Durganagar Today

Durganagar Today SOCIAL WORKER

🟢 দক্ষিণ করিমগঞ্জে আবারও উন্নয়নের জোয়ার আনতে চাই!দক্ষিণ করিমগঞ্জ আজ এক নতুন দিগন্তের পথে এগিয়ে চলেছে। আর এই অগ্রযাত্র...
31/10/2025

🟢 দক্ষিণ করিমগঞ্জে আবারও উন্নয়নের জোয়ার আনতে চাই!

দক্ষিণ করিমগঞ্জ আজ এক নতুন দিগন্তের পথে এগিয়ে চলেছে। আর এই অগ্রযাত্রার অন্যতম কারিগর আমাদের প্রিয় নেতা, জনসেবায় নিবেদিত প্রাণ ছিদ্দিক আহমদ মহাশয়।
তিনি কখনো দল বা পদ নয়, বরং মানুষের কল্যাণকেই নিজের মূল লক্ষ্য হিসেবে দেখেছেন।
আমরা সবাই দেখেছি —
তিনি মানুষের দুঃখে পাশে থেকেছেন, দরিদ্রের কান্না শুনেছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন।
গ্রামের পথঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবায় উন্নতি—এই সবক্ষেত্রেই তাঁর কার্যকর ভূমিকা আজ সকলের কাছে দৃশ্যমান।
এই কারণেই আমরা আজ বলছি —
আমরা দল দেখে নয়, মানুষ দেখে ভোট দিই।
আর সেই মানুষ হলেন আমাদের হৃদয়ের কাছের, সাধারণ মানুষের নেতা ছিদ্দিক আহমদ মহাশয়।
তাঁর সহজ-সরল জীবনধারা, সততা, বিনয় ও জনগণের জন্য অবিরাম পরিশ্রম তাঁকে একজন প্রকৃত জনপ্রতিনিধি করে তুলেছে।
তাই আসুন, উন্নয়নের ধারাকে থামতে না দিই —
আবারও ঐক্যবদ্ধভাবে ২০২৬ সালে দক্ষিণ করিমগঞ্জে ছিদ্দিক আহমদ মহাশয়কে নির্বাচিত করি,
যেন তিনি আবারও আমাদের এলাকার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
✊ আমাদের প্রতিজ্ঞা — দল নয়, মানুষকে সমর্থন করি।
উন্নয়নের পথে, ছিদ্দিক আহমদের সাথে চলি।
Siddeque Ahmed

30/10/2025
16/10/2025

GOOD MORNING 🌅

দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত কেশরকাপন গাঁও পঞ্চায়েতের বৃহৎ জনসাধারণের আন্তরিক আহ্বানে আজ বিধায়ক জনাব সিদ্দেক আহমেদ ম...
12/10/2025

দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত কেশরকাপন গাঁও পঞ্চায়েতের বৃহৎ জনসাধারণের আন্তরিক আহ্বানে আজ বিধায়ক জনাব সিদ্দেক আহমেদ মহাশয় উপস্থিত হন পানীঘাট এলাকার হৃদয়স্থান, পানীঘাট মাদ্রাসায়। মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সমস্যার সমাধান করার জন্য প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে উনি উনার ব্যাক্তিগত তহবিল থেকে পানীঘাট মাদ্রাসায় এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন, যাতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হয় এবং প্রতিষ্ঠানটি সুসংগঠিতভাবে অগ্রসর হতে পারে।

12/10/2025

GOOD AFTER NOON

Address

Nilambazar

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
6pm - 7pm
Wednesday 9am - 5pm
6pm - 7pm
Thursday 9am - 5pm
6pm - 7pm
Friday 9am - 5pm
6pm - 7pm
Saturday 9am - 5pm
6pm - 7pm
Sunday 9am - 5pm
6pm - 7pm

Telephone

919613996401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Durganagar Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share