শাসন বাংলা TV

শাসন বাংলা TV শাসন বাংলা TV জনতার রায়
(4)

11/09/2025

বারাসাতে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বৃত্তি পরীক্ষা।

11/09/2025

বারাসাত 2 নং ব্লকের অধীন শাসন গ্রাম পঞ্চায়েতের খামার নওবাদ এফ.পি. স্কুলে ১০০, ১০১ ও ১০২ নং বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।

11/09/2025
10/09/2025

অর্জুন সিংয়ের এর বিরুদ্ধে শাসন থানায় FIR, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বারাসাত ২ ব্লকের সকল নেতৃত্ব।

10/09/2025

দেগঙ্গার আমিনপুরে আমাদের পাড়া 'আমাদের সমাধান ও দুয়ারে সরকার'ক্যাম্পে উৎসাহজনক সাড়া।

09/09/2025

খড়িবাড়ীঃ চৌমাহ পদ্মরাজপাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান”ও দুয়ারে সরকার ক্যাম্প।

09/09/2025

নেশার আসরেই মৃ*ত্যু! মধ্যমগ্রামে বন্ধুর হাতে বন্ধু খু*ন, চাঞ্চল্য এলাকায়‌।

08/09/2025

দাদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ভাঁড়পাড়া বারমল্লিকা অবৈঃ প্রাথমিক বিদ্যালয় দাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠ দফায় আমাদের পাড়া আমাদের সমাধান”ও দুয়ারে সরকার ক্যাম্প। পাশাপাশি বিদ্যালয়ের দুটি নতুন শ্রেণিকক্ষের শুভ সূচনা।

07/09/2025

বারাসাত গভর্নমেন্ট কলেজে SSC নবম ও দশম শ্রেণির পরীক্ষা,৭০২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে

বারাসাত,৭ সেপ্টেম্বর:
আজ থেকে বারাসাত গভর্নমেন্ট কলেজে শুরু হচ্ছে এসএসসি নবম ও দশম শ্রেণির পরীক্ষা, যেখানে মোট ৭০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার সুষ্ঠু আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষ মোট ২১টি রুম বরাদ্দ করেছে, যা কলেজ ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত।

পরীক্ষার্থীদের সুবিধার্থে কলেজের প্রবেশদ্বারের পাশেই পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী কক্ষ তালিকা লাগানো হয়েছে। কলেজ চত্বরে পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

কলেজ সূত্রে জানানো হয়েছে, সব পরীক্ষার্থীকে সময়মতো উপস্থিত হয়ে সঠিক রুমে প্রবেশ করতে বলা হয়েছে। শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষকদের পাশাপাশি কলেজ কর্মীরা নজরদারির দায়িত্বে থাকবেন।

পরীক্ষা চলাকালীন কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ।

07/09/2025

বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে শিক্ষক দিবস উদযাপন।

06/09/2025

খড়িবাড়ি আন্দুলিয়া হাফিজিয়া কোরানীয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন।

05/09/2025

মধ্যমগ্রামে মাইকেল নগর শিক্ষানিকেতনে ডিজিটাল লাইব্রেরির শুভ উদ্বোধন।

ছাত্রছাত্রীদের বইয়ের বোঝা কমাতে অভিনব উদ্যোগ

সময় বদলাচ্ছে, শিক্ষার ধরনেও আসছে পরিবর্তন। বইয়ের ভারে ন্যুব্জ হয়ে পড়া ছাত্রছাত্রীদের বইয়ের বোঝা থেকে মুক্তি দিতে অভিনব পদক্ষেপ নিল মধ্যমগ্রামের মাইকেল নগর শিক্ষানিকেতন। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অনুপ্রেরণায় এবং মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে বিদ্যালয়ে উদ্বোধন করা হলো এক অত্যাধুনিক ডিজিটাল লাইব্রেরি।

শুক্রবার বিদ্যালয়ে এই ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ স্বয়ং। আধুনিক এই পাঠাগারে কম্পিউটারের মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়তে পারবে বিভিন্ন বিষয়ের বই। এছাড়াও, স্মার্ট ডিজিটাল বোর্ডের সাহায্যে আরও সহজে ও আকর্ষণীয়ভাবে শেখার সুযোগ মিলবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ডিজিটাল লাইব্রেরি ছাত্রছাত্রীদের বইয়ের ভার কমিয়ে তাদের মধ্যে শিক্ষার আগ্রহ ও মনোযোগ আরও বাড়াবে। নতুন প্রজন্মের জন্য এ এক যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন অভিভাবকরাও।

Address

North 24 Parganas

Telephone

+918961424806

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাসন বাংলা TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share