনীয় প্যান্ডেল)
🎯দোলগোবিন্দপুর বারোয়ারি(আকর্ষনীয় প্যান্ডেল)
®—2 ওখান থেকে ব্যাক করে রেললাইন ক্রস করে পোড়ামাতলা দিকে হাঁটুন, দেখে নিন👇👇
🎯রনচন্ডী মাতা
🎯বুড়ো কালী
🎯এরিয়ান ক্লাব কৃষ্ণকালী(মা চেহারাভঙ্গী কৃষ্ণ রুপ হলে মুখমন্ডল মা কালিকা)
🎯গৌড় বিষ্ণুপ্রিয়া ক্লাব(আকর্ষনীয় থিমের প্যান্ডেল)
®—3 এবার সামনের দিকে প্রানগোপাল নগরের দিকে চলুন, দেখে নিন
🎯প্রানগোপালনগর গঙ্গামাতা বারোয়ারি(আকর্ষনীয় প্যান্ডেল)
🎯অগ্রগামী ক্লাব(আকর্ষনীয় প্যান্ডেল)
®—4 ওখান থেকে ব্যাক করুন , সারস্বতপল্লীতে যান,দেখে নিন
🎯সারদা সংঘ,সারস্বতপল্লী(আকর্ষনীয় প্যান্ডেল)
®—5 ওখান থেকে ব্যাক করে আবার স্টেশন রোড ধরে পোড়ামাতলা দিকে চলুন
দেখে নিন👇👇
🎯মুক্তকেশী মাতা
🎯কিশলয় সংঘ( ৪০ ফুটের সদাশিব)
🎯ওলাদেবীতলার সবুজ সংঘ(আকর্ষনীয় প্যান্ডেল)
🎯বুড়োশিবতলার বিন্দ্যবাসিনী
🎯কাত্যায়নী মাতা(দেবী দশভুজার কোলে কার্তিক লক্ষনীয়)
🎯গোল্ডেন ক্লাব(গঙ্গা যমুনা সরস্বতী মাতা)
🎯নবীন সংঘ(হরিসভাপাড়া মোড়)
🎯অন্নপূর্ণা মাতা
🎯ভ্রাতৃসংঘের ভদ্রাকালী
🎯রয়েল সোসাইটি(মহিষাসুর মর্দিনী মাতা),পোড়ামাতলা
🎯কংসবনিক শ্যামামাতা,পোড়ামাতলা
®—6 এবার বাদিকে পোড়ামাতলা রোড ধরে প্রাচীন মায়াপুর দিকে চলুন,দেখে নিন👇👇
🎯পার্থসারথি পূজা
🎯বালাজী পূজা
🎯টাউন ক্লাব(আকর্ষনীয় প্যান্ডেল)
🎯নিউ ক্লাব(পীরতলা)(আকর্ষনীয় প্যান্ডেল)
🎯মুক্তকেশী মাতা
🎯যুবদলের মহিষমর্দিনী মাতা
🎯ভারতমাতা বারোয়ারি(আকর্ষনীয় প্যান্ডেল ও উপভোগ করুন মেলা)
®—7 ওখান থেকে ব্যাক করুন আবার পোড়ামাতলা রোড ধরে যোগনাথ তলা মোড় আসুন,বাঁ দিক দিয়ে গানতলা রোড ধরুন,দেখে নিন👇👇
🎯হরিহর পূজা, বড় আখড়া
🎯লায়ন্স স্পোর্টিং ক্লাব(আকর্ষনীয় প্যান্ডেল)
🎯গানতলার অমরভারতী ক্লাব
এবার পোড়ামা তলায় চলুন, পোড়ামাতলা থেকে রাধাবাজারের রুট ফলো করুন
●অথবা যোগনাথতলা মোর থেকে ডান দিকে চলুন দেখে নিন👇👇
🎯যোগনাথতলার গৌরাঙ্গিনীমাতা(মা দূর্গার অকালবোধনের পরের রুপ) রাসনবমীর পরের দিন ১০৮ বেহারায় কাঁধে মা শোভাযাত্রা দর্শনীয়
🎯আগমেশ্বরীপাড়ার রয়েল ক্লাব(আকর্ষনীয় প্যান্ডেল,চোখ ধাঁধানো লাইটিং)
