Firdousi Begum

Firdousi Begum Member - West Bengal Legislative Assembly | 151 Sonarpur Uttar AC | All India Trinamool Congress

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভারম্ভ চিহ্নিত হয় আজ ৩০ নং ওয়ার্ডের , সেবক শিল্পী চক্র ক্লাবের দুর্গা পূজা উদ্বোধনে...
26/09/2025

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভারম্ভ চিহ্নিত হয় আজ ৩০ নং ওয়ার্ডের , সেবক শিল্পী চক্র ক্লাবের দুর্গা পূজা উদ্বোধনের মাধ্যমে। বছরের সবচেয়ে সুন্দর কয়েকটি দিনের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। অধীর রূপে অপেক্ষারত ভক্তেরা মায়ের দর্শনের জন্য আকুল। এই উৎসবে নেই কোনও ভেদাভেদ, নেই কোনও সামাজিক গণ্ডি। এই পুজো সবাই আসুন আমরা সকলে মায়ের সন্তানেরা মায়ের চরণে নিজেদের মনস্কামনা জানাই এবং উল্লাস সহকারে তার পূজা উপভোগ করি।

আজ সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ২৬ নং ওয়ার্ড, এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘে সুসম্পন্ন হয় দুর্গা পূজার উদ্বোধনী অনুষ...
26/09/2025

আজ সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ২৬ নং ওয়ার্ড, এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘে সুসম্পন্ন হয় দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠান। সোনারপুর দক্ষিণের বিধায়িকা মাননীয়া লাভলী মৈত্র মহাশয়া এবং আমার উপস্থিতিতে সুসম্পন্ন হয় ৭৯ বছরে পদার্পণ করা এই দুর্গোৎসব। আদ্যাশক্তি মহামায়া মা আমাদের সকলের জননী। তার পূজার অপেক্ষায় দিন গোনে তার প্রতিটি সন্তান। তার পূজায় ব্রতী হয়ে পরিবার পরিজনদের সাথে কাটে বছরের শ্রেষ্ঠতম দিনগুলি। মা আমাদের সকলের স্বপ্নে ও শয়নে বিরাজমান। আপনাদের সকলের পূজার দিনগুলি অত্যন্ত শুভ ও আনন্দময় হোক এবং মা আমাদের সকলকে তার আশীর্বাদ প্রদান করুন, এই কামনা করি।

#2025

আজ ৮ নং ওয়ার্ডের , নিশ্চিন্তপুর সার্বজনীন এবং তেঘরিয়া রামমোহন স্মৃতি সংঘে সম্পূর্ণ হয় দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠান।...
26/09/2025

আজ ৮ নং ওয়ার্ডের , নিশ্চিন্তপুর সার্বজনীন এবং তেঘরিয়া রামমোহন স্মৃতি সংঘে সম্পূর্ণ হয় দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠান। মায়ের আগমনের অপেক্ষায় উৎসুক হয়ে থাকে মায়ের সকল ভক্তদের মন। ভালোবাসার মানুষ, পরিবার, পরিজন, বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটানো পূজোর এই দিনগুলি সকল মানুষের কাছে অত্যন্ত প্রিয়। সারা বছরের ক্লান্তি, ব্যস্ততা সব কিছু ভুলিয়ে আড্ডায়, পান্ডেল ঘোরায়, খাওয়া-দাওয়ায় এবং নিজেদের ভালোবাসার মানুষদের সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ে সকল মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সকল মানুষের মনে বেজে ওঠে পূজোর ডঙ্কা। আপনাদের সকলের পূজো আনন্দময় হোক এবং আপনারা অনেক অনেক আনন্দ করুন, এই কামনা করি।

26/09/2025
গত ২৩শে সেপ্টেম্বর ২০২৫, অভূতপূর্ব বর্ষার সম্মুখীন হয়েছিল আমাদের শহর। জমা জলের কারণে শহরবাসীদের মোকাবিলা করতে হচ্ছিল বহু...
25/09/2025

গত ২৩শে সেপ্টেম্বর ২০২৫, অভূতপূর্ব বর্ষার সম্মুখীন হয়েছিল আমাদের শহর। জমা জলের কারণে শহরবাসীদের মোকাবিলা করতে হচ্ছিল বহু মুশকিলের। গত বুধবার রাজপুর সোনারপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মিলন পল্লী এলাকার ম্যানহোলে প্লাস্টিক জমে জল আটকে যাওয়ার কারণে সেটিকে পরিষ্কার করতে নামেন সাফাইকর্মী শ্রী জয়ন্ত ঘোষ। বহু সতর্কবার্তার সত্ত্বেও তিনি এই কাজটি করতে তৎপর হন এবং মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। আমরা সকলে এই ঘটনায় শোকাহত।
আজ সন্ধ্যায় প্রয়াত শ্রী জয়ন্ত ঘোষের বাড়িতে রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পরিষদ জনাব নজরুল আলী মন্ডল মহাশয় এবং আমি উপস্থিত থেকে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, তিনি সকল মানুষকে সুস্থ রাখুন এবং আমরা আশ্বাস দিচ্ছি, আমরা সকল মানুষের পাশে সর্বদা আছি।

