Nabadwip.Royal Society - Poramatala Mahishasurmardini

Nabadwip.Royal Society - Poramatala Mahishasurmardini "নবদ্বীপ রাস শুধু উৎসব নয়, বাংলার ধর্মীয় ইতিহাসে অদ্বিতীয়" Official facebook community 🔵

" Royal Society " Poramatala Mahisasurmardini mata puja committee..

কোন্নগরের ১৭৩ বছরের প্রাচীন বড়মা ও শকুন্তলা কালী মাতার কিছু ছবি। #কোন্নগর    #শকুন্তলাকালী  #বড়মা  #কালী
26/04/2025

কোন্নগরের ১৭৩ বছরের প্রাচীন বড়মা ও শকুন্তলা কালী মাতার কিছু ছবি।

#কোন্নগর #শকুন্তলাকালী #বড়মা #কালী

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻“ সেকাল ও একাল "নবদ্বীপ রাস উৎসবে পূজিতা সুবিশাল রণকালী মাতা ।প্রথম ছবিটি ২০০০ সালের, দ্বিতীয় ছবিট...
26/04/2025

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻

“ সেকাল ও একাল "

নবদ্বীপ রাস উৎসবে পূজিতা সুবিশাল রণকালী মাতা ।

প্রথম ছবিটি ২০০০ সালের, দ্বিতীয় ছবিটি ২০২৩ সালের।

#শাক্তরাস #নদীয়া #নবদ্বীপ #রণকালী

সুপ্রভাত নবদ্বীপ..🙏🏻শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা..নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির ত...
25/04/2025

সুপ্রভাত নবদ্বীপ..🙏🏻

শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা..

নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রীচৈতন্যর পাদুকা যুগল। কাঠের এই পাদুকা দু’টি ৫০০বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। কথিত রয়েছে, শ্রীচৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার এক বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন শচীমাতাকে দর্শনের জন্য। শচীমাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তাঁর। অচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীবাস, গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে তিনি নবদ্বীপে চলে আসেন। বিষ্ণুপ্রিয়াদেবী সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই। তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়াদেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান। প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়াদেবী দেখেন, এক জোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু। সামনে মহাপ্রভু নেই। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়াদেবী মায়ের স্বপ্নাদেশ পান, জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে। সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে। বিষ্ণুপ্রিয়াদেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সুরক্ষিত রেখেছেন। ১৯৬০সালের পর ওই পাদুকা দু’টিকে একটি রুপোর খাপের মধ্যে রাখা হয়।

#নবদ্বীপধাম #নবদ্বীপ #চৈতন্য #মহাপ্রভু

আমাদের ইউটিউব লিংক :

https://youtube.com/

আমাদের কমিউনিটির স্টোরিতে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ভয়াবহতার ছবি দেখে হাসছেন আমাদের কলকাতারই এক নাগরিক...
24/04/2025

আমাদের কমিউনিটির স্টোরিতে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ভয়াবহতার ছবি দেখে হাসছেন আমাদের কলকাতারই এক নাগরিক !
এরা কোন শিক্ষায় শিক্ষিত !
এরা দেশে থেকে দেশদ্রোহী, এদের জন্য সঠিক ব্যবস্থা নেওয়া উচিত।
সবার আগে দেশ তারপর ধর্ম বা রাজনীতি। ধিক্কার !

24/04/2025

‘আমার বরের ঠিক মাথায় গুলি করল'ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গ...
23/04/2025

‘আমার বরের ঠিক মাথায় গুলি করল'

ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে যে প্রাণহীন দেহ পড়ে আছে। কাঁদছেন মহিলারা। এক মহিলা ফোনে বলেন যে ‘আমার বরের ঠিক মাথায় গুলি করল। আরও সাতজন আহত হয়েছেন। কাশ্মীরে জঙ্গি হামলায় এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর।

আর চোখের সামনে এরকম ভয়াবহ ঘটনা দেখে শিউরে উঠেছেন পর্যটকরা। যাঁরা ঘটনাস্থলে ছিলেন, তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। ভরা পর্যটনের মরশুমে উপত্যকায় থাকা হাজার-হাজার পর্যটক প্রবল আতঙ্কে ভুগছেন। অনেকেই তড়িঘড়ি কাশ্মীর ছেড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাকেশ শর্মা নামে তেমনই একজন বলেন, ‘এটা স্রেফ কল্পনার বাইরে। আমি জানি না যে কে এখানে থাকবেন বা থাকবেন না। কিন্তু আমি বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাই না। আমি স্রেফ বাড়িতে ফিরতে চাই।

