TS vlogger 01

TS vlogger 01 welcome to my profile,
Assam comedy boys 01

24/05/2025

যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাওনা,তখন নবী নূহ (আঃ) এর কথা ভাবো,তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল!

আমার পেইজ এ কোনো পোস্ট করি না তার পরেও reach লাল হয় না কেন 🤔🤔
05/05/2025

আমার পেইজ এ কোনো পোস্ট করি না তার পরেও reach লাল হয় না কেন 🤔🤔

20/04/2025

জান্নাতীদের কে আল্লাহ তায়ালা এমন স্ত্রী দান করবে তারা কত সুন্দর হবে আল্লাহর নবী বলেন তারা যদি প্রথম আসমান এ আসে একবার হাসি দেই এই হাসির জ্বলক এতো উজ্জ্বল হবে দুনিয়ার চন্দ্র সূর্যর আলো তাদের হাসির জলকের সামনে মুলাম হয়ে যাবে!তারা যদি একবার নিশ্বাস সাড়ে দুনিয়ায় সব সুগন্ধি তাদের নিশ্বাসের সামনে তুচ্ছ হয়ে যাবে! আল্লাহর নবী বলেন তাদের শরীর এতো কোমল হবে ডিমের ভিতর এ কুসুম যে রকম কোমল তাদের শরীর হবে এতো কোমল!ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর দয়া তে জান্নাতে যাব!

20/04/2025

যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে ,তখন একবার নবী ইউসুফ (আঃ)এর কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন!

10/04/2025

মৃত্যু ও বিয়ে কি অদ্ভুত মিল
তোমাকে পালকি উঠলো ,আমার খাটিয়া। উঠলো!
ফুল তোমার উপরও ঝরলো, আমার। উপরও ঝরলো!
পার্থক্য শুধু এতটুকুই ছিলো !
তুমি সেজে গেলে আর আমাকে সাজিয়ে নিয়ে গেল!
তুমিও নিজের ঘরে চললে, আমিও নিজের ঘরে চললাম!
পার্থক্য শুধু এতটুকুই ছিলো!
তুমি নিজে উঠে গেলে, আমাকে উঠিয়ে নিয়ে গেল !
লোকজন ঐখানেও ছিলো, লোকজন এখানেও ছিলো!
শুধু পার্থক্য এতটুকুই ছিল!
ওই খানে সবাই হাসছিল, এই খানে সবাই কাঁদছিলো!
কাজি এই খানেও ছিল ,মৌলভী এই খানেও ছিল!দুইটি আয়াত তোমার জন্যও পড়ল ,দুইটি আয়াত আমার জন্যও পড়ল!তোমার জন্য বিয়ে পড়ালো, আমার জন্য জানাজা পড়ালো!
শুধু পার্থক্য এতটুকুই ছিল!
তোমাকে করল আপন, আমাকে করল দাফন!

30/03/2025

ঈদের দিনে ১০ টি সুন্নাহ
১. গোসল করা ( ,মেসওয়াক করা )
২. পরিষ্কার পরিচ্ছন্ন পোষাক পড়ে ঈদগাহে যাওয়া।
৩. মিষ্টিমুখ করা (খেজুর খাওয়া)
৪. পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া।
৫. তাকবির পড়তে পড়তে যাওয়া।
৬. রাস্তা পরিবর্তন করা, (যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় অন‍্য রাস্তা দিয়ে আসা)
৭. বাচ্চাদের সাথে করে নিয়ে ঈদগাহে যাওয়া।
৮. ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ( তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম )
৯. ঈদের খুৎবা মনোযোগ দিয়ে শোনা।
১০. ঘরে ফিরে ২ রাকআত সালাত আদায় করা।

29/03/2025

তুমি যে দিন মরে যাবা ,আমি যে দিন মরে যাব,সেই দিন ও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে, ব্যস্ত মানুষ বাজার ব্যবসা সব ঠিক ই চলবে সব দৌড়াছে শুধু আমি নিস্তব্ধ ,শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নরে না পা আর নরে না ,আমার আর চোখ খুলে না আমার আর জিন্দেগীর স্পন্দন নাই এর ই নাম দুনিয়া এর ই নাম দুনিয়া!

28/03/2025

আল্লাহ কসম করে বলেন সাড়া দুনিয়ায় মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ আছরের কসম করে বলেন দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে শুধু ৪ গুন থাকা মানুষ জান্নাতে যাবে -

১. প্রথম গুণের নাম হল পরিশুদ্ধ ইমান!
2. দ্বিতীয় গুণের নাম হল নেক আমল!
৩. তৃতীয় গুণের নাম হল অন্যকে ইমান আমলের দাওয়াত দেওয়া!
৪. চতুর্থ গুণের নাম হল যারা ইমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের কে বাধা দেওয়া!

27/03/2025

তুমি যে দিন মরে যাবা ,আমি যে দিন মরে যাব,সেই দিন ও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে, ব্যস্ত মানুষ বাজার ব্যবসা সব ঠিক ই চলবে সব দৌড়াছে শুধু আমি নিস্তব্ধ ,শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নরে না পা আর নরে না ,আমার আর চোখ খুলে না আমার আর জিন্দেগীর স্পন্দন নাই এর ই নাম দুনিয়া, এর ই নাম দুনিয়া!

25/03/2025

নবী বলেন যে নারী 4 আমল ঠিক মত হিসাব দিতে পারবে সেই নারী আল্লাহর সৃষ্টি যিকোনো জান্নাতে প্রবেশ করবে কেউ তাকে বাধা দিবে না -
1. সে যদি নামাজী হয়!
2. সে যদি রোজাদার হয়!
3. সে যদি স্বামীর অবাধ্য না হয়!
4. সে যদি পর্দা ঠিক মত করে!

25/03/2025

নবী বলেন জুম্মাহর দিন কেউ যদি মা বাবার কবর জিয়ারত করে , দুনিয়াতে সে মা বাবা কে ইচ্ছা, অন ইচ্ছাই কষ্ট দিয়ে থাকে আল্লাহ তারে মাফ কইরা মা বাবার বাধ্য সন্তানের তালিকা ই করে দেই....(আবু দাউদ শরীফের হাদীস)....!!

Address

Nagaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when TS vlogger 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share