Hummingbird News

Hummingbird News Empowers People with More Colours.

24/08/2025

কৃষ্ণনগর চাষা পাড়ার মোড়ে শনিবার গভীর রাতে শরৎ মিষ্টান্ন দোকান আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন ছড়িয়ে ছিল। একটি ফ্রিজ সহ দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
,

21/08/2025

কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে আয়োজিত লোকসংগীত সম্মেলনে বাউলদের গাওয়া আরেকটি গান শুনুন।

21/08/2025

নদীয়ার এক বাউল শিল্পী শাহীর আলী শেখ, তিনি কেমন মমতা ব্যানার্জীকে নিয়ে গান রচনা করেছেন, শুনুন।

20/08/2025

কৃষ্ণনগর রবীন্দ্রভবনে আজ বুধবার জেলার লোকশিল্পীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে বিভিন্ন প্রখ্যাত বাউল শিল্পীরা আমাদের ক্যামেরার সামনে তাদের কিছু গান উপস্থাপন করেন। দেখুন সেই গানেরই কিছুটা ঝলক।

10/08/2025

বিজ্ঞান এবং পরমশক্তির অর্থাৎ ভগবানের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। আবার বস্তুবাদ এবং আধ্যাত্মবাদ এর মধ্যেও একটা যোগসূত্র রয়েছে। এই কথাগুলি বলেছেন প্রখ্যাত বিজ্ঞানী কৃষ্ণনগরের মেয়ে স্নেহশিক্তা স্বর্ণকার। তিনি এই বিতর্কিত বিষয়ে ঠিক কি কি বলেছেন দেখুন।

30/07/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

21/07/2025

একুশে জুলাই এর আন্দোলন রাজ্যের রাজনৈতিক পটভূমি পরিবর্তনে বিশেষ সহায়ক হয়েছে। কেবলমাত্র মমতা ব্যানার্জি পারেন এ ধরনের আন্দোলন করতে। বর্তমানে আবার বাংলার এবং বাঙালীর স্বার্থ রক্ষার্থে মমতা ব্যানার্জীর নেতৃত্বই একমাত্র পথ। কথাগুলি বলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

10/07/2025

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর ক্ষমা চাইলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একটি পরীক্ষায় প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের টেরোরিস্ট হিসেবে উল্লেখ করায় সর্বস্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ছাত্র-শিক্ষক এবং মেদিনীপুরের জনগণের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে উপাচার্য প্রেস মিট করে ক্ষমা চান।

07/07/2025

বিহারের পর বাংলাতেও নির্বাচন কমিশন বিশেষ ভোটার সংশোধনের মধ্য দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। যেভাবে ভোটার সংশোধন করা হচ্ছে তা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন।

06/07/2025

প্রতিবছরের মত এবছরও কৃষ্ণনগরে মহরমের দিন বেশ কয়েকটি তাজিয়া বেরিয়েছিল। এরকমই একটি তাজিয়ায় কিভাবে লাঠি খেলা হচ্ছে, তা দেখুন।

01/07/2025

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এবং বর্তমান সময়ে তিনি কত প্রাসঙ্গিক এই নিয়ে আজ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে আন্তর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপতী চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষ্ণেন্দু রক্ষিত, পরীক্ষা নিয়ামক অঞ্জন দন ও বিভিন্ন বিভাগীয় কোঅর্ডিনেটরগন।

16/06/2025

কৃষ্ণনগর পৌরসভায় আবার উত্তেজনা। এবার সরাসরি বিটুমিন কেলেঙ্কারিতে জড়ালেন পৌরপ্রধান রিতা দাস। প্রায় অধিকাংশ কাউন্সিলর তার বিরুদ্ধে বিটুমিন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন। প্রায় এক কোটি টাকার বিটুমিনের হিসেবের গড়মিল দেখা যাচ্ছে বলে কাউন্সিলরদের অভিযোগ। এ বিষয়ে দলের কাউন্সিলররা কি বলছেন দেখুন।

Address

T P Banerjee Lane, Chasa Para, Krishnanagar
Nadia

Alerts

Be the first to know and let us send you an email when Hummingbird News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hummingbird News:

Share