17/09/2022
আমি আমার নিজস্ব পরিচয় নিয়ে সবার কাছে পরিচিত । এখনও তেমন ভাবে কিছুই করতে পাড়িনি (উপার্জন) ।কারো ফেমাস ব্যাক্তিত্ব কে ব্যবহার করে আমি এপর্যন্ত আসিনি। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মানুষ।
আমি আমার ব্যাক্তি স্বাধীনতা নিয়ে চলতে পছন্দ করি।আমি কারো অধীনে যাতে না চলি সে শিক্ষায় আমার পরিবার আমাকে শিক্ষিত করেছেন।কার সাথে কিরুপ আচরন করতে হয় তা আমি খুব ভালো করে জানি।যেকোনো মানুষের সাথে সুসম্পর্ক রাখা টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।কারো সাথে কারো দ্বন্দ্ব থাকতেই পারে এজন্য আমি আমার সম্পর্ক তো নষ্ট করতে পারবো না।আমার আশেপাশে যারাই আছেন তাদের পেশা,কর্ম ,সফলতা কে আমি অনেক সম্মান করি।সবাই কষ্ট করেই যেকোনো সফলতা কে অর্জন করে।আপনারা যারা মানুষের সফলতা নিয়ে কানাঘুষি করেন,তাদের কাছে আমার অনুরোধ PLEASE LEAVE FROM MY FACEBOOK…এতো কানাঘুষি না করে অনন্তত নিজের পরিবারের দিকে মনোযোগি হলেও ভালো কিছু করতে পারবেন।।।।
এতো judgemental হলে তো চলবে না,যে যার মত দুনিয়াতে এসেছে,আপনাদের মতো lifeless মানুষের ওপর কেউ ভাগ বসাবে না!so chill please । জীবন তো একটাই তাই জীবনটাকেই উপভোগ করতে সিখুন,এতো judgemental হলে আপনার থেকে মানুষ অনেক দুরে চলে যাবে আর আপনি ঐ লাইফলেসই থেকে যাবেন।
আমি কোনো গ্রুপ নিয়ে চলি না আমি আমার মতো চলি।যারা যারা মানুষের অর্জনতা নিয়ে হাসি ঠাট্টা করেন তারা জীবনে কারো উন্নতি দেখে সন্তুষ্ট না।এতোটা লাইফলেস কেনো আপনারা??
মনে রাখবেন টাকা দিয়ে সব কিনতে পারলেও সফলতা এবং সম্মান কিনতে পারবেন না।মানুষ পরিশ্রম করেই ভালো গন্তব্যে পৌঁছায়।সফলতা অর্জনের কোনো shortcut way নেই।
আজকাল এমন একটা বিভ্রান্ত অবস্থা তে আছি,আপনাদের মতো লাইফলেস মানুষদের জন্য নিজের কোনো অর্জন আর কারো সাথে শেয়ার করি না।
আপনি যত বড় ফেমাস মানুষ ই হোন না কেনো ,আমার কাছে আপনি সবার আগে একজন মানুষ ।।।!
কারো নামে মন্তব্য করার অধিকার ঈশ্বর কাউকে দেয়নি,জানেন তো গীবতকারীর শাস্তি কী???
আমি সব পেশার মানুষকে অনেক সম্মান করি,আমি জানি সম্মান অর্জন করতে কত কষ্ট করতে হয়।পারলে মানুষের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করুন,মানুষের কাজ কে প্রশংসা করুন,মানুষের জন্য শুভ কামনা করুন।