
26/09/2025
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভারম্ভ চিহ্নিত হয় আজ ৩০ নং ওয়ার্ডের , সেবক শিল্পী চক্র ক্লাবের দুর্গা পূজা উদ্বোধনের মাধ্যমে। বছরের সবচেয়ে সুন্দর কয়েকটি দিনের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। অধীর রূপে অপেক্ষারত ভক্তেরা মায়ের দর্শনের জন্য আকুল। এই উৎসবে নেই কোনও ভেদাভেদ, নেই কোনও সামাজিক গণ্ডি। এই পুজো সবাই আসুন আমরা সকলে মায়ের সন্তানেরা মায়ের চরণে নিজেদের মনস্কামনা জানাই এবং উল্লাস সহকারে তার পূজা উপভোগ করি।