31/08/2024
Megahz Concert
এই অনুষ্ঠানটি প্রথম শুরু হয় ২০০৯ সালে তারপর ধারাবাহিকভাবে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে থাকে নৈহাটি ঐকতান মঞ্চে, 2011 তে এই অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে MegaHz Audio & Video Production . 2019 এ আমরা এই অনুষ্ঠানের ১০ বছর পূর্তি উদযাপন করি . সেই অনুষ্ঠানে পারফর্ম করেছিল নৈহাটি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় 12 টি ব্যান্ড, কিন্তু তারপরেই করোনা মহামারীর প্রকোপ পরে সারা পৃথিবী জুড়ে যার ফলে আমরা ২০২০ সাল থেকে অনুষ্ঠান টির উদ্যোগ আর নিয়ে উঠতে পারিনি.
২৯ শে আগস্ট ২০২৪ নৈহাটি ঐকতান মঞ্চে আবার নতুনভাবে আমরা পথ চলা শুরু করলাম.
অনুষ্ঠিত হলো MEGAHz CONCERT 2K24 , এই অনুষ্ঠানে সেদিন পারফর্ম করে যথাক্রমে Fakibaz - the band , The Tramline Band - T2B , , Krakers ব্যান্ড এবং Tuhin Tapader এর উদ্যোগে তার স্টুডেন্টদের নিয়ে একটি ইন্সট্রুমেন্টাল দিয়ে অনুষ্ঠান শুরু হয়. পুরো অনুষ্ঠান টি সঞ্চালনা করেন Sarkar.
অনুষ্ঠানের শুভ সূচনা হয় যে বিশেষ একটি অডিও ভিসুয়াল এর মাধ্যমে সেটি আজ অফিশিয়ালি রিলিজ করা হলো।
কন্ঠে - Kumar Gourab Chakraborty Rap-Subhajyoti Sarkar
গীতিকার ও সুরকার - Subhajyoti Sarkar এবং Kumar Gourab Chakraborty
গীটার - Tuhin Tapadar
মিউজিক আরেঞ্জমেন্টস ও মিক্স মাস্টার - Kumar Gourab Chakraborty ( Megahz Studio)