26/02/2023
যখন ভীষণ মারধর করা স্কুলের স্যার/ম্যাডাম রাও বলে,
' ভালো থাকিস তোরা...মাঝে মাঝে স্কুলে আসিস....ভুলে যাস না সবার মতো.....
আর জ্বালাব না তোদের!!!'
যখন, টিফিন পিরিয়ডে শেষ ঘণ্টা পড়ার আগে লাঠি হাতে নিয়ে ঘোরা হেড স্যার ও একটা সৌম্য হাসি মাখা মুখে ভালোবাসায় ভরা চোখে আমাদের দিকে তাকিয়ে থাকে আর দেখা হবে না ভেবে...
যখন, স্কুলের স্যার/ ম্যাডামদের অকথ্য নাম দেওয়া ছেলেটাও শেষ দিনে তাদের আসল নামে ডেকে কেঁদে ওঠে...
যখন, দারুন দারুন রেজাল্ট হাতে নিয়েও সবাই এক মহা শোকে পাথর হয়ে যায় teacher's room টা দেখে...
যেদিন থেকে সব বন্ধুরা মিলে টিফিন পিরিযডে একসাথে আর গল্প করা হয়না....
যেদিন শেষ বারের মত মিড-ডে-মিল খাবে.... ডিম সিদ্ধ আর আলু ঝোল, মোটা চালের ভাত.....
যেদিন স্কুলের গত ৫ বছরের সব স্বরোস্বতি পুজো, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবসের আনন্দ হট করে মনে পড়ে যায়...
চোখের জল ধরে রাখা যায় না...
যেদিন, দারোয়ান দাদুর দিকে তাকিয়ে ভাববে...."আহা, কি জ্বালাতন করেছি লোকটাকে...
আচ্ছা, আজ ওর চোখে জল কেনো?"
তারপর তুমি গালে হাত দিয়ে দেখবে, তোমারও গাল ভিজে গেছে জলে....
খেলার মাঠটায় আজ ফাটা বাঁশ নিয়ে ক্রিকেট বা স্প্রাইট এর বোতল নিয়ে ফুটবল খেলা নয়, শুধু বিদায় দিয়ে আসবে হাঁটু গেড়ে বসে....শেষ বারের মত তোমার স্কুলড্রেস এর প্যান্ট টা নোংরা করবে হাঁটু ছুঁইয়ে...
কিছু বন্ধুর নাম শেষ বারের মত উচ্চারণ করা হয় যেদিনে....
যেদিন থেকে আর দেখা যাবে না তাদের....শুধু মনের গভীরে তাদের নাম, মুখ, স্মৃতি ভেসে উঠবে থেকে থেকে...
যেদিন তোমার প্রিয় টিচারদের শেষ বারের মত পায়ে হাত পড়বে তোমার....!!!
যেদিন, তোমার স্কুল জীবন শেষ হবে,
আর ঢুকতে পারবে না তোমার প্রিয় স্যার, প্রিয় বেঞ্চটাকে দেখার জন্য.... সেই বিশাল গেট পার করে আর ঢুকতে দেবে না তোমার বিবেক...
যখন সেই স্কুলটার সামনে দিয়ে গেলেই বুকটা হু হু করে উঠবে...
কতদিন স্কুলের ওই পাঁচিল টা টপকে পালিয়েছিলে...আজ বন্ধ দরজা দেখে ওই পাঁচিল টপকেই ভেতরে যাওয়ার ইচ্ছে জাগবে হঠাৎ!!!!
হেসে উঠবে তুমি... বুঝবে, চোখে জল ভরে আছে...
দুই বছর হলো স্কুল ছেড়েছি...এখনও সেই মায়া কাটিয়ে উঠতে পারিনি...সেই দিনগুলোর কথা মনে পড়লে চোখে জল আসে আজও...পারিনি মায়া কাটাতে...জানি, নতুনেরাও পারবে না....
কারণ,
It hurts very much...😊
লেখক-- সুজয় খাঁ