11/09/2025
কলিখাতা-র বাঙালির ভূত সিরিজের দ্বিতীয় বই।
ইতি মধ্যেই বহু পাঠকের কাছে পৌঁছে গেছে বাঙালির ভূত (২)। আপাতত অল্প কয়েকজনের থেকেই মতামত জানতে পেরেছি এবং তাঁরা সকলেই জানিয়েছেন দ্বিতীয়টি প্রথমটির থেকেও ভালো হয়েছে।
যাঁরা নিজের টাকা খরচ করে বই সংগ্রহ করেন এবং আমাদের মতামত জানান, তাঁদের এই মতামতই হল আমাদের শিক্ষার প্রধান মাধ্যম।
যার ফলে আমরা আমাদের কাজের মান ও বিষয়ে আরও নিখুঁত হতে চেষ্টা করি।
তাই কলিখাতা-র সকল পাঠকে ধন্যবাদ। . .
বাঙালির ভূত (২) : সম্পাদনা- বিজয় দাস ।। ৩০০/-
প্রকাশক : কলিখাতা . .
পাওয়া যাচ্ছে সর্বত্র
কলিখাতা-র ওয়েবসাইট : https://kolikhata.in/
কলিখাতা-র WhatsApp-এ: 089108 70957 . .
এছাড়াও সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের বই বিক্রেতার কাছ থেকে।
কলেজস্ট্রিটে
দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ধ্যানবিন্দু ও অন্যান্য বিপণিতে
এছাড়া
ডি.এম. লাইব্রেরী (বিধান সরণী)
পাপাঙ্গুলের ঘর (সোদপুর)
অনলাইনে
kolikhata. in
boighar. in
shabdopub. com
Amazon. com
boierhaat. com
ও আরও অন্যান্য
এছাড়াও বইভূত, বৈভাষিক, বইদেশিক, বইকথা, bibliophile এছাড়াও আপনার পছন্দের যেকোনো বিক্রেতাকে অর্ডার করলেও পেয়ে যাবেন।
বাংলাদেশে পাওয়া যাবে কথাপ্রকাশ, তক্ষশিলা, বাতিঘর, sobboi. com, উজান-এ অর্ডার করলে পেয়ে যাবেন।