Md Aynal Hoque

Md Aynal Hoque He who errs is man and he who dwells on error is Satan.
(4)

14/08/2025

1. 10 বছর পূর্ণ চাকুরীকাল না হলে pension পাওয়া যাবে না, gratuity পাওয়া যাবে।
2. 20 বছর পূর্ণ চাকুরী কাল হওয়ার পর স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দিলে pension ও gratuity দুটোই পাওয়া যাবে।
3. কোন শিক্ষক একদিন চাকুরী করে মারা গেলে death gratuity পাবে কিন্তু family pension হবে না।
4. কোন শিক্ষক 1 বছর পূর্ণ চাকুরী করে মারা গেলে তার wife family pension পাবেন, death gratuity পাবেন।
5. 7 বছরের কম চাকুরী করে কোন শিক্ষক মারা গেলে family pension হবে সাধারন হারে (ordinary rate), death gratuity পাবেন।
6. 7 বছর পূর্ণ বা তার বেশী চাকুরী করে কোন শিক্ষক মারা গেলে মারা যাবার পরের দিন থেকে 7 বছর family pension হবে বর্ধিত হারে (enhanced rate), তারপর family pension পাওয়া যাবে ordinary rate এ। death gratuity পাওয়া যাবে।

*কিভাবে DEATH GRATUITY নির্নয় করবেন???
(ROPA'2009 অনুযায়ী)
1. Less than 1 year
=(last basic+da)*2
2. 1 year to less than 5 years
=(last basic+da)*6
3. 5 years to less than 20 years
=(last basic+ da)*12
4. 20 years&more
=(last basic+da)*কোয়ালিফাইং service
এখানে কোয়ালিফাইং service max. 33
Max. Death gratuity 600000. 00 টাকা
ধরুন একজন শিক্ষক 26 বছর 9মাস 3দিন service করে মারা গেছেন, তার মৃত্যুকালে তিনি basic ও da মিলিয়ে পেতেন 29700. 00টাকা তাহলে তার death gratuity হবে
=29700*27=801900. 00টাকা, কিন্তু সর্ব্বোচ্চ 600000. 00
তাই তিনি 600000. 00অর্থাৎ ৬ লক্ষ টাকা পাবেন।
Ropa'09 অনুযায়ী Family pension কিভাবে নির্নয় করবেন?
Family pension দুরকমের হয়..
1. বর্ধিত হারে (enhanced rate)
2. সাধারন হারে (ordinary rate)
কোন শিক্ষক ১বছর পূর্ণ চাকুরী করে মারা গেলে তার wife(অথবা উল্টোটা) family pension পাবেন।এটি সাধারন হারে পাবেন।(মনে রাখবেন ১ বছর পূর্ণ চাকুরী না হলে family pension পাওয়া যায় না)
১ বছর থেকে ৭ বছরের কম চাকুরী করে মারা গেলে তার wife family pension পাবেন সাধারন হারে।
৭ বছর পূর্ণ চাকুরী করে কোন শিক্ষক মারা গেলে তার wife শিক্ষকের মৃত্যুর পর থেকে ৭ বছর বর্ধিত হারে এবং তারপর সাধারন হারে family pension পাবেন। (মনে রাখবেন কোন শিক্ষক চাকুরী রত অবস্হায় ৬০ বছর বয়সে মারা যান তাহলে তার ৬৭ বছর পর্যন্ত তার wife বর্ধিত হারে এবং পরে সাধারন হারে family pension পাবেন।)
বর্ধিত হারে family pension
= Last basic pay/2
সাধারন হারে family pension
= Last basic pay এর 30%
ধরুন একজন শিক্ষক 23. 04. 2002 এ যোগদান করে
16. 12. 2016 তে মারা গেছেন, মৃত্যুর সময় তার basic pay ধরুন 12000. 00 টাকা
Enhanced rate = 6000. 00টাকা from 17. 12. 2016 to
16. 12. 2023
Ordinary rate= 3600. 00 টাকা from 17. 12. 2023
(মনে রাখবেন সর্বনিম্ন family pension এর basic 3300 টাকা)

*কমিউট কী ???

যখন আপনি অবসরগ্রহন করবেন তখন আপনার basic pension থেকে pension বিক্রি করতে পারবেন। পেনশন বিক্রি সর্ব্বোচ্চ 40% করতে পারবেন। ইচ্ছা করলে তার কমও করতে পারবেন।
Ropa'09 অনুযায়ী কমিউট করলে পাবেন..
1 টাকা basic pension = 98. 328 টাকা।
আপনি আবেদন করলে তবেই আপনার pension কমিউট হবে। নচেৎ নয়। 15 বছর পর আপনার কমিউটের basic pension পুনরায় ফিরে পাবেন।
ধরুন আপনার অবসরের সময় basic pension হল
10000. 00টাকা তাহলে আপনি আপনার আবেদনে সর্ব্বোচ্চ 4000. 00 টাকা (40%)কমিউট করতে পারবেন।
আপনি টাকা পাবেন
(4000*98. 328)=393312. 00 টাকা....................................................
ধরুন কোন শিক্ষক 19 বছর 9 মাস 9দিন চাকুরী করছেন।
তাহলে তার কত unit হবে?
19 years = 38 units
19 years 3 months =39 units
19 years 6 months =39 units
19 years 9 months = 40 units
20 years = 40 units
এভাবে unit নির্নয় করতে হবে

* ROPA'09অনুযায়ী পেনশন এবং retiring gratuity কিভাবে নির্নয় করবেন???
ধরুন একজন শিক্ষক ১৮বছর ৯মাস ১০ দিন চাকুরী করেছেন প্রা. বিদ্যালয়ে, তার last basic pay 18260 টাকা,
D. A. = 85% =15521. Unit= 38,
Pension= last basic * unit of service/ 80
= 18260 * 38 / 80
= 8674. 00
Gratuity = (last basic + d. a. ) * unit of service / 4
= ( 18260+ 15521) * 38 / 4
= 33781 * 38 /4
= 1283678 /4
= 320920.00

Love you vivian 🌹
21/01/2025

Love you vivian 🌹

Dream...
03/10/2023

Dream...

18/04/2023

Mumbai...❤

Address

Old Malda
CHANCHAL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Aynal Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share