
31/08/2025
সুপ্রভাত নবদ্বীপ.. 🙏🏼
ভবতারিণী মাতা (নবদ্বীপ)
নদিয়ার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজত্বের শেষ পর্বে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দিরসহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। তিনি ১৬৬৯ সালে গণেশ মূর্তিটি প্রতিষ্ঠা করেন কিন্তু তার পরপরই তিনি মারা যান। তার মৃত্যুর প্রায় ১০০ বছর পর বন্যাপ্রবণ নবদ্বীপ ভাঙনের কবলে পরলে তত্কালীন নদিয়ার রাজা দোর্দণ্ডপ্রতাপ কৃষ্ণচন্দ্র বিগ্রহ দুটিকে সেখান থেকে সরিয়ে আনেন। কিন্তু বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষের স্পর্শ লাগায় এখানকার পণ্ডিতবরেরা বিগ্রহকে ১২ বছর মাটির তলায় রাখার বিধান দেন। পরে সেই বিগ্রহ মাটি থেকে তোলা হয় কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র মহারাজ গিরিশচন্দ্রের আমলে। সেইসময় বিগ্রহটিকে মাটি থেকে তোলার সময় গণেশের শুঁড়টি ভেঙে যায়। তখন রাজার আদেশে কোনো এক অজ্ঞাত শিল্পী গণেশ মূর্তি থেকে গিরিশচন্দ্র মহারাজের আরাধ্যা দেবী আনন্দময়ীর মূর্তি তৈরি করেন এবং দেবীমূর্তির নামকরন করেন ভবতারিণী মাতা..
রাজা গিরীশচন্দ্র ১৮২৫ খ্রিস্টাব্দে ভবতারিণী শক্তি মন্দিরটি প্রতিষ্ঠা করেন ১৩৪৩ বঙ্গাব্দে রানী জ্যোতির্ময়ীদেবীর প্রচেষ্টায় ভবতারিণী মন্দিরটি সংস্কৃত হয়। পরবর্তীতে ২০২১ সালে মন্দিরটি পুণরায় সংস্কার করা হয়েছে।
কথিত আছে নবদ্বীপের পোড়ামাতলার এই ভবতারিণী মাতার নাম অনুসরণ করেই রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালী মাতার অপর নাম রাখেন ভবতারিণী মাতা..
#নদীয়া
#নবদ্বীপ #নবদ্বীপধাম #মহাপ্রভু #রামচন্দ্রপুর #ভবতারিণী #পোড়ামাতলা #মাতা #কালী