নজরে দেগঙ্গা

নজরে দেগঙ্গা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নজরে দেগঙ্গা, News & Media Website, taki rode, North 24 Parganas.

চল চড়ে বসিবাইকের উপর সুপারির বস্তা তার উপর আরোহী!
10/09/2025

চল চড়ে বসি
বাইকের উপর সুপারির বস্তা তার উপর আরোহী!

10/09/2025

এটা নাকি প্রতিভা
আপনারাও কি সেটাই মনে করেন?

শব্দহীন ভিডিও

09/09/2025

সংগঠিত হচ্ছে প্রতিবাদ
বিচারের দাবিতে পথে নামার ডাক নির্যাতিতার মায়ের।

দেগঙ্গা বিধানসভার অন্তর্গত হওয়ায় সব শ্রেণীর মানুষের কাছে প্রতিবাদে সামিল হওয়ার আবেদন নির্যাতিতার মায়ের।

কয়েকদিন আগে কদম্বগাছীতে দুই প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার হন এক যুবতি।

থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তদের পক্ষ হইতে মারধর হুমকি এমনকি প্রাণনাশের হুমকি পাশাপাশি
এলাকাছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

আতঙ্কে গৃহবন্দী যুবতীর পরিবারের পক্ষ হইতে এবার বিচার চেয়ে পথে নামার আহ্বান নির্যাতিতার মায়ের। পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল ISF.

09/09/2025

গভীর রাতে ঘুমন্ত দম্পতির ঘরে ঢুকে স্বামীর পাশে শুয়ে থাকা স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় পুলিশের হাতে গ্ৰেফতার প্রতিবেশী বিপত্নীক এক যুবক

🚨NDA’s CP Radhakrishnan wins the Vice Presidential election 🎉He is the new Vice President of India 🇮🇳NDA strength: 437 →...
09/09/2025

🚨

NDA’s CP Radhakrishnan wins the Vice Presidential election 🎉

He is the new Vice President of India 🇮🇳

NDA strength: 437 → secured 452 votes 🤯

— MASSIVE cross-voting 🔥

ইন্ডিয়া জোটের কোন ১৫ জন্য এনডিএ জোটকে ভোট দিল ?

সম্পুর্ন তথ্য ও ছবি সামাজিক মাধ্যম হইতে সংগৃহিত
নজরে দেগঙ্গা পেজে শুধুমাত্র শেয়ার করা হল।

09/09/2025

সাপেকাটা রোগিকে কখন ওঝার বাড়িতে নিয়ে যাবেন না।
পাশাপাশি যে ওঝা সাপেকাটা রোগিকে সব জেনেশুনে ঝাঁকফুক করবেন তা জানা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবধান সাপাকাটা রোগিকে ঝাঁকফুক নয়
সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে নিয়ে যান

লুকোচুরি খেলা কালো মেঘ ভেদ করে নির্গত সূর্যের ছটা
09/09/2025

লুকোচুরি খেলা

কালো মেঘ ভেদ করে নির্গত সূর্যের ছটা

09/09/2025

দূর্গা পূজার আগে বাংলাদেশ থেকে ভারতে আসছে টন টন পদ্মার ইলিশ!

পাঠাচ্ছেন বাংলাদেশের
ইউনুস সরকার

গাঁজা ও হেরোইন নেশার মাদক কেনার খরচ জোগাতে একের পর এক চুরির অভিযোগ গ্ৰামের এক যুবকের বিরুদ্ধে ।রবিবার রাতে একটি বাড়ি থে...
08/09/2025

গাঁজা ও হেরোইন নেশার মাদক কেনার খরচ জোগাতে একের পর এক চুরির অভিযোগ গ্ৰামের এক যুবকের বিরুদ্ধে ।

