Rinki r rannaghar

Rinki r rannaghar কিছু স্মৃতি মনের মধ্যে,কিছুটা সময়ের সাথে মিলিয়ে দিয়ে,রওনা দিলাম।সবকিছু ভালো হবে এই আশায়।

সামনেই পহেলা বৈশাখ,উৎসবের দিনে বাঙালির পাতে থাকুক চিংড়ি বাটা এঁচোড়। এঁচোড়,আলুকে তেজপাতা,লবণ ও হলুদ দিয়ে অর্ধেক সেদ্ধ...
31/03/2024

সামনেই পহেলা বৈশাখ,উৎসবের দিনে বাঙালির পাতে থাকুক চিংড়ি বাটা এঁচোড়।
এঁচোড়,আলুকে তেজপাতা,লবণ ও হলুদ দিয়ে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে।চিংড়ি মাছ মাথাসহ লবণ দিয়ে বেটে নিয়ে কড়াইতে তেল গরম করে সেদ্ধ আলু, এঁচোড় ভেজে,আবার ও কড়াইতে তেল গরম করে কালোজিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আদা-রসুন-পেঁয়াজ-টমাটো-জিরে-কাঁচালঙ্কা সহ বাটা মশলা সাথে স্বাদমতো লবণ ও হলুদ দিয়ে কষিয়ে বেটে রাখা মাথাসহ চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে এঁচোড় দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে ঢেকে রান্না করতে হবে, রস কমে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

একে তো নিরামিষের দিন,কি রান্না করবো ভাবছি,এদিকে ঘড়ির কাঁটা যেন দৌড়োচ্ছে।নয়টা বাজতে খুব বেশি দেরি নেই।সকাল নয়টায় মধ্...
28/12/2023

একে তো নিরামিষের দিন,কি রান্না করবো ভাবছি,এদিকে ঘড়ির কাঁটা যেন দৌড়োচ্ছে।নয়টা বাজতে খুব বেশি দেরি নেই।সকাল নয়টায় মধ্যে খাবার টেবিলে খাবার নিয়ে আমি এসে গেছি😀
আজকে সকালের রান্না আলুকে গ্রেট করে সাথে ধনেপাতা কুচি,বেসন,এক চিমটি হলুদ,স্বাদমতো লবন দিয়ে ফেটিয়ে নিয়ে গরম তেলে বড়া র আকারে ভেজে নিয়েছি।
সাথে মাশরুমের তেল পোস্ত দিয়ে গরম ভাত খেতে একেবারে ফাটাফাটি লাগে।মাশরুম গুলো ধুয়ে নিয়ে আপনাদের পছন্দের সাইজে কেটে নিয়ে, কড়াইতে তেল গরম করে কেটে রাখা মাশরুম,স্বাদমতো লবণ ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি,যতক্ষণ না জল কমে আসে(মাশরুম থেকে জল বেরোবে)আর মাশরুম একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাশরুম ভাজা ভাজা হয়ে এলে কিছু কাঁচা লঙ্কা কুচি আর হাত খুলে কাঁচা পোস্ত দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি।মাশরুমে তেল পোস্ত একেবারে মাখো মাখো থাকবে।
আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।

মূলো, রাঙাআলু, বেগুন,লাল কুমড়ো আর কাতলা মাছের মাথা দিয়ে সবজি ........
20/12/2023

মূলো, রাঙাআলু, বেগুন,লাল কুমড়ো আর কাতলা মাছের মাথা দিয়ে সবজি ........

কাকে যেন বকা দিচ্ছিলো😀😀😀
18/12/2023

কাকে যেন বকা দিচ্ছিলো😀😀😀

একসময় সাঁতার কাটতে কাটতে পাঁক তুলে গোটা পুকুরের জল কালো করে দিতাম,যদিও তখন পুকুর এতটা গভীর ছিল না।
13/12/2023

একসময় সাঁতার কাটতে কাটতে পাঁক তুলে গোটা পুকুরের জল কালো করে দিতাম,যদিও তখন পুকুর এতটা গভীর ছিল না।

আকাশের মুখ বেশ ভার সাথে হাওয়া বইতে শুরু করেছে,এই বুঝি বৃষ্টি এলো ভাবনা থেকেই ছাদে মেয়ের জামাকাপড় তুলতে গেছি,আর কিছুক্...
17/11/2023

আকাশের মুখ বেশ ভার সাথে হাওয়া বইতে শুরু করেছে,এই বুঝি বৃষ্টি এলো ভাবনা থেকেই ছাদে মেয়ের জামাকাপড় তুলতে গেছি,আর কিছুক্ষণের মধ্যেই দেখা একফালি রোদের।

Address

Navi Mumbai
Navi Mumbai
400702

Alerts

Be the first to know and let us send you an email when Rinki r rannaghar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share