NKT Block VRP

NKT Block VRP Social audit unit

27/07/2024

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার শর্তাবলী

আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের / উচ্চ মাধ্যমিক বা সমমানের / আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে।<
উচ্চ মাধ্যমিক স্তরে / আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা / উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মোট ৫০% এবং তার বেশি কিন্তু ৬০% -এর কম নম্বর অর্জন করতে হবে।
স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য ৫০% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট ৫৩% এর কম নম্বর নিশ্চিত করতে হবে।
বার্ষিক পারিবারিক আয় ১,২০,০০০/- টাকার বেশি নয়৷
একই কোর্স এর জন্য কোনো সরকারি / বেসরকারি বৃত্তি / উপবৃত্তি উপভোগ করা যাবে না।
আবেদন করার সময় নিম্নলিখিত বিবরণগুলি আপনার নাগালের মধ্যে রাখুন

ছাত্র / ছাত্রীর নাম ( মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড অনুযায়ী )
অভিভাবকের নাম
বয়স
মাধ্যমিক বা সমতুল পরীক্ষার রোল নম্বর এবং বছর
পিন কোড নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা
মোবাইল নম্বর এবং আবেদন করার সময় মোবাইলটি আপনার হাতের কাছে রাখতে হবে
ই-মেইল আইডি (ঐচ্ছিক)
ছাত্র / ছাত্রীর নিজস্ব চালু সেভিংস ব্যাঙ্ক একাউন্টের তথ্য সমূহ : (অ্যাকাউন্ট নম্বর, IFS কোড, ব্যাঙ্কের নাম এবং শাখা)
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি (পিডিএফ ফরম্যাটে প্রতিটি 500 kb এর নিচে হতে হবে)

ছাত্র-ছাত্রীর পারিবারিক আর্থিক দূরবস্থা ও বর্তমানে কি পড়ছে জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজ হাতে লেখা আবেদন পত্র। ( সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর থাকা আবশ্যিক এবং ই-মেইল আইডি থাকলে উল্লেখ করতে হবে )।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রিতিনিধির ( সাংসদ / বিধায়ক ) সুপারিশপত্র৷
যথাযোগ্য কর্তৃপক্ষের ( পূর্ণমন্ত্রী / প্রতিমন্ত্রী / জেলাশাসক / মহকুমাশাসক / বি ডি ও / যুগ্ম বি ডি ও / মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার / মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা কোনো উর্ধতন অফিসার) নিকট থেকে বার্ষিক / মাসিক পারিবারিক আয়ের শংসাপত্র।
ছাত্র / ছাত্রীকে একই পড়াশুনার ক্ষেত্রে কোনো সরকারী / বেসরকারী সাহায্য পেয়েছে কিনা ও বর্তমানে কোথায় কী পড়াশুনা করছে জানিয়ে একটি স্ব-ঘোষণাপত্র ( Self declaration )। এই ঘোষনা পত্রে প্রতিস্বাক্ষর ( countersigned ) করবেন বর্তমান স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ের প্রধান।
মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড
যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষার ( qualification examination ) মার্কশিট। উচ্চ-মাধ্যমিক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল মাধ্যমিক বা সমতুল; স্নাতক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল উচ্চ-মাধ্যমিক বা সমতুল এবং স্নাতকোত্তর স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল স্নাতক।
ডাক্তারী / ইঞ্জিয়ানিয়ারিং / আইন / নার্সিং / ফার্মেসি / ডিপ্লোমা ইঞ্জিয়ানিয়ারিং প্রভৃতি পেশাদারী শিক্ষার ( professional course ) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড ( Rank Card )।
উপরোক্ত পেশাদারী শিক্ষার ( professional course) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার এলোটমেন্ট লেটার ( Allotment Letter )।
ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে A/c No., IFSC No. এবং A/c holder -এর নাম স্পষ্টভাবে দৃশ্যমান।
বর্তমান শিক্ষাবর্ষের / সেমিস্টারের ভর্তির রসিদ
চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা
মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন তহবিল এবং ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য সেই সমস্ত রোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয় যারা:
আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে
যারা হাসপাতাল / নার্সিং হোমে চিকিৎসাধীন এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতে অসমর্থ বিশদে জানতে

26/07/2024
2030 এর মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূল এর উদ্দেশ্য নিয়ে সমস্ত বিদ্যালয়ে জুলাই ২৭ থেকে আগস্ট ১০ তারিখ পর্যন্ত পালন করতে ...
25/07/2024

2030 এর মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূল এর উদ্দেশ্য নিয়ে সমস্ত বিদ্যালয়ে জুলাই ২৭ থেকে আগস্ট ১০ তারিখ পর্যন্ত পালন করতে হবে "হেপাটাইটিস ডে"

১) Pledge ceremony- morning Assembly or ananda parishar..

২)Awareness generation programme

৩) Photo collection

VRP  কর্মী তারাপদ সিংএর আত্মার শান্তি কামনায় বারাসাত 1নং ব্লকের দত্তপুকুর 2নং গ্রাম পঞ্চায়েতএর সকল ভি সি টি ও ভি এস টি ক...
22/07/2024

VRP কর্মী তারাপদ সিংএর আত্মার শান্তি কামনায় বারাসাত 1নং ব্লকের দত্তপুকুর 2নং গ্রাম পঞ্চায়েতএর সকল ভি সি টি ও ভি এস টি কর্মীরা 1মিনিট নিরাবতা পালন করলেন 🙏🏻🙏🏻

21/07/2024

watch and be safe
Stay safe your family and friends also

 # #জলপাইগুড়ি জেলা পুলিশ নির্দেশ দয়া করে মেনে চলুন, বিগত দিনের ঘটে যাওয়া দুর্ঘটনা অব্যশই স্মরণে রাখবেন, ধন্যবাদ, VRP ...
21/07/2024

# #জলপাইগুড়ি জেলা পুলিশ নির্দেশ দয়া করে মেনে চলুন, বিগত দিনের ঘটে যাওয়া দুর্ঘটনা অব্যশই স্মরণে রাখবেন, ধন্যবাদ, VRP নাগরাকাটা ব্লক।

21/07/2024

# # #ছাত্রদের জয়, ছাত্রসমাজের জয় ,
বাংলাদেশ সুপ্রিম কোর্টকে ধন্যবাদ,,,

Address

Nagrakata

Alerts

Be the first to know and let us send you an email when NKT Block VRP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category