23/10/2025
২০০৪ সালে তাঁর স্ত্রীর অন্য আরেক পুরুষের সঙ্গে সম্পর্কের জেরে বিচ্ছেদ ঘটে তাঁর ও স্ত্রীর। তাঁকে ছেড়ে স্ত্রীর চলে যাওয়ার সময় স্ত্রী কে বলেছিলেন "ঠিক আছে, তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস যা, সন্তান আমি মানুষ করব। আজ থেকে আমিই তার বাবা আমিই তার মা"
সেইমতো দুই সন্তানকে স্ত্রীর দ্বায়িত্বে না দিয়ে নিজেই নেন তাদের মানুষ করার ভার। সেইসময় স্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন তিনি পারবেন না ছেলেমেয়ে মানুষ করতে। তবে হাল ছাড়েননি অভিনেতা।
অবশেষে মেয়ে জার্মানিতে পিএইচডি’র সুযোগ পেলে মেয়ে নিজেই তাঁর মাকে বাবার হয়ে জবাবটা দিয়েছিল বলে জানান অভিনেতা। সেদিন তিনি বাবা হিসেবে বেশ গর্বিত হয়েছিলেন। সাথে তাঁর চোখে জল চলে এসেছিল।