🎯মহিষমর্দিনী মাতা,আগমেশ্বরীপাড়া বাজার
®—8 এবার তমালতলা লেন ধরে হরিসভাপাড়া মোড়ে আসুন,হরিসভা মোড় থেকে পাঁচ মাথা মোড়ের দিকে চলুন, দেখে নিন
মহিষমর্দিনী মাতা ( তমালতলা লেন)👇👇
🎯বামাকালী(প্রতিমা বাম পা আগে থাকে)
🎯কৃষ্ণমাতা(কালিকার কোলে শ্রীকৃষ্ণ)
🎯শবশিবা( আমপুলিয়া পাড়া)
🎯অন্নপূর্ণা মাতা
🎯রণচন্ডী মাতা (পাঁচমাথার মোড়)
®—9 এবার নেতাজী সুভাষ রোড ধরে সরকার পাড়ার দিকে চলুন
দেখে নিন👇👇
🎯গঙ্গামাতা
🎯মহিষমর্দিনী মাতা
🎯সরকার পাড়ার নিশান ক্লাব(আকর্ষনীয় প্যান্ডেল,চোখ ধাঁধানো.লাইটিং,এবং উপভোগ করুন মেলা)
রুট→10 এবার কোর্ট রোড ধরে মঙ্গলচন্ডীতলা মোড় পর্যন্ত চলুন,এবার ডান দিয়ে স্টেশন রোড ধরুন
দেখে নিন👇👇
🎯ব্যাদড়া পাড়ার শবশিবা মাতা(প্রেতবৎ শিবের সহিত দেবী কালিকার সঙ্গম)
🎯বজরংবলী পূজা
🎯তারামাতা পূজা
🎯বিবেকানন্দ কলোনীর নটরাজ বন্দনা(আকর্ষনীয় পূজামন্ডপ,লাইটিং)
এবার বাড়ির উদ্দেশ্যে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন
®—11 ঐখান থেকে ব্যাক করে আবার মঙ্গলচন্ডীতলা মোড়ে আসুন চারিচারা বাজাররের দিকে চলুন, দেখে নিন👇👇
🎯আমরা ক'জন ক্লাব
🎯চারিচারা বাজারের ভদ্রাকালী
®—12 এবার দন্ডপানিতলা মোড়ে পৌছান এবং পোড়ামাতলা রোড ধরে রাধাবাজার মোড় পর্যন্ত চলুন, দেখে নিন👇👇
🎯আলোছায়া মোড়ের ভারতমাতা
🎯দীনেশ স্মৃতি সংঘের গঙ্গামাতা
🎯মহিরাবনবধ পূজা
🎯মহিষাসুর বধ পূজা
®—13 পোড়ামাতলা রোড ধরে পোড়ামাতলা পর্যন্ত চলুন, দেখে নিন👇👇
🎯রাধাবাজার পার্কের নটরাজ পূজা ( আকর্ষনীয় মন্ডপসজ্জা)
🎯ডুমুরেশ্বরী মাতা
🎯রনকালি মাতা
🎯শ্রী শ্রী শ্যামা কালী মাতা
🎯শ্রী শ্রী গণেশ জননী মাতা
🎯বিশ্বজননী মাতা
®—14 এবার ঢপওয়ালি মোড় থেকে বউবাজার দিকে চলুন,দেখে নিন👇👇
🎯নটরাজ পূজা
🎯গঙ্গামাতা
🎯অন্নপূর্ণা মাতা
®—15 এবার শ্রীবাসঅঙ্গন রোড ধরে শ্রীবাস অঙ্গন ঘাটের দিকে চলুন,দেখে নিন👇👇
🎯মহিষমর্দিনী (বিশ্বকর্মা ক্লাব)
🎯মহিষমর্দিনী, নেতাজী সংঘ
🎯জনপ্রিয় ক্লাব ( আকর্ষনীয় থিমের পূজামন্ডপ)
●অন্যরুট→ রাধাবাজার থেকে ফাঁসিতলা ঘাটের দিকে চলুন,দেখে নিন👇👇
