31/10/2025
🟢 দক্ষিণ করিমগঞ্জে আবারও উন্নয়নের জোয়ার আনতে চাই!
দক্ষিণ করিমগঞ্জ আজ এক নতুন দিগন্তের পথে এগিয়ে চলেছে। আর এই অগ্রযাত্রার অন্যতম কারিগর আমাদের প্রিয় নেতা, জনসেবায় নিবেদিত প্রাণ ছিদ্দিক আহমদ মহাশয়।
তিনি কখনো দল বা পদ নয়, বরং মানুষের কল্যাণকেই নিজের মূল লক্ষ্য হিসেবে দেখেছেন।
আমরা সবাই দেখেছি —
তিনি মানুষের দুঃখে পাশে থেকেছেন, দরিদ্রের কান্না শুনেছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন।
গ্রামের পথঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবায় উন্নতি—এই সবক্ষেত্রেই তাঁর কার্যকর ভূমিকা আজ সকলের কাছে দৃশ্যমান।
এই কারণেই আমরা আজ বলছি —
আমরা দল দেখে নয়, মানুষ দেখে ভোট দিই।
আর সেই মানুষ হলেন আমাদের হৃদয়ের কাছের, সাধারণ মানুষের নেতা ছিদ্দিক আহমদ মহাশয়।
তাঁর সহজ-সরল জীবনধারা, সততা, বিনয় ও জনগণের জন্য অবিরাম পরিশ্রম তাঁকে একজন প্রকৃত জনপ্রতিনিধি করে তুলেছে।
তাই আসুন, উন্নয়নের ধারাকে থামতে না দিই —
আবারও ঐক্যবদ্ধভাবে ২০২৬ সালে দক্ষিণ করিমগঞ্জে ছিদ্দিক আহমদ মহাশয়কে নির্বাচিত করি,
যেন তিনি আবারও আমাদের এলাকার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
✊ আমাদের প্রতিজ্ঞা — দল নয়, মানুষকে সমর্থন করি।
উন্নয়নের পথে, ছিদ্দিক আহমদের সাথে চলি।
Siddeque Ahmed