Hummingbird News

  • Home
  • Hummingbird News

Hummingbird News Empowers People with More Colours.

21/07/2025

একুশে জুলাই এর আন্দোলন রাজ্যের রাজনৈতিক পটভূমি পরিবর্তনে বিশেষ সহায়ক হয়েছে। কেবলমাত্র মমতা ব্যানার্জি পারেন এ ধরনের আন্দোলন করতে। বর্তমানে আবার বাংলার এবং বাঙালীর স্বার্থ রক্ষার্থে মমতা ব্যানার্জীর নেতৃত্বই একমাত্র পথ। কথাগুলি বলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

10/07/2025

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর ক্ষমা চাইলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একটি পরীক্ষায় প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের টেরোরিস্ট হিসেবে উল্লেখ করায় সর্বস্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ছাত্র-শিক্ষক এবং মেদিনীপুরের জনগণের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে উপাচার্য প্রেস মিট করে ক্ষমা চান।

07/07/2025

বিহারের পর বাংলাতেও নির্বাচন কমিশন বিশেষ ভোটার সংশোধনের মধ্য দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। যেভাবে ভোটার সংশোধন করা হচ্ছে তা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন।

06/07/2025

প্রতিবছরের মত এবছরও কৃষ্ণনগরে মহরমের দিন বেশ কয়েকটি তাজিয়া বেরিয়েছিল। এরকমই একটি তাজিয়ায় কিভাবে লাঠি খেলা হচ্ছে, তা দেখুন।

01/07/2025

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এবং বর্তমান সময়ে তিনি কত প্রাসঙ্গিক এই নিয়ে আজ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে আন্তর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপতী চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষ্ণেন্দু রক্ষিত, পরীক্ষা নিয়ামক অঞ্জন দন ও বিভিন্ন বিভাগীয় কোঅর্ডিনেটরগন।

16/06/2025

কৃষ্ণনগর পৌরসভায় আবার উত্তেজনা। এবার সরাসরি বিটুমিন কেলেঙ্কারিতে জড়ালেন পৌরপ্রধান রিতা দাস। প্রায় অধিকাংশ কাউন্সিলর তার বিরুদ্ধে বিটুমিন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন। প্রায় এক কোটি টাকার বিটুমিনের হিসেবের গড়মিল দেখা যাচ্ছে বলে কাউন্সিলরদের অভিযোগ। এ বিষয়ে দলের কাউন্সিলররা কি বলছেন দেখুন।

15/06/2025

কৃষ্ণনগর পৌরসভায় আবার উত্তেজনা। এবার সরাসরি বিটুমিন কেলেঙ্কারিতে জড়ালেন পৌরপ্রধান রিতা দাস। প্রায় অধিকাংশ কাউন্সিলর তার বিরুদ্ধে বিটুমিন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন। প্রায় এক কোটি টাকার বিটুমিনের হিসেবের গড়মিল দেখা যাচ্ছে বলে কাউন্সিলরদের অভিযোগ। এ বিষয়ে পৌর প্রধান রিতা দাস কে বিভিন্ন প্রশ্ন করায় তিনি কি উত্তর দিলেন দেখুন।

15/06/2025

রেল পথে কৃষ্ণনগরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হল উত্তরবঙ্গের। আজ হাম সফর এক্সপ্রেস এর উদ্বোধন হলো জলপাইগুড়ি রোড স্টেশন থেকে। ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে মোটামুটি সঠিক সময়েই কৃষ্ণনগর পৌঁছয় প্রায় ১:২৫ নাগাদ। আপাতত ট্রেনটি সপ্তাহে এক দিন চলবে।

14/06/2025

আবার কৃষ্ণনগর পৌরসভায় উত্তেজনা। এবার বিটুমিন কেলেঙ্কারি। প্রায় এক কোটি টাকার বিটুমিন এর কোন হিসেব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কাউন্সিলরদের। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এফআইআর দায়ের উভয় পক্ষের। ছবিতে পৌরসভার ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মীদের পৌরসভা ছাড়তে বাধা দেওয়া হলে পৌর প্রধান রিতা দাস নিজে এসে তাদেরকে কিভাবে রেসকিউ করে থানায় নিয়ে যায় দেখুন।

আলোর পথে.........
06/06/2025

আলোর পথে.........

বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আমরা মিটিং এবং সভা করছি। সকলকে সচেতন করার চেষ্টা করছি কিন্তু আমরাই আবার পরিবেশকে নষ্ট করছি। কৃষ্...
05/06/2025

বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আমরা মিটিং এবং সভা করছি। সকলকে সচেতন করার চেষ্টা করছি কিন্তু আমরাই আবার পরিবেশকে নষ্ট করছি। কৃষ্ণনগর পৌরসভার সামনে বড় রাস্তার উপর জমা হয়ে পড়ে থাকা প্লাস্টিকের জঞ্জাল। এক প্রস্থ বৃষ্টি এবং গাড়ির যাতায়াত । কোন ভ্রুক্ষেপই নেই।

27/05/2025

আপনি মোবাইলে আসক্ত! তাহলে প্রতি পদেই বিপদ রয়েছে। একটি ক্লিকেই আপনি বিপন্ন হতে পারেন। সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা তৈরি করতে আজ বিশেষজ্ঞরা এরকমই বক্তব্য রাখেন। আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস এর উদ্যোগে এক সেমিনারে এ কথা বলা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন ডিএলএসএ এর সেক্রেটারি বিদুসি লেপচা, আইনজীবী জয়শ্রী পাল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনিরুদ্ধ সাহা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Hummingbird News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hummingbird News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share