Confess to your crush - BhOla

Confess to your crush - BhOla Find your CRUSH & EXPOSE your feelings!

Format Ur Name: Ur Batch: His/Her Name: His/Her Batch: Inbx us wid a picture & some Words of Ur Mind About Ur beloved person� Ur name shall be kept Secret

যতটুকু পারবেন ততটুকু সহযোগিতা করবেন।
23/08/2024

যতটুকু পারবেন ততটুকু সহযোগিতা করবেন।

02/04/2024

নিজের বিএফ না থাকলে অন্যের বিএফকে পাঞ্জাবি উপহার দিন🖤

28/02/2024

পিঠা উৎসবে দেখা নীল শাড়ী পড়া মেয়েটাকে ভালো লেগেছে💙

27/02/2024

আমি পাহাড়ে গিয়েও দেখেছি,সমুদ্রে গিয়েও দেখেছি।
শান্তি শুধু গার্লসের মোড়েই🥴

here is my queen🖤Happy Valentine's day guys🖤
14/02/2024

here is my queen🖤
Happy Valentine's day guys🖤

confession:- 1173From:-To:-Ahan Talukder Ador ❤️আসসালামু আলাইকুম প্রিয় সিনিয়র ভাইয়া ,❤️আমি আপনাকে প্রথম দেখায় অনেক ভ...
05/02/2024

confession:- 1173
From:-
To:-Ahan Talukder Ador ❤️

আসসালামু আলাইকুম প্রিয় সিনিয়র ভাইয়া ,❤️
আমি আপনাকে প্রথম দেখায় অনেক ভালবেসে ফেলেছি ।
আপনি যখন আমার সামনে এসে দাঁড়িয়ে ছিলেন এবং আপনার ফ্রেন্ড যখন আপনাকে একটি সিগারেট খেতে বলেছিল তখন আপনি বলেছিলেন এটা হারাম । এই কথাটা আমি পাশে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলাম
আর আমি অবাক ভাবে তাকিয়ে ছিলাম আপনার দিকে
জানেন ভাইয়া আপনার চুলগুলা আমার অনেক ভালো লাগে আপনার বয়েজ ভিডিও গুলো
আমি প্রতি রাত্রে শুনি ভাইয়া আর কথা বাড়াবো না আমি প্রতিদিন বিকেলবেলা লেকপাড়ে বসে থাকি আপনার জন্য একটাবার আপনার যদি দেখা পাই তাহলে অবশ্যই বলে দিব আমি আপনাকে অনেক ভালোবাসি জানিনা আপনার বিশ্বাস হবে কিনা কিন্তু ভাইয়া আমি আপনাকে অনেক ভালোবাসি বিশ্বাস করেন আর একটা কথা আপনি একটু বেশিই লম্বা প্লিজ একটু খাটো হওয়ার চেষ্টা করেন তাহলে আমার সুবিধা হবে আমি বসে থাকবো সেই জায়গায় যে জায়গায় আপনি প্রতিদিন আড্ডা দেন আপনার বন্ধু বান্ধবের সাথে আপনাকে দেখলে একটা শান্তি কাজ করে আপনার কথাগুলো এত ভালো লাগে বলে প্রকাশ করতে পারবো না আপনার ভিডিওর যে কথাগুলো সব কথা আমার মন ছুঁয়ে ফেলে অবশেষে একটাই কথা অনেক সুন্দর আপনি অনেক সুন্দর ভাবে কথা বলেন অনেক সুন্দর ভাবে হাসেন আপনি অনেক সুন্দর ভাবে আমার মনটা জয় করে নিলে তাই আমি আপনাকে অনেক ভালোবাসি আশা রাখছি আপনি আমাকে খুঁজবেন আর না খুঁজলেও আমি আপনার সামনে চলে যাব আর বলে দিব আমি আপনাকে অনেক ভালোবাসি ❤️❤️❤️❤️

এডমিনদের ব্যস্ততার কারনে পেইজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে,তাই আমরা অনেক পোষ্ট পাবলিশ করতে পারছিনা।আমরা এখন চেষ্টা ...
05/02/2024

এডমিনদের ব্যস্ততার কারনে পেইজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে,তাই আমরা অনেক পোষ্ট পাবলিশ করতে পারছিনা।

