02/11/2025
প্রেস নোট
কৃষ্ণনগর পুলিশ জেলা
তারিখ: ০১.১১.২০২৫
গত ৩১শে অক্টোবর ২০২৫, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। উক্ত বারোয়ারি পুলিশ প্রশাসনের নির্ধারিত নির্দেশনা অমান্য করে তাদের প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দাঁড় করিয়ে রাখে, যার ফলে অন্যান্য প্রতিমার ভাসান কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং পুলিশের দায়িত্বপালনে বাধা সৃষ্টি হয়।
উক্ত সময় কর্তব্যরত পুলিশ সদস্য এলসি/৮৯ রুবি দত্ত, এলএসআই দেবরতি বিশ্বাস ও এলসি/১৭৯৮ মন্দিরা দেবনাথ শান্তিপূর্ণভাবে ভাসান সম্পন্ন করার অনুরোধ করলে চকেরপাড়া বারোয়ারির কিছু সদস্য তাদের প্রতি অশালীন ভাষা প্রয়োগ করেন, পুলিশের নির্দেশ অমান্য করে শারীরিকভাবে বাধা প্রদান ও মহিলা পুলিশ কর্মীদের প্রতি অসদাচরণ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জের মাধ্যমে ভাসান প্রক্রিয়া স্বাভাবিক করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপন করেন।
ঘটনাটির পরিপ্রেক্ষিতে কোতোয়ালী থানায় চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদান, অসদাচরণ ও মহিলা পুলিশ কর্মীর প্রতি শারীরিক হেনস্তার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
কৃষ্ণনগর পুলিশ জেলা সর্বসাধারণকে অনুরোধ করছে, উৎসব বা সামাজিক অনুষ্ঠানে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য।
অসামাজিক আচরণ বা আইনভঙ্গের যে কোনো ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধন্যবাদান্তে
কৃষ্ণনগর পুলিশ জেলা।