24/10/2025
খেয়াদহ-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাপনামারী কালীমাতা সংঘে আয়োজিত হয় ২ দিন ব্যাপী দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট। বাংলার গলিতে গলিতে যে সকল প্রতিভা লুকিয়ে আছে, তাদের প্রয়োজন একটি সুযোগ যাতে তারা বাংলাকে ও বাঙালির ক্রীড়া দক্ষতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। এই ধরনের উদ্যোগ সেই সুযোগ করে দেয় লুকিয়ে থাকা সকল প্রতিভাদের। এগিয়ে আসুক ভবিষ্যৎ প্রজন্ম এবং দখল করে নিক খেলার মাঠ। আমরা সর্বদা সকল অভিনব উদ্যোগের পাশে আছি।