31/12/2023
আজকের দিনটা নতুন বছর 😌💚
এখন রাত 12:00 সবাই যখন new year নিয়ে মাতামাতি করছে বাজি ফাটাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে ওই মুহূর্তে আমার চোখের জল গড়িয়ে গাল বেয়ে বালিশের ওপর পড়লো।
এমন টা না যে আমি খুশি নই নতুন বছর নিয়ে আমিও খুশি ছিলাম আগের দিন অব্দি , এমন দিনে এমন সময় আগের বছর আমি এইভাবে শুয়ে ভাবছিলাম যে বড়ো হলে celebrate করবো cake কাটবো অনেক ভালো ভাবে দিনটাকে আনন্দ করে কাটবো বাড়ির সবার সঙ্গে ,
কিন্তু ভাগ্য এতটাও ভালো না , 4 দিন আগে আমি cake আনবো কি রান্না করবো কি ভাবে আনন্দ করবো এইটা ভাবছিলাম প্রিয় মানুষটার সঙ্গে নতুন বছর শুরু করবো ।
কিন্তু কিছুই হলো না । না প্রিয় মানুষটা আমার সঙ্গে এখন।
নাহি পরিবারের কেউ । নতুন বছর এ চোখের জল যেনো থামতে চাইছে না । আমিও job করি টাকা আমার কাছেও আছে, কিন্তু আনন্দ করার অনুভূতিটা আর নেই।। একা একা তো আনন্দ করা সম্ভব না , আমি যখন বলি আনন্দের কথা বাড়ির কেউ শোনে না এমন ভাবে বলে যেনো ওদের কোনো ইছেই নেই । ওরা শুধু টাকা চায় ,আমি একা কি ভাবে কিছু করবো তাই ভাবলাম থাক কোনো একদিন তো উপভোগ করার সুযোগ হবে সেদিন নাহয় করবো ।।
মানুষ আনন্দ উপভোগ ছেড়ে কেনো এত টাকার পিছনে দৌড়ায় , যদি এমন থাকবে তাহলে এত টাকা কি করবে ?
কেউ আমার সঙ্গী হওয়ার নেই হয়তো তাই ঠোঁটে হাসি থাকলেও চোখে তো আর লোকানো সম্ভব না তাই চোখও চুপ থাকতে পারে না নিঃশব্দে ঝরেই যায় ,
না আগের বছর কারুর প্রিয় ছিলাম । নাহি পরের বছর কারুর প্রিয় হবো।। সারা জীবন ইছে গুলো কে শেষ করতে করতে কোনোদিন নিজেই না থাকলে ইচ্ছে গুলো ইচ্ছে হয়ে থেকে যাবে ।।
নিজের ইচ্ছে পূরণ এর দায়িত্ব নিজেই নাও অন্যের ভরসায় থাকলে কোনোদিন পূরণ হবে না।। এই দুনিয়ায় কেউ কারুর না ।।
কিছু মনের কথা যা তোমাদের বললাম ❤️🩹🙂