নজরে দেগঙ্গা

নজরে দেগঙ্গা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নজরে দেগঙ্গা, News & Media Website, taki rode, North 24 Parganas.

08/10/2025

সামনে আলোর উৎসব দীপাবলি উৎসব
এখন থেকে পসার সাজিয়ে বসেছে নানান রঙ বেরঙের রঙিন আলোকসজ্জার সরঞ্জাম বিক্রেতারা।

বেড়াচাঁপা বাজারে এমন ছবি ধরা পড়ল।

দেগঙ্গা থানা পুলিশের বড় সাফল্য। খুনের ২৪ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করল পুলিশ।ধার দেওয়া পাওনা টাকা চাওয়াটাই দেগঙ্গার স...
08/10/2025

দেগঙ্গা থানা পুলিশের বড় সাফল্য। খুনের ২৪ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করল পুলিশ।

ধার দেওয়া পাওনা টাকা চাওয়াটাই দেগঙ্গার সরিফুল মন্ডলের হয়ে গিয়েছিল বড় অপরাধ।ধার নেওয়া পাওনা টাকা সব মিটিয়ে দেবে বলে বাড়িতে ডেকে প্রেমিকা ও তার দুই সহযোগীর হাতে নৃশংস ভাবে খুন হতে হল বছর পঁয়ত্রিশের সরিফুলকে। অণ্ডকোষ ফাটিয়ে গলা টিপে শ্বাসরোধ করে সরিফুলকে খুন করা হয়েছে এমনই তথ্য উঠে এল এই খুনের তদন্তে।

প্রেমিকার বাড়ির পিছনে আমবাগানে খুন করে আমবাগানের পাশে ধানখেতে মৃতের অর্ধনগ্ন দেহ ফেলে দেয় খুনিরা। এই খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ৩ এখনও মেলেনি মৃতের পরণের নিচের অঙ্গের পোষাক ও মৃতের ব্যবহৃত মোবাইল।

মুল অভিযুক্ত খুনির নাম ইসমাতারা বিবি। বছর পয়ঁতাল্লিশের ইসমাতারা সঙ্গে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেমের সম্পর্কের বছর কয়েক আগে জড়িয়ে পড়ে বিবাহিত সরিফুল। প্রেমের সর্ম্পকে জড়িয়ে মোটা টাকা ধার নেয় ইসমাতারা। সম্প্রতি সেই ধার দেওয়া টাকা ফেরত চেয়ে বার বার ইসমাতারাকে ফোন করত সরিফুল।

সেই টাকা ফেরত দেবে বলে সোমবার সন্ধ্যায় সরিফুলকে নিজের বাড়িতে ডাকে ইসমাতারা। এরপর পরিকল্পনা করে সরিফুলকে খুন করে ইসমাতারা।

ধার নেওয়া টাকা পরিশোধ না দেওয়া ও প্রেমের সম্পর্কের টানাপড়োনে কি এই খুন ? বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ। রাতেই গ্রেফতার হয় ইসমাতারা বিবি। তাঁকে জেরা করে মেলে আরও দুজনের নাম। একজনের নাম মহাবীর ঘোষ ডাক নাম মনা অপর একজনের নাম সফিক মন্ডল।

সুত্রের খবর, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্ৰাম পঞ্চায়েতের শ্বেতপুর মোল্লাপাড়ায় সরিফুল ইসলাম।

পেশায় চাষবাস সরিফুল বিবাহিত। তাঁর দুই সন্তান আছে। পরিবারের সদস্যেরা রাতভর খুঁজেও মেলেনি সরিফুলের সন্ধান। অবশেষে মঙ্গলবার সাত সকালে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে নিখোঁজ সরিফুল মন্ডলের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়।

শ্বেতপুর মোল্লাপাড়ার চাতরের মাঠ ধান চাষের কৃষিজমির পাশে পড়ে থাকতে দেখা যায় নিখোঁজ সরিফুলের অর্ধনগ্ন দেহ। মাথার অংশ ডুবে ছিল ধান চাষের কৃষি জমিতে জমে থাকা জলে।

পুলিশ দেহ উদ্ধারে এলে কিছুটা উত্তেজনা ছড়ি্যে পড়ে দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্ৰাম পঞ্চায়েতের শ্বেতপুর মোল্লাপাড়ায়। কে করল খুন? খুনি কে? অবিলম্বে গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী।

