Subrata's Diary

Subrata's Diary ❝______এখানে তোমাদের_______
জীবনের গল্প তোমাদের মত করে,
আমাদের কন্ঠে শেয়ার করা হয়। _______________________________❞
(1)

পোস্ট যেমন হোক Comment টা সেরা 🤣😂
10/10/2025

পোস্ট যেমন হোক Comment টা সেরা 🤣😂

06/10/2025
কেউ কখনো আমায় বুকে জড়িয়ে বলেনি —“তোমাকে ছাড়া আমি বড্ড অসহায়…” 🫀🥀কেউ চোখের জল মুছে দিয়ে“পাগল” বলে ডাকেনি… 😢কেউ কান্না-জড়া...
04/10/2025

কেউ কখনো আমায় বুকে জড়িয়ে বলেনি —
“তোমাকে ছাড়া আমি বড্ড অসহায়…” 🫀🥀

কেউ চোখের জল মুছে দিয়ে
“পাগল” বলে ডাকেনি… 😢

কেউ কান্না-জড়ানো অসহায় দেহটা
বুকে টেনে নিয়ে
কপালে চুমু খায়নি… 💔

কখনো কেউ আমার ছোট্ট স্বপ্নগুলো
জানতে চায়নি…
কখনো বলেনি —
“চলো, তোমার হাতটা ধরে একসাথে হাঁটি…” 🌙

আমার মন খারাপে
কখনো কারো কষ্ট লাগেনি,
উল্টো বিরক্ত লেগেছে… 🥀

কখনো ভালোবাসাটা পাইনি…
আমাকে কেউ মানুষই মনে করেনি…
কেবল বিরক্তি, অবহেলা, ধমক —
এগুলোই আমার প্রতিদিনের পাওয়া… 💭💔

এখন আর নিজেকে মানুষ মনে হয় না…
টাকা কামাইয়ের মেশিন মনে হয়…
শেকড়ের টানে আটকে আছি… 🪴

হয়তো চুপ থাকতে থাকতে
একদিন নিথর হয়ে যাবো…
চাইলেও একদিন হয়তো
মুখে হাসি ফুটবে না… 😶‍🌫️

তবুও তো বেঁচে থাকতে হয়…
মুখে হাসি না থাকলেও
হৃদয়টা চলতেই থাকে… 💔✨

স্বামীর ঘরে সুখে ছিল না সে…💔হয়তো অনেক অভিযোগ ছিল স্বামীর প্রতি,হয়তো শ্বশুরবাড়ি তার কাছে ছিল এক বন্দিশালা!তাই একদিন হঠাৎ…...
23/09/2025

স্বামীর ঘরে সুখে ছিল না সে…💔
হয়তো অনেক অভিযোগ ছিল স্বামীর প্রতি,
হয়তো শ্বশুরবাড়ি তার কাছে ছিল এক বন্দিশালা!

তাই একদিন হঠাৎ…
কাউকে কিছু না বলে, ছেলেটাকে সাথে নিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেল!! 🕊️👩‍👦

স্বামী বাড়ি ফিরে সবখানে খুঁজল—
স্ত্রী নেই, সন্তানও নেই।
চারপাশ অন্ধকার! 🌑

কিছুদিন পর সে জানতে পারল—
স্ত্রী হারিয়ে যায়নি,
নিজ ইচ্ছায় অন্য এক সুদর্শন পুরুষকে বিয়ে করে সুখের সংসার করছে!! 💍😔

মাথায় যেন আকাশ ভেঙে পড়ল স্বামীর! ⚡
ডিভোর্স না দিয়েই কিভাবে সে অন্যত্র বিয়ে করল?

তারপরও শেষ হল না কষ্টের অধ্যায়…
স্ত্রী তাকে সারপ্রাইজ দিল,
নারী নির্যাতনের মিথ্যে মামলা দিয়ে! ⚖️😢

হয়তো স্বামীরও অনেক দোষ ছিল,
কিন্তু সন্তানকে নিয়ে এভাবে পালিয়ে যাওয়া—
এটা সে কিছুতেই মানতে পারল না! 💔

সন্তানের জন্য বাবা এবং ঠাকুমা পাগলপ্রায়! 🙏👵
ওদিকে মায়ের নতুন সংসারে মা হয়তো সুখের খোঁজে,
কিন্তু ছোট্ট ছেলেটা বন্দী পাখির মতো ছটফট করে—
বাবা আর ঠাকুমার কাছে ফিরে আসার জন্য! 🐦💔

বাবার রাজপ্রাসাদ, আর ঠাকুমার অফুরন্ত আদর,
ফেলে মায়ের নতুন ভালোবাসার ভাঙাচোরা কুঁড়েঘরে, অপরিচিত লোকজনের মাঝে—
ছেলেটা খুব কষ্টে দিন কাটায়। 😭

কিন্তু সে তো ছোট মানুষ…
একা ফিরতে জানে না! 🥺

একদিন হঠাৎ বাবা তাদের ঠিকানা খুঁজে পায়,
ছুটে যায় সন্তানকে ফিরিয়ে আনার জন্য! 🏃‍♂️❤️👶

খবর পেয়ে ছোট্ট দেহটায় নতুন প্রাণ জেগে ওঠে,
সে ছুটে গিয়ে ঠাকুমা আর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে,
যেন আর কখনো কেউ তাকে আলাদা করতে না পারে! 🤗👨‍👦👵

এই দৃশ্য দেখে উপস্থিত সবাই চোখ ভিজিয়ে ফেলে 😭😭😭

👉 এক বছর আগে যে মেয়েটি ভ্রান্ত পথে হেঁটে,
স্বামীকে ডিভোর্স না দিয়েই অন্যত্র সুখ খুঁজতে গিয়েছিল,
আজ প্রশ্ন জাগে—
তার সেই ভুল সুখ কতদিন স্থায়ী হয়? ❓💔

