Hummingbird News

Hummingbird News Empowers People with More Colours.

19/12/2025

মানুষের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতা তৈরি করতে এবং প্লাস্টিক বিরোধী অভিযানে সকলের অংশগ্রহণকে নিশ্চিত করতে কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার উদ্যোগে আজ সন্ধ্যেবেলায় কৃষ্ণনগর শহরে প্লগিং অভিযান করা হয়। এই অভিযানে শামিল ছিলেন কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস, ম্যাডাম এসপি, চিকিৎসক যতন রায় চৌধুরী, সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপকবৃন্দসহ অনেকে।

19/12/2025

কৃষ্ণনগর শহরের হাই স্ট্রিট এলাকায় ফুটপাত দখলমুক্ত এর কাজ শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরেই কৃষ্ণনগর পৌরসভা ফুটপাত দখলদারীদের নির্দেশ দিয়েছিল ফুটপাত মুক্ত করতে। অনেকেই খালি করে দিলেও বেশ কিছু দোকানদার তাদের পসরা সাজিয়ে যথারীতি বসেছিলেন। আজ পৌরসভা নিজ উদ্যোগে দখল মুক্তির কাজ শুরু করেছে।

18/12/2025

কৃষ্ণনগরে অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা বকেয়া বেতন পরিষদের দাবিতে সদর হাসপাতালে শীতের রাতে অবস্থান বিক্ষোভ শুরু করল। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এই বিক্ষোভ অবস্থান তুলতে গেলে বাধা পেয়ে ফিরে আসে। পরে সি এম ও এইচ এবং হাসপাতাল সুপার এর সঙ্গে কথা বলেন বিক্ষোভকারীরা। শুক্রবার সকালে এ বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। ততক্ষণ পর্যন্ত সারারাত ধরেই তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ অবস্থানে থাকবেন বলে জানা গেছে।

18/12/2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তাহেরপুর আসছেন একটি জনসভায় বক্তৃতা দিতে। এই উপলক্ষে বিজেপি আজ নিবিড় জনসংযোগ অভিযান চালায় কৃষ্ণনগরে। সকলকেই আমন্ত্রণ জানানো হয় জনসভায় উপস্থিত হতে।

18/12/2025

তৃণমূলকে ভোট দেওয়া মানে রাজ্যের সার্বিক অনুন্নয়নের শরিক হওয়া। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিত সরকার এ কথা বলেন কৃষ্ণনগরে। তিনি ঠিক কি বলেছেন দেখুন।

16/12/2025

এই প্রথম কৃষ্ণনগর পুলিশ জেলা দশ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা চালু করতে চলেছে। আগামী ২৩ শে ডিসেম্বর কৃষ্ণনগর জেলা স্টেডিয়াম থেকে এই প্রতিযোগিতার সূচনা হবে। তিনটি দূরত্বের ম্যারাথন অনুষ্ঠিত হবে। তিন কিলোমিটার, পাঁচ কিলোমিটার ও দশ কিলোমিটার। পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথন টি কেবলমাত্র মহিলাদের জন্য। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার কি বলেছেন শুনুন।

13/12/2025

কৃষ্ণনগর পৌর প্রশাসকের অভিনব উদ্যোগ। কৃষ্ণনগর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে প্রচার অভিযান শুরু করল। গোষ্ঠীর মহিলারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ডাস্টবিন প্রদানের আবেদন জানায় এবং সকলেই তা সম্মত প্রদান করেছে বলে পৌরসভা সূত্রে খবর।

11/12/2025

কৃষ্ণনগরে মমতা ব্যানার্জীর জনসভায় এক মহিলা লোকশিল্পীর লালন গীতি পেশ।

11/12/2025

এস আই আর নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন মমতা ব্যানার্জি। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে এক জনসভায় মমতা ব্যানার্জি বলেন এস আই আর এর নাম করে বিজেপি মানুষকে বন্ডেড লেবারে পরিণত করতে চাইছে।

10/12/2025

হেলিকপ্টার ট্রায়াল রান। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে। তাই আজ হেলিকপ্টার নিয়ে ট্রায়াল রান করা হলো। ফিরে যাওয়ার মুহূর্তের ছবি।

28/11/2025
27/11/2025

এতদিন পর্যন্ত ভোটার সরকার ঠিক করে কিন্তু এখন সরকার কে ভোটার হবে তা ঠিক করছে। এস আই আর এর বিরোধিতা করতে এসে কৃষ্ণনগর পৌরসভার মোড়ে একটি সভায় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এ কথা বলেন।

Address

T P Banerjee Lane, Chasa Para, Krishnanagar
Nadia

Alerts

Be the first to know and let us send you an email when Hummingbird News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hummingbird News:

Share