News Time 24x7

News Time 24x7 News Time 24x7. Digital News is a collection of innovative and powerful news Digital Channel.

(সবার আগে সেরা খবর)

আমাদের চ্যানেল News Time 24x7 একটি ওয়েব পোর্টাল চ্যানেল News Time 24x7 আমাদের ওয়েব পোর্টালে রাজ্যের সমস্ত জেলার নিউজ এর আপডেট পাবেন এবং নিউজ আপডেট পেতে চোখ রাখুন News Time 24x7.

আমাদের সমস্ত রকম নিউজ পেতে ফলো করুন. Youtube- https://www.youtube.com/channel/UCTKK5imBlYmdyN766Ht3IaA

Twitter- https://twitter.com/newstime24x7wb

Instagram- https://www.instagram.com/newstime24x7

wb/

Public aap -

Dailyhunt - https://profile.dailyhunt.in/newstime24x7

Our Website
www.newstime24x7.in

সরকারি অনুদানের চেক প্রদান অনুষ্ঠান,কাঁকড়তলা থানায়https://dhunt.in/11To5CBy NEWS TIME 24x7 via Dailyhunt
19/09/2025

সরকারি অনুদানের চেক প্রদান অনুষ্ঠান,কাঁকড়তলা থানায়
https://dhunt.in/11To5C

By NEWS TIME 24x7 via Dailyhunt

সেখ রিয়াজুদ্দিন বীরভূম*দিন কয়েক পরেই অনুষ্ঠিত হবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎ...

স্কুবা ডাইভিং এবং মৃত্যু: সিঙ্গাপুরে জুবিন গার্গের ঘটনাটি কী ছিল?জুবিন গার্গের দুঃখজনক ঘটনা:সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের ...
19/09/2025

স্কুবা ডাইভিং এবং মৃত্যু: সিঙ্গাপুরে জুবিন গার্গের ঘটনাটি কী ছিল?

জুবিন গার্গের দুঃখজনক ঘটনা:

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় একটি অপ্রত্যাশিত শ্বাসকষ্টের কারণে মৃত্যুবরণ করেছেন ভারতীয় নাগরিক জুবিন গার্গ। জানা যায়, ডাইভিং করার সময় হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়, যা পরিস্থিতি অত্যন্ত সংকটময় করে তোলে। সিপিআর প্রয়োগের পর, তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে, আয়োজকদের দাবি অনুযায়ী, সমস্ত চেষ্টা সত্ত্বেও দুপুর ২:৩০-এ তাকে মৃত ঘোষণা করা হয়।

স্কুবা ডাইভিং কী?

স্কুবা ডাইভিং হলো একটি পানির নিচে অ্যাডভেঞ্চার, যেখানে মানুষ বিশেষ সরঞ্জামের সাহায্যে শ্বাস গ্রহণ করে এবং গভীর সমুদ্র বা জলাশয়ে ডুব দিয়ে সাঁতার কাটে। এটি পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর এবং মুগ্ধকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। ডাইভাররা এই অভিজ্ঞতার মাধ্যমে পানির নিচের জগৎ, রঙিন মাছ, প্রবাল প্রাচীর এবং অদ্ভুত জলজ প্রাণীদের দেখতে পারে। তবে, এই কার্যকলাপ যত আকর্ষণীয়, ততই বিপজ্জনক হতে পারে।

স্কুবা ডাইভিংয়ের বিপজ্জনক দিকগুলি:

বিশেষজ্ঞদের মতে, স্কুবা ডাইভিংয়ের সবচেয়ে বড় বিপদ হলো শরীরের উপর হঠাৎ চাপের পরিবর্তন। ডাইভিং করার সময়, ডাইভার যত গভীরে নামবেন, পানির চাপ ততই বৃদ্ধি পাবে। যদি এই চাপ দ্রুত কমে যায়, তাহলে তা ডিকম্প্রেশন অসুস্থতার কারণ হতে পারে, যা মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের জন্য মারাত্মক হতে পারে।

সাম্প্রতিক মৃত্যু: ৬ জুন, সংযুক্ত আরব আমিরাত

এছাড়া, মাত্র কয়েকদিন আগে ৬ জুন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্কুবা ডাইভিংয়ের সময় ২৯ বছর বয়সী ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার আইজ্যাক পলের মৃত্যু ঘটে। আইজ্যাক পল তার পরিবারের সাথে দুবাই ভ্রমণ করছিলেন এবং জুমেইরাহ সমুদ্র সৈকতে ডাইভিং করার সময় দুর্ঘটনাটি ঘটে।