😳 রাস্তায় সন্তান জন্ম দিলো এক মা…না হাসপাতাল, না ডাক্তার,শুধু খোলা আকাশ আর মাটির গন্ধ।🩸 রক্তে ভিজে চারপাশ,মানুষ ভিড় করছে...
13/09/2025

😳 রাস্তায় সন্তান জন্ম দিলো এক মা…
না হাসপাতাল, না ডাক্তার,
শুধু খোলা আকাশ আর মাটির গন্ধ।

🩸 রক্তে ভিজে চারপাশ,
মানুষ ভিড় করছে,
কেউ ছবি তুলছে,
কেউ তাকিয়ে আছে অবাক হয়ে।

কিন্তু মা?
তিনি শুধু সন্তানের মুখটা বাঁচিয়ে ধরলেন। 💔

🔥 এই মা–টা আসলে এক পাগলি।
যার নেই কোনো স্বামী, নেই সংসার।
তবুও গর্ভে এল সন্তান…
কারণ সমাজের নোংরা কিছু পুরুষ,
পাগলি বলে তাকে ধর্ষণ করে ফায়দা নিয়েছে। 👿

এটাই নির্মম সত্য—
ভালোবাসা না,
বরং অন্যায়ের ফলেই জন্ম নিলো এই শিশু।

🥀 তবু মা মানেই শেষ ভরসা…
যে মা পাগলিও হতে পারে। ❤️

👨‍🏫 একজন টিচার বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন।ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল। 🙄😒👨‍🏫 টিচার থেমে গিয়ে বললেন:— "কে শিস...
13/09/2025

👨‍🏫 একজন টিচার বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন।
ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল। 🙄😒

👨‍🏫 টিচার থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?" 😐

কেউ কোনো উত্তর দিল না। 🤐

📖 তিনি আবার পড়ানো শুরু করলেন।
কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল। 😏🎵

👨‍🏫 আবার থেমে বললেন:
— "কে শিস দিচ্ছে?" 😠

তবুও কেউ কিছু বলল না। 😶‍🌫️

📚 তিনি আবার ক্লাস শুরু করলেন।
কিন্তু তৃতীয়বার যখন শিস এল… 😤🎶
তিনি কলম বন্ধ করলেন ✍️❌
বই গুটিয়ে বললেন 📕👜:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।" 📖✨

👂 ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল। 🤫👀

👨‍🏫 টিচার শুরু করলেন:
"এক রাতে ঘুম আসছিল না 😔🌙
অস্থির হয়ে বাড়ি থেকে বের হলাম 🚶‍♂️
গাড়ি চালিয়ে যাচ্ছিলাম 🚗
কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না… ❓🛣️

হঠাৎ দেখি, এক বৃদ্ধা মহিলা 🧓 ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে 🧺🚧
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম:
'মা, কিছু সাহায্য লাগবে কি?' 🤲

তিনি খুশি হলেন 😊
গাড়িতে উঠলেন 🚗👵

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন 😯
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন 👁️👁️:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে...
সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে 🎓
আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’ 🙏

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো চিনতে পারব।' 🧐

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই।
আপনি নিজেই চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।' 😌🎶

😳 এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে! 👀👦

👨‍🏫 তখন টিচার বললেন:
"এসো ছোট ভাই,
তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?" 🎓😎🫢

👧 – “এই, তুই আবার আমার চিপস খেয়ে ফেলেছিস না?”👦 – “খাইনি তো… শুধু টেস্ট করছিলাম।”😒 – “টেস্ট করতে গিয়ে পুরো প্যাকেট শেষ!...
11/09/2025

👧 – “এই, তুই আবার আমার চিপস খেয়ে ফেলেছিস না?”
👦 – “খাইনি তো… শুধু টেস্ট করছিলাম।”

😒 – “টেস্ট করতে গিয়ে পুরো প্যাকেট শেষ!”
😅 – “আরে… তোর জন্যই তো খেয়েছি।”

👧 – “আমার জন্য খেয়ে ফেলিস মানে?”
👦 – “হ্যাঁ, যাতে তুই মোটা না হয়ে যাও।”

🤨 – “ধুর! আজকে তুই না… মিষ্টি না, একদম নালিশবাজ!”
😂 – “হাহা! আমি যদি নালিশবাজ হই, তুই তাহলে বকাবাজ।”

👧 – “চুপ! বেশি চালাকি করলি কিন্তু ব্লক মেরে দেবো।”
👦 – “তা হলে আমি নকল আইডি খুলে আবার এড করবো।”

🙄 – “ওফ্! এইজন্যই তোকে সামলানো যায় না।”
😏 – “তবু তুই ছেড়ে যেতে পারিস না আমাকে।”

👧 – “কেন পারি না?”
👦 – “কারণ আমি তোর সব চিপস খেয়ে ফেললেও… তোকে সবসময় নিজের করে রাখবো।”

🥰 – “পাজি… আবার কথায় মন গলিয়ে দিলি!”

11/09/2025

কিছু মানুষ আছে—
নিজের DP তে filter এত মারে,
সামনে দেখলে Google পর্যন্ত বলে—
“Identity not found।

08/09/2025

"টাকা দিয়ে সুখ কেনা যায় না—
কিন্তু বিরিয়ানি তো যায়!" 🍗😋

07/09/2025

আপনার ফোনের তুলা সেই সুন্দর চাঁদের চন্দ্রগ্রহনের ছবি টা দেন দেখি কার টা বেশি সুন্দর হইছে 🙄

Address

Naihati
743145

Alerts

Be the first to know and let us send you an email when Subrata's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share