#2025

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভারম্ভ চিহ্নিত হয় আজ ওয়ার্ড নং ৩০, রামকৃষ্ণ নগর বয়েজ ক্লাবে দুর্গা পূজা উদ্বোধনের মাধ...
25/09/2025

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভারম্ভ চিহ্নিত হয় আজ ওয়ার্ড নং ৩০, রামকৃষ্ণ নগর বয়েজ ক্লাবে দুর্গা পূজা উদ্বোধনের মাধ্যমে। বছরের সবচেয়ে সুন্দর কয়েকটি দিনের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। অধীর রূপে অপেক্ষারত ভক্তেরা মায়ের দর্শনের জন্য আকুল। এই উৎসবে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো সামাজিক গণ্ডি। এই পুজো সবার। আসুন আমরা সকলে মায়ের সন্তানের চরণে নিজেদের মনস্কামনা জানাই এবং উল্লাস সহকারে তার পুজো উপভোগ করি।

আজ বনহুগলি-১ রামচন্দ্রপুর, তরুণ সংঘে সম্পন্ন হয় দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠান। অধীর আগ্রহে অপেক্ষারত সন্তানেরা অবশেষে ...
25/09/2025

আজ বনহুগলি-১ রামচন্দ্রপুর, তরুণ সংঘে সম্পন্ন হয় দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠান। অধীর আগ্রহে অপেক্ষারত সন্তানেরা অবশেষে মায়ের চরণের দর্শন পেতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সকলে মনে প্রাণে মেতে উঠেছে উৎসবের আমেজে। মা সকলের মনস্কামনা পূরণ করুন এবং সকলকে সুস্থ রাখুন, এই প্রার্থনা জানাই।

আজ নরেন্দ্রপুর গ্রীনপার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবং নরেন্দ্রপুর নীলাচল কমপ্লেক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ...
25/09/2025

আজ নরেন্দ্রপুর গ্রীনপার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবং নরেন্দ্রপুর নীলাচল কমপ্লেক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। দীর্ঘ ১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মা এসেছেন তার সন্তানদের কাছে। বহু দিন ধরে ধরাধাম মেতে উঠেছে উৎসবের প্রস্তুতিতে। আজ দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পুরো দমে শুরু হয়ে গেল আনন্দ অনুষ্ঠান। রাত জেগে ঠাকুর দেখা থেকে শুরু করে, নতুন জামা পরে বন্ধুদের সাথে আড্ডা সবই হবে মায়ের আরাধনাকে কেন্দ্র করে। সকলকে জানাই দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রার্থনা করি সকলের পূজা সুন্দর এবং সুরক্ষিত রূপে কাটুক।

আজ আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয় সোনারপুর উত্তর বিধানসভার অন্...
25/09/2025

আজ আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয় সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত মহামায়াতলা ইস্ট মিলনী ক্লাবের দুর্গাপূজা উদ্বোধনী অনুষ্ঠান।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাননীয় সুমিত গুপ্ত (IAS) মহাশয়, বারুইপুর পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট মাননীয় শ্রী পলাশ চন্দ্র ঢালী (IPS) মহাশয়, অতিরিক্ত পুলিশ সুপার, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পারিষদ মাননীয় জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, নরেন্দ্রপুর থানার অফিসার ইন চার্জ, সাব ডিভিশনাল অফিসার এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার।
গত বছর যেসব পূজা কমিটিগুলি আর. জি. করের নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার উপলক্ষ্যে প্রদান করা সরকারি অনুদান গ্রহণ করতে অস্বীকার করেছিল, তারা এই বছর সরকারের ওপর ভরসার অনুভূতি ফিরে পেয়ে পূজার সরকারি অনুদানের জন্য আমার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান এবং আজ এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেই সকল পূজা কমিটিগুলিকে দুর্গাপূজার সরকারি অনুদান প্রদান করা হয়। বাঙালির সব বড় উৎসব আরম্ভ হয়ে গেছে। সকল বাঙালিরা মেতে উঠেছে আনন্দের আমেজে। মায়ের চরণে প্রার্থনা জানাই, তিনি সকল দুর্মতি নাশ করুন এবং সুখে শান্তিতে ভরে উঠুক তার সকল সন্তানের জীবন।

#2025

গতকাল খেয়াদহ ১ ছাপনামারী কালিমাতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় "ফুটবল ধামাকা ২০২৫" ফুটবল টুর্নামেন্টের লটারি, ...
25/09/2025

গতকাল খেয়াদহ ১ ছাপনামারী কালিমাতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় "ফুটবল ধামাকা ২০২৫" ফুটবল টুর্নামেন্টের লটারি, যেখানে ১৬টি দল অংশগ্রহণ করে চারটি বাইক জেতার জন্য। আসন্ন দুর্গা পূজার উদ্বোধনী অনুষ্ঠানকে উদ্‌যাপন করার উপলক্ষ্যে আয়োজিত হয় এই অভিনব অনুষ্ঠান। বাতাসে ভাসছে পুজোর গন্ধ এবং মানুষ পুরো দমে উপভোগ করছেন পুজোর আমেজ। আপনাদের উদ্‌যাপন নিরাপদ এবং আনন্দময় রূপে কাটুক, এই প্রার্থনা করি।

Address

Kamalgazi
Narendrapur
700103

Alerts

Be the first to know and let us send you an email when Firdousi Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firdousi Begum:

Share