পুলিশি তদন্তে রাতেই গ্রেফতার হয় ৩ জন। বুধবার ধৃতদের বারাসত মহকুমা আদালতে পাঠিয়ে ৬ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে এই খুনের মুল কারণ কি? তা রহস্য উদ্মোচনে নেমেছে পুলিশ
#খুনদেগঙ্গায়
#দেগঙ্গাপুলিশেরসাফল্য

বিদ্যুতের বকেয়া বিল মেটানোর পর সরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরেই মিলল বিদ্যুৎ সংযোগ। খুশি পড়ুয়ারা!বিদ্যুৎ বি...
08/10/2025

বিদ্যুতের বকেয়া বিল মেটানোর পর সরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরেই মিলল বিদ্যুৎ সংযোগ। খুশি পড়ুয়ারা!

বিদ্যুৎ বিল যে বকেয়া ছিল তার প্রমাণ বিদ্যুৎ দফতরে জমা দেওয়া মাদ্রাসা কতৃপক্ষের এই আবেদনপত্র। যেখানে আজকের তারিখ যেমন পরিস্কার উল্লেখ আছে তার পাশাপাশি বকেয়া বিল পরিশোধের পর সংযোগের আবেদনও করা হয়েছে।

নজরে দেগঙ্গা পেজের Live একটি প্রতিবেদনে বিদ্যুতের বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল কি বিদ্যুৎ দফতর? খবর প্রকাশের সত্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা সত্যি কিনা দেখুন।

পুজার ছুটি কাটিয়ে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চালু হতেই বিদ্যুৎ বিহীনে নাজেহাল অবস্থা পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের।

এমনই ছবির ধরা পড়ল বুধবার দেগঙ্গার হাদিপুর শাহা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়।

বিদ্যুৎ বিল বকেয়া নেই টেকনিক্যাল সমস্যা এমনটা দাবি করেছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক রুহুল আমিন মহাশয়।

যদিও বেড়াচাঁপা বিদ্যুৎ দফতরে মাদ্রাসা কতৃপক্ষের জমা দেওয়া আবেদনপত্র প্রমাণ করছে বিদ্যুতের বিল বকেয়া ছিল।

08/10/2025

বিদ্যুতের বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল কি বিদ্যুৎ দফতর?
পুজার ছুটি কাটিয়ে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চালু হতেই বিদ্যুৎ বিহীনে নাজেহাল অবস্থা পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের।
এমনই ছবির ধরা পড়ল বুধবার দেগঙ্গার হাদিপুর শাহা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়।

বিদ্যুৎ বিল বকেয়া নেই টেকনিক্যাল সমস্যা এমনটা দাবি করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক রুহুল আমিন মহাশয়।

আসুন কে কি জানাচ্ছেন সবটাই দেখুন এই ভিডিওটিতে

08/10/2025

স্কুলের তল্পিতল্পা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক ICDS কর্মী। যে বাড়িতে ঘরের একাংশ সামান্য ভাড়া নিয়ে চলত শিশুদের পঠনপাঠন। সেই বাড়ির মালিক তুলে দিয়েছেন বলে দাবি করেন ICDS কর্মী।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে, দেগঙ্গার নুরনগর গ্ৰাম পঞ্চায়েতের খেজুরডাঙা ৩০৯ নং ICDS কেন্দ্রে।

যদিও এই ঘটনা জানাজানি হতেই দুদিন পর ওই বাড়িতেই ফিরিয়ে ICDS কেন্দ্রটির শিশুদের পঠন পাঠনের ব্যবস্থা করেন স্থানীয় পঞ্চায়েত প্রশাসন নেতৃত্ব।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই কেন্দ্রটি জন্য জমি নির্ণয় হয়েছে। খুব শীঘ্রই ভবন তৈরি করা হবে। আপাতত যেখানে বাড়ি ভাড়া নিয়ে চলছে এই পঠনপাঠন তা সেখানেই চালিয়ে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

৫ই অক্টোবর রবিবার পুজার ছুটিতে ঠিক কি ঘটেছিল তা দেখুন।

সত্যিই তো অহংকার করে লাভ কি? ঘুম না ভাঙলেই তো পরকাল!একটি ট্রাকের পিছনে লেখাটা গভীরভাবে রেখাপাত করল আমার মনে। আপনারা কি ব...
07/10/2025

সত্যিই তো অহংকার করে লাভ কি?
ঘুম না ভাঙলেই তো পরকাল!

একটি ট্রাকের পিছনে লেখাটা গভীরভাবে রেখাপাত করল আমার মনে। আপনারা কি বলেন?