রবিবার রাতে একটি বাড়ি থেকে দুটি দামী মোবাইল চুরি ঘিরে গ্ৰামে ছড়াল চাঞ্চল্য। চুরির অভিযোগে সোমবার দুপুরে ধরা পড়ল সেই নেশায় আসক্ত যুবকই। অভিযুক্তের নাম রোহিত আলি। একটি গাছের গায়ে অভিযুক্তের কোমরে দড়ি দিয়ে বেঁধে জিজ্ঞাসাবাদ করতেই চুরির কথা স্বীকার।

ঘটনাটি ঘটেছে, দেগঙ্গার লেবুতলা খোর্দ দিঘিরমাঠ পাড়ায়। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় গ্ৰামবাসী। চুরি যাওয়া মোবাইল উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

সুত্রের খবর, গ্ৰামে একের পর এক চুরির মাঝে রবিবার রাতে খোর্দ দিঘিরপাড়া এলাকায় খুকুমনি বিবির বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরি যায় দুটি দামী মোবাইল। এরপর সোমবার সকালে চুরি ঘটনা গ্ৰামে জানাজানি হতেই রোহিত আলির নাম ওঠে আসে।

এদিন দুপুরে রোহিতকে ধরে জিজ্ঞাসাবাদ করতে রোহিত স্বীকার করে চুরি করেছে সে। চুরি যাওয়া মোবাইল অপর দুই সঙ্গীর মাধ্যমে অন্যত্র পাচার করে দেওয়া হয়েছে বলে সে জেরায় পুলিশকে জানায়। রোহিতের দুই সঙ্গী খোঁজ শুরু করেছে পুলিশ।

08/09/2025

নাটকের নাম "পাপের ফল"

কলসুর অঞ্চলের
মন্ডলপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন পড়ুয়া অংশগ্রহণ করল এই নাটক।

সোমবার শিক্ষক দিবস পালিত হল কলসুর মন্ডলপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

নাটকের উদ্যোক্তা বিদ্যালয়ের শিক্ষিকা রিনা খাতুন। সহযোগিতায় অন্যান্য শিক্ষক, শিক্ষিকা গন

আসুন ছোট খুদে পড়ুয়াদের নাট্যাভিনয় "পাপের ফল" নাটকের বেশ কিছু অংশ নজরে দেগঙ্গা পেজে তুলে ধরা হল।

মা আসছেন অপেক্ষা আর কয়েকটা দিন রাস্তার  পাশে কাঁচা মাটির তৈরি মায়ের প্রতিমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে স্কুল থেকে বাড...
08/09/2025

মা আসছেন
অপেক্ষা আর কয়েকটা দিন
রাস্তার পাশে কাঁচা মাটির তৈরি মায়ের প্রতিমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে খুদে পড়ূয়ারা।


প্রখর তাপের মাঝে দুর্যোগের অশনি সংকেত মঙ্গলবার থেকে প্রবল বজ্র বিদ্যুৎ ও বৃষ্টিপাতের সম্ভবনা রৌদ্র উজ্জ্বল দিনে দেগঙ্গার...
08/09/2025

প্রখর তাপের মাঝে দুর্যোগের অশনি সংকেত
মঙ্গলবার থেকে প্রবল বজ্র বিদ্যুৎ ও বৃষ্টিপাতের সম্ভবনা

রৌদ্র উজ্জ্বল দিনে দেগঙ্গার মৃৎশিল্পী পাড়ায় গিয়ে দেখা গেল দূর্গা প্রতিমা তৈরির মাটির কাজ দ্রুত সম্পন্ন করতে তৎপরতা বাড়িয়েছেন মৃৎশিল্পীরা। হাতে আর মাত্র কয়েকটা দিন। এখনও বাকি রঙের কাজ।

তারমাঝে আবহাওয়ার অশনি সংকেত। মঙ্গলবার থেকে ফের ঘূর্ণাবর্তের বৃষ্টিপাতের সম্ভাবনা। চিন্তা বেড়েছে মৃৎশিল্পীদের।

#মৃৎশিল্পী

Address

Taki Rode
North 24 Parganas
743424

Alerts

Be the first to know and let us send you an email when নজরে দেগঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share