24/10/2025
🔶 কমিউনিটির ১১ বছর 🔶
আজ থেকে ঠিক এগারো বছর আগে, এই দিনেই পথ চলা শুরু করেছিল আমাদের 'নবদ্বীপ রয়েল সোসাইটি' ফেসবুক পরিবার।
এই দীর্ঘ যাত্রাপথে আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা, যা আমাদের চলার পথে প্রধান অনুপ্রেরণা। সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভুল-শুদ্ধের পাঠ শিখেছি, নিজেদেরকে ধীরে ধীরে আরও পরিণত করেছি।
তবে এই সব কিছুর মূলে আমাদের একটাই লক্ষ্য অটুট ছিল— নবদ্বীপকে ভালোবাসা এবং চৈতন্য জন্মভূমি নবদ্বীপের গৌরব ও মহিমাকে সকলের সামনে তুলে ধরা।
এই বিশেষ দিনে নবদ্বীপের সকল বাসিন্দাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন ছাড়া এই পথ চলা সম্ভব ছিল না।
আসুন, আমরা সকলে এক হয়ে এই সংকল্পকে এগিয়ে নিয়ে যাই।
"আমরা এক, আমরা অভিন্ন।"
রয়েল সোসাইটি