Radoyan Islam Tamim

Radoyan Islam Tamim Assalamu Alaikum. I am professional freelancer.

দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। 🤗🌸 আপনি দেখিয়ে দিয়েছেন ৭০ বছর বয়সেও ফ্রিল্যান্সিং কাজ করে সফল হওয়া যায়। ফ্রিল্যা...
03/09/2024

দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। 🤗🌸
আপনি দেখিয়ে দিয়েছেন ৭০ বছর বয়সেও ফ্রিল্যান্সিং কাজ করে সফল হওয়া যায়।
ফ্রিল্যান্সি একটি মুক্ত পেশা। যার মাঝে আপনি পাবেন নিজের ব্যাক্তি স্বাধীনতা।
ফ্রিল্যান্সিং করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না এবং কোন বয়স সীমাবদ্ধ নেই। 🍁
আপনি আপনার হাতের ফোনটা দিয়ে ফ্রিল্যান্সিং করে বেকারত্ব দূর করতে পারবেন এবং মাস শেষ ভালো টাকা আয় করতে সক্ষম হবেন। তাই দেরী না করে এখনই এডমিশন নিন। 🌸
আমাদের ওয়েবসাইট : Luminous It Institute

কারণ, শরিয়াহ প্রতিষ্ঠিত হলে বিয়েও সহজ হয়ে যাবে, ইন শা আল্লাহ ✊
31/08/2024

কারণ, শরিয়াহ প্রতিষ্ঠিত হলে বিয়েও সহজ হয়ে যাবে, ইন শা আল্লাহ ✊

22/08/2024

আপনি যদি মনে করেন বুস্টিং মানেই ডিজিটাল মার্কেটিং,,,🥱
তাহলে মনে রাখবেন যেইখানে বুস্টিং এর খেলা শেষ সেইখান থেকেই ডিজিটাল মার্কেটিং এর খেলা শুরু!!😎

30/07/2024

টেলিভিশনে মাত্রই দেখলাম। ঢাকার রাজপথে এক মা পড়ে আছেন। কাঁদতে কাঁদতে বলছেন

- আমার ছেলেটা বাজার করতে গেছিলো। সে তো বিশ্ববিদ্যালয়েও পড়ে না। ইয়ং ছেলেপেলে দেখলেই কি ধরে নিয়ে যেতে হইবো?

এই বলে ভদ্রমহিলা কাঁদছিলেন।

কি, কোন সাদৃশ্য পান?

আমি পাই। তবে বলতে চাইছি না। আমার বুক কেঁপে উঠেছে। এতটা নিচে আপনারা আর নাইমেন না। এসব ইতিহাস হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশে এসব দেখার জন্য আমার বাবারা/দাদা/নানারা মুক্তিযুদ্ধে যায় নি। দয়া করে এবার থামুন।


আপনি যখন সফল হতে চাইবেন সমাজের  কিছু  বাজে মানুষ আপনাকে  পিছন থেকে  এভাবে টেনে ধরবে।আজকের দিনে  ভদ্র মানে আপনি  ভীতু। বি...
13/05/2024

আপনি যখন সফল হতে চাইবেন সমাজের কিছু বাজে মানুষ আপনাকে পিছন থেকে
এভাবে টেনে ধরবে।
আজকের দিনে ভদ্র মানে আপনি ভীতু।
বিনয়ী মানে আপনি দূর্বল।
সৎ মানে আপনি বোকা, আর স্পস্টবাদী মানে আপনি বেয়াদব
আর ভূল ধরিয়ে দেওয়া মানে আপনি শত্রু।
তাই নিজে কিছু করুন।
বদলে যাবে দেশ, বদলে যাবে সমাজের চিত্র।🌸

সফলতা কত দূর জানিনা, ক্লান্ত 'হবো কিন্তু থেমে যাবো না। ইনশাআল্লাহ.! 🌸
12/05/2024

সফলতা কত দূর জানিনা, ক্লান্ত 'হবো কিন্তু থেমে যাবো না। ইনশাআল্লাহ.! 🌸

‼️স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করুন‼️আমাদের সবার লক্ষ্য আছে। আমরা সবাই আমাদের জীবনে অনেক কিছু অর্জন করতে চাই, কিন্তু সাফল্...
09/05/2024

‼️স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করুন‼️
আমাদের সবার লক্ষ্য আছে। আমরা সবাই আমাদের জীবনে অনেক কিছু অর্জন করতে চাই, কিন্তু সাফল্যের রাস্তা সবসময় সহজ নয়।

‼️জীবনে যারা জয়ী হয়েছে তারা একদিনেই জয়ী হয় নাই অনেক ব্যর্থতার পরে অনেক কষ্টের পরে তারা সাফল্য অর্জন করেছে🏆

‼️একবার ব্যর্থ হলে আবার দেখতে হবে কোথায় লাস্ট টাইম ভুল করেছি আমার কোথায় আর একটু ভালো করতে হবে সেই ভুলগুলোকে শিক্ষা হিসেবে নিয়ে সামনে আরো ভালো করতে হবে।🔥

