Sri Sri shaba shiba mata puja

Sri Sri shaba shiba mata puja Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Sri shaba shiba mata puja, আমপুলিয়া পাড়া. স্মৃতিকন্ঠ বাঁচস্পতি লেন।Sri Sri Shabashiba Mata Baroari Puja Commitee, Nabadwip.

:[ শ্রীধাম নবদ্বীপের শাক্তরাসের স্মৃতিকন্ঠ বাচস্পতি মহামহোপাধ্যায় কর্তৃক অন্যতম প্রাচীনতম ও ঐতিহ্যমন্ডিত প্রতিমা...... ]
[ " শ্রীশ্রী ৺শবশিবা মাতা" ]
(আনুমানিক ৩০০ বৎসরের প্রাচীন) ,
[আমপুলিয়া পাড়া, নবদ্বীপ, নদীয়া। ]:

23/09/2025

মহাপুজোর বলিদান পর্ব ❤️❤️

শ্রী শ্রী শবশিবা মাতা 2024
23/09/2025

শ্রী শ্রী শবশিবা মাতা 2024

মা আসছেন....
20/09/2025

মা আসছেন....

শ্রী শ্রী শবশিবা মাতা 💖আমপুলিয়া পাড়া, নবদ্বীপ, নদীয়া।
09/09/2025

শ্রী শ্রী শবশিবা মাতা 💖
আমপুলিয়া পাড়া, নবদ্বীপ, নদীয়া।

মা 💖
05/09/2025

মা 💖

শ্রী শ্রী যোগাদ্যা মাতাক্ষীরগ্রামের দেবী ৫১ পীঠের এক পীঠ। ক্ষীরগ্রামস্থিত দেবী যোগাদ্যার পূজা কাহিনী ৷ শোনা যায় একদা হর...
02/09/2025

শ্রী শ্রী যোগাদ্যা মাতা

ক্ষীরগ্রামের দেবী ৫১ পীঠের এক পীঠ। ক্ষীরগ্রামস্থিত দেবী যোগাদ্যার পূজা কাহিনী ৷ শোনা যায় একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমনে শুরু হয় এই পূজা ৷ সপ্তাহব্যাপী মহাধুমধামের মধ্য দিয়ে চলে ৷ কিন্তু অত্যাশ্চর্য ঘটনাটি হল পূজা হত নরবলি দিয়ে ৷ রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন , বলির নর প্রত্যেক পরিবারের একজন সদস্য প্রতি পূজায় ৷ স্বভাবতই শোকচ্ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে ৷ নিয়মানুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ে, শোকগ্রস্ত একপুত্রী ব্রাহ্মণ-ব্রাহ্মণী ভোররাত্রিতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে ৷ কিন্তু পথিমধ্যে দেবীর দর্শনে ও আশীর্বাদে তারা গ্রামে প্রত্যাবর্তন করে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষবলি ৷ দেবী হয়ে ওঠেন জগৎযামিনী মহিষমর্দ্দিনী ।কিন্তু প্রাচীন যোগাদ্যা মূর্তিটি কোনও ভাবে হারিয়ে গিয়েছিল। বর্ধমানের মহারাজা কীর্তি চন্দ এই গ্রামে যোগাদ্যার একটি মন্দির নির্মাণ করান। এবং সম্ভবত তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন দাঁইহাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরের অন্যান্য সময়ে ডুবিয়ে রাখা হত ক্ষীরদিঘির জলেই। কেবল ৩১ বৈশাখ তা জল থেকে তুলে এনে সর্বসমক্ষে রাখা হত। এর মধ্যে হঠাৎই ঘটে গেল অলৌকিক এক কাণ্ড। অন্তত গ্রামের মানুষ এই ঘটনাকে অলৌকিক বলেই দাবি করেছেন। তিন বছর আগে, ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে এল ‘হারিয়ে যাওয়া’ পুরনো যোগাদ্যা মূর্তিটি। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশপাশের গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির। সেই মন্দিরে প্রতিষ্ঠিত হল ফিরে পাওয়া দেবী-মূর্তি। ফলে বহিরাগতরা এখন গ্রামে গেলেই দর্শন পান দেবীর। তবে সংক্রান্তিতে দুই মন্দিরেই চলে দেবীর আরাধনা। ক্ষীরগ্রামে পুরনো যোগাদ্যা মন্দিরে তোরণদ্বারের স্থাপত্য দর্শকদের বিশেষ নজর টানে। জানা গিয়েছে, এই ক্ষীরগ্রামে একটা সময় বেশ কিছু চতুষ্পাঠী ছিল। মিলেছে বহু প্রাচীন পুঁথি। স্থানীয় ইতিহাস নিয়ে যাঁরা চর্চা করেন, তাদের দাবি, বেশ কয়েক জন পণ্ডিত এই গ্রামে বিদ্যাচর্চা করতেন। গবেষক যজ্ঞেশ্বর চৌধুরী জানিয়েছেন, এই জনপদে অন্তত ৪০টি যোগাদ্যা বন্দনা পুঁথি মিলেছে। তবে তার মতে, সবথেকে আগে যোগাদ্যা বন্দনা লিখেছিলেন কবি কৃত্তিবাস। কবির মতে, রামায়ণের কালে মহীরাবণ বধের পরে তারই পূজিতা ভদ্রকালী বা যোগাদ্যাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেন রামচন্দ্র। কবির লিখিত কাহিনিটি ছিল এ রকম, মহীরাবণ রাম-লক্ষ্মণকে বেঁধে পাতালে নিয়ে গিয়েছেন। সেখানে দেবীর সামনে তাদের বলির ব্যবস্থা হয়েছে। কিন্তু হনুমান মাছির রূপ ধরে রাম-লক্ষ্মণের পরিচয় জানিয়ে দেন দেবীকে। দেবী তখন হনুমানকে বুদ্ধি দেন, রামকে বলি দেওয়ার আগে মহীরাবণ যখন দেবীকে প্রণাম করতে বলবেন, রাম যেন তখন তাকে বলেন, তিনি প্রণাম করতে জানেন না। মহীরাবণ হেঁট হয়ে দেবীকে প্রণাম করতে গেলেই খাঁড়া দিয়ে তার মাথা কেটে ফেলতে হবে। এমনটাই করেছিলেন রামচন্দ্র। এ তো গেল কৃত্তিবাসের কথা। এমন অনেক অলৌকিক কাহিনি, দেবীর নানা রূপ ধরে ভক্তদের আশীর্বাদ করার গল্প ছড়িয়ে রয়েছে ক্ষীরগ্রামের আকাশে-বাতাসে।

জয় মা যোগাদ্যা

28/08/2025
গণপতি বাপ্পার আরাধনায় নবদ্বীপের কিছু গণপতি বাপ্পার আরাধনাPic:   Subhadeep Mukherjee
26/08/2025

গণপতি বাপ্পার আরাধনায়
নবদ্বীপের কিছু গণপতি বাপ্পার আরাধনা

Pic: Subhadeep Mukherjee

হে 'বীর' লহ প্রণাম ..*******
23/01/2025

হে 'বীর' লহ প্রণাম ..*******

এবারের নতুন চমক....*****
14/01/2025

এবারের নতুন চমক....*****

Address

আমপুলিয়া পাড়া. স্মৃতিকন্ঠ বাঁচস্পতি লেন।Sri Sri Shabashiba Mata Baroari Puja Commitee
Nabadwip
741302

Telephone

+918918043225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sri shaba shiba mata puja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share