Hummingbird News

Hummingbird News Empowers People with More Colours.

15/01/2026

একটি ষাঁড়ের দৌরাত্মে কৃষ্ণনগর জেলা কোর্ট চত্বরে আজ সকাল থেকেই হুলস্থূল বেঁধে যায়। ষাঁড়ের গুঁতোয় দুই ব্যক্তি গুরুতর জখম হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হন। অবস্থা আয়ত্তের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পুলিশ, বনবিভাগ, পশু বিভাগ এবং দমকল বাহিনীকে ছুটে আসতে হয়। দমকল বাহিনীর চেষ্টায় শেষ পর্যন্ত ষাঁড়টিকে ধরা যায় এবং ঘুমের ওষুধ দিয়ে তাকে বাগে আনা হয়।

14/01/2026

বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল আরএসএস পরিচালিত শিশু শিক্ষা মন্দিরের বিরুদ্ধে। শিশু শিক্ষা মন্দিরের প্রাঙ্গনে রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের অফিস। সেখানেই একটি পুরনো গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। কোনভাবেই বনবিভাগের কাছ থেকে অনুমতি না নিয়েই একটি পুরনো গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে এর আগেও একটি গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। জানা যায় খবর পেয়ে বনবিভাগের অফিসার এসে গাছ কাটা বন্ধ করে দেয়।

14/01/2026

এস আই আর পদ্ধতিতে ফর্ম সেভেন জমা নেওয়ার দাবিতে বিজেপি আজ কৃষ্ণনগরে জেলাশাসকের কাছে বিক্ষোভ অভিযান করে। বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের দাবি এইআরও রা ফর্ম সেভেন জমা নিচ্ছেন না, ফলে তারা মনে করছেন ভোটার লিস্ট সংশোধন সঠিকভাবে হচ্ছে না।

14/01/2026

নির্দেশ অনুযায়ী ফুটপাত পরিষ্কার হচ্ছে কিনা তা দেখার জন্য আজ সকালে হাইস্ত্রিট এলাকায় কৃষ্ণনগর পৌর প্রশাসকের পরিদর্শন। যেখানে যেখানে ফুটপাত দিয়ে মানুষ চলাচল করতে পারে না সেই সব এলাকাগুলো কিভাবে পুনঃনির্মাণ করা যায় তার চিন্তা ভাবনাও করছেন বলে পৌর প্রশাসন সূত্রে খবর।

13/01/2026

নদিয়া বইমেলায় জাগোবাংলা স্টলের উদ্বোধন করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উদ্বোধনের পর তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লেখা বিভিন্ন বই উল্টেপাল্টে দেখেন।

13/01/2026

স্বামী বিবেকানন্দের জন্ম দিবস এবং জাতীয় যুব দিবসের দিনে উদ্বোধন হলো ৪১ তম নদীয়া বইমেলা। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে এই বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র, জেলাশাসক অনীশ দাশগুপ্ত, এসডিও শারদ্বতী চৌধুরী, প্রখ্যাত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং বিশিষ্ট লেখক তমাল বন্দ্যোপাধ্যায়। বইমেলা চলবে ১৮ই জানুয়ারি অবধি।।

12/01/2026

স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে নমো যুব ওয়ারিয়র্স এর বিবেক যাত্রা কৃষ্ণনগর শহর পরিক্রমা করে। এক বর্ণাঢ্য মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির উত্তর জেলা সংগঠনের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস।

12/01/2026

৪১ তম নদীয়া বইমেলার উদ্বোধন হলো আজ। কৃষ্ণনগর কলিজিয়েট স্কুল প্রাঙ্গণ এ এই মেলার উদ্বোধন হয় । চলবে ১৮ই জানুয়ারি অবধি। প্রত্যহ সাড়ে বারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অব্দি এই মেলা চলবে।

12/01/2026

কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এক পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের পা নষ্ট হয়ে যায়। ওই বৃদ্ধের পায়ের উপর দিয়ে একটি ট্রাকের চাকা উঠে যায়। ফলে গোড়ালি থেকে চ্যাটো অবধি গুড়িয়ে যায়। সাধারণ মানুষ এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে দুপুর আড়াইটা নাগাদ।

11/01/2026

ভিন রাজ্যে পাচার হওয়ার আগেই দুই নাবালিকাকে উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। উদ্ধার করার পাশাপাশি দুই যুবককেও পুলিশ গ্রেপ্তার করেছে। এই দুই যুবককে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। চাপড়া থানার ছোট আন্দুলিয়া থেকে এই দুই নাবালিকা অপহৃত হয়েছে বলে পুলিশের দাবি। মাত্র সাত দিনের মধ্যেই এই দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।

10/01/2026

মনরেগার নাম পরিবর্তন করে বিজেপি সরকার কার্যত ১০০ দিনের কাজ বন্ধ করে দিতে চাইছে। নতুন আইনে এবার থেকে রাজ্য সরকারকে ৪০ শতাংশ শেয়ার করতে হবে । অথচ কংগ্রেস আমলে তৈরি হওয়া এই মনরেগা স্কিমে রাজ্য সরকারকে দশ শতাংশ অর্থ শেয়ার করতে হতো। এই অতিরিক্ত অর্থ রাজ্য সরকার আর দিতে পারবে না ফলে গরিবদের সহায়ক এই স্কিমটি কার্যত বন্ধ হয়ে যাবে।

10/01/2026

একবিংশতিতম রাজ্য সম্মেলন উপলক্ষে রাজ্য কোর্ডিনেশন কমিটি কৃষ্ণনগরে এক বর্ণাঢ্য মিছিল করে। প্রতিটি জেলা থেকে সদস্যরা এই মিছিলে অংশগ্রহণ করেন। প্রায় সহস্রাধিক কর্মী এই সম্মেলনে অংশগ্রহণ করে। শনিবার থেকে এই সম্মেলন শুরু হয়েছে কৃষ্ণনগর সিএমএস স্কুল প্রাঙ্গনে।

Address

T P Banerjee Lane, Chasa Para, Krishnanagar
Nadia

Alerts

Be the first to know and let us send you an email when Hummingbird News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hummingbird News:

Share