03/09/2025
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাপা ট্রাফিক পুলিশের উদ্যোগে "চায়না মাঞ্জা সুতো" ব্যবহার নিয়ে সতর্কীকরণ কর্মসূচি।
মাঞ্জা সুতোর ব্যবহার রুখতে পুলিশের উদ্যোগ
------------------------------------ঘুড়িতে চায়না মাঞ্জা সুতোর ব্যবহার রুখতে পুলিশের সচেতনতার বার্তা। বুধবার বিকেলে হাজিনগরে গরিফা আউট পোষ্টের কাছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে পথচলতি মানুষের কাছে এই মাঞ্জা সুতোর ব্যবহারে ক্ষতির দিকগুললো তুলে ধরা হয়। এই জনসাধারণের মধ্যে সচেতনা বার্তা দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গনেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ, এসিপি ট্রাফিক রাজর্ষি রঞ্জন বনিক, এসিপি বীজপুর সৌম্যানন্দ সরকার, কাঁপা ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর কুতুবদ্দিন বখতিয়া, হালিশহর থানার আই সি রাজু মুখার্জী এবং গরিফা পুলিশ ফাঁড়ির ওসি লোকনাথ সাহা সহ পদস্থ পুলিশ আধিকারিকগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ বলেন দুর্ঘটনা রুখতে চায়না সুতো ব্যবহার না করার আবেদন কারণ এই সুতো চোখে দেখা যায় না যে কোন ধরনের বড় দুর্ঘটনা ঘটতে যেতে পারে।