শাসন বাংলা TV

শাসন বাংলা TV শাসন বাংলা TV জনতার রায়
(2)

05/11/2025

‘বাংলার ভোট রক্ষা শিবির’:দাদপুরে নতুন জনসংযোগ অভিযান শুরু তৃণমূলের।

#আমিনপুর #শাসন

05/11/2025

মমতার আহ্বানে বসিরহাট থেকে কয়েক হাজারো তৃণমূল কর্মীর কলকাতামুখী মিছিল।

(SIR)-এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী আজ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল থেকেই বসিরহাটের বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে কর্মী-সমর্থকেরা জমায়েত হয়ে ব্যানার, পতাকা ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

জেলা সভাপতি জানিয়েছেন, দলের নির্দেশে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নিতে সবাই প্রস্তুত। রাজ্যজুড়ে তৃণমূলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন এবং জনগণের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলেও তিনি মন্তব্য করেন।

কলকাতায় আজকের এই সমাবেশকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

05/11/2025

গ্রামীণ উন্নয়নের নজির:প্রকল্প পরিদর্শনে দাদপুর গ্রাম পঞ্চায়েতের সক্রিয় ভূমিকা।

#আমিনপুর

05/11/2025

"বারাসাত ব্লক টু থেকে শতাধিক গাড়ি নিয়ে কলকাতার মহা মিছিলে যোগ দিতে রওনা দিলেন মনি নেতৃত্বে।"

05/11/2025

SIR থেকে কারুর নাম বাদ গেলে বিজেপির নেতাদের বাড়ি ঘেরা করা হবে এবং প্রতিবাদ জানানো হবে মোনোয়ারা বিবি পঞ্চায়েত সমিতির সভাপতি।

05/11/2025

আজ থেকে বাংলায় শুরু SIR বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম,কী লিখতে হবে,,,

04/11/2025

কলকাতায় রাজপথে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে SIR নিয়ে কলকাতায় পদযাত্রার উদ্দেশ্যে রওনা দিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সহ একাধিক নেতৃত্ববৃন্দরা।

04/11/2025

SIR আন্দোলনে গতি আনতে কলকাতার পথে বসিরহাটের তৃণমূল নেতারা।

04/11/2025

কামদুনি থেকে বিজেপির মন্ডল সভাপতি ভাস্কর মন্ডল SIR নিয়ে বার্তা দিলেন আত*ঙ্কিত হবেন না।

03/11/2025

কীর্তিপুরে SIR আলোচনা সভা:পঞ্চায়েত সদস্য ও জন প্রতিনিধিদের সক্রিয় মত বিনিময়।

কীর্তিপুর,৩ নভেম্বর: কামদুনি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো SIR (Specific Issue Review) আলোচনা সভা। নেতৃত্বে ছিলেন আরশাদ আলী ও একেএম ফরহাদ।

সভায় উপস্থিত ছিলেন সকল ব্লকের পঞ্চায়েত সদস্য ও জনপ্রতিনিধিরা। স্থানীয় সমস্যা ও জনসেবার উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হয়।

03/11/2025

মদনপুরে জোরালো সাড়া ফেলল‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ক্যাম্প।

03/11/2025

কামদুনি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত SIR আলোচনা সভা, নেতৃত্বে আরশাদ আলী ও একেএম ফরহাদ।

সকল ব্লকের পঞ্চায়েত সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে অংশ নেন সভায়

কীর্তিপুর, [তারিখ৩ রা নভেম্বর রবিবার]: কামদুনি দলীয় কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো SIR (Specific Issue Review) নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভায় নেতৃত্ব দেন কীর্তিপুর দুই নম্বর অঞ্চলের নেতা আরশাদ আলী এবং জেলা পরিষদের সদস্য একেএম ফরহাদ।

সভায় উপস্থিত ছিলেন সকল ব্লকের পঞ্চায়েত সদস্য ও জনপ্রতিনিধিরা, যারা স্থানীয় সমস্যার সমাধান এবং জনসেবার কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। আলোচনা সভায় বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তৈরি করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের সভা স্থানীয় জনগণের সমস্যাগুলি সরাসরি শোনার এবং কার্যকর সমাধান প্রণয়নের জন্য খুবই সহায়ক।

Address

North 24 Parganas

Telephone

+918961424806

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাসন বাংলা TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share