Hummingbird News

Hummingbird News Empowers People with More Colours.

04/11/2025

কাশির নিষিদ্ধ সিরাপ আটক করাকে কেন্দ্র করে বিএসএফ এবং পুলিশের মধ্যে প্রবল গন্ডগোল চাপড়ার সীমানগর এলাকায়। বিএসএফের মারে প্রায় পাঁচ জন পুলিশ কর্মী আহত। তারা চাপরা হসপিটালে ভর্তি। বিএসএফের ডিআইজি এবং পুলিশের উচ্চপদস্থ অফিসাররা ঘটনাস্থলে উপস্থিত।

02/11/2025

বিজেপির নদিয়া উত্তর সংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস চকের পাড়ার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এই ঘটনাকে আদপে সরকারের ধারাবাহিক হিন্দু বিদ্বেষী মনোভাব বলে দাবি করেছেন।

02/11/2025

কৃষ্ণনগরে রেনবো ক্লাবের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রায় শিব নৃত্য প্রদর্শন।

02/11/2025

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রার দিন কোতোয়ালি থানার আরেক পুলিশ অফিসার চিন্টু মাহাতো জনরোষের শিকার হন। ঘটনাটি ঘটে পোস্ট অফিস মোড়ের কাছেই। দেখুন কি ঘটনা ঘটেছিল।

02/11/2025

প্রেস নোট

কৃষ্ণনগর পুলিশ জেলা
তারিখ: ০১.১১.২০২৫

গত ৩১শে অক্টোবর ২০২৫, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। উক্ত বারোয়ারি পুলিশ প্রশাসনের নির্ধারিত নির্দেশনা অমান্য করে তাদের প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দাঁড় করিয়ে রাখে, যার ফলে অন্যান্য প্রতিমার ভাসান কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং পুলিশের দায়িত্বপালনে বাধা সৃষ্টি হয়।
উক্ত সময় কর্তব্যরত পুলিশ সদস্য এলসি/৮৯ রুবি দত্ত, এলএসআই দেবরতি বিশ্বাস ও এলসি/১৭৯৮ মন্দিরা দেবনাথ শান্তিপূর্ণভাবে ভাসান সম্পন্ন করার অনুরোধ করলে চকেরপাড়া বারোয়ারির কিছু সদস্য তাদের প্রতি অশালীন ভাষা প্রয়োগ করেন, পুলিশের নির্দেশ অমান্য করে শারীরিকভাবে বাধা প্রদান ও মহিলা পুলিশ কর্মীদের প্রতি অসদাচরণ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জের মাধ্যমে ভাসান প্রক্রিয়া স্বাভাবিক করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপন করেন।
ঘটনাটির পরিপ্রেক্ষিতে কোতোয়ালী থানায় চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদান, অসদাচরণ ও মহিলা পুলিশ কর্মীর প্রতি শারীরিক হেনস্তার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

কৃষ্ণনগর পুলিশ জেলা সর্বসাধারণকে অনুরোধ করছে, উৎসব বা সামাজিক অনুষ্ঠানে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য।
অসামাজিক আচরণ বা আইনভঙ্গের যে কোনো ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধন্যবাদান্তে
কৃষ্ণনগর পুলিশ জেলা।

30/10/2025

ঐতিহ্যবাহী মালোপাড়ার জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত মানসিক ধুনো পোড়া অনুষ্ঠান কিভাবে হয় দেখুন। যিনি মানসিক রেখেছিলেন তাঁকে প্রথমে কাপড় দিয়ে মুড়িয়ে তাঁর মাথায় এবং হাতে কাদা মাটির স্তূপ দিয়ে তার ওপর ধুনো পোড়ানো হয়। দেখুন।

28/10/2025

চাষা পাড়ার মহিলাবৃন্দদের নিয়ে জলঙ্গীর উদ্দেশ্যে বুড়িমার জলসাজা সংস্কার।
#প্রাণেরবুড়িমা

28/10/2025

নির্বিঘ্নে জগদ্ধাত্রী পুজো পরিচালনার জন্য পরিস্থিতি পরিদর্শনে এলেন পুলিশের ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ শাহেদ ওয়াকার রাজা। তিনি আজ বিকেলে রাজবাড়ী এবং জলঙ্গীর নিরঞ্জন ঘাট পরিদর্শন করেন সঙ্গে ছিলেন পুলিশ সুপার অমরনাথ কে সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ।

এই প্রথম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজায় পুলিশ প্রশাসন দ্বারা পরিচালিত রিলে ও ফ্রেমে জগদ্ধাত্রী প্রতিযোগিতা। এ বিষয়ে পুলিশ ...
28/10/2025

এই প্রথম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজায় পুলিশ প্রশাসন দ্বারা পরিচালিত রিলে ও ফ্রেমে জগদ্ধাত্রী প্রতিযোগিতা। এ বিষয়ে পুলিশ একটি প্রচার পত্র প্রকাশ করেছে তাতে নিয়মাবলী বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। যারা যারা উৎসাহী তারা এই নিয়মাবলী পড়ে অংশগ্রহণ করতে পারেন। হামিং বার্ড নিউজ ফেসবুক পেজ থেকে এটি প্রচারিত করা হলো। এই উদ্যোগকে সাধুবাদ জানানো হচ্ছে।

27/10/2025

এই প্রথম কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে সরকারিভাবে রিলস এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। এ বিষয়ে পুলিশ সকলের কাছে আবেদন রেখেছে তারা এই প্রতিযোগিতায় যাতে অংশগ্রহণ করে। এ বিষয়ে ডিএসপি শিল্পী পাল আজ এক করডিনেশন মিটিংয়ে একথা জানান। বিস্তারিত রয়েছে ভিডিওতে।

23/10/2025

গতকাল কৃষ্ণনগরে শতাধিক কালীঠাকুরের বিসর্জন হয়। কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণ থেকে জলঙ্গির ঘাট পর্যন্ত সোজা রাস্তায় এইসব ঠাকুর প্রসেশন করে নিয়ে যাওয়া হয়। গভীর রাত অবধি বেশ কিছু ঠাকুরের নিরঞ্জন যাত্রা কিভাবে হয় তা দেখানোর চেষ্টা করা হয়েছে। হাজার হাজার মানুষ ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে এই নিরঞ্জন পর্ব নিরীক্ষণ করেছেন। সকাল সাতটা অবধি এই নিরঞ্জন পর্ব চলে। প্রচুর পুলিশ নিরাপত্তা বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছিল। বিশেষ কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি এবং নির্বিঘ্নেই এই বিসর্জন পর্ব সম্পন্ন হয়।

22/10/2025

কৃষ্ণনগরে শুরু হয়েছে কালী প্রতিমার বিসর্জন।

Address

T P Banerjee Lane, Chasa Para, Krishnanagar
Nadia

Alerts

Be the first to know and let us send you an email when Hummingbird News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hummingbird News:

Share