19/09/2025

মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে হামলা, ২ জওয়ান শহীদ, বেশ কয়েকজন আহত ।

19/09/2025

রামপুরহাটে নাবালিকা হ*ত্যা*কাণ্ডে শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন অধীর রঞ্জন চৌধুরী।

19/09/2025

রামপুরহাটে নাবালিকা খু*নে চাঞ্চল্য, তদন্তে কড়া পদক্ষেপের দাবি অনন্যা চক্রবর্তীর

19/09/2025

স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ।

স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ.সিঙ্গাপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৫:বিশ্বখ্যাত গায়ক জুবিন গর্গ আ...
19/09/2025

স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ.

সিঙ্গাপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৫:
বিশ্বখ্যাত গায়ক জুবিন গর্গ আর নেই। ৫২ বছর বয়সে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুতে ভারতসহ বিশ্বের সংগীতপ্রেমীরা শোকাহত।

নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদন অনুসারে, গায়ক স্কুবা ডাইভিং করার সময় আচমকা সমুদ্রে পড়ে যান। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষপর্যন্ত তাঁর মৃত্যু হয়।

আজই সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ জুবিন গর্গের পারফর্ম করার কথা ছিল। সেই অনুষ্ঠান এখন শোকসভায় রূপ নিতে চলেছে।

জুবিন গর্গ: অসমীয়ার গর্ব, ভারতের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র

১৯৭২ সালে মেঘালয়ের শিলংয়ে জন্ম নেওয়া জুবিন গর্গের আসল নাম ছিল জুবিন বোরঠাকুর। নব্বইয়ের দশকে তিনি নিজের পদবি পরিবর্তন করে ‘গর্গ’ নেন এবং ধীরে ধীরে অসমিয়া সংগীতজগতের এক কিংবদন্তি হয়ে ওঠেন।

২০০৬ সালে বলিউড ছবির ‘গ্যাংস্টার’ সিনেমার জনপ্রিয় গান “ইয়া আলি” দিয়ে তিনি সারা দেশের মন জয় করে নেন। এরপর তিনি “সুবাহ সুবাহ”, “কেয়া রাজ হ্যায়” সহ আরও বহু জনপ্রিয় হিট গানে কণ্ঠ দিয়েছেন।

জুবিন গর্গ শুধু হিন্দি বা অসমিয়া নয়, বাংলা, তামিল, তেলুগু সহ ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন। সংগীত পরিচালক, গীতিকার এবং অভিনেতা হিসেবেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বহু বছর ধরে তিনি আসামের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে অসমিয়া সংগীত জগত যেমন এক বিশাল ক্ষতির সম্মুখীন হলো, তেমনই ভারতীয় সংগীত হারালো এক গর্বিত সন্তানকে।

‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গর্গ আর নেই, শোকে আসমান-ভেদী ভক্তরাসিঙ্গাপুরে আজ এক মর্মান্তিক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত...
19/09/2025

‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গর্গ আর নেই, শোকে আসমান-ভেদী ভক্তরা

সিঙ্গাপুরে আজ এক মর্মান্তিক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন জনপ্রিয় অসমিয়া গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।

19/09/2025

আজ-কাল করে ঘুরাচ্ছে রামপুরহাট হাসপাতাল, চিকিৎসার দাবিতে ক্ষোভ পরিবারের

19/09/2025

বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা: মুরারই কৃষি দপ্তরে ইডি-র হানা

মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তদন্তের গতি আরও জোরদার করল ইডি। শুক্রবার ইডি হানা দেয় বীরভূমের মুরারইয়ে কৃষি দপ্তরের দফতরে। সূত্রের খবর, জমি ও ধান বিক্রির টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে।

Birbhum district Ministry of Home Affairs, Government of India

19/09/2025

মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে নলহাটির ছেলের খু*ন ।

এক পরিযায়ী শ্রমিকের ক*রুণ পরিণতি ঘিরে শো*কের ছায়া নেমে এসেছে নলহাটিতে।



Birbhum district Ministry of Home Affairs, Government of India Maharashtra Times

18/09/2025

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ও সাংসদ শ্রমিক ভট্টাচার্যের আর্থিক সহযোগিতায় ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় পাঁকা রাস্তা ও ড্রেন কাজের শুভ সূচনা করা হয়।

Address

Nalhati
731220

Alerts

Be the first to know and let us send you an email when News Time 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Time 24x7:

Share