27/07/2024
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার শর্তাবলী
আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের / উচ্চ মাধ্যমিক বা সমমানের / আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে।<
উচ্চ মাধ্যমিক স্তরে / আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা / উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মোট ৫০% এবং তার বেশি কিন্তু ৬০% -এর কম নম্বর অর্জন করতে হবে।
স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য ৫০% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট ৫৩% এর কম নম্বর নিশ্চিত করতে হবে।
বার্ষিক পারিবারিক আয় ১,২০,০০০/- টাকার বেশি নয়৷
একই কোর্স এর জন্য কোনো সরকারি / বেসরকারি বৃত্তি / উপবৃত্তি উপভোগ করা যাবে না।
আবেদন করার সময় নিম্নলিখিত বিবরণগুলি আপনার নাগালের মধ্যে রাখুন
ছাত্র / ছাত্রীর নাম ( মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড অনুযায়ী )
অভিভাবকের নাম
বয়স
মাধ্যমিক বা সমতুল পরীক্ষার রোল নম্বর এবং বছর
পিন কোড নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা
মোবাইল নম্বর এবং আবেদন করার সময় মোবাইলটি আপনার হাতের কাছে রাখতে হবে
ই-মেইল আইডি (ঐচ্ছিক)
ছাত্র / ছাত্রীর নিজস্ব চালু সেভিংস ব্যাঙ্ক একাউন্টের তথ্য সমূহ : (অ্যাকাউন্ট নম্বর, IFS কোড, ব্যাঙ্কের নাম এবং শাখা)
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি (পিডিএফ ফরম্যাটে প্রতিটি 500 kb এর নিচে হতে হবে)
ছাত্র-ছাত্রীর পারিবারিক আর্থিক দূরবস্থা ও বর্তমানে কি পড়ছে জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজ হাতে লেখা আবেদন পত্র। ( সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর থাকা আবশ্যিক এবং ই-মেইল আইডি থাকলে উল্লেখ করতে হবে )।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রিতিনিধির ( সাংসদ / বিধায়ক ) সুপারিশপত্র৷
যথাযোগ্য কর্তৃপক্ষের ( পূর্ণমন্ত্রী / প্রতিমন্ত্রী / জেলাশাসক / মহকুমাশাসক / বি ডি ও / যুগ্ম বি ডি ও / মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার / মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা কোনো উর্ধতন অফিসার) নিকট থেকে বার্ষিক / মাসিক পারিবারিক আয়ের শংসাপত্র।
ছাত্র / ছাত্রীকে একই পড়াশুনার ক্ষেত্রে কোনো সরকারী / বেসরকারী সাহায্য পেয়েছে কিনা ও বর্তমানে কোথায় কী পড়াশুনা করছে জানিয়ে একটি স্ব-ঘোষণাপত্র ( Self declaration )। এই ঘোষনা পত্রে প্রতিস্বাক্ষর ( countersigned ) করবেন বর্তমান স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ের প্রধান।
মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড
যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষার ( qualification examination ) মার্কশিট। উচ্চ-মাধ্যমিক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল মাধ্যমিক বা সমতুল; স্নাতক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল উচ্চ-মাধ্যমিক বা সমতুল এবং স্নাতকোত্তর স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল স্নাতক।
ডাক্তারী / ইঞ্জিয়ানিয়ারিং / আইন / নার্সিং / ফার্মেসি / ডিপ্লোমা ইঞ্জিয়ানিয়ারিং প্রভৃতি পেশাদারী শিক্ষার ( professional course ) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড ( Rank Card )।
উপরোক্ত পেশাদারী শিক্ষার ( professional course) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার এলোটমেন্ট লেটার ( Allotment Letter )।
ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে A/c No., IFSC No. এবং A/c holder -এর নাম স্পষ্টভাবে দৃশ্যমান।
বর্তমান শিক্ষাবর্ষের / সেমিস্টারের ভর্তির রসিদ
চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা
মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন তহবিল এবং ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য সেই সমস্ত রোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয় যারা:
আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে
যারা হাসপাতাল / নার্সিং হোমে চিকিৎসাধীন এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতে অসমর্থ বিশদে জানতে