
07/10/2025
⛔ সিলেটে অস্ত্রের মুখে জিন্মি করে ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা সহ মোবাইল,মানিব্যাগ ছিনতাই...‼️
সিলেট নগরীর সুবিদবাজারের ব্যবসায়ী এস.বি কমিউনিকেশনের স্বত্বাধিকারী ও সুবিদবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বিজিত লাল দাশ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে নগরীর জালালাবাদ এলাকার মুখে, দর্শন দেউড়ী ব্রীজের সম্মুখে ৭/৮ জন যুবক তার সিএনজি গতিরোধ করে অস্ত্রের মুখে জিন্মি করে তার সাথে থাকা ব্যবসায়ীক নগদ ১৫ লক্ষ টাকা ও মোবাইল,মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। এরপর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।।