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻নবদ্বীপ রাস উৎসবের ছোট বাজার ও পোড়ামাতলার মহিষাসুরমর্দিনী মাতার ২০০০ সালের প্রথম দিকের ছবি আমাদের ...
22/04/2025

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻

নবদ্বীপ রাস উৎসবের ছোট বাজার ও পোড়ামাতলার মহিষাসুরমর্দিনী মাতার ২০০০ সালের প্রথম দিকের ছবি আমাদের সংগ্রহ থেকে।
সেই সময় ছোট বাজারের প্রতিমা গড়তেন নবদ্বীপের সনামধন্য শিল্পী প্রয়াত শ্রী দামোদর পাল ও পোড়ামাতলার মহিষাসুরমর্দিনী মাতার মৃন্ময়ী মূর্তির রূপদান করতেন শ্রী সমীর পাল।

#নবদ্বীপ #রাস #শাক্তরাস #মহিষাসুরমর্দিনী #আমড়াতলা #ছোটবাজার #পোড়ামাতলা

" ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে, শিক্ষার কেন্দ্র হিসেবে নবদ্বীপের গুরুত্ব কলকাতার তুলনায় কমে গিয়েছিল "নবদ্বীপ, ভারতের পশ্...
19/04/2025

" ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে, শিক্ষার কেন্দ্র হিসেবে নবদ্বীপের গুরুত্ব কলকাতার তুলনায় কমে গিয়েছিল "

নবদ্বীপ, ভারতের পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে ব্যাপকভাবে পরিচিত, ১৫শ শতকের একজন সাধক এবং গৌড়ীয় বৈষ্ণবধর্মের ঐতিহ্যের মূল ব্যক্তিত্ব। এর ইতিহাস ধর্ম, সংস্কৃতি এবং মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক ঘটনার সাথে গভীরভাবে জড়িত।

প্রাচীন এবং প্রাথমিক মধ্যযুগীয় ইতিহাস

নবদ্বীপ একসময় সেন রাজবংশের রাজধানী ছিল, ব্রাহ্মণ্য রাজাদের একটি রাজবংশ যারা ১১শ শতকের শেষ থেকে ১৩শ শতকের প্রথম দিকে বাংলা শাসন করেছিল। নবদ্বীপকে শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার কৃতিত্ব বল্লাল সেনের অন্যতম প্রধান রাজা। এই সময়কালে, নবদ্বীপ সংস্কৃত এবং শাস্ত্রীয় অধ্যয়নের কেন্দ্র হিসাবে বিকাশ লাভ করে।

চৈতন্য মহাপ্রভু এবং ভক্তি আন্দোলন

নবদ্বীপের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল ১৪৮৬ সালে চৈতন্য মহাপ্রভুর জন্ম। চৈতন্য মহাপ্রভু, যাকে গৌরাঙ্গও বলা হয় (তাঁর গৌর বর্ণের কারণে), তিনি ভক্তি আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন, যিনি ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেমের ওপর জোর দিয়েছিলেন। সংকীর্তন আন্দোলন (কৃষ্ণের পবিত্র নামের সমবেত জপ) প্রচারে তাঁর শিক্ষা এবং নেতৃত্ব নবদ্বীপকে বৈষ্ণবদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত করেছিল।

চৈতন্যের অনুসারীরা শহরটিকে একটি ধর্মীয় কেন্দ্রে রূপান্তরিত করেছিল যেখানে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দর্শনের বিকাশ ঘটেছিল, যা কেবল বাংলা নয়, ভারতের বিভিন্ন অঞ্চলকেও প্রভাবিত করেছিল।

সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র

শাস্ত্রীয় শিক্ষায় বিশিষ্টতার কারণে নবদ্বীপ "বাংলার অক্সফোর্ড" নামেও পরিচিত ছিল। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতরা হিন্দু দর্শন, ন্যায় (ভারতীয় যুক্তিবিদ্যা) এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতে আসেন। এই সাংস্কৃতিক এবং বৌদ্ধিক বিশিষ্টতার কারণে নবদ্বীপ বিতর্ক, ধর্মীয় বক্তৃতা এবং শিক্ষার জন্য একটি প্রধান স্থান হয়ে উঠেছে।

