B TV প্রথমে বাংলা

B TV প্রথমে বাংলা पहले बंगला

02/10/2025

📌 সিঁদুর খেলায় অংশ নিলেন বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি॥

01/10/2025

কোতুয়ালিতে মানবিক উদ্যোগ, দুর্গাপুজোয় আনন্দ ভাগ করে নিলেন বৃদ্ধ-বৃদ্ধারা

দুর্গাপুজোর উল্লাস থেকে যাতে দুঃস্থ পরিবারের অসহায় প্রবীণরা বঞ্চিত না হন, তার জন্য অভিনব উদ্যোগ নিলেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য ধরমবীর পাসওয়ান।
তিনি নিজের উদ্যোগে এলাকার বেশ কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধাকে টোটোতে চাপিয়ে মালদা শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিক্রমা করান। সারাদিন প্রতিমা দর্শনে সামিল হয়ে প্রবীণরা পুজোর আনন্দে ভরে ওঠেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত অর্থাভাবে কিংবা শারীরিক অসুবিধার কারণে এঁরা মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শনের সুযোগ পান না। এই উদ্যোগে তাঁদের চোখেমুখে ফুটে উঠেছে পরিতৃপ্তির হাসি। প্রবীণদের মুখে একটাই কথা— "এবারের পুজো আমাদের কাছে সত্যিই বিশেষ হয়ে উঠল।”

30/09/2025

📌 ডিউটিরত অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় শহিদ সিভিক ভলেন্টিয়ার

29/09/2025

মালদা;-বিনয় সরকার রোডের দুর্গা উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

29/09/2025

📌একই পরিবারের তিনজনের মৃত্যুকে ঘিরে জোর চাঞ্চল্য বাচামারি এলাকা

29/09/2025

📌রহস্যমৃত্যুতে চাঞ্চল্য মহিষবাথানিতে। সোমবার দশটা নাগাদ প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের সিঙ্গাপাড়া এলাকায়।। মৃতের নাম কিসান্ত রাজবংশী (পেশায় চাষি)। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁর মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, যুবককে খুন করা হয়েছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

29/09/2025

চাঁচল:-
সামসির রানা প্রতাপ ক্লাবের দুর্গ পূজার কিতা কেটে শুভ সূচনা

📌রহস্য মৃত্যুকে ঘিরে দানা পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের সিঙ্গাপাড়া এলাকায়। জানা গেছে মৃতের নাম কিসান্ত রাজবংশী পেশা...
29/09/2025

📌রহস্য মৃত্যুকে ঘিরে দানা পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের সিঙ্গাপাড়া এলাকায়। জানা গেছে মৃতের নাম কিসান্ত রাজবংশী পেশাই চাষী মৃতদেহ উদ্ধার করে তদন্তে মালদা থানার পুলিশ।

 ;-   ডিউটি থাকাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃ-ত্যু সি-ভি-ক ভ-লে-ন্টি-য়া-রে-র। মৃত সি-ভি-ক ভ-লে-ন্টি-য়া-র এর নাম তপ...
29/09/2025

;-
ডিউটি থাকাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃ-ত্যু সি-ভি-ক ভ-লে-ন্টি-য়া-রে-র। মৃত সি-ভি-ক ভ-লে-ন্টি-য়া-র এর নাম তপেশ রাজবংশী(৩৬)। বাড়ি মহিষবাথানী অঞ্চলের শহরা এলাকায়। মালদা থানার সিভিক ভলেন্টিয়ার এর কর্মরত ছিল বলে জানা গেছে।। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বাইপাস জাতীয় সড়ক চাকি মোড়ের কাছে।

29/09/2025

পুরাতন মালদা:- উমা সার্বজনীন সংঘ মহিলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন

বিশেষ অফারে পুজোয় আনন্দ নিতে চলে আসুন পুরাতন মালদার শিমুল ঢাব অ্যাকোয়াটিক বেঙ্গলে
29/09/2025

বিশেষ অফারে পুজোয় আনন্দ নিতে চলে আসুন পুরাতন মালদার শিমুল ঢাব অ্যাকোয়াটিক বেঙ্গলে

29/09/2025

বিজ্ঞাপন

Address

Old Malda
732128

Alerts

Be the first to know and let us send you an email when B TV প্রথমে বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share