আমরা এখন চেষ্টা করি প্রতিটি কনফেশ ভালোভাবে চেক করে পাবলিশ করার ইভেন পাবলিশড এর পর কমেন্ট চেক করে বাজে কমেন্টগুলোও ডিলেট করে দিতে হয়।তাই একটু বেশিই সময় পেইজে দেওয়া লাগে।

আশা করছি খুব দ্রুতই পেইজে নিয়মিত আপনাদের দেওয়া কনফেশ গুলো পাবলিশ করা হবে।

12/01/2024

ভোলা কলজের নতুন গেইটের নিচে তুমি আমি কাপল ছবি তুলতে না পারলে তোমার উপর ক্রাশ খেয়ে কি লাভ আমার!

Confession: 1172 From:  To: রাতুল হাওলাদারকলেজ.বিসিআইসি প্রিয় রাতুলতোমাকে আমি ভালোবাসি সেই অনেক বছর ধরে থেকে তোমার ঐ হা...
05/12/2023

Confession: 1172
From:
To: রাতুল
হাওলাদার
কলেজ.বিসিআইসি
প্রিয় রাতুল

তোমাকে আমি ভালোবাসি সেই অনেক বছর ধরে থেকে তোমার ঐ হাঁসি আমার অনেক ভালোলাগে ,দিন যত যায় তোমার সুন্দরয বৃদ্ধি পাইতেছে , আমার জীবনে আমি তোমার জন্য সারাজীবন সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা করে যাবো তোমাকে যাতে নিজের করে পাই ,ভয় লাগে তোমাকে হারিয়ে ফেলার ভয় শুনছি তোমার নাকি মেয়ে বেষ্ট ফেন্ড আছে, শুনে কষ্ট পাইছি তবু ও নিজেকে সামলে নিছি ,জানিনা সামনাসামনি কখনো বলার সাহস পাবো কি না তবুও মনের কথা গুলো এখানে বললাম অনেক ভালোবাসি তোমাকে না পেলে আজীবন একা কাটিয়ে দিবোতোমাকে দেখার জন্য ঐ স্কুল সামনে কতবার দারিয়েছি প্রাইভেট পড়তে যাওয়ার টাইমে দাঁড়িয়ে থাকতাম তোমাকে দেখার জন্য দিন দিন সুন্দর হচ্ছো একটু ভয় ও লাগছে কিন্তু আমার ভালোবাসা সত্যি হলে তোমাকে আমি পাবো।এখন ঢাকা পড়তেছো কতদিন দেখিনা আবার কবে আসবে দেখবো সেই আশায় বসে আছি।❤️

Confession:-1171From:To: রাফিয়াত হোসেন রিয়াদ ডিপার্টমেন্ট : ম্যাথ। ভোলা সরকারি কলেজ। প্রিয় তুমি, তোমাকে দেখেছিলাম আমি কল...
02/11/2023

Confession:-1171
From:
To: রাফিয়াত হোসেন রিয়াদ
ডিপার্টমেন্ট : ম্যাথ।
ভোলা সরকারি কলেজ।

প্রিয় তুমি,

তোমাকে দেখেছিলাম আমি কলেজে আসার প্রথম দিন ই । ৮ তারিখ আমার জীবনের একটা স্বরনীয় দিন হয়ে থাকবে । তোমার পাশ দিয়ে কতোবার হেটেছি কোনো পাত্তাই দিলা না 😒 এর পর থেকে কই যেনো উধাও হয়ে গেছো। আজ অবধি পাইনি তোমারে , আশা করি আবার দেখবো প্রথম দেখায় ভালোবেসে ফেলা আমার প্রিয় মানুষ টাকে । এতো সুন্দর করে হাসো। জানো ? ব্লাক শার্টে তোমারে যা মানায়✨। তোমার প্রোফাইলের সব গুলা ছবি আমার দেখা । কি কিউট তুমি 🥹।
শুনো , আমি তোমাকে ভালোবেসে ফেলেছি । কলেজে দেখলাম কয়েকটা মেয়ের সাথে বেশি কথা বলতেছো একটা না দুইটা না অনেক গুলাই 😒। ফার্স্ট ইয়ারের মেয়েদের সাথে এতো কথা কিসের ? এদের থেকে ১০০ হাত দূরে থাকবা , যদিও আমি ফার্স্ট ইয়ার ।
শুনো আর কথা বাড়াইতে চাই না , কলেজে এসো আমি আমার অনুভূতি গুলো তোমার উপস্থিতি তে প্রকাশ করবো। ভালো থেকো 💗 😘