সপ্তদশ শতকের নবদ্বীপের প্রথিতযশা তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে বাংলায় কালীমূর্তি ও কালীপূজার প্রবর্তক মনে করা হয়।তাঁর পূর্বে কালী উপাসকগণ তাম্রটাটে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পূজা করতেন।পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “কৃষ্ণানন্দ আগমবাগীশ স্বয়ং কালীমূর্তি গড়িয়া পূজা করিতেন। আগমবাগীশের দৃষ্টান্ত অনুসরণ করিয়া বাংলার সাধক সমাজ অনেকদিন চলেন নাই; লোকে ‘আগমবাগিশী’ কাণ্ড বলিয়া তাঁহার পদ্ধতিকে উপেক্ষা করিত।অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপূজাকে জনপ্রিয় করে তোলেন।এই সময় রামপ্রসাদ সেনও আগমবাগীশের পদ্ধতি অনুসারে কালীপূজা করতেন।ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপূজা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।।

মুঘল আমল ও পরে

মুঘল শাসনের অধীনে, নবদ্বীপ তার ধর্মীয় তাত্পর্য বজায় রেখেছিল কিন্তু বেশ কয়েকটি আক্রমণ এবং সংঘর্ষ দেখেছিল, বিশেষ করে বখতিয়ার খিলজির রাজত্বকালে, যারা প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলিকে আক্রমণ করে ধ্বংস করেছিল। যাইহোক, নবদ্বীপের ধর্মীয় প্রভাব টিকে ছিল, মূলত চৈতন্য মহাপ্রভুর প্রতি অবিরত শ্রদ্ধার কারণে।

ঔপনিবেশিক যুগ

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে, শিক্ষার কেন্দ্র হিসেবে নবদ্বীপের গুরুত্ব কলকাতার (আধুনিক কলকাতা) তুলনায় কমে গিয়েছিল। তবে এটি ধর্মীয় গুরুত্ব বজায় রেখেছিল। চৈতন্য মহাপ্রভু এবং গৌড়ীয় বৈষ্ণবধর্মের উত্তরাধিকার সংরক্ষণের জন্য এই সময়কালে অনেক মন্দির, মঠ (সন্ন্যাস কেন্দ্র) এবং ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল।

আধুনিক যুগ

আজ, নবদ্বীপ একটি তীর্থস্থান হিসাবে রয়ে গেছে, বিশেষ করে গৌর পূর্ণিমার মতো উৎসবের সময়, যা চৈতন্য মহাপ্রভুর জন্ম উদযাপন করে। এছাড়াও নবদ্বীপের প্রধান উৎসব শাক্তরাস এটি সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে। গঙ্গা এবং জলঙ্গী নদীর সঙ্গমস্থলের কাছে অবস্থিত শহরটিতে ভগবান কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুকে উৎসর্গ করা বেশ কয়েকটি ঐতিহাসিক মন্দিরও রয়েছে।

নবদ্বীপের ঐতিহাসিক তাৎপর্য কেবল এর ধর্মীয় ও সাংস্কৃতিক অবদানেই নয়, বরং বাংলার প্রাণবন্ত আধ্যাত্মিক ও বৌদ্ধিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও এর ভূমিকা রয়েছে।

#নবদ্বীপধাম #নদীয়া #নবদ্বীপ #আগমেশ্বরী #চৈতন্যদেব #মহাপ্রভু #বৈষ্ণব #শাক্ত #সনাতন

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻সোনার গৌরাঙ্গ  (নবদ্বীপ ধাম)      #নবদ্বীপ  #সোনারগৌরাঙ্গ 🎬Nabadwip Royalsociety youtube channel l...
18/04/2025

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻

সোনার গৌরাঙ্গ (নবদ্বীপ ধাম)

#নবদ্বীপ #সোনারগৌরাঙ্গ

🎬Nabadwip Royalsociety youtube channel link :

https://www.youtube.com/channel/UCsrQ_MR9k2CaICOZoChU0mg

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻নবদ্বীপ রাস উৎসবে পূজিতা তেঘরিপাড়ার সুপ্রাচীন বড়শ্যামা মাতা।   #নবদ্বীপ  #নদীয়া         #বড়শ্যামা
17/04/2025

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻

নবদ্বীপ রাস উৎসবে পূজিতা তেঘরিপাড়ার
সুপ্রাচীন বড়শ্যামা মাতা।

#নবদ্বীপ #নদীয়া #বড়শ্যামা

Big shout out to our newest top fans! 💎Anindita Bhattacharyya, Ranjan Jana, Sourabh Shuvo Basu, প্রতিক বাবাই, Buddhadeb ...
16/04/2025

