15/03/2025
আসসালামু আলাইকুম,
প্রিয় এলাকাবাসি,আমি একজন সোনা পুকুর দক্ষিন মাঝাপাড়ার মেয়ে, বেশির ভাগ মানুষ ক্যাখরা পাড়া নামে চিনে,,, আজকে আমি একটা কথা বলতে চাই, জানি একটা মেয়ে হয়ে আমার এ কথা বলা উচিত না, তবে না বললেই নয়, কারন সবাই এখন অন্যয়ের বিরুদ্ধে রুখে দাড়ায় এই মানুষটি আজ থেকে ৫ বছর আগে আমাকে ধর্ষনের চেষ্টা করে 😓 অতপর আমি চিৎকার করি, ঘটনা স্থলে আমার বাবা চলে আসে, চলে আসার পড়ে, আমার বাবাকে প্রান নাশকের হুমকি দেয়, এবং কি আমাকে ও মেরে ফেলার হুমকি দেয়,, তাদের টাকা ছিলো বলে আমার বাবাকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়, তাই এখন আর ভয় করে কোনো লাভ নেই, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আমার সাথে যা হতে চাই ছিলো, তা যে অন্য কোনো মেয়ের সাথে যেন না হয়,,, ওর কঠিন শাস্তি চাই আমি, এই এলাকা বাসির কাছে,,😭😭😭😭😭