Confession:- 1170From:🙂To:Tasfia Tasnim Elma.Batch: SSC 2022 আর পাঁচজনের মতো  গুজবাম্প  বিশাল,বিস্তীর্ণ সূক্ষ্ম  ও আবেগে...
30/10/2023

Confession:- 1170

From:🙂
To:Tasfia Tasnim Elma.
Batch: SSC 2022

আর পাঁচজনের মতো গুজবাম্প বিশাল,
বিস্তীর্ণ সূক্ষ্ম ও আবেগের উদ্বেলিত রোমাঞ্চকর ভালোবাসার বণর্না বা কল্পনার মাপকাঠিতে মনের মত রঙিয়ে সাহিত্যিক ছন্দে তোমার প্রতি আমার অনুভুতির কথা বলে শেষ করতে পারবো না।শুধু বলতে চাই ভালোবাসার জন্য ওরকম হাজার হাজার সৌন্দর্য খুঁটিয়ে দেখতে হয় না।তোমার ওই একটা হাসিই যথেষ্ট।প্রথম দেখাতেই ভালো লাগা শুরু।তোমার সাথে একবার আই কন্টাক হয়েছিল হয়তো তুমি দেখা খেয়াল করনি।তোমার বান্ধবীদের সুবিধাতে তোমার নাম জানা।Elma তোমার মতই মিষ্টি নামটি।আর চোখে মাঝেমধ্যে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার দিকে খুব ভালোলাগে ভালোবাসি প্রিয় আর কিছু নেই বলার শুধু এটাই বলব 🖤তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্যগগনবিহারী।তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না।

Confession:-1169To :-Istiyak Ahmed Tanjil From:- প্রিয়দর্শিনী College:- Bhola government collage bhola Be**ch:-  HSC di...
29/10/2023

Confession:-1169
To :-Istiyak Ahmed Tanjil
From:- প্রিয়দর্শিনী
College:- Bhola government collage bhola
Be**ch:- HSC diso sunlam
আসসালামুয়ালাইকুম সুদর্শন পুরুষ,
কেমন আছো , নিশ্চয়ই ভালোই আছো, ভালো তো থাকবেই, আমাকে পাগল করে দিয়ে, আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে দিব্যি ঘুমিয়ে থাকো,কি স্বার্থপর তুমি, তোমাকে আমি প্রথম দেখেছিলাম ডগির বিলে,নিল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছো, ইস, কি সুন্দর, তোমাকে প্রথম দেখেই আমার মনের ঘন্টাটা টুং করে বেজে উঠেছে, কি সুন্দর তুমি, সৃষ্টিকর্তা সব রুপ যেন তোমাকে ঢেলে দিয়েছে, কি সুন্দর মায়াবী চোখ, মাশাআল্লাহ, নজর না লাগুক, শুনলাম তোমার সৌন্দর্যের মতোই সুন্দর তোমার চরিত্র, সুন্দর তোমার অভ্যাস, কোনো বাজে অভ্যাস নেই তোমার,জেনে তোমার প্রতি আমার ভালোবাসার সাথে সম্মান টাও বেড়ে গেল, আমি জানি তোমার এক্স আছে তবে বর্তমানে তুমি সিঙ্গেল, তাই সাহস করে কনফেস টা দিয়েই ফেললাম, তোমার জন্য আমার বুকে জমানো শূন্য স্থানটি আবেগে ভরা এক আকাশ পরিমাণ ভালোবাসা,
কোনো একদিন তুমি নীল পাঞ্জাবি আর আমি নীল শাড়ি পরে বৃষ্টির দিনে হাতে হাত রেখে হাঁটব, এটাই ইচ্ছে, ভালো থেকো,
ভালোবাসি 🫶🩷

Address

Nagpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Confess to your crush - BhOla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share