Firdousi Begum

Firdousi Begum Member - West Bengal Legislative Assembly | 151 Sonarpur Uttar AC | All India Trinamool Congress

খেয়াদহ-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাপনামারী কালীমাতা সংঘে আয়োজিত হয় ২ দিন ব্যাপী দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট। বাং...
24/10/2025

খেয়াদহ-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাপনামারী কালীমাতা সংঘে আয়োজিত হয় ২ দিন ব্যাপী দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট। বাংলার গলিতে গলিতে যে সকল প্রতিভা লুকিয়ে আছে, তাদের প্রয়োজন একটি সুযোগ যাতে তারা বাংলাকে ও বাঙালির ক্রীড়া দক্ষতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। এই ধরনের উদ্যোগ সেই সুযোগ করে দেয় লুকিয়ে থাকা সকল প্রতিভাদের। এগিয়ে আসুক ভবিষ্যৎ প্রজন্ম এবং দখল করে নিক খেলার মাঠ। আমরা সর্বদা সকল অভিনব উদ্যোগের পাশে আছি।

24/10/2025
আজ গ্রীনপার্ক পূজা প্রাঙ্গণে ভাই ফোঁটার এই অনন্য দিনটিতে রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পারিষদ জনাব নজরুল আলী মণ্ডল ম...
23/10/2025

আজ গ্রীনপার্ক পূজা প্রাঙ্গণে ভাই ফোঁটার এই অনন্য দিনটিতে রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পারিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়ের ব্যবস্থাপনায় আয়োজিত হয় ভাতৃদ্বিতীয়া উদযাপন অনুষ্ঠান।আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পেরে আমি গর্বিত। ভাই ফোঁটা শুধু একটি উৎসব নয়, এটি ভাই-বোনের সম্পর্কের দৃঢ়তা চিহ্নিত করে। সকল বোনেরা তাদের ভাই ও দাদাদের নিরাপত্তা এবং সমৃদ্ধি বৃদ্ধির প্রার্থনা জানায় ঈশ্বরের চরণে। সকল বোনদের ভালোবাসাকে কুর্নিশ জানাই এবং আশা রাখি, সর্বদা তাদের আশীর্বাদ তাদের ভাই ও দাদাদের জীবনের সকল বিঘ্ন নাশ করবে।

#2025

অন্ধকারে যখন আলো মেলে না, নিরুপায় হৃদয় যখন শক্তির খোঁজে থাকে, তখনই ভরসা হয়ে আসেন মা কালী। তিনি শুধু শক্তির দেবী নন, ত...
23/10/2025

অন্ধকারে যখন আলো মেলে না, নিরুপায় হৃদয় যখন শক্তির খোঁজে থাকে, তখনই ভরসা হয়ে আসেন মা কালী। তিনি শুধু শক্তির দেবী নন, তিনি মায়ের মতো আগলে রাখেন, সাহস জোগান এবং অন্যায়কে ধ্বংসও করেন। কালী পুজোর উদযাপনে মেতে উঠেছে সকল মর্ত্যবাসীরা।
গতকাল সোনারপুর উত্তর বিধানসভার ২ নম্বর সৃজনী পার্ক, উচ্চেপোতা, অনন্ত মণ্ডলের বাড়ি, খুড়িগাছী সৃজনী সংঘ বস্ত্র বিতরণী অনুষ্ঠান, মাধ্যমিক ও উঃ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সুসম্পন্ন হয়ে। মা আমাদের সকলকে শুভ বুদ্ধি প্রদান করুন, এই প্রার্থনা জানাই মায়ের চরণে।

#2025

মা কালী তার সন্তানদের কাছে আগমন করেছেন। ধনিয়াখালির বিধায়িকা মাননীয়া আসীমা পাত্র মহাশয়ার বাড়ির কালী পূজার অনুষ্ঠানে ভক্ত...
21/10/2025

মা কালী তার সন্তানদের কাছে আগমন করেছেন। ধনিয়াখালির বিধায়িকা মাননীয়া আসীমা পাত্র মহাশয়ার বাড়ির কালী পূজার অনুষ্ঠানে ভক্তি ও আস্থার এক অনন্য সমাগমে কাটে এক অনবদ্য সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় উপস্থিত থেকে উৎসবকে আরও উজ্জ্বল করে তুলেছেন হুগলি জেলার সাংসদ এবং খ্যাতনামা অভিনেত্রী মাননীয়া রচনা ব্যানার্জি মহাশয়া, হুগলি জেলার পুলিশ সুপার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনাদের সকলকে জানাই কালী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মায়ের আশীর্বাদ সদা সর্বদা আমাদের সকলকে রক্ষা করুক, এই কামনা করি।

#2025

19/10/2025

Inauguration at Balia Dishari Ward 1

19/10/2025

Inauguration at Dhalua Adhibasi Sabuj Sanga ward 2

Address

Kamalgazi
Narendrapur
700103

Alerts

Be the first to know and let us send you an email when Firdousi Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firdousi Begum:

Share