Big shout out to our newest top fans! 💎

Anindita Bhattacharyya, Ranjan Jana, Sourabh Shuvo Basu, প্রতিক বাবাই, Buddhadeb Mondal, Sujit Ghosh, Barsha Pal, Suvenjit Das, Sagnik Debnath, Raton Samadder Nill, Kishor Saha, SubhaDip Bhowal, Ananya Roy, Ashis Saha, Debjit Bhattacharyee, Styilo Vishal, Raj Kumar, Minati Chakraborty, Prasanna Ghosal, Satyajit Dey, SwÀs Tīk, Shubhradeep Karmakar, Sri Arka Das, Boloram Debnath, Pranay Guin, Joy, Ram Saha, আয়ুষ গোস্বামী, Gouri Debnath, Ripon Saha, Suvo Dhar, Bishwajit Karmakar, Chayan Roy, Jayanta Paul, Sanjoy Chakraborty, Shuvra Debnath, Dalia Sengupto, Sumit Das, Dipanjan Dey, Saurav Roy, Přãđîp Đęß Ñäťh, Supriya Dhar, স ঞ্জ য়, Dibyendu Debnath, Swapan Ray, Gopal Debnath, Áñkita Mondal, Anandagopal Kansabanik, Soumen Day, Piklu Bhattacharya

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻নবদ্বীপ রাস উৎসবে পূজিতা শবশিবা মাতা..শব শিবা কিন্তু এক বিচিত্র তান্ত্রিক মূর্তি, লোকমতে নিচে জড়ব...
16/04/2025

সুপ্রভাত নবদ্বীপ... 🙏🏻

নবদ্বীপ রাস উৎসবে পূজিতা শবশিবা মাতা..

শব শিবা কিন্তু এক বিচিত্র তান্ত্রিক মূর্তি, লোকমতে নিচে জড়বৎ শিব তার উপর মহাকালের সাথে বিপরীত রতিক্রিয়ায় মগ্ন কালীকা, কালীকা পুরান মতে প্রেতবৎ শিবের সাথে দেবীর সঙ্গম।শবশিবা মাতাই দেবী কালীকার আসল মূর্তি.. ১৬০০ শতাব্দীতে নবদ্বীপের প্রসিদ্ধ তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের বৃহৎ তন্ত্রসার গ্রন্থ রচনার পর এই জটীল তন্ত্র পূজা পদ্ধতি সহজ হয় এবং পরবর্তীতে গৃহস্তের ঘরে দক্ষিণা কালী পূজার রীতির প্রচলন হয়.. বর্তমানে বাংলায় যে দক্ষিণা কালী পূজার রীতি তার মূল পীঠস্থানই নবদ্বীপ ধাম..
ব্যাদরাপাড়া ছাড়াও নবদ্বীপের আরো দুই শবশিবা পূজিতা হন একটি ভুতেশ্বরী নাম এবং অপরটি আমপুলিয়া পাড়ায়, তবে শিতিকন্ঠ বাচস্পতির আমপুলিয়া পাড়ার কালী শ্যাম বর্ণা নন, গাঢ় নীল রূপেই তিনি পূজিতা |তবে এতোগুলির মধ্যে ব্যাদরা পাড়ারটিই সর্বাপেক্ষ প্রাচীন - পুজো শুরু হয়েছিল প্রায় ৬০০ বছর আগে তবে এই পুজো একসময় বহুবছরের জন্যে বন্ধ হয়ে গেছিল। এলানিয়া কালীর পুজো শুরুর পরের বছরেই এই রাসের সময়ে এই পূজা শুরু হয়, প্রথম রাজা কৃষ্ণচন্দ্রের অনুগ্রহে মূর্তিকল্পে দেবী পূজা। তার আগে বিশেষ যন্ত্রে এই পূজা সম্পন্ন হতো।



#নবদ্বীপরাস

#নবদ্বীপ

নবদ্বীপ রয়েল সোসাইটির তরুণ সদস্য তন্ময়ের নতুন শিল্পকর্ম !   #পয়লাবৈশাখ  #শুভনববর্ষ  #নবদ্বীপ  #পোড়ামাতলা
15/04/2025

নবদ্বীপ রয়েল সোসাইটির তরুণ সদস্য তন্ময়ের নতুন শিল্পকর্ম !

#পয়লাবৈশাখ #শুভনববর্ষ #নবদ্বীপ #পোড়ামাতলা

Address

Nabadwip Poramatala
Nabadwip
741302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabadwip.Royal Society - Poramatala Mahishasurmardini posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nabadwip.Royal Society - Poramatala Mahishasurmardini:

Share