13/10/2023
ক্লাস six এর মেয়ে আমাকে চিঠি লিখেছে।
বরাবর,
জনাব,
আমি তোমাকে ভালোবাসি।
আমি চাই তুমিও আমাকে ভালবাসবে।
তুমি যদি আমাকে ভালো না বাস -
তাহলে
আমি তোমার আম্মুকে বলে দিব যে, তুমি
লুকিয়ে লুকিয়ে বিড়ি খাও।
আর শোন কারেন্ট গেলে এখন আর বাইরে
কেন আসনা?
তুমি না আসলে আমার খুব খারাপ লাগে।
তুমি যখন বাইরে আস আর আমি লুকোচুরি
করে তোমাকে দেখি তখন অনেক মজা হয়।
আর শোন তুমি বস্তি ছেলেদের সাথে এত
ঘুরাঘুরি কর কেন?
ওদের সাথে আর যেন না দেখি।
আর তুমি আমার জন্য মাসুদের মতো হাত
কাটবা।
কেটে আমার নাম লিখবা।
আমি স্কুলে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকবা।
মাঝে মাঝে আমাকে এটা ওটা কিনে
দিবা।😜😋
আমি স্কুলে ঝাল মুড়ি খাবো আর তুমি দাম
দিবা।😜😋
আর তুমি পাশের বাসার মেয়ে সুইটি আপুর
দিকে তাকিয়ে থাক কেন,😡😤
ওর দিকে আর তাকাবা না।😋😝
আর আমি যে তোমাকে ভালোবাসি এই
কথা কাউকে বলবানা।😂
বলবা যে তুমি আমাকে ভালোবাস কিন্তু
আমি তোমাকে পাত্তা দেই না।😒😒
আমি যা বলছি তাই না করলে কিন্তু
তোমার আম্মুকে বলে দিব তুমি বিড়ি খাও।
কথা গুলা মনে রেখো কিন্তু।
চিঠিটা পড়ে চক্ষু দিয়ে পানি পরছে।😓😓 আর মনে মনে বলছি কোন হালায় কইছে ধুমপান মৃত্যুর কারন
আমিতো দেখি ধুমপান ব্লাকমেইল এর কারন।😱😱
এতদূর যখন
এসেছেন তাহলে একটা Cmnt তো চাই ।😚😘
যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 📕সাহিত্য-কাব্য📗