🤝নিজের স্বপ্নকে পূরণ করুন🌹🫰💪🤲

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ01. রিসার্চের অভাব।02. ধৈর্য্য না থাকা।03. সঠিকভাবে স্কিল না শিখা।04. ভালো ইংরেজি ...
07/05/2024

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ
01. রিসার্চের অভাব।
02. ধৈর্য্য না থাকা।
03. সঠিকভাবে স্কিল না শিখা।
04. ভালো ইংরেজি না জানা।
05. কাজ করতে বা শিখতে অলসতা করা।
06. সঠিক গাইডলাইন না পাওয়া।
07. সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করা।
09. সঠিক সাপোর্ট না পাওয়া।
10. ক্রিয়েটিভ চিন্তাভাবনা না থাকা।
11. ক্লাইন্ট কমিউনিকেশন।
12. সহজে হাল ছেড়ে দেওয়া।
13. সময় না দেওয়া।
14. পরিশ্রম করতে না পারা।
15. ভালো মেন্টরশিপ না পাওয়া।
16. নিজের কাজের ক্যাটাগরি পরিবর্তন করা।
17. ধ্রুত ইনকাম শুরু করার প্রবণতা।
18. প্রতিযোগিতায় অংশগ্রহন করতে না পারা।
19. মার্কেটপ্লেসের ওপর ডিপেন্ড হয়ে থাকা।
20. নিজের কাজ নিজে খুজে বের করতে না পারা।

আলহামদুলিল্লাহ!!আমি সফল!!❤️‍🩹❤️‍🩹
05/05/2024

আলহামদুলিল্লাহ!!
আমি সফল!!❤️‍🩹❤️‍🩹

● বয়স তো মাত্র সংখ্যা, ইচ্ছা শক্তি আর সাপোর্ট পেলেই অসম্ভব কেও সম্ভব করা যায়, যদি চাওয়া টা হয় নিখুঁত, তাহলে পাওয়া টা সুন...
04/05/2024

● বয়স তো মাত্র সংখ্যা, ইচ্ছা শক্তি আর সাপোর্ট পেলেই অসম্ভব কেও সম্ভব করা যায়, যদি চাওয়া টা হয় নিখুঁত, তাহলে পাওয়া টা সুনিশ্চিত। 🌸
● ফ্রিল্যান্সিং করতে কোনো নির্দিষ্ট বয়স লাগে না,অতিরিক্ত মেধাবী হওয়া লাগে না,প্রয়োজন শুধু নিজের দক্ষতা-নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম ।

ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন বয়স লাগে না কোন পেশা লাগে না সবকিছুতেই পারফেক্ট দেখে নেই সবাই হাসান ভাইকে।একজন পুলিশ হয়েও ...
02/05/2024

ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন বয়স লাগে না কোন পেশা লাগে না সবকিছুতেই পারফেক্ট দেখে নেই সবাই হাসান ভাইকে।

একজন পুলিশ হয়েও ফ্রিলান্সিং এ স্কিল ডেভেলপমেন্ট করছে।
সব পেশার মধ্যে দিয়েই এই প্রতিনিয়ত আপডেট হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটি..☺️💚

যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন ,তাদের জন্য একটা সতর্কবার্তাঃঅনেকে আমাকে বলে , ভাই ফ্রিতে ফ্রিল্যান্সিং করতে চ...
28/04/2024

যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন ,
তাদের জন্য একটা সতর্কবার্তাঃ
অনেকে আমাকে বলে , ভাই ফ্রিতে ফ্রিল্যান্সিং করতে চাই। আমি তাদের বলি ,
আপনি পড়াশোনা করছেন,
আপনার শিক্ষককে তো পারিশ্রমিক দিতে হয় ,
আর একজন টপ রেটেড ফ্রিল্যান্সার আপনাকে তার কাজ রেখে সময় দিবে , তাকে আপনি কিছু টাকা দিবেন না ? অনেকে ফ্রিতে শিখার বা অল্পটাকাতে ফ্রিল্যান্সিং শিখানোর কথা বলে আপনার সাথে প্রতারনা করবে বা কিছু ভিডিও দিয়ে দিবে । ভিডিও দেখে ফ্রিল্যান্সার হওয়া যায় না ।
যদি ভিডিও দেখে ফ্রিল্যান্সার হওয়া যেতো তাহলে তো ইউটিউব এ এমন শত শত ভিডিও রয়েছে
সেখান থেকেই হওয়া যেতো, তাই না কি??
যদি শিখতে হয় তবে ভালো কোনো আইটি ইনিস্টিউটে শিখতে হবে, বাংলাদেশে ভালো কোনো আইটি ফার্ম থেকে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে কমপক্ষে
৬-৮ হাজার টাকা খরচ করতে হবে ।।
আপনার কাছে এটা অনেক বেশি মনে হতে পারে,
কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো আপনি ফ্রিল্যান্সিং থেকে যা আয় করবেন তার তুলনায় এটা বেশী নাকি কম।

ধন্যবাদ..☺️🖤

Address

Narayanganj

Telephone

+8801911679704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radoyan Islam Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radoyan Islam Tamim:

Share