🎯মহিষমর্দিনী মাতা,সংগঠনী ক্লাব
🎯অন্নপূর্ণামাতা
🎯কৃষ্ণকালী মাতা(প্রতিমার সমগ্র শরীর কৃষ্ণারুপ হলেও মুখমন্ডল মা কালিকার,এই মূর্তির সামনে নতজানু রাধারানী,)
🎯বিদ্যুৎ সংঘের গঙ্গামাতা
🎯জনপ্রিয় ক্লাব(আকর্ষনীয় থিমের পূজামন্ডপ)
●অন্যরুট→ হরিসভা মোড় থেকে পাঁচ মাথা মোড়ের দিকে চলুন, দেখে নিন👇👇
🎯বামাকালী(প্রতিমা বাম পা আগে থাকে)
🎯কৃষ্ণমাতা(কালিকার কোলে শ্রীকৃষ্ণ)
🎯শবশিবা( আমপুলিয়া পাড়া)
🎯অন্নপূর্ণা মাতা
🎯রনচন্ডী মাতা
●অন্য রুট→নবদ্বীপ ধাম স্টেশন থেকে তেঘরিপাড়ায় চলুন, দেখে নিন👇👇
🎯বড় শ্যামামাতা
🎯মেজ শ্যামামাতা
🎯সেজ শ্যামামাতা
🎯ছোট শ্যামামাতা
অন্যরুট→দন্ডপানিতলা মোড় থেকে দন্ডপানিতলা রোড ধরে চলুন,দেখে নিন👇👇
🎯মুক্তকেশী মাতা
🎯গনেশজননী মাতা
🎯অন্নপূর্ণা মাতা ( সাগনিক ক্লাব)
🎯জন্মাষ্টমী পূজা( ভাই ভাই সংঘ)
🎯ভারতমাতা পূজা
🎯গঙ্গামাতা পূজা
এবার বাদিকে ফাঁসিতলা মোড় পর্যন্ত চলুন, দেখে নিন👇👇
🎯নবযুবক সংঘের গঙ্গামাতা
🎯কৃষ্ণকালী মাতা(প্রতিমার সমগ্র শরীর কৃষ্ণারুপ হলেও মুখমন্ডল মা কালিকার)
🎯জনপ্রিয় ক্লাব( আকর্ষনীয় পূজামন্ডপ,লাইটিং)
অন্য রুট→সরকার পাড়া থেকে নেতাজী সুভাষ রোড ধরে রাজাবাজার আসুন,আসতে আসতে দেখে নিন👇👇
🎯মহিষমর্দিনী মাতা
🎯গঙ্গামাতা
🎯অশোক সংঘ
কিন্তু একরাতে এই সব রুট কমপ্লিট করা মুসকিল…রাসপ্রেমী মানুষ তাদের পছন্দের পূজা দেখে নিতে পারেন এই রুট গাইড দেখে...
আরো অনেক অনেক ঠাকুর হয় সবার নাম দেওয়া সম্ভব হলোনা।।
তবে এটুকু বলে রাখি দু পা হাঁটলেই ঠাকুর চোখে পড়বে,আর
অজস্র বড়ো বড়ো সুউচ্চ চোখ ধাঁধানো প্রতিমা দর্শন করতে পারবেন ।।
আমি নবদ্বীপের পাশেই থাকি কিছু জানবার হলে আমায় বলতে পারেন।।
যারা অবশ্যই্ বিভিন্ন্ রকম বিশাল বিশাল সাবেকি মূর্তি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই্ আসবেন।।থিম ও হয় কিন্তু অল্পসংখ্যক।।
অনেক উল্লেখযোগ্য প্রতিমার নাম এখানে হয়তো নেই, আমরা যারা নবদ্বীপবাসী তারা যদি দয়া করে কমেন্ট বক্সে সেই সব প্রতিমার নাম এবং দিকনির্দেশ দিয়ে দেন তাহলে বহিরাগত দর্শনার্থীদের সুবিধা হবে।।