
08/07/2025
আজ কামালগাজীতে অনুষ্ঠিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সম্পর্কিত অনুষ্ঠান। পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহে সকল মানুষকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে অবগত রাখতে এবং তাদের সকলকে দায়িত্বশীল নাগরিক রূপে তাদের কর্তব্য সম্পর্কে অবগত করতে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বারুইপুর পুলিশ জেলা, নরেন্দ্রপুর ট্র্যাফিক গার্ড। আজকের এই সভায় উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলা সুপারিন্টেন্ডেন্ট (SP) শ্রী পলাশ চন্দ্র ঢালি মহাশয়, রাজপুর সোনারপুর পৌরসভার পৌর-প্রধান পারিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, এডিশনাল এস.পি জোনাল ও হেডকুয়ার্টার এবং নরেন্দ্রপুর থানা এবং সোনারপুর থানার অফিসার-ইন-চার্জ ও পুলিশ এর বিভিন্ন আধিকারিকগণ। সকল নাগরিকরা সুরক্ষিত রূপে চলাফেরা করুন এবং সকলের চলার পথকে নিরাপদ রাখুন এই আমাদের প্রার্থনা।