07/10/2025

পুলিশের পেতে রাখা গার্ডরেলে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টিয়ে গেল যাত্রীবাহী টোটো
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়ানি বিল সংলগ্ন টাকি রোড়ের উপর
যাত্রীদের উদ্ধার হাত লাগালো পুলিশ

07/10/2025

কোজাগরী লক্ষ্মী পূজা ঘিরে মেলা বেড়াচাঁপায়।

বেড়াচাঁপা ফুটবল খেলার মাঠে এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল দেবালয় পূর্বাশা অ্যাথলেটিক ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চলচ্চিত্র জগতের কমেডিয়ান অভিনেতা পার্থ প্রতীম চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন দেগঙ্গার SDPO উৎপল পুরকায়স্থ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ। এছাড়া পূজা আয়োজক কমিটির নবীন ও প্রবীন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথি চলচ্চিত্র জগতের কমেডিয়ান অভিনেতা পার্থ প্রতীম চক্রবর্তী প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে সুবর্ণ জয়ন্তী বর্ষে পূজামন্ডপের শুভ সুচনা করেন সোমবার রাত ৯টায়।

বেড়াচাঁপা ঐতিহ্যবাহী এই কোজাগরী লক্ষী পুজা ঘিরে ৫ দিন ধরে চলে মেলা। রঙ্গিন আলোকসজ্জায় ঢেকে যায় গোটা মন্ডপ ও দর্শনার্থীদের আসার পথ। সুউচ্চ রঙ্গিন পূজা মন্ডপ, সাবেকীয়ানা প্রতিমা দর্শনার্থীদের ভিড় যে উপচে পড়বে তা বলায় বাহুল্য।

এদিনে পূজা মন্ডপে উপস্থিত দর্শনার্থীদের মন জয় করে নেন চলচ্চিত্র জগতের কমেডিয়ান অভিনেতা পার্থ প্রতীম চক্রবর্তী।
অভিনেতার এই উপস্থিত মুহুর্ত আপনাদের সামনে তুলে ধরা হল

#কোজাগরীলক্ষীপূজা২০২৫

07/10/2025

নিখোঁজ ব্যক্তির অর্ধনগ্ন দেহ উদ্ধার দেগঙ্গায়।

ধান চাষের কৃষিজমির পাশে পড়ে থাকতে দেখা যায় নিখোঁজ ব্যক্তির অর্ধনগ্ন দেহ। মাথার অংশ ডুবে আছে ধান চাষের কৃষি জমিতে জমে থাকা জলে।

মৃত ব্যক্তির নাম সরিফুল মন্ডল(৪০+) সরিফুল এলাকায় কুরো নামে পরিচিত ছিল।

গতকাল সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল সরিফুল। আজ মঙ্গলবার সাত সকালে দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্ৰাম পঞ্চায়েতের শ্বেতপুর মোল্লাপাড়ার চাতরের মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ।

এইটুকু আপনাদের সামনে তথ্য তুলে ধরা হল । যেটুকু আমরা পেয়েছি।
#দেগঙ্গায়খুন

কোজাগরী লক্ষ্মী পূজা বেড়াচাঁপায়বেড়াচাঁপা ফুটবল খেলার মাঠে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল দেবালয় পূর্বাশা অ্যাথলেটি...
07/10/2025

কোজাগরী লক্ষ্মী পূজা বেড়াচাঁপায়

বেড়াচাঁপা ফুটবল খেলার মাঠে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল দেবালয় পূর্বাশা অ্যাথলেটিক ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চলচ্চিত্র জগতের কমেডিয়ান অভিনেতা পার্থ প্রতীম চক্রবর্তী।
#কোজাগরীলক্ষীপূজা২০২৫

07/10/2025

গতকাল থেকে নিখোঁজ ব্যক্তির আজ দেহ মিলল কৃষিজমি থেকে
দেগঙ্গার সোহাই শ্বেতপুর মোল্লাপাড়া এলাকার ঘটনা

06/10/2025

অভিনেতা পার্থ সারথী চক্রবর্তী বেড়াচাঁপাতে

বেড়াচাঁপা ফুটবল খেলার মাঠে ৫০ তম বর্ষের কোজাগরী লক্ষ্মী পূজা
আয়োজক - দেবালয় পূর্বাশা অ্যাথলেটিক ক্লাব
দেখুন পূজা মন্ডপ

Address

Taki Rode
North 24 Parganas
743424

Alerts

Be the first to know and let us send you an email when নজরে দেগঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share